অনবদ্য গান। অতি মিষ্টি সুর ।সলিল চৌধুরি ছাড়া এই সুর ও সংগীতায়োজন অসম্ভব । আমাদের দেশের দুর্ভাগ্য যে এইসব গান জনবল্লভতা না পেয়ে অন্ধকারেই থেকে গেল। এদেশের সংগীতসমাজের এ এক দুর্ভাগ্য । শ্রোতৃবর্গের সম্বন্ধে বলতে ইচ্ছে করে , তারা বুধ্যঙ্ক আর আবেগ কোনদিক দিয়েই সলিলের মূল্যায়ন করতে পারেননি । তাদের বোধই এমন সূক্ষ্মতার স্তরে উন্নীত হতে পারে না । কেন যে সলিল এই পোড়া দেশে জন্মালেন! তাঁরও দুর্ভাগ্য । তাই তো পৃথিবীর গাড়ীটা থামিয়ে সলিলকে চলে যেতে হয় ।