"দুই শালিখের সুখে মোর ভোরে ওঠে বুক সারা ও রাজের মিলন বেলায় হৃদি হলো উন্মুখ " ফিরদৌস হাসান পরিচালিত দুই শালিখে সুখ নাটকটি একটি সুখী পরিবারের পুরোনো সব দ্বন্দ্ব ভুলে ভালোবাসার বিনি সুতোয় নতুন করে একাত্ম হওয়ার একটি মিষ্টি মধুর কাহিনী .....যেখানে অতীতের কিছু নস্টালজিয়া বর্তমানের প্রেক্ষাপটে সমুজ্জ্বল ও কিঞ্চিৎ করুন সুরে মনের গভীরে অনুরণিত ....রাজের দেশে ফিরে আসা, তার বাবার মতন সঙ্গীতে প্রবল অনুরাগ , সম্পত্তি বিভাজন নিয়ে সব দ্বন্দ্বের অবসান এবং সারার সাথে রাজের মিলন ...সবমিলিয়ে দুই শালিখে সুখ নাটকটি ফিরদৌস হোসাইন মহাশয়ের নিজস্ব নাটক ঘরানার একটি সুন্দর চিত্র ... রাজ চরিত্রে সজল ধীর স্থির ব্যক্তিত্বপূর্ণ এক আধুনিক দায়িত্বশীল পুত্রের প্রতিভূ , তার অভিনয় পরিমিতি আকর্ষণীয় , তার অভিব্যক্তি চমৎকার.....এর আগে ফিরদৌস হোসাইন পরিচালিত আনন্দ নাটকের শেষে ," আহা কি আনন্দ আকাশে বাতাসে " শুনে যেমন আনন্দিত হয়েছিলাম , উক্ত নাটকের শেষেও তেমনি একটি অসাধারণ সংগীতের মধ্যে পারিবারিক মিলনের দৃশ্যটি মন কাড়লো আমার ....শুভেচ্ছা ও শুভকামনা , শুভদীপ রায়, কলকাতা
@GIYASUDDIN703 жыл бұрын
একজনের কাছে চাইলে কখনো খালি হাতে ফিরতে হয়না -তিনি হলেন আল্লাহ🥀
@mobarokislam98353 жыл бұрын
রাইট
@shahinalam92703 жыл бұрын
আমাদের প্রিয় নবী হযরত মোহম্মদ (সাঃ)♥
@jabedhossain31603 жыл бұрын
আলহামদুলিল্লাহ
@MdRobin-dd5do6 ай бұрын
😊😊😊
@mdripon56813 жыл бұрын
এই ঈদে সজলের প্রথম নাটক দেখলাম। ভালোই লাগলো
@rt-toshi-video-vision3 жыл бұрын
অবশ্যই তুমি পাবে, যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু। - [ হযরত মুহাম্মদ (সাঃ) ] 🌹🌹🌹🌹
@MdDelowar-vv7wc3 жыл бұрын
গান টা অসাধারণ লেগেছে 😍😍😍
@ziaulhoquepolashofficial45973 жыл бұрын
🇧🇩 ঈদ মোবারক " বাংলা নাটকের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ.
@mdparvez28232 жыл бұрын
মিষ্টি জাহানের নাটক বেশি বেশি ছাই
@alicesmith45903 жыл бұрын
নাটক : দুই শালিকে সুখ পরিচালনা : ফেরদৌস হাসান রানা প্রথমেই অনেক অভিনন্দন জানাই পরিচালক মহাশয় ও তাঁর দায়িত্ববান সমগ্র টীমকে।এই " নিউ নর্মাল" পরিস্থিতিতে তাঁরা তাঁদের কাজের মধ্যে দিয়ে এই নতুন জীবন যাত্রার নিয়মাবলি দর্শকদের সামনে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে পরিবেশন করেছেন। এমন কাজের ধরন দর্শকদের যথেষ্ট অনুপ্রাণিত করে এই জীবন যাত্রার সাথে সহজ ভাবে নিজেকে মানিয়ে নিয়ে আবার এগিয়ে যেতে। এগিয়ে চলার নামই তো জীবন। প্রকৃত অর্থে পিতৃঋণ বা কর্ম ফলের দায় বর্তায় তাঁর সন্তানের ওপর। রাজ সাতসমুদ্র তেরো নদী পার হয়ে আসে নিজের বাবার একমাত্র ভালোবাসার জিনিস গীটার উত্তরাধিকার সূত্রে গ্রহণ করতে আর বাবার কৃতকর্মের জন্য তাঁদের সমগ্র পরিবারের কাছে তথা তাঁর দাদীর কাছে ক্ষমা চাইতে। কিন্তু নিজের দেশের মানুষ, তাদের মায়া, মমতা, স্নেহের টানে রাজ রয়ে যায় তার বাবার ভিটে,মাটিতে। আর সেই ছোট্ট বেলার বিচ্ছু খেলার সাথী সারা হয়ে ওঠে তার জীবন সঙ্গী। " এন্ড দে লিভ্ড হ্যাপিলি এভার আফটার।" রাজের চরিত্রে সজল যথার্থ দায়িত্ববান পুত্রের ভূমিকায় যেমন সংযত ও যথাযথ অভিনয় করেছেন। ঠিক তেমন ভাবেই সূক্ষ্য অনুভূতিগুলোর ছিল সংযত অভিব্যক্তি। বাকিটা উপলব্ধি করে নিতে হবে তাঁর অভিনয়ের প্রতি ক্ষণের যে চমক থাকে তার মধ্যে দিয়ে আর তাঁর চোখের আবেগ ময় অভিব্যক্তির মধ্যে দিয়ে। শালিক পাখি, শালিক পাখি তুই আকাশের মালিক নাকি? মেলে দিয়ে রঙিন পাখা চষে বেরাস আকাশ খানা!! সুদেষ্ণা শূর ,কলকাতা ,পশ্চিমবঙ্গ
@ferdoushasan2673 жыл бұрын
আপনাকে ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার মূল্যায়ন।লক ডাউনের ভেতর অনেক ঝুঁকি নিয়ে শুটিং করেছি। আপনাদের আর্শীবাদে কাজটা কোনোরকমে তাড়াহুড়া করে শেষ করেছি।তাই ক্ষমা করবেন। আপনার জন্য অনেক শুভকামনা!