Рет қаралды 164,001
Listen to Ebar Nabin Mantre Hobe with lyrics sung by Anup Ghoshal.
Song Credit:
Song: Ebar Nabin Mantre Hobe
Album Title: Matribandana
Artist: Anup Ghoshal
Music Director: Kazi Nazrul Islam
Lyricist: Kazi Nazrul Islam
Song Lyrics:
এবার নবীন মন্ত্রে হবে
জননী তোর উদ্বোধন,
নিত্যা হয়ে রইবি ঘরে
নিত্যা হয়ে রইবি ঘরে
হবে না তোর বিসর্জন,
এবার নবীন মন্ত্রে হবে
জননী তোর উদ্বোধন।।
সকল জাতির পুরুষ নারীর প্রাণ
সেই হবে তোর পূজা-বেদী
মা তোর পীঠস্থান।
সেথা শক্তি দিয়ে, ভক্তি দিয়ে
শক্তি দিয়ে, ভক্তি দিয়ে
পাতবো মা তোর সিংহাসন।
এবার নবীন মন্ত্রে হবে
জননী তোর উদ্বোধন।।
সেথা রইবে নাকো ছোঁয়াছুঁয়ি
উচ্চ নীচের ভেদ,
সবাই মিলে উচ্চারিব মাতৃ নামের বেদ।
মোরা এক জননীর সন্তান সব জানি
ভাঙবো দেয়াল, ভুলব হানাহানি,
মোরা এক জননীর সন্তান সব জানি
ভাঙবো দেয়াল, ভুলব হানাহানি,
দীন-দরিদ্র রইবে না কেউ
মা গো দীন-দরিদ্র রইবে না কেউ
সমান হবে সর্বজন,
বিশ্ব হবে মহাভারত,
নিত্য প্রেমের বৃন্দাবন।
এবার নবীন মন্ত্রে হবে
জননী তোর উদ্বোধন,
নিত্যা হয়ে রইবি ঘরে
হবে না তোর বিসর্জন,
এবার নবীন মন্ত্রে হবে
জননী তোর উদ্বোধন।।
Label:: Saregama India Ltd
For more videos log on & subscribe to our channel :
/ saregamabengali
Facebook:: / saregamabangla
Twitter:: / saregamaglobal
Google+ :: plus.google.co...