Listen to the latest single "Moner Password" by Anupam Roy. kzbin.info/www/bejne/jHvJpayKlqh8n9E #monerpassword #anupamroy
@NibeditaMukherjee-xc5gm Жыл бұрын
বাড়ির খোলা ছাদ .... তাতে স্নিগ্ধ জোছনার আলো ও হালকা বাতাস .….. সাথে প্রিয় বন্ধু কিংবা প্রিয় মানুষটার সাথে কিছু পুরোনো স্মৃতিচারণ এবং তাঁর সাথে মৃদু আওয়াজে চলতে থাকা এই গানটা....... Just onno leveler feelings যেটা ভাষায় প্রকাশিত নয়
@AparnaBanerjee-y2h4 ай бұрын
Xf girlfriends as long back to the same as the registered as a friend who lives on the registered as the registered player whether AA RR tti Mukherjee sang in 1932
@অচিনপুরেররাজকন্যা4 ай бұрын
Ekdomi tai ❤❤❤❤
@susantasarkar29892 жыл бұрын
এইসব গান জন্ম জন্মান্তরে শুনলেও কোনো দিন পুরোনো লাগবে না । আর আরতি মুখার্জির কণ্ঠস্বরের কোনো তুলনা হয় না । উনি ঈশ্বর প্রদত্ত শিল্পী ।
@mainuddinahmed25314 жыл бұрын
অদ্ভুত সুন্দর একটা গান। বাংলাভাষায় সবচেয়ে রোমান্টিক গানগুলোর একটা। ❤️❤️
@baiezid3 жыл бұрын
কি অনবদ্য সৃষ্টি আমাদের বাংলা গানের❤️❤️। অথচ এর লেখককেই আমরা অনেকেই চিনিনা, গৌরিপ্রসন্ন মজুমদার, নচিকেতা গোষ,আরতি মুখার্জি 'র অসাধারণ কেমিস্ট্রি। ❤️❤️❤️❤️
@sahebsaheb1823 жыл бұрын
স্বর্নযুগ ছিল, আর আসবে না
@somnathmaity23432 жыл бұрын
Thanks bro. Eto valo information er jonno.
@smmusa85982 жыл бұрын
Etarta k
@bazlur-Vancouver2 жыл бұрын
গোষ??????????//
@CricketNewsBangla3 жыл бұрын
যখন ছোট ছিলাম তখন বাড়িতে না ছিল টিভি আর না ছিল মোবাইল কিন্তু একটা রেডিও ছিল !! আর রেডিও তে এই গান গুলো খুব শুনতাম!! আর দারুন লাগতো গান গুলো!!
@henayeasmin42403 жыл бұрын
Lllllllllllllllllllllllll
@flowergirl1023 жыл бұрын
Ekhono KZbin a search kore ai gaan gulo shuni odvut valo laga kaj kore 😇
@majharsk27113 жыл бұрын
আমি🙋 ও, আপনার মতো শুনতাম রেডিওতে📻
@alokeshpanda10873 жыл бұрын
@@majharsk2711 র
@alokeshpanda10873 жыл бұрын
@@majharsk2711 র
@childhood24973 жыл бұрын
আমার খুব পছন্দের একটা গান।।❤ অতুলনীয় বাংলা গান যা তুলনা হীন, সমস্ত খারাপ লাগা কে নিমিষেই দূর করে দিতে পারে এমন একটি গান এটি।।💓💓💓 👌👌..........
@arghyapaul6012 жыл бұрын
There is no doubt about why Bengali is the Sweetest Language in the world! ❤️
@promiakter2097 Жыл бұрын
❤❤❤❤
@sayancs450 Жыл бұрын
❤❤❣️❣️❣️❣️❣️
@garygeorge-wi7co4 ай бұрын
To you yes, but for a tribal, his language is the sweetest.
@garygeorge-wi7co4 ай бұрын
Taliban mentality, all languages are sweet.
@cr787rock4 жыл бұрын
অসাধারন গান, কখনো পুরোনো হবে না। শৈশব মনে পড়ে গেল।
@dr.swapanroy57903 жыл бұрын
আমাদের কলেজ জীবন আবার ফিরে পেলাম। ভাগ্যিস আরতি দেবী এই গান গেয়ে ছিলেন।
@MdRobiul-dz7sm3 жыл бұрын
আহা কি অসাধারণ গানের গলা, আর গানের কথাগুলো 🥰 গানটা শুনলে ভেতরটায় প্রশান্তি লাগে
@bodhisatya13 жыл бұрын
ছোট বেলার পুজোর প্যান্ডেল এর কথা মনে মনে পড়ে গেলো।। কত আন্তরিকতা দিয়ে গাওয়া একটা গান।।
@amalmaity61062 жыл бұрын
নিজেকে একা মনে হওয়া থেকে বাঁচলাম। আমার মত করে ভালো লাগা আরও অনেকের আছে, নিশ্চিত।
@বাংলারমাঝে-ন১হ2 жыл бұрын
Hmmm Amaro💞
@montiadwi40067 ай бұрын
❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏😭😭😭🌷🌷🌺🌺🐤🐤🐤🐣🐣🐣🦚🦚🦚🦚🌨️🌨️🌨️🌌
@sabyasachihaldar59284 жыл бұрын
অসাধারণ এক ভালোবাসার কথা বলে এই গান❤ আর 2020 তে কে কে শুনছো??
@rimpareja74954 жыл бұрын
Mee
@sumonchowdhury24394 жыл бұрын
mee
@sadikasumi54934 жыл бұрын
Ami
@dancewithandripa77524 жыл бұрын
Ami
@isratritu19734 жыл бұрын
Me
@nishakhatun20404 жыл бұрын
❤❤❤❤❤ rate ghumate jaoar agee ETA sunle ghum ta just awesome hoy....and sokal Tao darun fresh lage
@neeladridhar6 жыл бұрын
One of the finest song in the history of Bengali musical journey. What a sweet lyrics ! Mind blowing ! Arati Mukherjee, one of the top most singer in Indian music fraternity. Salute !
@shhidayeasmin61475 жыл бұрын
For a few Bengali songs, Aroti has surpassed Lota. Along with Takhon tomar ekush bacchar, it is one of the finest songs of our music industry . Her husky voice takes me to a fairyland .Kudos to Aroti . Long live her legacy.
@snigdhabhattacharyaballav7023 жыл бұрын
kzbin.info/www/bejne/eX2xZ4pvd7yJp6c
@subhasishdas79833 жыл бұрын
এই গানটি উত্তমকুমার শখ করে গেয়েছিলেন। রেকর্ড পাওয়া যেত। এখন সার্চ করে দেখিনি ।
@angeltanusree73683 жыл бұрын
আরতী ম্যামের সেরা অ্যালবাম।। অসাধারণ গান।।
@AbhirupMondalOfficial3 жыл бұрын
পুরোনো দিনের গান এক আলাদাই অনুভূতি সৃষ্টি করে মনের মধ্যে। তার জন্যেই বলা হয় যে Old is gold ❤️❤️❤️
@efootball_lover0032 жыл бұрын
বাংলা রোমান্টিক গানের লিস্টে এই গানটি সবসময় ওপরের দিকে থাকবে।।।।
@subhraprakashchakraborty5972 жыл бұрын
Maturity is when you fall in love with these old classics. This song will be remembered....💖
@mdrajibahmed26945 жыл бұрын
মনের কথাগুলো গানের মাধ্যমে পৌঁছানোর এক অসাধারন অনুভূতি
@অভিলাষটিভি3 жыл бұрын
গান: এই মোন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি (১৯৭৮) অ্যালবাম: All Time Greats-Arati Mukherjee গায়িকা: আরতি মুখার্জি লিরিক্স রচনা: গৌরীপ্রসন্ন মজুমদার সঙ্গীত পরিচালনা: নচিকেতা ঘোষ লিরিক্স>>> এই মোন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই মোন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত আকাশে সলমা-জরি। এই মোন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। জাফরানি ওই আলতা ঠোঁটে, মিষ্টি হাসির গোলাপ ফোটে, মনে হয় বাতাসেরঐ দিলরুবাতে সুর মিলিয়ে আলাপ ধরি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত আকাশে সলমা-জরি। এই মোন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই রূপসী রাত আর ঐ রূপালী চাঁদ বলে জেগে থাকো, এ লগন আর কখনো ফিরে পাবে নাকো। মখমলের ঐ সুজনি ঘাসে, বসলে না হয় একটু পাশে, মনে হয় মহুয়ার আতর মেখে তোমার কোলে ঘুমিয়ে পড়ি দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত আকাশে সলমা-জরি। এই মোন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। ও ও ও ও এসো না গল্প করি।
@garygeorge-wi7co4 ай бұрын
মোন is not the right word
@skafsarali8762 жыл бұрын
এখনও ঘরের মৃদু আলো জালিয়ে এই গানটি চালিয়ে দিয়ে শৈশবের স্মৃতি তে ফিরে যায়।
@Rajhamsa10662 жыл бұрын
আসলে আগে সবাই ছিল প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব !!! তাদের অসাধারণ অধ্যবসায়, তাদের বহুদিনের চর্চা এবং তাদের গুরুরাও ছিলেন এক এক অসাধারণ প্রতিভাসম্পন্ন অতিমানব !! যেনাদের অস্তিত্ব আজ বোধহয় শেষ , আর এই রকম চিরোনুতন গানেরও সৃষ্টির ইতি হয়েছে !!
@sultanaakter77252 жыл бұрын
আহা!! কি চমৎকার কথাগুলো ❤️❤️কথা,সুর আর কন্ঠের চমৎকার মেলবন্ধন ❤️❤️কখনো পুরনো হবে না এ গান❤️হারিয়ে যাবো একদিন 🙁কিন্তু কালের পর কাল এই গানগুলো শুনতে আসবে আমার মতো অসংখ্য শ্রোতা❤️❤️
@btsarmy-ne2hg Жыл бұрын
অপূর্ব কন্ঠ. যা আর কখনই হয়তো ফিরে আসবে না. অপূর্ব সুন্দর lyrics অনবদ্য শিল্পী ❤❤❤❤❤❤
@PrabirkumarHazra-i9h2 ай бұрын
Uni kintu ekhono jibito.
@btsarmy-ne2hgАй бұрын
@@PrabirkumarHazra-i9h ofc.. 🙏🏻
@nafisatabassumorpita21844 жыл бұрын
যারা গানটি ডিজলাইক করেছে তারা বিকৃত মস্তিষ্কের মানুষ😒।। এই জেনারেশনের কিশোরী হয়েও এই কালজয়ী গানটি শুনছি।। খুব পছন্দের একটি গান❤
@homanaldebbarman85293 жыл бұрын
🙋✌Mon juria galo
@nafisatabassumorpita21843 жыл бұрын
@@homanaldebbarman8529 😊❤️
@snigdhabhattacharyaballav7023 жыл бұрын
kzbin.info/www/bejne/eX2xZ4pvd7yJp6c
@santanuhazra15203 жыл бұрын
Absolutely...☝🏻👍একেবারে যথাযত বলেছ...👏👏আমার মনেহয় এই Dislike করা মালগুলো, Honey Singhএর 4-Bottle Vodka আর Dhinchaak Pujaর Die-Hard Fan...!! 😄🤣🤣😂😂😜😜👍👍
@nafisatabassumorpita21843 жыл бұрын
@@santanuhazra1520 hehehe hae🥴
@debaratipaul74974 жыл бұрын
অনেক দিন আগে গান🎶 টা FM 📻এ শুনেছিলাম 😌.......তখন শুনে অদ্ভূত সুন্দর লেগেছিল 🥰আজ হঠাৎ করে মনে পরে গেল🙃✨ তাই চলে আসলাম আবার সেই অদ্ভুত💖 সুন্দর অনুভূতির💕 সাক্ষী হতে❤️😻
@indranilchakraborty333 жыл бұрын
what a heart touching song. Kudos to Ms Mukherjee for singing this mesmerizing song. Liked it when i was a kid. Now at middle age the fondness has not diminished .
অসাধারণ এই গানের তুলনা হয় না। শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায়ের মতো আবেগ দিয়ে এই গানটা আর কেউ গাইতে পারবে না।
@conceptprojectconsultancys3992 жыл бұрын
Even after 43 years the appeal of this song remains unchanged. Some songs transcend the time & some singers become legends!
@tipu5620012 жыл бұрын
L}"kkzkzkzkzkzkzkzhkvkzhzkxkxgkgkxzkgkxhhzkghgkzkzhzkzkzzhzkkzzkkzkxkxkzkkzxkkzkxhxglXkzkzkzkxkkzxjxkxxkxzvkhkxglhkxxkkxkxzvkxhlzkkxkxxhzxhxkkxzhxjxkxxgkgkhzhlXkkxxjhkgkxkkzkzkzkzkzkzkzzhkzzkzkzzkzzhkzzkkzkzkzkzhkzkzkzzhzhzkkzzhzkzhzkzkzkzkzzkkzhzkzxjzkcjzkzzvkzkkvkzkzkzzkkzhzkkvkhzzhhkzxkzhzkvkvkzkzkzzkkckkzklxkxkkzkkzzzkkxkzkvkkzxkkzgkkzkzzkzkkkzzkzzkkhkzkzkzzkkzzkzxkkkkxvkvkkzkkkzkkzkzkglGkzkkhzkkzkzkhkzgkgggxkglzzkkz-gkg-z-k-zgggg-ggg----ggggggggkzgj-(zklvvkzgzkkzzkkckgkvkv[avow owe avow owe avow owe yuk ooze ooopen
@juanitanarne31052 жыл бұрын
for sure.Thanks
@drdipakmodak1838 Жыл бұрын
এই গানগুলো ছোটবেলায় যখন শুনতাম তখন মনে হতো স্বপ্নের এক দেশ থেকে যেন গানগুলো ভেসে আসছে।আহা! কি স্বপ্নের দিন ছিলো ছোটবেলাটা! এখন তো যাবার সময় হয়ে এলো।
@monirulislam81874 жыл бұрын
কার কার এই গানটি মন ছুঁয়ে গেছে
@vivoindia73703 жыл бұрын
আমার ছুয়ে গেছে মনটা।
@debuadhikari53513 жыл бұрын
আমার খুব ভালো লাগে
@soumi.d5848 Жыл бұрын
Amer 💙
@jaydippandamahapatra3304 Жыл бұрын
আমারও 💙💙
@babliray49456 ай бұрын
Amr ❤❤
@manashranjanmisra4 жыл бұрын
Yes, I wish I were flying on the wings of a bird sent by the heaven and whispering with my lost love whole night retracing our broken path!
@mirmosaddequehossain27804 жыл бұрын
Bhai I had no love matter, you all express your love feelings nicely. I was married by the instructions of my parents, so I am a hadarum.
@atulseye4 жыл бұрын
Manash you have reflected my views ankit this song The best song till date
@RAJ-gi2pk3 жыл бұрын
@@mirmosaddequehossain2780 Jai Shri Ram vai❤
@snigdhabhattacharyaballav7023 жыл бұрын
kzbin.info/www/bejne/eX2xZ4pvd7yJp6c
@samarpitamaitra1744Ай бұрын
@@mirmosaddequehossain2780😂
@masudulislam18283 жыл бұрын
পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা আমার বাংলাভাষা❤️
@atanugaming93923 жыл бұрын
Ekdom jara bangali tarai jane
@masudulislam18283 жыл бұрын
@@atanugaming9392 yes
@a.n.m.bazlurrashid51333 жыл бұрын
💓💓💓
@garygeorge-wi7co4 ай бұрын
This is Taliban mentality, not a very healthy one. All languages are equally sweet, whoever speaks them.
@susmitabanerjee72772 жыл бұрын
ছোটোবেলায় ফিরে গেলাম। কতো স্মৃতি জড়িয়ে আছে এই সমস্ত গানের সাথে। এখন তো শুনি কত গায়ক - গায়িকাই জাতীয় পুরষ্কার পান কতো গান গেয়ে। কিন্তু সেই সব পুরষ্কার প্রাপ্ত গান গুলোকেও না গাবিতা মনে হয় এই সব কালোজয়ী গানের কাছে। গৌরিপ্রসন্ন মজুমদার, অন্নদাশঙ্কর রায়, কিংবা পুলক বন্দোপাধ্যায়ের মতন গীতিকার ও নেই আবার নচীকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত দের মতো সুরকার ও নেই। এখনকার সলীল চৌধুরী , রাহুল দেব বর্মন হতে চাওয়া কিছু সঙ্গীত পরিচালক এসে শ্রোতা সাধারণের রুচির মান টাকেই টেনে নীচে নামিয়ে দিয়েছেন অনেকখানি। সবাই গান এখন নিজেই লেখে, নিজেই সুর দেয় আবার নিজেই গায়। সবচেয়ে বড় কথা জন সমক্ষে গান কে নিয়ে আসা তো এখন খুব সোজা। টাকা পয়সাও তেমন লাগে না, আবার গান শিখতেও লাগে না। ইউ টিউবে একটা চ্যানেল খুলে ফেললেই হোলো। এইরকম একটা অবক্ষয়ের যূগে যেখানে গান শেখার কোনো দরকার পড়ে না, সাধনার কোনো দরকার পরে না, এমনি এমনিই শিল্পী হয়ে যাওয়া যায় --- তেমন একটা সময়ে আরতি মুখোপাধ্যায়ের মতো প্রিয় শিল্পী র এত মিষ্টি একটা গান শোনালেন বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও অনেক গান শোনান।
Wow What a excellent melodious voice of tone Sweety of great singer Aarati Mukherjee sung
@sahinmiah58043 жыл бұрын
হারিয়ে গেলাম শৈশব সময় টাতে।
@indranilsarkar93082 жыл бұрын
একদম ছোট্ট বেলা থেকে শুনে আসছি এই অপূর্ব মধুর সঙ্গীত। আজ আমার ১৭ বছর বয়স খুব ইচ্ছে হলো গানটিকে সোনার। চিরকাল অমর হয়ে থাকবে এই সুর ও সঙ্গীত কণ্ঠী। 💖
@samarsarkar46744 жыл бұрын
কি বলবো, এই গান আর হবে না। অনবদ্য।
@Rajeshrideb3 жыл бұрын
Pran bhorey gello...
@skyblue33053 жыл бұрын
google ------------- faithfreedom ali sina challenge google ---------- faithfreedom ali sina articles google --------- internet archive ali sina debates
@ruhanijahan38683 жыл бұрын
গানটির লেখক গৌরী প্রসন্ন মজুমদার যিনি কফি হাউজের সেই আড্ডাটাসহ অনেক জনপ্রিয় গানের লেখক।
@snigdhabhattacharyaballav7023 жыл бұрын
kzbin.info/www/bejne/eX2xZ4pvd7yJp6c
@cbshowrob52302 жыл бұрын
ষখন মনে ভালোবাসা উঁকি দেয়।তখন কতো ভাবেই না আবেগ গুলো কে প্রকাশ করতে ইচ্ছে করে।এই গানের মধ্য দিয়ে মনের অব্যক্ত কথা মালাকে সুরের মূর্ছনায় ফুটিয়ে তুলেছেন শিল্পী। ♥️♥️
@visioncreation65473 жыл бұрын
প্রকৃতির মাধ্যমে প্রেমের এমন প্রকাশ সত্যিই অসাধারন ❤️
@tanujasarkar8144 Жыл бұрын
বহু বছর আগে যেমন মিষ্টি লেগেছিল আজ অনেক বছর পর শুনে এক রকম লাগলো। অপূর্ব!!
@kalyanmajumdar47294 жыл бұрын
You all are listening? One of the greatest of the century. A dreamy confluence of talents..
@ashokekumarroy21992 жыл бұрын
এই সব সুন্দর মিষ্টি কন্ঠ, রোমান্টিক সুর ও কথা। আজকের দিনে দূর্লভ। আমরা গর্বিত এনাদের মতো গুনি শিল্পী ও গানের সুরকার ও কথা শিল্পী পেয়েছিলাম।
@aritrasengupta28702 жыл бұрын
I still stick to this song at 92.7 Big F.M..so lovely, nostalgic 🥺❤️❤️
@zafrinamansur62855 жыл бұрын
Ki romantic akta gaan..Tar upore jemon lyrics..Temon aarti mukhopadhyay er golar kaj..Onnotomo shera gaan..
@shimuscooking973 жыл бұрын
গান যেন জীবনের পাতাগুলো বাতাসের মতো উড়িয়ে দেয়,কিছু সময়ের জন্য
@navyenduchakraborty61724 жыл бұрын
অনবদ্য সুর, গায়কী আর কথার মেলবন্ধন।
@nadiatulirany60153 жыл бұрын
21 August, 2021 সুন্দর চাঁদ উঠেছে আজ আকাশে! সাথে এই গান ❤️
@ShashiRahman2 жыл бұрын
আজ থেকে ১২ বছর আগে এই গান টা বাবার সাথে প্রথম শুনেছিলাম "সেদিন ছিলো প্রচন্ড বৃষ্টি "! সেদিন কোনো ফিল হয় নি। তবে আজ ফিল করছি। আজ বৃষ্টির দিনে বৃষ্টির গান শুনছি, কী যে অনুভূতি ব্যক্ত করার মতো নয়!!!🥰🥰🥰
@acharyaashis3422 жыл бұрын
আপনি যে বৃষ্টির কথা বলছেন সেটা এই গানের মধ্যে তো কোথাও দেখছি না। জ্যোৎস্নার মধ্যে বসে গল্প করার ব্যাপারটাকে ওভাবে বলা হয়েছে। কথাগুলো ঠিক করে শুনলে গানটা আরো ভালো লাগবে।
@psPato Жыл бұрын
@@acharyaashis342 that girl thinks...if it's raining then it's a romantic atmosphere....it doesn't have to connected with the song:/
@srikantasanpui74464 жыл бұрын
অনবদ্য কথা, অসাধারণ সুর। ধন্যবাদ।👏👏👏
@hkmusic24852 жыл бұрын
আহা কি অসাধারণ গায়কী। কথা সুর আর মিউজিক। সবকিছু মিলে অনবদ্য সৃষ্টি।
@avijitnag93274 жыл бұрын
She has the sweetest voice ❤️❤️❤️
@mohammedsarkar69212 жыл бұрын
মেজো কাকার রেডিওতে গান গুলো শুনেছি। ২০০৯ সালে যখন মোবাইল কিনেছিলাম তখন মেমোরি কার্ডে এই গুলো তুলেছিলাম। মনটা যেনো আবার জাগ্রত হলো ❤️🌹🇧🇩
@Kamrul-222 Жыл бұрын
সুন্দর লাগলো। মহানায়কের কণ্ঠে এ গানটাও খুব চমৎকার লাগে।💚🎧
@alokkumarbiswas61732 жыл бұрын
যেমন কথা তেমন সুর আর সেই সাথে শিল্পীর অপূর্ব গায়কী - অনবদ্য ভালো লাগা। চিরকালীন সৃষ্টি।
@britikanasamanta14853 жыл бұрын
ছোটো বেলায় এই গানটা খুব শুনতাম আর অন্য এক আলাদা দুনিয়ায় ভেসে যেতাম।
@bidishashit65404 жыл бұрын
গানের ছন্দ,কথা,সুর,.....এক কথায় অনবদ্য,,,.যেন ছোটবেলায় হারিয়ে যাই.....
@mdmazedulislam33743 жыл бұрын
আমার প্রিয় সেই মানুষ টা শেষবারের মতো তার নিজের কণ্ঠে এই গান টি আমাকে শুনিয়েছে। খুব ভালো লাগে আজো আমি শুনি 💞💝
শৈশবে গানটা রেডিওতে শুনতাম, আহ কি অনবদ্য সৃষ্টি, বাংলা ভাষায় এত মিষ্টি গান প্রজন্মের পর প্রজন্ম অনন্ত কাল অব্দি রুচিশীল মানুষের একটা পছন্দের গান হয়ে থাকবে। আরতি মুখার্জী 🖤
@saimarashid3123 жыл бұрын
লিরিক টাতেও কত সৌন্দর্য ❤️
@biswajitpramanick74498 ай бұрын
গানটি যতবার শুনি ততবারই গানটির প্রতি প্রেমে পরে যায়। সব সময় মনের মানুষটি কে গানটি উপহার দিতে চায়।❤️❤️
@ranjanamondal12484 жыл бұрын
মন ছুঁয়ে যাওয়র মতো গান,মন ভাল হয়ে গেল
@BiswajitMondal-yl2md4 жыл бұрын
সত্যিই আরতি মুখোপাধ্যায় এক নক্ষত্র
@utpaldutta50913 жыл бұрын
সৃতিচারণ শ্রেষ্ঠ উপহার ❤️
@sanjidaakhi72102 жыл бұрын
গান শুনতে গেলে এই গানটা শোনার লোভ কিছুতেই ছাড়তে পারি না।যত শুনি শুনতেই ইচ্ছে করে ❤️
@bilkismistry66713 жыл бұрын
একটা মন খারাপের সন্ধ্যে, ফাঁকা ছাদ একা আমি তখন মন বলছে মরে গেলেই বেশ হয় আর ঠিক তখনই এই গান মুঠোফোনে বেজে ওঠে, আমি আবারও বেঁচে ফিরি 🤍
@Ratnajeet3 жыл бұрын
আহা !! কী সুন্দর গানের কথা ! কন্ঠের তুলনা হয় না ।
@dipikamondal65446 жыл бұрын
অসাধারণ মিউজিক কম্পোজিশন এবং ততটাই সুন্দর একটি গান।।
@tarunadak88615 жыл бұрын
Depak
@subhasishdas79833 жыл бұрын
কেমন যেন লাগে গানটা শুনলে ।যৌবনের হারিয়ে যাওয়া দিন গুলোর কথা মনে পড়ে,কত সুখস্মৃতি জেগে ওঠে। মনটা ভারাক্রান্ত হয়ে যায়। কত রাত জেগে এই গানগুলো শুনতাম ক্যাসেট প্লেয়ার এ!!
@susmitascorner34114 жыл бұрын
Ever green💚💚💚 Ever gorgeous and mystic♥️♥️♥️
@JushnaAkter-o9o Жыл бұрын
পুরোনো হলেও গান টা খুব ভালো লাগে আমার কাছে।❤❤❤
@goalsfromgoats-gfg83272 жыл бұрын
2022 এ যারা এ গান শুনছেন, তাদের মিউজিক টেস্ট অন্য লেভেলের❤️
@barunmitra5434 Жыл бұрын
2023 e sunchi
@garygeorge-wi7co4 ай бұрын
@@barunmitra5434 2024
@MarufReza_115 ай бұрын
একবিংশ শতাব্দীর জেনারেশনেও গানটি ভীষণ জনপ্রিয়। 😊
@jayasarkar73003 жыл бұрын
This is a popular song which is also favourite to our mahanayak Uttam Kumar ,he is also sang playing harmonium in his own home when they celebrate the Laxmi Puja many songs but this is the most favourite to him.tomorrow.is(03/09/) his birthday
@MiltonKhaan3 жыл бұрын
অনবদ্য সৃষ্টি ! হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য 🖤
@sagardam29893 жыл бұрын
Arati is the queen of romantic songs... And this song is one of her finest creations.
@diaislam37716 жыл бұрын
Onk Sundor Gaan❤❤❤
@debasisbar26922 жыл бұрын
আমার এই গানটা এত ভালো লাগে যে আমি গানটা দিনে 50 বার শুনি thanks for this song
@khairulbasharshovon9503 жыл бұрын
এই মোম জোছনায়❤️এতো সুন্দর লিরিক সত্যি আধুনিক গানে পাওয়া দুষ্কর
@KLANTIK14 жыл бұрын
One of my most favourite songs. সত্যিই এই গানটি যতবার শুনি, ততবারই আরো বেশি করে প্রেমে পড়ে যাই। 💓💓💓
@syedaaneesfatema90485 жыл бұрын
Thanks for uploading the song. Nice song. 👍👍
@AbuSufian-jd6rr5 ай бұрын
অস্থির লেভেলের অনুভুতি,, প্রেমে পরার আগ মুহুর্তের মত
@pradipbera51756 жыл бұрын
Love love ... I love old song... Love .... Mindblowing
@horekrokom-64314 жыл бұрын
Eai mom jocchonay cover by the sweet voice artist .. please listen one time.. kzbin.info/www/bejne/kJ6ciaekmL15Y7s
Heart touching song ever,,,,who dislike this song he actually dnt know what is the actual song,,,,
@rahulbasak81355 жыл бұрын
Ekdom thik dada Budhi ache toh apnar onk
@dinabandhumondal7438 Жыл бұрын
যত দিন মানুষ বাঁচবে তত দিন এই গান বেঁচে থাকবে।
@subhasisnandy5 жыл бұрын
What a voice !!
@kajalchakraborty76542 жыл бұрын
Ever green melody by Mrs Arati Mukherjee. Composed by late Nachiketa Ghost. Mandolin played by late Ashish Gupta along with other eminent musicians.
@arifmainul26554 жыл бұрын
কি ভাষায় বিশেসায়িত করি এই গানকে!
@Khelnabati124 ай бұрын
2100 saal er jonno comments korchi ,,,, kar kar valo lagche ai gaan
@linenexcelmodal2 жыл бұрын
What a song it is ! What a chemistry of singer, lyricist and music director! It will be Einstein invention if we can deliver linen blends with such immaculate perfection 🙏
@mysalfgourab76852 жыл бұрын
আমার খুব পছন্দের একটা গান খুব ভালো লাগে এই গান টা শুনতে
@md.alaminislam25105 жыл бұрын
অসাধারণ একটা গান গানটি আমার কাছে অনেক ভাল লাগে এই পুরনো দিনের সৃতি মনে পরে যায় 😯😯😯
@mdshohidulislam50663 жыл бұрын
জুনাইদ আহমেদ পলক ভাই এর। ফেসবুকে গানটি দেখি। সত্যিই সুন্দর সুন্দর একটি গান।
@thenatural87242 ай бұрын
আহা এই সুর সোনার জণ্য বার বার বাঙ্গালী হয়ে জন্মাতে চায় 🥰🥰🥰