Рет қаралды 627
চায়ের কাপে আড্ডার নবম পর্ব ।
আড্ডার শিরোনামঃ ফিনিশ রাজনীতিতে বাংলাদেশীরা
অতিথিঃ ডঃ মজিবুর রহমান দফতরি,
রাজনৈতিক দলঃ গ্রিন পার্টি
আজকের আলোচনাঃ ফিনিশ রাজনীতিতে মজিবুর ভাইয়ের অভিজ্ঞতা। তিনি কেন কীভাবে রাজনীতিতে আসার চিন্তা করলেন এবং আজকের এই পর্যায়ে আসেন তার বিস্তারিত আলোচনা। বাংলাদেশী কম্যুনিটি ও ফিনিশ সোস্যাইটি নিয়ে উনার পর্যবেক্ষণ।
আমাদের সম্পর্কেঃ
টঙের আড্ডায় অভ্যস্ত মানুষজন আমরা ফিনল্যান্ডে আইসা আড্ডা দিতে না পারায় চিপায় পড়ছি তাই "চায়ের কাপে" নাম দিয়া ভার্চুয়াল আড্ডাখানা বসাইছি। আমাদের আলোচনাকে সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। আমরা চায়ের দোকানের মতই লাগামছাড়া আড্ডা দিচ্ছি।
এখানে ধর্মীয় বা রাজনৈতিক কোনো আদর্শ প্রচারের উদ্দেশ্য নেই। তবুও, আড্ডার ফাঁকে সমসাময়িক যেকোনো বিষয় উঠে আসতেই পারে।
আমাদের এই আলোচনা মাত্র শুরু হইলো - আশা করি চলবে। আপনারা যদি কোন বিষয়ে জানতে চান অথবা জানাতে চান তবে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন।
দেখুন আমাদের ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুনঃ
@chaercupe
আপডেট পেতে লাইক, ফলো করুন আমাদের ফেইসবুক পেইজঃ
www.facebook.c...
আমাদেরকে ইমেইলের ঠিকানাঃ
chaercupe@gmail.com
#চায়েরকাপে #আমাদেরচোখেফিনল্যান্ড #Bangladeshi #Finland #Podcast
#finland #BangladeshiInFinland #bangladesh #Bangla #FinlandBangladesh #helsinkifinland #BangladeshtoFinland