আসিফ ভাইয়ের হিট গানের পেছনে প্রদীপ সাহা আর রাজেশ দার ১০০% কৃতিত্ব 💜💜
@gulishmusic32746 жыл бұрын
দাদা কম পক্ষে হলে ও ৫০০ বারের উপরে গানটা শুনেছি,আর চোখের জল নিরবে ফেলেছি। আপনার লেখা রাজেশ ঘুষ দাদার সুর,আাসিফ ভাইর গায়কী কালজয়ী হয়ে থাকবে। লাভ ইউ দাদা
@basharahmed70366 жыл бұрын
দাদা আপনার লেখা আর রাজেশ দা'র সুরে আসিফ ভাইয়ের কন্ঠে আরো বেশী গান চাই, আপনাকে খুব মিস করি দাদা
@johnnil4 жыл бұрын
আহারে ভাই। খুব ভালো লাগলো। সত্যিই আমিও মনে মনে এই প্রদীপ সাহা এবং রাজেশ নাম টা ফিতার box e দেখতাম আর ভাবতাম এরা কারা এবং কেমন আজকে দেখে মনে তিপটি পেলাম। লাভ ইউ দাদা
@Atauorrahman-y8r6 жыл бұрын
সত্যি দাদা মন মরে গেছে, এই গান গুলো শুনলে হৃদয়ে শান্তি লাগে। আমরা আপনার সব কালজয়ী গানের পেছনের গল্প শুনতে চাই।
@নুসরাতজাহান-ঙ৫ঘ6 жыл бұрын
গানটা এতোদিন প্রিয় ছিলো....এখন পেছনের গল্প শুনে তো আরো ভালোলাগা কাজ করছে.... ভালোবাসা ♥♥♥
@SHOHAG1990-k4s4 жыл бұрын
কত সুন্দর কম্বিনেশন, একজন আরেক জনের প্রশংসা করে। খুব ভালো লাগলো।
@nishithsurjo6 жыл бұрын
: East or West Pradip Saha is the best... Dada love you
@golapkhan85616 жыл бұрын
দাদা এত সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন ।আপনার গানে এত মধুর ছন্দ অন্তরঙ্গ খুব ভালো লাগে ।দাদা এত সুন্দর করে গান কিভাবে লেখেন ।
@mdomarfaruk36885 жыл бұрын
আপনার কথা গুলো শুনে মনে হয় আপনি কতো সাধারণ একজন মানুষ, কিন্তু আপনি জানেন না আমাদের মতো ভক্ত দের কাছে আপনি, রাজেশ ভাই আপনারা কতোটা অসাধারণ।
@sohaghasansohaghasan9863 жыл бұрын
বন্ধুরা একটা কথা বলতে চাই আসিফ ওপিয়া তুমি গানটা তো হিরো হয়ে গেছে কিন্তু ওপিয়া থেকে অনেক হিট গান হচ্ছে পরের গানগুলি একাকী গভীর রাতে এত কষ্ট মেনে নেয়া যায়না সুখে থেকো তুমি বান্ধবী রাত্রি নিঝুম চোখে নেই ঘুম চিঠির প্রথমে আমার ভালোবাসা নিও
@mehedihasanmukul7246 жыл бұрын
ভাই আপনারা তিনজন যা সৃষ্টি করেছেন, তা আমরা চিরদিন মনে রাখবো। সালাম তিনজনকেই। You three have created some excellent songs. We miss you. As a lyricist you are one of the best. You are a brand. Love you.
@delwarbangali97826 жыл бұрын
দাদা কাহিনী অসাধারণ ছিলো। দাদা আপনারা বাংলার কিংবদন্তি। সালাম গুরু আপনাদের।
@helpinghandfh80213 жыл бұрын
আপনারা তিন জন খুব সাধারণ মানুষ কিন্তু আপনাদের সৃষ্টি গুলো ছিল অসাধারণ। আপনাদের সৃষ্টি গানের মাধ্যেমে আপনারা চিরকাল বেঁচে থাকবেন।
প্রদীপ সাহা দাদা খুব জানতে ইচ্ছে করে এরকম কালজয়ী গানের পারিশ্রমিক কেমন ছিলো গীতিকার ও সুরকারের। আপনার ভিডিওতে এই বিষয়টাও তুলে ধরলে ভালো হয়।
@shiblukhan_sk6 жыл бұрын
তিন হাজার টাকা
@sohelazom92516 жыл бұрын
আমি আসিফ আকবরকে আমার জীবন এর চেয়ে অনেক বেশি ভালবাসি,এবং সেটা আপনাদের অবদান। পাশা পাশী এক জন গিতিকার এর যতটা বিনয়ী হওয়া দরকার সেটা আপনার আছে,স্যালুট আপনাকে।
@GSM_iNFO6 жыл бұрын
জি দাদা অনেকঅনেক জনপ্রিয়একটি গান হৃদয় ছুয়ে যায়
@saidurBD4 жыл бұрын
আমার প্রিয় গানের মধ্যে এটি একটি। ধন্যবাদ দাদা গানের ইতিহাস তুলে ধরার জন্যে
@sohaghasansohaghasan9863 жыл бұрын
প্রদীপ সাহা ভাই অসাধারন গান দেখে আসিফ ভাই তো শুরু দিলে এটা অসাধারণ হয়ে যায় ভালোবাসা অবিরাম ভাই আপনাদের জন্য রাজেশ দা ভাইয়ের জন্য আসিফ আমার সেই ছোটবেলার সিঙ্গার পূজার গান শুনতে শুনতে এত টুকু হয়েছে
@mehedihasan-rc6dj4 жыл бұрын
আসিফ আকবর, রাজেশ এবং আপনি ভালোবাসার মতই মানুষ। দোয়া এবং শুভকামনা রইল।
@HasanMirza-hw6rp3 ай бұрын
দাদা আপনার প্রতিটি গান লেখা কে ধন্যবাদ জানাই,,, আপনার মতো আর ইমুত বাবুর মতো এমন গান আর কেউ লেখতে পারবেনা √, আমি লেখা প্রতিটি গান বারে বারে সুনি √
@md.fazlurrahmansajeeb9116 жыл бұрын
অপ্রত্যাশিত ভালো কিছু পেলাম।
@Bukapakhi6 жыл бұрын
অনেক ভালো লাগলো ভাই আপনার এই গানের গল্প শুনে....
@Learnwithsaadi2 жыл бұрын
বাহ! অসাধারণ দাদা। আরো বেশি ফ্যান হয়ে গেলাম
@kaziahid19554 жыл бұрын
হ্যা দাদা আমি তোমাকে আর রাজেশ দাদাকে সেই দিন যে দিন,,,, আসিফের কথা দিয়ে তুমি কথা রাখোনি,,, এ্যালবাম বের হয়েছিলো সেই এ্যালবামে তোমাদের অবদান অনেক ছিলো,, অনেক ভালোবাসি তোমাদের
@mdnuro2444 жыл бұрын
দাদা ভাষা হারিয়ে ফেলে ছি, খুব ভালো লাগছে
@azijurrahman11416 жыл бұрын
দাদা ভাই আপনার মত গীতকারী এত সুনদর করে গান লিখেন,,সেই গান আসিফ ভাইয়ার কনেঠ অসাধারণ এই গান গুলো,লাভ ইউ দাদা ভাই,,হাজার বছর বেচে থাকেন আমাদের সবার মাঝে,
@kaziabdulmotin82192 жыл бұрын
প্রদীপ সাহা দাদার হাতের গীতিছন্দে রাজেশ ঘোষ দাদার জাদুর বাক্স থেকে বের করা সুরে আসিফ আকবরের মধুর মাখা কন্ঠে সুরে মুগ্ধ হয়েছিলাম তখন এই কালজয়ী গান শুনে অনেক রাত কেটেছে বিশ্বাস করেন অনেকে গিফ্ট করেছিলাম এই ক্যাসেট খানা আপনাদের তিনজনকে অনেক ভালোবাসি নিরন্তর শুভকামনা রইল দাদা শুভকামনা কুমিল্লা রসমালাই শহর থেকে!
@joykumar2546 жыл бұрын
সত্যিই দাদা আপনার কথা গুলো শুনে,আপনার গান গুলো যেমন হুদয়ে ঠাই পেয়েছে আপনার কথা গুলোও হুদয়ে ঠাই পেলো।
@mdsaifulislamshanto25716 жыл бұрын
onek onek dhonnobad, ekta gan kivabe srirsti hoy,ta amar onek diner janar icca,,dhonnbad gitikobi emon ekta uddog nebar jonno.
@mohammadabubakarsiddique54704 жыл бұрын
দাদা, রাজেশ ঘোশ ও আসিফ ভাইকে নিয়ে একটা আড্ডার আয়োজন করেন প্লিজ। বলাতো যায়না কে কখন আমরা বিদায় হয়ে যাই। রাজেশ দা'র ও প্রথম ইন্টারভিউ হবে আমার জানা মতো।
@supnasahiri36736 жыл бұрын
দাদা আপনারা তিনজন হলেন বাংলাদেশ এর সংগীতের নক্ষএ। ভালো লাগলো পিছনের গল্প পড়ে ভালোবাসা দাদা😍😍
@Abdulkarim-hz1es5 жыл бұрын
হুম
@BTS-qc3oi4 жыл бұрын
আপনার সাথে কথা বলতে পারি
@Riaz88764 жыл бұрын
আপনার বাড়ি কোথায়
@jahirmazumder6 жыл бұрын
গানের জগৎ এ আপনারাই রাজা #রাজেশ দা #প্রদিপ দাদা #আসিফ সেই চোট বেলা থেকে আপনাদের কে কতই না খুজেছি কে সেই রাজেশ কে সেই প্রদিপ সাহা তারা কোথায় থাকে তার সত্যিকারে দেখতে কেমন সত্যি জীবণে আপনাদের কে ভুলা বড় দায় আপনাদের কাছে চির কৃতজ্ঞতা আপনাদের জন্য সারা জীবন শ্রদ্বা এবং ভালোবাসা থাকবে। দাদা ভালোবাসা নিয়েন ভালোবাসা সহ আপনাদের ই বক্ত
@nazrulbdislamkr55156 жыл бұрын
প্রদিপ দা আপনার লেখি প্রায় সবগুলো গানই হিট। আপনার লেখা গান জানা মতে নি শোনা একটি ও নাই।
@msrvoicetv36853 жыл бұрын
আসিফের সমস্ত গান আমার জীবনের ইতিহাসের সঙ্গে হার মোড়ে মোড়ে কাজে এসেছে
@zakirbob68154 жыл бұрын
দাদা আপনাকে ভালোবাসি অনেক আসিফ ভাইয়ের গান লেখার জন্য
@faridulislam78986 жыл бұрын
ভালো লাগলো ভাই,,সব সময়ই আছি,,আপনিও ভালো থাকুন,,শূভ কামনা সব সময়ই।
@mohammadnobir39866 жыл бұрын
সত্যিই অসাধারন। respect and love u brother
@mamunzia843 жыл бұрын
আপনার গানের কথা, রাজেশ দা'র সুর আর আসিফ ভাইয়ের কন্ঠ.... এই তিনের মিলনে যেই গানটা সৃষ্টি হতো; সেটা যে কত আহত যুবকের জখমে মলমের কাজ করতো.... তা আমার চেয়ে ভাল বোধকির খুব মানুষেই বলতে পারবে। আপনাদের তিনজনের কাছে আমি ঋণী.... মনের গভীর থেকে আপনাদের জন্য দোয়া, আশীর্বাদ ও ভালবাসা রইলো.... আবারো আপনাদের তিনজনকে একসাথে, একগানে পেতে চাই... সেই আশায় ; ভাল থাকুন সব সময়- ধন্যবাদ।
@saeedazam94326 жыл бұрын
এই গান গুলির মাধ্যমেই আপনাকে আপনার ভক্তরা মনে রাখবে সারাজীবন। জানি সেই সোনালী দিনগুলি ফিরে আসবেনা। কিন্তু তারা ৩জন এর মাধ্যমে আবারও কিছু সোনালী গান পেতে চাই। ভালোবাসি, শ্রদ্ধা করি তারা ৩জনকে। জয় হোক বাংলা গানের।
@saeedazam94326 жыл бұрын
@@pradipsahabd দাদা ভাই, স্বাগতম।
@Salim_Khan_Kiron6 жыл бұрын
আপনাদের কোন তুলনাই হয়না দাদা আপনারা আছেন হৃদয়ের গহিনে আমি ২০০১ সাল থেকে আসিফ ভাইকে ভালোবাসী এখনও তা বিন্দু মাত্র কমেনি। প্রদিপ দাদা আর রাজেশ দাদা আপনাদের অনেক অনেক ভালোবাসা
@Raju-oy1rz6 жыл бұрын
দাদা আপনারা তিনজন ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন।
@sobujkosto6 жыл бұрын
দাদা, আপনি কেমন গান লেখেন তা আসিফ ভক্তরা খুব ভাল করেই জানে। স্পষ্ট ভাষায় বলা যায়, আসিফ আকবরের জনপ্রিয় যতগুলো গান আছে তার সিংহভাগ গানই আপনার লেখা। আপনারা ৩ জন একে অপরকে ছাড়া অপরিপূর্ন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট কেন এমন সেটাই জানিনা। একটু ক্লিয়ার করবেন কি??? প্লিজ...
@kaiumelectronic50544 жыл бұрын
দাদা আপনারা যে গান লিখেছেন সারা জীবন ওমর হয়ে থাকবে মানুষের কাছে। এমন গান আর হবেনা কখনো শুভকামনা রইল ভালো থাকবেন
@mdsohelr42566 жыл бұрын
ভালো থাকবেন.... আর সুন্দর সুন্দর গান উপহার দেবেন। শুভকামনা সবসম।
@আকাশচোয়াভালোবাসা-ল৬ঢ4 жыл бұрын
অসাদারুন গলপটা ভালো লাগলো অসাদারুন একটা গান চিলো
@habiblipi21756 жыл бұрын
অাবারো এই ত্রয়ীদের গান পেতে ইচ্ছে হয় যদিও সম্প্রতি একটা গান পেলাম অন্যপথে ভালোলাগছে গানটা
@humayonahmed98376 жыл бұрын
আপনে রাএে না খেয়ে গানটা যেমন লিখছেন আর আমরা দশক না খেয়ে শুনি জন প্রিয়তা বাড়িয়ে দিলাম ♥♥♥
@MdJashim-pd1gh4 жыл бұрын
দাদা এরকম ঠান্ডা কিছু আবার আসিফ ভাইর কন্ঠে আমাদের কে উপহার দিন না।আপনার লেখা গান সত্যি অসাধারণ। মনের অনুভুতি জোগায়।
@chandonpatro75223 жыл бұрын
দাদা কেমন আছেন আশা করি ভাল আছেন আপনারা লেখা গান আর রাজের সুর অসাধারণ
@ahmedsuheb53535 жыл бұрын
মনে পরে ভাই সেই দিন প্রদীপশার কথায় রাজের এর সুরে অনেক গান শুনেছি
@mdmushfiqurrahim69806 жыл бұрын
দাদা আপনাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি
@Didarhussain6 жыл бұрын
Dada valoo lagloo God bless you Asif Rajesh Pradip saha
@mehedihasan37325 ай бұрын
আপনাদের জন্য আসিফ হিট হয়েছে
@mdsobujsheikmdsobujsheik16074 жыл бұрын
দাদা আপনার লেখা, রাজেশ দা এর সুর করা, আর আসিফ ভায়ের বেদনার হুংকার দিয়ে গাওয়া কালজয়ী গানটি আমাদের মনে আজীবন গেথে থাকবে ইতিহাস হয়ে
@gaanfunbd53666 жыл бұрын
অসাধারণ গান...
@khansattar84934 жыл бұрын
গানটির গল্প শুনে,, আমার কাছে আরও প্রিয় হয়ে গেল
@mdanwarkhan81684 жыл бұрын
প্রদিপ সাহাকে আজ দেখলাম,,,❤❤
@mokhalledmpo52934 жыл бұрын
Wonderful song.painful song.pretty thanks for you.
@suponbai93116 жыл бұрын
সত্যি দাদা আপনার কথা অসাধারণ
@smshamim49966 жыл бұрын
খুব ভাল লাগলো শুনে
@polashpobasipobasi31256 жыл бұрын
দাদা আপনাদের তিনজনে এখন কোনো গান নেই কেন আমরা আসিফ ভক্তরা আপনাদেরর আরোও গান চাই প্রদীপ দাদা
@babaichakraborty49406 жыл бұрын
asif akborer sob gan sunte valo lage
@sohagrudro6 жыл бұрын
onek diner iccha amar ami gaan er pichoner golpo shunbo. aaj sei iccha puron holo. gotanugotik vabe gaaner pichoner golpo gulo jante chai vaiya.
@jahirmazumder6 жыл бұрын
Sohag Sheikh Rudro ❤️❤️❤️❤️❤️❤️
@md.oahedulislammamun32564 жыл бұрын
প্রদীপ ভাই ও রাজেশ ভাই আপনারা আমার খুবই প্রিয় গীতিকার ও সুরকার। আসিফ ভাই আমার সবচেয়ে প্রিয় শিল্পী। তখনকার শিল্পী মানেই আসিফ, তখনকার গান মানেই আসিফের গান ছিলো। কোথাও যদি আসিফের গান বাজতো আমি না শুনে যেতামনা। আসিফের যখন কোনো গানের ক্যাসেট বের হতো তখন নতুন ক্যাসেটটি খুলে আগে গীতিকার আর সুরকারের নাম দেখতাম। তখন থেকেই আপনারা দুজন আমার খুবই প্রিয়। যে গানগুলো আপনি ও রাজেশ ভাই করেছেন, সেই গানগুলোই ছিলো আমার ক্রাশ। দয়া করে আপনার ঠিকানাটি দিবেন।একটু সরাসরি কথা বলবো।
@MdRobiulIslam-d8u6 ай бұрын
দাদা আমি আপনাদের ভক্ত আমি আসিফের ভাইয়ের চরম ভক্ত আমি সব গুলো গান সুনি এখনো সুনি দাদা, আমি পরতুগালে থেকে ও দেখি অনেক অনেক ভক্ত আছে এই দেশে