গান শুধু চিরদিন থাকে, সত্যি এই গান চিরদিন অমর হয়ে থাকবে। কি অপূর্ব গান শিল্পী গেয়েছেন, শিল্পীকে আমার প্রণাম জানাই ও উনার দীর্ঘ জীবন ও সুস্থ জীবন কামনা করি
@bazlur-Vancouver Жыл бұрын
Unfortunately she died 10 years ago.
@suklasharma31612 жыл бұрын
বাজলুর রহমান মহাশয় অনেক ধন্যবাদ মাধুরী চট্টপাধ্যায়ের বাংলা দূরদর্শন এর অনুষ্ঠান খানি দর্শক দের সামনে তুলে ধরার জন্য।
@gituvlogs6622 жыл бұрын
হারানো গানগুলোকে এভাবে সংরক্ষণের জন্য ধন্যবাদ দাদা🙏
@bazlur-Vancouver2 жыл бұрын
চেষ্টা করবে নিউ জেনারেশন. অনেক ভালো গান , ছবি হারিয়ে গেছে একেবারে, বা চাপা পড়ে আছে সারেগামা বা আকাশবাণীর গুদামে বা কোনো ব্যক্তির সংগ্রহে। Thank for listening a beautiful song from Madhuri Chatterjee. She has many good songs that I listened to when I was a school boy. I normally post live version If i find and all these singers are my favorite ones.
@bazlur-Vancouver4 жыл бұрын
One of my favorite song of Madhuri Chatterjee
@Chinmoyk19822 жыл бұрын
অসাধারণ...
@bazlur-Vancouver4 жыл бұрын
গানের কথা: এই তুমি আমি একদিন চলে যাব ওপারের ডাকে গান শুধু চিরদিন থাকে । এক ফাগুনের পাখী আরেক ফাগুনে আসে না তো ফিরে, তবু স্মৃতি ঘিরে সে তার সুরের দীপ গুলি জ্বেলে জ্বেলে আলিপনা আকে গান শুধু চিরদিন থাকে । সে রাখাল রাজার আসেনা তো যমুনা কূলে আসেনা তো যমুনা কূলে সে বাঁশরী ভেঙ্গে গেছে, তবু তারি সুর যেন হৃদয় বৃন্দাবনে, উঠে আজো দুলে আসেনা তো যমুনা কূলে যে ফুল আজ ওই অলির সুহাগে সুরে সুরে দোলে সেও যাবে চলে, সুরভি, জড়ানো সেই সুর বাতাস যে প্রানে ধরে রাখে গান শুধু চিরদিন থাকে ।
@prasantaghosh603 жыл бұрын
অবিস্মরণীয়
@krishnendujana565 Жыл бұрын
👌👌👌
@santiranjanbhattacharya38772 жыл бұрын
Thank you bazlur rahaman.
@bazlur-Vancouver2 жыл бұрын
Welcome and love this song since boyhood.
@bapanmondal89774 ай бұрын
Ei programme ta koto saler keu bolbe Plzzzzzzzz 🙏🙏