আহা! তাহার কথাই যে আমারও কথা হয়ে গেল,,,,, সকলই যে ,,,,,,,, পূর্ণ ! ! অসীম কৃতজ্ঞতা তাঁহাকে ,,, বহমlন সৃষ্টির স্রোত ধারায় তোমরা বেঁধে গেছ ,, সৌভাগ্য তোমাদের এ যে তাঁহারই বিন্দু আশীর্বাদ ! আমার পরান ভরা ❤❤
@hemkusumroy28232 жыл бұрын
গানে ও কবিতায় আবেগে সিক্ত হলাম। দুই গুরু🙏🏻।
@AmareshSaha-us9huАй бұрын
Darun .
@chandankumarsanyal74092 жыл бұрын
It will be ever green in BENGOLI CULTURE.
@somnathdolui95927 ай бұрын
কি অসম্ভব গলায় সুর
@rockymix89093 жыл бұрын
Oh kid darun
@sankarasisghosh35183 жыл бұрын
একটা অনুরোধ গুরুদেবের গান একেবারে খালি গলায় ভীষণ ভালো লাগে । এই রকম এক বর্ষণ মুখর বিকেলে আমরা হাজির হয়ে ছিলাম দেবব্রত বিশ্বাসের ঘরে। যিনি পৌঁছে দিলেন তিনি বললেন কথা বেশি বলবেন না। আমরা আমাদের কলেজ সোসালে গাইবার জন্যে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম। উনি হাঁপানি সামলে বললেন আর কখনো আসবেন না। জানেন না আমি ব্রাত্য। আপনাদের তো পুলিশে ধরবে। তখন আমরা প্রনাম করে চলে আসব। মিষ্টির প্যাকেটটা ওনার সামনে রেখে। তখন একটু হেসে বললেন। একটু এমনি গান শুনে যাও। সবচাইতে অবাক কান্ড উনি বাঙাল ভাষায় কথা বলছিলেন কিন্তু গুরুদেবের গান উনি একদম পরিষ্কার ভাবে খালি গলায় গাইলেন। উনি তিনটি গান গেয়েছিলেন। তবে তাঁর গলায় কৃষ্ণকলি তারেই আমি বলি, শুনে আমরা সত্য সত্য কেঁদে ফেলে ছিলাম। তখন উনি গান শেষ করে আমাদের প্রত্যেকের হাতে একটা করে সন্দেশ দিয়ে আবার হাঁপাতে লাগলেন। আমরা চলে এলাম শুধু কষ্ট পাচ্ছিলাম এই প্রতিভা ব্রাত্য। আপনাদের গানগুলোর মধ্যে ঐ কৃষ্ণকলি আছে বলেই শুনতে চাই ছিলাম।
@bankimbiswas74274 ай бұрын
আপনি খুবই ভাগ্যবান এরকম একজন মহমানবের স্পর্শ পেলেন।