Рет қаралды 209,080
"Durgatinashini Ma"
please please please share the song and subscribe the channel.
Sponsored by: Dr. Nick Barua
Artist, Song Writer & Composer: Nishita Barua
Music arrangement: Meer Masum
Dance Choreography: Himel Barua
Edit, Color & Direction: Shomrat Azad
DOP: Sohpon Khan
Story Planning: Fozia Azad
Video Production: Pink Hour
Dancers: Monisha, Yuki Sen Barua, Nikita, Nijhum, Srijita Saha, Redita Saha, Progga Paromita Saha, Sneha, Progga Bir, Joyeta, Ahana Chowdhury, Tathoi, Apshora, Arko,Himel & Rachita.
Location: Shri Shri Raj Rajeshwari kali Mata Mandir, Cumilla.
অনুভূতি:
কুমিল্লায়, ছোটবেলার এত স্মৃতি আছে যে বলে শেষ করা যাবেনা। শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালিবাড়িতে কত শিউলি ফুল কুঁড়িয়েছি, এখনো চোখে ভাসে এবং ভাললাগার অনুভূতি অবর্ননীয়। দুর্গামার গানটি তৈরি করার পর আমার মনে হয়েছে এই গানে আমার কুমিল্লাবাসী না থাকলে আমার আশা অপূর্ণ থেকে যাবে। আমার আশা পূর্ণ হয়েছে। গানে অংশগ্রহণ করা সকল কাকু-কাকিমা, ভাই-বোন, প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের আমার নমস্কার, ভালবাসা, আশীর্বাদ ও শুভকামনা জানাই। গানটি ভাল লাগলে শেয়ার করবেন আর আমার KZbin Channel টি subscribe করবেন। আমার জন্য আশীর্বাদ ও শুভকামনা রাখবেন যেন সবসময় আপনাদের ভাল গান উপহার দিয়ে যেতে পারি।
সবার পূজা স্বার্থক হোক। মনের আশা পূর্ণ হোক।
গানের কথা:
এতদিন পরে পরে আসো কেন মা,
প্রতিদিন আমার ঘরে থেকে যাওনা,
তোমাকে মনে মনে পূজেছি সংগোপনে,
পুরণ কর এই মনোষ্কামনা।
দুর্গতিনাশিনী মা,
মা গৌরি, এশা, হিমানী,
বিশ্বধারিনী মা,
মা চন্দ্রিকা ভবানী।
দশভূজায় হয় তোমার আগমন,
খুশিতে ভরে যায় পূজারীদের মন,
তারপর কেটে যায় সুখের ক'টি দিন,
ফিরে যাও তুমি মোদের করে মলিন।
দুর্গতিনাশিনী মা,
মা গৌরি, এশা, হিমানী,
বিশ্বধারিনী মা,
মা চন্দ্রিকা ভবানী।
আসছে বছর বাবার বাড়ি,
আসবে কবে মা ?
চোখের জলে পুষে রাখি,
তোমার প্রতিমা।
তাড়াতাড়ি এসো তবে জগৎরুপিনী,
করুনাময়ী মাগো সবার জননী।
দুর্গতিনাশিনী মা,
মা গৌরি, এশা, হিমানী,
বিশ্বধারিনী মা,
মা চন্দ্রিকা ভবানী ।
Follow Nishita Barua on…
officiallynishita
nishitabarua_bd
nishitabarua_bd
/ nishitabaruaofficial
Website
www.nishitabarua.com
For Live Shows Bookings & Business Enquiries:
Bangladesh: Shishir: +8801921858617
India: +919748222221
All rights reserved. This Visual Element is Copyrighted Content of Nishita Barua.
Any Unauthorised Publishing is Strictly Prohibited.