দুবাই মলের একুরিয়াম। DUBAI MALL AQUARIUM.

  Рет қаралды 60

palash ikbal

palash ikbal

Күн бұрын

দুবাই মল (DUBAI MALL)
আরব আমিরাতে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার পাশে অবস্থিত দুবাই মল (The Dubai Mall) শপিং প্রেমীদের জন্য এক স্বপ্নময় স্থান। প্রায় ১২ মিলিয়ন বর্গ ফুট জায়গা জুড়ে বিস্তৃত দুবাই মল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শপিং মল। প্রায় ৫০ টি ফুটবলের মাঠের সমান জায়গা জুড়ে গড়ে উঠা এই মলে রয়েছে প্রায় ১,২০০ টি দোকান, এক্সক্লুসিভ ফ্যাশন হাউজ, ২০ টি বিলাসবহুল হোটেল, ২২ টি সিনেমা হল, বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর এবং কয়েকশ রেস্টুরেন্ট। এছাড়া দুবাই একুয়ারিয়াম, আন্ডার ওয়াটার জু ও থিম পার্ক সহ বিনোদনের নানা আয়োজন রয়েছে দুবাই মলে। আর তাই দুবাই (Dubai) বেড়াতে আসলে পর্যটকদের পছন্দের শীর্ষে থাকে এই দুবাই মল।
The Dubai Mall located next to the world's tallest building Burj Khalifa in the United Arab Emirates (UAE) is a dreamy place for shopping lovers. Dubai Mall is the second largest shopping mall in the world with an area of ​​about 12 million square feet. Built over an area equal to about 50 football fields, this mall has about 1,200 shops, exclusive fashion houses, 20 luxury hotels, 22 cinemas, large department stores and hundreds of restaurants. In addition, Dubai Mall has various entertainment activities including Dubai Aquarium, Underwater Zoo and Theme Park. And so this Dubai Mall is at the top of the tourists' choice when visiting Dubai.
দুবাই মলে কি দেখবেন ও কি করবেন-
শপিং ছাড়াও আরব আমিরাতের (Arab Emirates) দুবাই মলে বিনোদনের জন্য রয়েছে নানা আয়োজন। মলের ভিতরে মধ্যপ্রাচ্যের ৭০ দশকের ব্লুমিংডেল, গ্যালারিস লাফায়েতের মতো শপগুলো পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। ফ্যাশন সচেতনদের জন্য বিশ্বখ্যাত ডিজাইনারদের নানা কালেকশন রয়েছে এখানে। এদের মধ্যে আছে ভার্সেস, বারবেরির মতো স্বনামধন্য সকল ব্রান্ড। দুবাই মল “গোল্ড সৌক” সোনার গহনার জন্য বিখ্যাত।
এছাড়াও দুবাই মলে পরিবার নিয়ে ঘুরার জন্য আছে দ্যা দুবাই একুরিয়াম ও আন্ডার ওয়াটার জু, বাচ্চাদের পছন্দের কিন্ডাজিয়া সহ দ্যা দুবাই ফাইন্টেন, আইস রিঙ্ক সহ আরও অনেক কিছু।
দুবাই একুয়ারিয়াম এন্ড আন্ডার ওয়াটার জু:
দুবাই মলের নিচ তালায় অবস্থিত এই দুবাই একুয়ারিয়ামটি (Dubai Aquarium) প্রায় ৫১ মিটার লম্বা, ২০ মিটার গভীর ও ১১ মিটার উচ্চতা বিশিষ্ট। এই একুয়ারিয়ামে প্রায় ৩,০০০ প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে, এদের মধ্যে প্রায় ৪০০ এর বেশী শার্ক ও রেইস আছে। আর সবচেয়ে বড় কথা এই মলের ভিতরে অবস্থান করলে এক্রাইলিক প্যানেলের মধ্যে দিয়েই একুয়ারিয়ামটি দেখা যায়। তবে টিকেট কেটে ৪৮ মিটার লম্বা টানেলের মধ্য দিয়ে প্রবেশ করলে এই একুয়ারিয়ামকে ভিন্ন ভাবে দেখার সুযোগ পাওয়া যায়। যেখানে খুব কাছ থেকে শার্ক, রেইস, অক্টোপাস সহ অন্যান্য সামুদ্রিক প্রাণী কাঁচের প্রাচীরের গায়ে ঘুরে বেড়াতে দেখবেন। আর যদি আপনি খুব সাহসী হন তাহলে ১০ লিটার পানির ট্যাঙ্কিতে ডুব দিয়ে স্যান্ড টাইগার শার্কের মুখোমুখি হতে পারবেন।
এই একুয়ারিমের টানেলের মধ্যে দিয়ে দুবাই মলের দ্বিতীয় তালায় অবস্থিত আন্ডার ওয়াটার জু্তে (Under Water Zoo) যাওয়া যায়। প্রায় ৪০ টি মেরিন হাউজে পিরানহা, পেঙ্গুইন, কুমির, বড় টিকটিকি, সাপ, বড় ইল সহ আরও অনেক কিছু দেখতে পারবেন। এখানের ছোট আর্চার ফিস ও তাদের নিজেদের খাবার শিকার করার পদ্ধতি পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। এছাড়াও এখানে গ্লাস বোটমড বোট রাইড, কেজ স্নোরিং, শার্ক ডাইভস ও প্যাডি ডাইভিং করতে পারেন।
খরচ ও সময়সূচী : সপ্তাহের ৭ দিনই খোলা থাকা দ্যা দুবাই একুয়ারিইয়াম ও জু। এখানে ঢোকার প্রবেশ মূল্য ৫৫ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ১২৬৪ টাকা)। তবে ৩ বছরের নিচের বাচ্চাদের জন্য কোন এন্ট্রি ফি দিতে হয় না। রবিবার থেকে বুধবার সকাল ১০ টা থেকে রাত ১০ টা এবং বৃহস্পতিবার থেকে শনিবার সকাল ১০ টা থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকে। আর বন্ধ হবার ৩০ মিনিট আগে এখানে নতুন কেউ প্রবেশ করতে পারে না। বিভিন্ন প্যাকেজের মাধ্যমে ঘোরারও সুযোগ আছে এখানে।
দুবাই মল হতে কি কিনবেন
দুবাই মলে বিশ্বের বিখ্যাত ডিজাইনারদের ডিজাইন করা এক্সক্লুসিভ ড্রেস, লেডিস ও জেন্টস সু, গোল্ড ও ডায়মন্ডের জুয়েলারি, নামি দামি ব্র্যান্ডের আতর, ব্যাগ, ইলেক্ট্রনিকস, বাচ্চাদের খেলনা, কাপড়চোপড়, গিফট আইটেম, ঘর সাজানোর নানা জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ও শৌখিনতার বিভিন্ন জিনিস খুঁজে পাবেন।
ভ্রমণ টিপস
দুবাই মলে জিনিসে দাম একটু বেশী তাই কেনাকাটা করার ক্ষেত্রে খরচ বেশী হবে সেটা মনে রেখে শপিং করবেন।
দুবাই মল ভালো ভাবে ঘুরার জন্য এক দিন পুরো দিন সময় নিয়ে যাবেন। অল্প সময়ে দুবাই মল ভালো ভাবে ঘুরতে পারবেন না।
এখানের বিভিন্ন শপে ডিস্কাউন্ট দেওয়া হয় তবে কেনার সময় নিজে থেকে ডিস্কাউন্টের কথা জিজ্ঞাসা করে নিবেন। অনেক সময় জিজ্ঞাসা না করলে অনেক শপেই ডিস্কাউন্ট দেয় না।
দ্যা দুবাই একুয়ারিয়াম ও আন্ডার ওয়াটার জু তে ঘোরার ক্ষেত্রে প্যাকেজে বেছে নিলে ঘুরতে সুবিধা হবে।
দ্যা দুবাই একুয়ারিয়াম ও আন্ডার ওয়াটার জুতে মেম্বার শিপ কার্ডের সুবিধা আছে। যদি সম্ভব হয় এই কার্ড করে নিলে খরচ ও কম হবে সাথে প্রতিবার গিফট শপ সহ অন্যান্য রাইডে ডিস্কাউন্টও পাওয়া যাবে।
দুবাইে যাতায়াতের ক্ষেত্রে মেট্রো ব্যবহার করা সুবিধাজনক তাই প্রথমেই একটি মেট্রো কার্ড কিনে নেওয়া ভালো।

Пікірлер: 2
@DhakaGate-l8t
@DhakaGate-l8t 3 ай бұрын
Huge!!
@KabirKhan-b8p
@KabirKhan-b8p 3 ай бұрын
Nice
The Dubai Mall - দুবাই মলে কেনাকাটা -Part 1
12:31
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 83 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 37 МЛН
Brides for sale - Bulgaria's Roma marriage market 🇧🇬
9:38
Joe HaTTab
Рет қаралды 24 МЛН
Best Things To Do in Dubai UAE 4K
20:29
Island Hopper TV
Рет қаралды 2,2 МЛН
The Dubai Mall - দুবাই মলে কেনাকাটা- Part 2
7:14
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47