দুই প্রজন্মের দুই অতিথি || Milton Samadder || Child & Old Age Care.

  Рет қаралды 7,976

Milton Samadder

Milton Samadder

Күн бұрын

দুই প্রজন্মের দুই অতিথি, নেই পরিবার নেই স্বজন, তবু আছে দিন যাপনের স্বপ্ন।
Child & Old Age Care. এ বসবাসকারী শতাধিক পরিবার বঞ্চিত,অসুস্থ রাস্তায় বা নর্দমায় পড়ে থাকা অসহায় মানুষগুলোর খাবার,চিকিতসা,পোশাকাদি সহ নিয়মিত সকল সেবা পাচ্ছেন অসহায় বৃদ্ধ-বৃদ্ধা, পরিবার বঞ্চিত শিশুগুলো। এদের বর্তমান অবস্থা নিয়ে আমাদের নিয়মিত প্রতিবেদন মুলক আয়োজন "আশ্রমের দিনকাল"
আপনাদের আলোকিত সহযোগিতায় এই শিশুরা দেখতে পাচ্ছে নতুন জীবনের আলো। এই মানুষগুলোর প্রয়োজন আপনাদের, সকলে চেয়ে থাকে আপনাদের সহযোগিতার আশায়, এদের প্রয়োজন আপনাদের সার্বিক সহযোগীতার। এরা জানেন প্রতিদিন এদের পাশে আছেন আপনারা, মানবিক সেবার অঙ্গীকার নিয়ে সাথে আছেন সবসময়।

Пікірлер: 7
@momtazakterjuthe6601
@momtazakterjuthe6601 Жыл бұрын
Nice
@user-jf2yp5xf6t
@user-jf2yp5xf6t Жыл бұрын
So.nice
@momtazakterjuthe6601
@momtazakterjuthe6601 Жыл бұрын
Taslima khalar vasha kintu khub sundor
@MiltonSamadder
@MiltonSamadder Жыл бұрын
দোয়া করবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আন্তরিক ধন্যবাদ।
@user-jf2yp5xf6t
@user-jf2yp5xf6t Жыл бұрын
❤❤❤❤❤
@dmmasud7737
@dmmasud7737 2 жыл бұрын
চারিত্রিক সনদ আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাযিল করেছি, যাতে তোমাদের কথা' আছে, অথচ তোমরা চিন্তা-ভাবনা করো না। (সূরা আল আম্বিয়া, ১০), এরা রাতের বেলায় খুব কম ঘুমায়, শেষ রাতে তারা আল্লাহর কাছে নিজের গুনাহখাতার জন্যে মাগফেরাত কামনা করে। (সূরা আয যারিয়াত১৭-১৯)। তাদের পিঠ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে, তারা নিজেদের প্রতিপালককে ডাকে ভয় ও প্রত্যাশা নিয়ে, তারা অকাতরে আমার দেয়া রেখেক থেকে খরচ করে। (সূরা হা-মীম সাজদা-১৬) রাতগুলো তারা নিজেদের মালিকের সেজদা ও দাঁড়িয়ে থাকার মধ্য দিয়ে কাটিয়ে দেয়। (সূরা আল ফোরকান-৬৪)। এরা দারিদ্র ও সাচ্ছন্দ্য উভয় অবস্থায় (আল্লাহর নামে) অর্থ ব্যয় করে, এরা রাগকে নিয়ন্ত্রণ করে, এরা মানুষদের ক্ষমা করে, বস্তুত আল্লাহ তায়ালা এসব নেককার লোকদের ভালোবাসেন।' (সূরা আলে ইমরান-১৩৪)। এরা (বৈষয়িক প্রয়োজনের সময়) অন্যদেরকে নিজেদেরই ওপর প্রাধান্য দেয়, যদিও তাদের নিজেদের রয়েছে প্রচুর অভাব ও ক্ষুধার তাড়না। যারা নিজেদেরকে কার্পণ্য থেকে দূরে রাখতে পারে তারা বড়ই সফলকাম।' (সূরা আল হাশর-৯)। এরা বড়ো বড়ো গুনাহ থেকে বেঁচে থাকে, যখন এরা রাগান্বিত হয় তখন (প্রতিপক্ষকে) মাফ করে দেয়, এরা আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, এরা নামাজের প্রতিষ্ঠা করে, এরা নিজেদের মধ্যকার কাজকর্মগুলোকে পরামর্শের ভিত্তিতে আঞ্জাম দেয়। আমি তাদের যা দান করেছি তা থেকে তারা অকাতরে ব্যয় করে।' (সূরা আশ্-শুরা৩৭-৩৮)। যখন তাদের বলা হয়, আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ নেই, তখন তারা গর্ব ও অহংকার করে এবং বলে, আমরা কি একটি পাগল ও কবিয়ালের জন্যে আমাদের মাবূদদের পরিত্যাগ করবো?” (সূরা আছ ছাফফাত ৩৫-৩৬)। যখন এদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন এদের অন্তর অত্যন্ত নাখোশ হয়ে পড়ে, অথচ যখন এদের সামনে আল্লাহ তায়ালা ছাড়া অন্যদের কথা বলা হয় তখন এদের মন আনন্দে নেচে ওঠে।' (সূরা আঝ ঝুমার, ৪৫)। তোমাদের কিসে জাহান্নামের এই আগুনে নিক্ষেপ করলো? তারা বলবে, আমরা নামায প্রতিষ্ঠা করতাম না, আমরা গরীব মেসকীনদের খাবার দিতাম না, কথা বানানো যাদের কাজ আমরা তাদের সাথে মিশে সে কাজে লেগে যেতাম। আমরা শেষ বিচারের দিনটিকে অস্বীকার করতাম, এভাবেই একদিন মৃত্যু আমাদের সামনে এসে হাযির হয়ে গেলো।' (সূরা আল মোদ্দাসসের, ৪২-৪৬)। হ্যাঁ এমন ধরনের কিছু লোকও আছে যারা নিজেদের গুনাহ স্বীকার করে। এরা ভালো মন্দ মিশিয়ে কাজকর্ম করে-কিছু ভালো কিছু মন্দ। আশা করা যায় আল্লাহ তায়ালা এদের ক্ষমা করে দেবেন। অবশ্যই আল্লাহ তায়ালা বড়ো দয়ালু বড়ো ক্ষমাশীল। (সূরা আত্‌ তাওবা ১০২)। আল্লাহর দয়া থেকে তারাই নিরাশ হয় যারা গোমরাহ ও পথভ্রষ্ট।' (সূরা আল হিজর ৫৬)। নিশ্চয় আমার রব দো‘আ শ্রবণকারী’। হে আমাদের রব, আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলগণের মাধ্যমে। আর কিয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না। নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না’। আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। হে আমার রব, আপনার নিকট দো‘আ করে, আমি কখনো ব্যর্থ হইনি।
@suktaraattire8804
@suktaraattire8804 6 ай бұрын
Where it located, please drop have any phone number and location , want to visit there
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 17 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 16 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 60 МЛН
Company Introduction-- By Milton Samadder || Milton Home Care Pvt. Ltd.
4:49
Milton Home Care Pvt. Ltd.
Рет қаралды 5 М.
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 17 МЛН