সময় কত দ্রুত চলে যায়, মনে হয় এই তো সেদিন ঈদের দিন ১৯৯৮ মুভিটা দেখলাম, মাঝে ২৫ টা বছর চলে গেল, চোখের নিমেষে... আজও একই ভাবে ভাল লাগে গানটি শুনতে |
@mohammadtayub8864 Жыл бұрын
আসছিলাম ৯০ দশকের কথা বলতে,,সবার আবেগময় কথা পড়ে নিজেই আবেগী হয়ে গেলাম।৯০ দশক মানে অন্যরকম ভালোলাগা।
@mahabubalam6446 Жыл бұрын
১৯৯৮ সালে তখন আমি ৯ম শ্রেনীতে পরি, রোজার ঈদে বিকেলে যখন সবাই ছবি দেখতে বসলাম ছবি নাম বাসলো হঠাৎ বৃষ্টি, তখন আমাদের এক বড় ভাই চেঁচা মেচি করে উঠলো খুশিতে, কারন সে বিবিএ করার জন্য কলিকাতায় থাকতেন, শুরুতে ছবি টা তেমন ভালো লাগেছিলোনা অনেক উঠে চলেগেছে, বড় সবাইকে বলল ছবিটি দেখ এ ছবিটি কলিকাতায় অনেক জন প্রিয়তা পেয়েছে পরে আমরা বেশ কয়েকজন দেখা শুরু করলাম, যখন সোনালি প্রান্তরে গান শুনে সবার মন ছুয়ে গেল, আর একএক করে সবাই ফিরে আসল, অনেক আনন্দ করে ছবিটি ঐদিন উপভোগ করেছিলাম। সেই সোনালী দিন গুলো কে অনেক মিস করি।
@tapasbanik79562 ай бұрын
ঠিক বলছো ভাই ❤
@OSMAN_GAMING952 ай бұрын
আমার পাঁচ বছর ছিলো একটু বড় হওয়ার পর যখন ছবি টা দেখলাম তখন থেকেই ছবি টা মনে গেঁথে আছি এখন বয়স ৩০ এখন ও এই ছবির গান শুনি❤
@Maryam_isgentlemanАй бұрын
আমি তখন ক্লাস এইটে
@ahmedsany2214 Жыл бұрын
১৯৯৮ সাল কোনো এক ঈদের বিকেল বেলা বিটিভি তে ঘটা করেই এই মুভির নাম ঘোষনা করলো, আমিও সবার ভীড়ে বসে পড়লাম শুরু হলো সবার গুণ গুনানি .......আজ ঈদের দিন এই সিনেমা দিলো নায়িকা ভালো না, ভালো হবে না আরো কত কি । আসলেই মুভির শুরু টা কারোরই ভালো লাগেনি । কিন্তু দেখতে দেখতে হঠাৎ কাহিনী টা ভালো লাগতে শুরু করলো গান গুলো ভীষন ভালো লাগলো তবে একেবারে শেষের দিকে নায়িকার দেয়া টি শার্টটাই যখন দুজন কে এক করে দিলো তখন আর সিনেমা টা কারোরই অপছন্দ হলো না শুরু হলো আলোচনা । পরের দিন পথে ঘাটে মাঠে স্কুলে মুভিটা নিয়ে রাতারাতি আলোচনা তুঙ্গে । গান গুলো হলো ভাইরাল । ফেসবুক ইউটিউবের যুগ না থাকায় শুধুমাত্র রেডিও ও টিভিতেই গান গুলো সব সময় শোনা হতো । এই হলো হঠাৎ বৃষ্টির ইতিহাস । সেই থেকে গান গুলো আজও মনের ভেতর গেথে আছে ।
@mostafizurrahaman1412 Жыл бұрын
❤❤❤
@linakhan-qs8ug Жыл бұрын
আমিও সেদিনেই দেখেছিলাম
@potholabeditor4931 Жыл бұрын
সালাম গুরু
@sinthajannat8676 Жыл бұрын
আমিও সেদিনই দেখেছি,,আহা দিন গুলো
@bimolpal5479 Жыл бұрын
১৯৯৮ সালে ঈদের দিন দিয়েছিল। হিন্দি সিফ তুম কপি।
@sheikhshahriarrahman7449 Жыл бұрын
পুরাতন গান গুলো নতুন করে বাঁচতে শেখায়!!কত মায়া ছিলো গানগুলো তে
@vivoindia73705 ай бұрын
এই সব গান তো সত্যি মায়াময়।
@ruhanshishir Жыл бұрын
সমস্ত ওয়াদা, জবান ও সম্পর্ক ভঙ্গের জন্য ধন্যবাদ প্রিয়তমা জুঁই 🙂👍💔তুমি এত কষ্ট না দিলে এতো সুন্দর গান শোনা হতো না🔥
@skrohel1994 Жыл бұрын
বিটিভি ও CD যুগের কথা মনে পড়ে গেল।মনে পড়ে গেল সোনালী শৈশব, যা স্বর্গের মতই নিষ্পাপ। আহা অতীত 😢
@betjeeofficialbd Жыл бұрын
Childhood memories 😢😢😢😅😅😅
@imranbabu270411 ай бұрын
২০০৩ সালে প্রথম দেখেছিলাম ছবিটি, গান গুলো হৃদয়ে গেঁথে আছে। বিশেষ করে সোনালী প্রান্তরে গানটা। এই গান গুলোই মনে করিয়ে দেয় ফেলে আসা সোনালী অতীত 😢
@বিপ্লবী_বাদশা9 ай бұрын
সেই কিউট ফেরদাউস আজ সম্মানিত এমপি। জীবন মানুষকে কখন কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না।👍👍শুভ কামনা।
@rezaulislam77119 ай бұрын
সেই ফেরদৌস আজ ভোট চোর
@SKjoy-b4k2 ай бұрын
r ekhn polatok. haha
@NilTalukdar-c7l2 ай бұрын
তোমার শুভ কামনাই এর গোয়াটা মারলো মনে হয় 😅😅😅
@smnirob6893 Жыл бұрын
আহা জন্ম ২০০৩। এই তথাকথিত স্মার্ট জেনারেশন হওয়ার পরও আমি এই গানগুলোতে ভীষণ ভালোলাগা খুঁজে পাই। তাই সার্চ বারের উপরেই থাকে 😍
@abusayemkhan-r5l5 ай бұрын
আমারতো ২০০৬ সালে
@sheikhnafeesahmed6113 жыл бұрын
এই গান গুলো যুগ, যুগ ধরে জনপ্রিয়তার তালিকা স্থান দখল করে থাকবে 💕😍
@mdharunorrashid90533 жыл бұрын
আমি একমত আপনার কথায় ভাই।
@mdshamim74318 ай бұрын
১৯৯৮ সালে মায়ের সাথে ঈদে মামার বাড়ি গিয়ে এই মুভিটা দেখা আজ ২০২৪ সালে এসে আবার ও এই গান টা শুনা❤❤
@tabassumnishu6753 Жыл бұрын
শিশু কালে শুনা গান। ❤️❤️❤️ আহারে কতো সুন্দর জীবন ফেলে এসেছি যেখানে কোনো টেনশন ছিলো না।
গানটি শুনলে মনের ভেতর এক অন্য রকম ভালো লাগা কাজ করে। অনবদ্য সেই ভালো লাগা।
@sadiasimu6796 Жыл бұрын
অতীতের এই সোনালী দিনগুলোর মতন, সবার জীবন সুন্দর হোক😇
@shompapashi110910 ай бұрын
সত্যি আগের দিনগুলো সত্যিই মনে হয় খুব সুন্দর ছিল,, আমি কেনো সেই আগে এই পিথিবীতে আসি নেই আমরা জারা এই জুগে জন্মেছি,,,তারা এই দিন গুলো অনেক মিস করি করবো❤❤❤❤❤
@atiafairuznushin17527 ай бұрын
বার বার এই গানটি শুনতে আসি।কিযেনো একটা আবেগ কাজ করে এই গান শুনে।আসলেই গানটি শুনে একটা স্বপ্নের মধ্যে চলে যাই।এই মুভির মতো গানটিও অসাধারন।ইচ্ছে হয় বাস্তব জীবনে আমার সাথে যদি ঘটতো এই ঘটনাটা😊
@MdRonyRk-10 ай бұрын
এই গানগুলো শুনলে পুরোনো দিনের কথা মনে পরে যায় আহ্ কতো সুন্দর ছিলো শৈশব কতোই না মধুর ছিলো সেই দিন গুলো আর ফিরে পাবোনা
@fxshahinhossain91845 ай бұрын
অসাধারণ ছিলো 90 দশকের সময় টা ...🇧🇩🇧🇩🇧🇩🇧🇩✌️
@রাসেলমাহমুদ-ড১জ5 ай бұрын
হঠাৎ বৃষ্টির গান গুলো খুব মিস করি এখনো ❤❤
@nirobpothik99917 ай бұрын
কি সুর! আহ নচিকেতা 🎉❤
@Md_Rana5 ай бұрын
এই কালজয়ী গানটিতে কোটি কোটি বছর পরেও দর্শক-শ্রোতা খুঁজে পাবেন বিনোদনের নিখাঁদ উপাদান। জীবনানন্দ প্রেমীরা অভিনেত্রী প্রিয়াংকার চোখে পাবেন পরম প্রশান্তির উৎস পাখির নীড়। ❤
@rubelmamaryoutubechennel1675Ай бұрын
২০২৪ এর শেষের দিকে এসে কারা শুনছো!!
@afazali25419 күн бұрын
আমি শুনছি❤
@sazzadahmedmim37448 күн бұрын
I’m
@RuhulAmin-uj4cr Жыл бұрын
বাংলাদেশের ইতিহাসে উচ্চ শিক্ষিত,নম্র, ভদ্র, অভিনেতা, নায়ক ফেরদৌস। দুই বাংলার নায়ক । ২৩-০১-২২
@mdmozammel39 Жыл бұрын
ইতিহাস জেনে আসুন আগে
@shantoshanto4543 Жыл бұрын
So right ❤
@mdasaduszzamanshaheen3665 Жыл бұрын
পুলিশলীগ হটাও দেশ বাচাও।
@polashblogs6530 Жыл бұрын
ইতিহাসের সবচেয়ে বড়ো তেলবাজ বলতে পারেন😂😂😂😅
@Haliemalslam Жыл бұрын
Hmm
@MDSHAHIN-gq6cz10 ай бұрын
আহা শৈশব,,,, স্মৃতি হয়ে রয়ে যাবে সারাজীবন 😂😂❤
@festivelshow8299Ай бұрын
এখন কার দিনের গান 😂 আর ৯০ এর গান ❤ এখনকার গান শুনলে গালি দিতে ইচ্ছে হয় 😂 আর ৯০ দশকের গান শুনলে মনে হয় সব কিছু বাস্তব ❤ নচিকেতা বাস্❤ লাভ ইউ গুরু❤
@rehanasultanapanna61957 ай бұрын
একটা গানে এতো প্রেম🥰 এ জীবনে যেন আসে এমনও স্বপ্নের দিন।
@maoludamow291 Жыл бұрын
ছোটবেলায় বিটিভিতে এই সিনেমা দেখে অসম্ভব ভালো লাগা শুরু হয় সব গানগুলো রেডিওতে যখনি হতো খুব আগ্রহ নিয়ে শুনতাম এখনো শুনি অসম্ভব সুন্দর ❤
@RiponMia-pr7vs5 ай бұрын
এ গান গুলো ছোটবেলায় রেডিওতে রেডিও শুনতে পেতাম, এখন অনেক মিস করি দিনগুলো 😂❤❤
@AbuRayhan-vz5eu8 ай бұрын
ভুলে গেলে চলবেনা পৃথিবী কিন্তু গোল কোথাও না কোথাও দেখা হয়ে যেতে পারে।
@sazolahmmed5863 Жыл бұрын
বউকে নিয়ে অনেক দিন পর শুনলাম। দুজনে ভীষণ আবেগি হয়ে গেলাম।
@sharifulalam35067 ай бұрын
আজ ২৬শে এপ্রিল ২০২৪ স্মৃতি রেখে গেলাম
@Abdulla_khan8 ай бұрын
সোনালী দিনের গান এমন গান শুনলে নিজের অজান্তেই সুর ধরে মাথা দোলাতে দোলাতে তুরি বাজাই....... আহ্....
@rooftopgardening20237 ай бұрын
গতকাল ও গুণগণ করতেসিলাম এই গান... তখনকার গানগুলো খুবই অর্থবহ ছিলো, কতো সুথিং, কি স্বাভাবিক অভিনয়। সবকিছুই কেমন ভয়ংকর সুন্দর সুন্দর ❤
@marufhasan8159 Жыл бұрын
ছোটবেলায় দেখতাম এই সিনেমা বিটিভিতে দিলে সবাই খুশি হত, বুঝতাম না কেন। এখন বুঝি কি অদ্ভুত সুন্দর আবেগ আর নিখাঁদ প্রেমের প্রকাশ করা হয়েছে মুভিটায়!❤
@Tusarbalatb774 ай бұрын
নচিকেতার এক অনবদ্য সৃষ্টি এই গান যুগযুগ ধরে মানুষের মন ছুয়ে যাবে এই গান।। লাভ ইউ স্যার
@SuJaNIsLaM-e3y10 ай бұрын
2025 এর জন্য কমেন্ট করে গেলাম , হঠাৎ কেও এসে লাইক দিবে আর আবারো গানটি শুনতে আসবো 🥰🥰🥰💔🥀
@MdAzim-c4l2 ай бұрын
ok, 💚💚💚🤦♂️🧑🦰🧑🦰🧑🦰
@mdkabirkabir-m4x5 ай бұрын
আমার প্রিয় মানুষের পছন্দের গান,৮ বছর হয়েছে তাকে হারিয়েছি,তবুও এই গানটা শুনলে তার কথা মনে পরে অনেক কান্না আসে
@nahidnobojibon5 ай бұрын
আপনার কথার সাথে নিজের জীবনের ফেলে আসা পনেরো বছর আগের কথা মনে হলো। কেউ একজন আমারো ছিলো, যাকে এই গানগুলোই প্রায়ই শোনাতাম। অনেক কষ্ট দিয়ে যে আমাকে ছেড়ে চলে গিয়েছে। হাজারো ভীড়ের মাঝে নিজেকে খুব শূন্য লাগে।
@nahidnobojibon5 ай бұрын
আপনার কথার সাথে নিজের জীবনের ফেলে আসা পনেরো বছর আগের কথা মনে হলো। কেউ একজন আমারো ছিলো, যাকে এই গানগুলোই প্রায়ই শোনাতাম। অনেক কষ্ট দিয়ে যে আমাকে ছেড়ে চলে গিয়েছে। হাজারো ভীড়ের মাঝে নিজেকে খুব শূন্য লাগে।
@krishnaiseverywhere8667 Жыл бұрын
বাংলাদেশ বেতার ঢাকা খ এর অনুরোধের আসর গানের ডালি, খুলনা বেতারের বিজ্ঞাপন তরঙ্গ, এমনকি সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার । এই গানগুলো এখন আর চলে কিনা জানা নেই। সেই সোনালী অতীত....
@MizanurIslam-z8s4 ай бұрын
আহা, মনটা কেমন করে উঠল! তখন ১০ বছরের শিশু ছিলাম। ঈদের দিন ছবিটা বিটিভিতে প্রচারিত হচ্ছিল, বেড়াতে বের হয়েছিলাম, তাই সম্পূর্ণ ছবিটা দেখতে পারিনি। যখন যাদের বাসায় গিয়েছি তখন সেখানে যতটুকু পেরেছি দেখেছি, খুব রাগ হচ্ছিল কেন ছবিটা ঈদের দিন দেখানো হচ্ছে।
@abmabdulwadud52645 ай бұрын
আমি তখন বিশ্ববিদ্যালয়ের হল থেকে চিকেন পক্স নিয়ে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে। সবার থেকে দূরে বসে মন্ত্র মুগ্ধ হয়ে ছবি টা দেখা। সত্যি অসাধারণ।
@funandfunnyvideos9579 Жыл бұрын
২০২৩ এএসে ২০০০ সালের সমস্ত স্মৃতি মনে পড়ে গেল! কত আশা, কত স্বপ্ন ছিল এই দুটি চোখে কোনটাই পুরন হলো না❤
@GetrkjJsg Жыл бұрын
❤❤❤❤
@riponalbert6577 Жыл бұрын
এই সিনেমা ও গান কতবার যে দেখেছি তা বলে শেষ করা যাবে না কিন্তু এর ভালোলাগা যেন শেষ হয় না.........!
@sujoybiswas19215 ай бұрын
অনেক সুন্দর একটা গান। পুরানো দিনের গানগুলো আসলেই দারুণ।
@RoniSarker-e2y16 күн бұрын
কোথায় হারিয়ে গেলো সেই সোনালি দিন গুলো..... ভাবলেই বুকটা কেপে উঠে.... এই যান্ত্রিকতার শহরে মানুষের ভিরে তা আজ শুধুই সোনালি অতীত ব্যাথিত সৃতি
@usmangani7965 Жыл бұрын
একাকিত্বের কষ্টের মাঝে অনেক ভালো একটা সময় ধরে গানটি ভালো লাগলো..১৭/২/২৩...
@padyricemill980 Жыл бұрын
এই গানটির অনুপ্রেরণাতে আমরা কয়েকজন বন্ধু মিলে ✑ কলমবন্ধু করতে শিখি।ওফ! সেই সব দিন। ছবির শেষ পর্যায় গিয়ে নায়কনায়িকার মিলের দৃশ্য সব মিলিয়ে এক অস্থির অবস্থা, ১৯৯৮-৯৯-২০০০ ইশ আর একবার যদি ফিরে পেতাম সেই দিন গুলো।
@jasekarose501411 ай бұрын
কিছু গান কোনো দিন পুরনো হয় না❤
@MehediHasan-fb2js9 ай бұрын
হাইস্কুলে পড়ার সময়, ২০০৫ সালে হবে হইত, সিনেমাটা দেখেছিলাম।। অসাধারণ গান।। ❤ ১৮ বছর পার হয়ে গেলো।।
@MdIslam-g1m Жыл бұрын
১৯৯৮ সালে নানার বাড়িতে রোজার ঈদের দিন ছবিটি দেখিছি পরিবারের লোকজন সাথে অনেক আনন্দের অনুভূতি হয় গানটি শুনি আর ছোট বেলার দিনগুলো অনুভব করি ফিরে যদি আসত রঙিন দিনগুলো 😢😢😢
@rainbowrashni15August2k23 ай бұрын
আমরা উন্নতি আর পরিবর্তন করতে গিয়ে হারিয়েছি বাংলার অপরুপ সৌন্দর্য। কেনো জানি এখনো সেই ২০১০ সালের আগের বাংলাদেশ কেই আমি মিস করি।
@rezaulkarim21883 ай бұрын
❤সায়েরা..❤ সত্যিই বুঝতে পারনি কতটা ভালোবাসি তোমায়। আমাদের প্রেম এদের মতই না দেখেই হয়েছিল। এমন ঐশ্বরিক ভালোবাসাকে এভাবে অপমান না করলেও পারতে। হয়তো জীবনও বেলার শেষ প্রান্তে তোমার বিবেক তোমাকে সেটা বুঝাতেও পারে। সে অপেক্ষায় রইলাম। ভালো থেকো সবসময়। R.K.
অনেক দিন পর গান টা শুনে সেই আগের দিনের কথা মনে পড়ে গেল
@orothadisha5784 Жыл бұрын
মাঝে মাঝে আগেকার দিনের এই গানগুলো শুনতে প্রচন্ড ইচ্ছে করে। আজকে ঈদের দিন 22/04/2023
@twoprincessesmom1200Ай бұрын
সেই ২০০৫ এর কোন এক বিকেলে দেখেছিলাম প্রথম
@mehedishahriar7 ай бұрын
This song is making me nostalgic for time I never had, people I never met and feelings I never felt.
@RabbiMondol-m1b5 ай бұрын
২০০৩ সালে জন্ম নেয়া আমি আপনাদের কমেন্ট পড়ে চোখ দিয়ে পানি পড়ে গেল,, আপনাদের অতীত কত সুন্দর ছিলো😰😰 আমরা একটু অনুভব করেছি হয়তো,, কিন্তু এখন কি যুগে আসলাম, না পারি মরতে না পারি সইতে😭
@halimsharker2686Ай бұрын
১৯৯৮ সালে আমার জন্ম হয়েছে। আর এই সময়ে আমার গানটা ভালো লাগে। আগে যারা চলচিত্র নির্মাতা ছিল তারা সত্যিই প্রশংসার দাবিদার।
@TamannajahanTamanna-i7u Жыл бұрын
আমার জন্ম ১৯৯৮,,,সিনেমাটা হয়তো তার আগেই হয়েছে কিন্তু জানি না কেন এই সিনেমাটা আমার জীবনের সেরা সিনেমা,,,, পুরানো কখনো পুরানো হয় না,,, নতুনের ভীড়ে পুরানো সেরা থাকবে যুগে যুগে,,,, ❤❤❤
@sushanta6882 ай бұрын
মাঝে মধ্যে সার্চ দিয়ে গানটা শুনি। ভালো লাগে 🌸
@Arifkhan1882-u2y4 ай бұрын
এই গানটার প্রতি অন্য রকম একটা ভালোবাসা আসে,,,
@islamerpothe00 Жыл бұрын
কতবার যে এই গানের জন্য রেডিওর অনুরোধের আসরে চিঠি লিখছি সেটা এখন মনে পড়ে
@bdvloggerafrozaparvin68975 ай бұрын
এই ছবি যখন মুক্তি পায় তখন আমার বয়স ছয় বছর এখন আমার পরিণত বয়সে এই গানটা শুনতেছি এর আগে ও বহুবার শুনেছি |
@skbiswas684311 ай бұрын
আমি তখন অনেক ছোট!! শুক্রবার বিটিভিতে ছবিটা দিয়েছিল!! খুব আগ্রহ নিয়ে বসে দেখব এই আশায়, কিন্তু দেখি কেমন জানি আদি যুগের ভাব!! তাই ততটাও দেখার আগ্রহ রইল না!! কিন্তু এখন বুঝি সেদিন কি ছবি দিয়েছিল! তবে তখন আর কিছু ভালো না লাগলেও বুঝতে না পারলেও- এই ছবির অসাধারণ সুন্দর সমস্ত গানগুলো মনে আজো দোলা দেই গেঁথে আছে অন্তরে❤❤❤
@RumanaAfroz-ow5ob3 ай бұрын
সেই ছোটো বেলায় শুনেছিলাম আর আজকে ❤
@mahadibinsultanАй бұрын
পৃথিবীর সেরা একটা সময় হলো ৮০ এর দশক। এসব গান গুলো মনে খুব দাগ কাটে।
@Composed_Soul11 ай бұрын
Magical song. Never gets old 🎉
@likhanbiswas6 ай бұрын
আমার একটা খুব প্রিয় গান💘💘 খুব সুন্দর একটা মুভি 🌹🌹
@Creatorf35 ай бұрын
২০২৪ এ এসেও গান টা বার বার শুনি🥰
@mdharunorrashid90533 жыл бұрын
ভালো লাগে কাল ইদ ১৪/০৫/২১ সাল বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটে শুনলাম অনেক মজা লাগে
@sayonikhan79676 ай бұрын
❤ Nachiketa for this excellent creation
@trokibprodhan8002 Жыл бұрын
পোস্ট বক্সে রেখে গেলাম, আমার এই পোস্ট, আজকের এই দিনে আমি সিটিজি তে, সারাদিন অনেক বৃষ্টি হচ্ছে,২০২৩-৮-৬,,৪:১০পিএম,হঠাৎ বৃষ্টি মুভির এই গানটা শুনে গেলাম, কেউ যদি কমেন্ট বক্সে এসে আমার কমেন্টে লাইক করে, আমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে আমি আবার শুনব এই গানটি🤔❤️🇧🇩
@piashbhoomik826 Жыл бұрын
অনেক ছোট বেলায় গানটি শুনেছিলাম আর আজ সকালে আবারও শুনলাম, কেন যানি তুমায় খুব মনে পরছে,
@KakoliHalder-ts4xz4 ай бұрын
আজ তোমার জন্যে গানটা রেখে গেলাম ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mdarifulislam45512 жыл бұрын
আজ ১৩ ডিসেম্বর ২০২২,, গাড়িতে বসে শুনতেছি,, ছবিটি কত বার দেখছি জানা নেই।
@MdHasan-lr4ku6 ай бұрын
আমিও আবার আবার সুনলাম মনে দরা একটা গান❤❤❤
@MDRahulRaj-w5j14 күн бұрын
এমন গান শুনতে অনেক ভালো লাগে ।প্রিয়ো মানুষ টাকে মনে পড়ে । এই গানটা আমার জীবনের সাথে অনেক মিল আছে
@shahadatanirban39244 ай бұрын
আমার জন্মের অনেক আগের গান কিন্তু ২০২৪ সালেও এসেও আমি এই গান শুনি খুব ভালো লাগে। কেউ লাইক দিলে আবার এসে শুনবো
@junnorainprionty10313 жыл бұрын
Just wow🤩 shb somoi e valo lage 😇
@sanjidmahmud15508 ай бұрын
শুধু দেখি আর সেই পুরনো দিন গুলোকে মনে করি যখন মা -বাবা সবার সাথে BTV তে দেখতাম , সেই অনুভুতি হয়ত এখন প্রকাশ করার মত না , যারা সেই সময়ের তারা ত জানেন 🥺
@Rifatbhuiyan-sv4yu8 ай бұрын
আজ ২০২৪ সালে এসে আবার শুনে গেলাম 😊 আগে বড় বোনেরা মোবাইলে শুনতো তখন ভালো লাগতো না বিরক্ত লাগতো আর এখন গানটা যতই শুনি ততই ভালো লাগে সত্যি এ-ই গানটা মনে হয় কোন দিন পুরোনো হবে না সৃতি রেখে গেলাম কেউ যদি একটা লাইক দিয়ে মনে করিয়ে দেয় তাহলে নোটিফিকেশন পেয়ে আবার শুনে যাব