আফতাব খান টুলু 30/05/2023 01/ আমার জান 02/ ফুল আর কাটা 03/ সত্রী পুত্র আব্দুল্লাহ 04/ দায়ী কে 05/ দুর্নিয়া
@sumansuma32904 жыл бұрын
নাদিম এর বেব ধান মুভিটা দেন পিলিজ
@realzonebd7835 жыл бұрын
আগের ছবির মত আর ছবি হবে না
@sojolkhan69585 жыл бұрын
Abbajan Ammajan Kosto Gunda Number One Lal Badsha Rustom Top Shormat Rangbaz Badsha Movie Chai Full
@ahmedmatiurrahman3968 Жыл бұрын
নাদিম ঢাকার ছেলে। তার আসল নাম নাজির বেগ। ১৯৪৭ সালে দেশ ভাগের পর তার পরিবার হায়দরাবাদ থেকে ঢাকায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। নাজির বেগ গিটার বাজিয়ে পথে পথে গান গেয়ে রোজগার করতো। আমাদের সিনেমা জগতের একজন প্রধান পুরুষ এহতেশাম তাকে ব্রেক দিয়ে সিনেমায় নিয়ে আসেন। সুঠাম দেহী সুন্দর চেহারার যুবক নাজিরকে চিনতে ভুল করেন নি এদেশে বহু নায়ক নায়িকা উপহার দেয়া এহতেশাম। নাজিরের নাম পাল্টে তিনি নাম দেন নাদিম। অনেক নায়িকারই নাম পাল্টে দিয়েছেন তিনি। শবনম, শাবানা থেকে শুরু করে শাবনুর পর্যন্ত সকলেই এহতেশামের আবিষ্কার। চকোরী ছবি করে এহতেশাম মাত করে দেন। এর নায়ক ছিলেন নাদিম আর নায়িকা শাবানা। নাদিম পাকিস্তানের উভয় অংশে জনপ্রিয়তা পান। শবনমও একই জনপ্রিয়তা। ১৯৭১ সালে পাকিস্তানে অনেক ছবির কাজের সাথে যুক্ত ছিলেন তারা। ফলে আটকে যান সেখানে। বাঙালি হিন্দু রমনী শবনম পরে দেশে ফিরে এলেও নাদিম ফেরেন নি। তবে দুনিয়াসহ কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করে নাদিম জয় করে নেন বাংলাদেশের দর্শকদের হৃদয়। তিনি পাকিস্তানে একজন সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। অমিতাভ বচ্চনকে ভারতে যেভাবে দেখা হয় পাকিস্তানে নাদিমের অবস্থান সে রকমই। এই ছবিটিতে পাকিস্তান ও বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দর্শকদের প্রাণ কেড়েছে। আমাদের রোজিনা ছবির নায়িকা হিসেবে অনবদ্য।