মাটির গান চিরকালই প্রানবন্ত..... ধন্যবাদ দীপ্তকে সুন্দর তবলা সংগত করার জন্য সুমন শীল অসাধারণ 💐 শফিক ভাই কেয়াবাত ❤️❤️
@Md.ShafiqulIslam-d1c2 күн бұрын
সুমনদা ও দীপ্তদা'র পাশাপাশি আপনার ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল। এ জন্য তিন জনের প্রতিই কৃতজ্ঞতা ।
@ArifuzzamanZaman-l6q9 сағат бұрын
Nice
@Md.ShafiqulIslam-d1c9 сағат бұрын
@@ArifuzzamanZaman-l6q thank you, brother.
@h.r.ndesign36179 сағат бұрын
One of the best song than previous
@Md.ShafiqulIslam-d1c9 сағат бұрын
@@h.r.ndesign3617 Thank you, dulon.
@AbdulAhad-jb5xz8jh5Күн бұрын
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। কুরআনে সরাসরি "গান" শব্দটি ব্যবহৃত না হলেও, এর মধ্যে এমন কিছু আয়াত আছে যেগুলো থেকে গান-বাজনা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি অনুধাবন করা যায়। কুরআনে গান সম্পর্কিত কিছু উল্লেখ: * লহু আল-হাদীস: কুরআনের লুকমান সূরায় "লহু আল-হাদীস" শব্দটি ব্যবহৃত হয়েছে। অনেক আলেম এই শব্দটিকে গান-বাজনা বা অর্থহীন কথাবার্তা বলে ব্যাখ্যা করেছেন। * আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে: কুরআনে বলা হয়েছে, কিছু মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অর্থহীন কথাবার্তা (গান-বাজনা) ক্রয় করে।
@Md.ShafiqulIslam-d1cКүн бұрын
@@AbdulAhad-jb5xz8jh5 আর কথা যদি অর্থপূর্ণ হয় তাহলে কী ব্যাখ্যা? আর প্রয়োজনহীন/অর্থহীন কথা কি শুধু গানেই থাকে? ধারণাপ্রসূত ব্যাখ্যা কেন শুধু গানকে টার্গেট করেই? অথচ শরীরের মত মনেরো খোরাক দরকার। তবে অশ্লীলতা অবশ্যই বর্জনীয়। আমিও অশ্লীলতার বিপক্ষে।
@AbdulAhad-jb5xz8jh5Күн бұрын
ভাইয়া এইসব গান বাজনা ঠিক না আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিন্তু আল্লাহকে ভয় করেন এখনও সময় আছে এইসব বাদ দিন
@Md.ShafiqulIslam-d1cКүн бұрын
@@AbdulAhad-jb5xz8jh5 আমার হিসাব কি তোমার দিতে হবে? নিজের চিন্তা করো। কুরানের-হাদিসের বহু নিষেধ তুমি অমান্য কর, সেগুলো নিয়ে ভাবো। গান নিয়ে কুরানে বা হাদিসে কোন নিষেধাঙ্গা নাই। নিষেধ থাকলে কোথায় আছে জানিও। নাইলে ফাও আলাপের দরকার নাই।
@AbdulAhad-jb5xz8jh5Күн бұрын
@Md.ShafiqulIslam-d1c কুরআনে সরাসরি গান শোনা নিয়ে কোন আয়াত নেই। তবে হাদিসে নবী (সাঃ) গান-বাজনা শোনাকে নিষেধ করেছেন। কেন গান শোনা নিষেধ? * হাদিসে বর্ণিত: অনেক হাদিসে নবী (সাঃ) গান-বাজনা শোনাকে হারাম বলে উল্লেখ করেছেন এবং একে ব্যভিচারের সাথে তুলনা করেছেন। * মনকে বিচ্যুত করে: গান-বাজনা অনেক সময় মনকে বিচ্যুত করে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। * ইসলামী শিক্ষার পরিপন্থী: ইসলাম শান্তি, সদাচরণ এবং আল্লাহর উপাসনাকে উৎসাহিত করে। গান-বাজনা অনেক সময় এসব শিক্ষার পরিপন্থী হতে পারে।
@Md.ShafiqulIslam-d1cКүн бұрын
@AbdulAhad-jb5xz8jh5 গান না, নিষেধ হলো অশ্লীলতা। আল্লাহর গুনগান তো অশ্লীলতা না। তুমি যে গানে কমেন্ট করেছ, তাতে যে আল্লাহর গুনগান করা হয়েছে। বাদ্যযন্ত্র দিয়েও আল্লাহর গুনগান করানো হয়েছে। ব্যাখ্যা থাকলে দিও।