আমার বয়স এখন ৭১, ছোটবেলায় কত ফাংশনে যে ওনার গান শুনেছি ইয়ত্তা নেই। ছোট-বড়, যে কোন ফাংশনের একজন অবশ্যম্ভাবী শিল্পী হিসাবে ওনাকে পেতাম। হায়, কোথায় হারিয়ে গেল সেইদিন, ভাল গানের সমঝদার শ্রোতা ও দর্শক!!! কোথায় হারিয়ে গেল প্রকৃত গুণী মানুষ ও শিল্পীর কদর, হারিয়ে গেল সুন্দর সমাজ ব্যাবস্হা, পারস্পরিক হৃদ্যতা ও মেলবন্ধন!!! আক্ষেপ হয়, এই সমাজ ও বাঙ্গালিয়ানার পদস্খলন দেখে। বাঙ্গালী জাতি বলে সমাজের সর্বস্তরে/সর্বদিকে যে আধিপত্য, সৃস্টির বিচ্ছুরণ ও মুন্সিয়ানার ঢল দেখছি তা আজ প্রায় অস্তমিত।
@subhankarbhattacharjee4166 Жыл бұрын
Satti thik bolechhe.ekhan sab maki,
@AbeshkumarMishra11 ай бұрын
😢😢😢
@SantanuMandal-l3o10 ай бұрын
Bengal dark age.
@commonman496410 ай бұрын
ধনঞ্জয়বাবু, আমিও প্রায় আপনার সমসাময়িক। সত্যিই সেই দিনগুলো বড্ড মিস করি । আর এখন বিকৃত, দুর্বোধ্য উচ্চারণের সঙ্গীতেরই প্রাধান্য!
@moogamer-b6u7 ай бұрын
চিন্তা নেই মাননীয় , আমি ফিরিয়ে আনব সেই সময় 🙏
@subhraghosh453110 ай бұрын
অসাধারণ। ছোট বেলায় খুব শুনেছি।❤❤
@ramakantamandal5512 Жыл бұрын
অসাধারণ গান, গানের ভাষাও অসাধারণ,আর সুর মায়াময়। 1977 এ আমি হুগলি জেলার কামারপুকুরে"রামকৃষ্ণ সারদা বিদ্যামহাপিঠ" এ আমাদের কলেজের এক বার্ষিক অনুষ্ঠানে খুব সামনে থেকে উনাকে দেখেছি এবং তার গান শুনেছি।
@tapanjyotimondal9801 Жыл бұрын
হারিয়ে যাওয়া অতীতের এক অনবদ্য সৃষ্টি। পিন্টুবাবু ছাড়া এ গান সম্ভব নয়।
@kawsarsarkar13102 жыл бұрын
বাংলা গানকে যারা সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে পিন্টু ভট্টাচার্য একজন। কি অসহ্য স্বর্গীয় কন্ঠ ছিলো যা ভাষা দিয়ে বুঝানো কঠিন!!
@dhananjoybhattacherya2555 Жыл бұрын
"অসহ্য স্বর্গীয় কন্ঠ" ......ঠিক বোঝা গেল না, কী বলতে চাইলেন। এটা কি প্রসংশা না অন্য কিছু?
@SarkerLikhan8 ай бұрын
@@dhananjoybhattacherya2555উনি মনে হয় আশ্চর্য স্বর্গীয় কণ্ঠ বোঝাতে চেয়েছেন।
@saibalchakravarti61436 ай бұрын
যেমন ব্যতিক্রমী কথা, তেমনই অপূর্ব সুর আর মধুমাখা কন্ঠে গাওয়া গান। সত্যিই এমন অসাধারণ গানটা বাংলা আধুনিক গানের অন্যতম সম্পদ।
@supratikchakraborty93812 жыл бұрын
এত দরদী কণ্ঠ স্বর আজ আর কোনো শিল্পী র কণ্ঠে শোনা যাবে না - অনবদ্য
@sasankadas6139 Жыл бұрын
ধৈর্য শনিবার 😀
@supriyasanyal3020 Жыл бұрын
Sotti tai...amon dorodi konthho r amra pabo na
@lilychatterjee12573 жыл бұрын
সবার অন্তরে পিন্টু ভট্টাচার্যর নাম চির প্রজ্জলিত থাকবে 🙏❤️
@pralayghosh3 жыл бұрын
কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় পিন্টু ভট্টাচার্য বাংলা গানের জগতে এক অনন্য প্রতিভা । হারিয়ে যাওয়া সোনালী অতীতের এক সোনালী শিল্পী ।
অসাধারণ এক শিল্পী ছিলেন। তার এই গানটি তো চিরায়ত। ভাবতে অবাক লাগে এই গানেও মানুষ কেমনে ডিসলাইক দেয়?
@binaysaha85423 жыл бұрын
omanus gulo vul kore sune chilo.
@oscarwild95503 жыл бұрын
অনেকে জানেই না যে ওটা ডিসলাইক বাটন। কেউ কেউ ওটাকে ডাউনলোড অপশন ভাবে।
@asitsardar10586 ай бұрын
Jara gan bojhena tara to dislike debe.......what an evergreen song. It will be remembered always.❤
@JahangirAlam-nc2gy3 ай бұрын
এমন গান পিন্টু কেই মানায়। ❤❤
@zohirulislam23694 ай бұрын
অসাধারণ শিল্পী।এ গানগুলো কালজয়ী।গায়কী তাঁর অপূর্ব মান্না দে,হেমন্ত, রফি,লতা,শ্যামল মিত্র,হৈমন্তী শুক্লা,সন্ধ্যা এ ধরনের শিল্পীরা আমাদের অনেক দিয়েছে
@sonothkumar94347 ай бұрын
বাহ্ চমৎকার কথামালার এ কালজয়ী সংগীতে শ্রদ্ধেয়া কিংবদন্তির সুরেলা কণ্ঠের ঐ মর্মস্পর্শী সুরে আহ্ দারুণ ডেলিভারি 🥀🙏🏻🥀
@NasirUddin-jr9qp2 жыл бұрын
অসাধারন সৃষ্টির এক অন্যতম সুরের গানের ডালিতে তৈরী করেছে তাজমহল।
@helaluddinbhuiyan10034 жыл бұрын
হারিয়ে গেলে তাজমহল গড়ে আর কি হবে? বেঁচে থাকতে যে প্রেমের মুল্য দিতে জানেনা? হারিয়ে গেলে সে আর কি মুল্য দিবে? হেলাল উদ্দিন ভূঁইয়া 💕💕
@atanubardhan81164 жыл бұрын
Eta bodh-hoi premaspod-ke na paoer jantrona theke lekha. Tabe aapnio bhalo bolechen.
@shantanuroy28703 жыл бұрын
কিঅসাধারন গান, প্রাণ জুড়িয়ে যায় ।
@BinoyKarmakar-h3hАй бұрын
এত দরদী কন্ঠ কোনো গায়ক এর কণ্ঠে আর শোনা যাবে না বা ভ যেতে পারে না
@mustafataslim21203 жыл бұрын
Ekti gaan ar koto adhunik hote pare? Paach dashok dhore shunchi. Pronam shilpike.
@BinoyKarmakar-h3hАй бұрын
আমি এখন ৭৯ বছরের কলেজ জীবন থেকে তার এই গানটি শুনতে কেন এত ভালো লাগে জানা নেই। তিনি যেখানেই থাকুন সূখে থাকুন।
@diptamutsuddy13074 жыл бұрын
Every nigth before sleep i have to hear it with light off, what a strong feeling, emotion, devotion to love, loneliness, how pintoo sir could sing this song.
@kashinathchakraborty73938 ай бұрын
বহু দিন পর এখান শুনলাম। স্বর্ন যুগে কত শিল্পী ছিল
@arunavabhakta40194 ай бұрын
কি কঠিন গান! খুবই কঠিন কম্পোজিশন। গাইতে গেলে সুর কেঁপে যায়। গানে ভালো দক্ষতা লাগে এমন কম্পোজিশন গাইতে গেলে।
@tapanjyotimondal9801 Жыл бұрын
অনবদ্য।এমন সুন্দর গান এখন আর পাই না।
@debabratadas46832 жыл бұрын
🙏🙏 হেমন্ত মুখোপাধ্যায়,মান্না দে,শ্যামল মিত্রর যুগে আমরা HMV পুজো সংখ্যায় পিন্টু ভট্টাচার্য এর গানের জন্য আমরা অপেক্ষায় থাকতাম।অপূর্ব সুরেলা ভিন্ন ধরনের কন্ঠস্বর আমাদের আবেশ করত আজও করছেন, তাঁকে প্রণাম।🙏🙏🙏🙏
@nibeditasikder75216 ай бұрын
প্রাণটা একদম ভরে গেল । কতবার যে শুনলাম । প্রচন্ড ভালো লাগে ইমনের গলা। বিশেষ করে রবীন্দ্রসংগীত ❤❤❤❤
@rimjhimsensharma60395 жыл бұрын
Asadharon.....ki katha...
@samaranirban3504 Жыл бұрын
এইসব গান ও সুর আর বোধহয় হবেনা স্বর্ণ যুগের গান ❤
@neelkanthasaha105223 жыл бұрын
আপনার গানের মাধুরীর সুধারসে হৃদয় সত্যিই পরিপূর্ণ হয়ে গেল 🙏🙏🙏
@rezaulkarimgovt.officerand7707 Жыл бұрын
আহাহা কি গান, হারীয়ে গেলাম, রেজাউল করিম, বাংলাদেশ
@akmnislam6214 Жыл бұрын
বাংলার ঐতিহ্য বাহি গান।
@nikhilranjankarmakar58858 ай бұрын
এখন্ আমার আশীবছর। বোধ হয় ১৮০ বার শুনেছি। এখনো নতুন লাগে।
এমন মনি কাঞ্চন সংযোগ বাংলা আধুনিক গানে কদাচিত ঘটে, তাই গানটি শোনা মাত্রই মনে দোলা লাগে ।
@samirandutta57512 жыл бұрын
A golden song singing by classic singer . I saw him many time . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.c.dastopic91483 жыл бұрын
Pintoo Bhattacharya is truly a genius
@sanjaykundu7482 жыл бұрын
যেমন মধুর কন্ঠ তেমনি অনন্য গায়কী।
@krishnabhattacharjee89766 күн бұрын
অপূর্ব অপূর্ব। মন ছুঁয়ে গেল ❤️
@saibalchakravarti61436 ай бұрын
অপূর্ব গান। এখনও সমানভাবে জনপ্রিয়।
@sailendebnath75238 ай бұрын
মহান শিল্পীকে আমার অন্তরের শত কোটি প্রণাম।
@swapansinha9888 Жыл бұрын
Amar গানের গুরু.. হৃদয়ে বেঁচে থাকবেন
@purusottammukherjee4736 Жыл бұрын
পিন্টু ভট্টাচার্য এর কন্ঠে এই গানে যে বিচ্ছেদের কারুণ্য আছে,যে অনুনয় আজে, সর্বোপরি যে আবেগ ও দরদ আজে তা মনোময়বাবুর কণ্ঠে পেলাম না।
@BhairabMondal-ev2rz6 ай бұрын
Respected Hemanta Mukherjee is such a name in the field of music world of Bengal that we can not forget him in our life. He is the man of versatility. He is the rare creation of God. He is the multi-talented. We are very proud for him.He would survive with us with his wonderful creations forever.
@saurabhbandyopadhyay71872 жыл бұрын
Saw him once...that was a memorable experience. Love and regards to my beloved singer
@krishnasaha2108Ай бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ!কন্ঠ🙏🙏🙏❤️💐💐💐
@Mdferoz-hu1hb8 ай бұрын
Wonderful and a one singing by Pintu ...I salute Pintu da..
@bssproductionjoymukhopadhy31014 ай бұрын
অসাধারণ। আজ ও তুলনাহীন সৃষ্টি
@BIDYUT1454 жыл бұрын
অসাধারণ গান আর লিরিক্স...
@biswajitchakrabarty96698 ай бұрын
এক কথায় অপূর্ব!♥️♥️♥️
@chhandasrimohanta52903 жыл бұрын
অপূর্ব গান।মন প্রাণ ভোরে যায়।।
@suklasarkar98742 жыл бұрын
যেমন কথা তেমন ই সুর!
@sarbarihui6404Күн бұрын
আমার এক মন ভরানো গান।খুব ভালো লাগলো।
@nimaidebroy93453 жыл бұрын
এ সব গান তো ভোলার নয়।। এখনকার গান শুনলে রাতে ঘুম ভেংগে যায়।
@ARINDAMCHAKRABARTY4 жыл бұрын
It's too nostalgic......Golden song ...for ever.....
@mohanadak91683 жыл бұрын
Apurba sundar lovely song
@kritiazad96046 жыл бұрын
মন চায় এক তাজমহল
@sangeetbanerjee36962 жыл бұрын
নচি বাবু কে প্রণাম🙏🙏 কি linking line👍🏻👍🏻❤️❤️ ভাবা যায় না
@pranatiroychowdhury57892 ай бұрын
খুব সুন্দর একটি গান।।
@chaitalimani97272 ай бұрын
Apurbauner swar
@mdataurrahman6489 ай бұрын
Wonderful. It,s a classic song for ever times. Haats off to Pintu vatchariya.
@tapanjyotimondal9801 Жыл бұрын
Old is gold always.
@AHxNaeem3 жыл бұрын
২০২১, ৪ বছর ধরে শুনতেছি। অনেক ভালো লাগে এই গানটি
@susmitachand6053 Жыл бұрын
আমার 24 বছর এখন।আমি ছোটবেলা থেকে এসব স্বর্ণযুগের গান শুনে আসছি
@surajitchakrabortyofficial24623 жыл бұрын
Sotti osadharon ❤️
@swatibiswas3775 Жыл бұрын
অসাধারণ গান।
@SaraSara-tr8zt Жыл бұрын
Kichu balar nei ❣️❣️❣️🌺📯📯📯😍😍😍
@prithadassharma82923 жыл бұрын
Asadharon abesh ei gaan e
@prabirsaha2660 Жыл бұрын
Ek Tajmahal g'odo hridoye tomar ami.............
@neotymariagomes78952 жыл бұрын
Asadaran Gaan , very very favorite Amar , Thanks
@indranilroy563310 ай бұрын
Old is Gold. Very Beautiful and Pathetic Bengali Song of Famous Male Bengali Singer Pintu Bhattacharya.
@pratapbhattacharya30464 жыл бұрын
অসাধারণ সুন্দর
@alokebarat9442 Жыл бұрын
Awesome ❤
@ashisdebnath2127 Жыл бұрын
We have not lost you. You are in our hearts forever. Ashis Sodepur
@chandanadutta11385 ай бұрын
দারুন দারুন
@mallikaghosh79812 жыл бұрын
Asadhron anabadda.❤❤❤
@sangeetbitan6652 жыл бұрын
সেই দিন গুলো.....
@lipikachanda51046 ай бұрын
আহা অপূর্ব
@poemtubebangladesh3 жыл бұрын
Excellent & Unparalleled
@shyamalkumarghatak58762 ай бұрын
Our sweetest songs are those that tell of saddest thought.
@iqbalparvez5643 Жыл бұрын
বহুবার বহু বছর ধরে শুনছি
@suklasarkar98742 жыл бұрын
অসাধারণ - - - অনবদ্য!
@samirchattopadhyay77244 жыл бұрын
VERY GOOD, THANX N MY HEARTFELT CONGRATULATIONS
@biswajitbandyopadhyay36012 жыл бұрын
One of the Best Bangla adhunik gaan Regards to the Legendary Singer, Composer and Lyricist
@biswaruppaul2590 Жыл бұрын
স্বর্নযুগ❤
@lakshmighosh43104 жыл бұрын
Old is gold
@amalkantibiswas75002 жыл бұрын
এসব গান শুনে মন ভালো হয়ে যায় l
@anushreechatterjee38082 жыл бұрын
Heart touching song
@mdsarfuddin59424 ай бұрын
এক।অনবদ্য সৃষ্টি
@tapatichatterjee2163 жыл бұрын
Heart' touching song, magical voice.
@tapashchakraborty9869 Жыл бұрын
এই সব গান শুনলে মনে হয়,সত্যিই বর্তমান সময়টা বডড বেশি ধুসড়,ও অন্যরকম হয়ে গেছে। আমরা যেন কেবল শুধু সবসময় চাইতে শিখলাম দিতে পারলাম না কিছু।
@indranathghosh-q5f9 ай бұрын
Very good singer.
@UdayanDutta3 жыл бұрын
অসাধারন
@BinoyKarmakar-h3h2 ай бұрын
আমার প্রিয় শিল্পী
@samadritamaity39324 жыл бұрын
Golden voices
@pradipchatterjee72653 жыл бұрын
একটা তাজ মহল এর ফেসবুকে ছবি দেখে প্রথম যে গানটা মনে এল সেই হারিয়ে যাওয়া 1970 সালে গানটা l এখনও দাগ রেখে আছে l গান টা gailam l অনবদ্য সৃষ্টি