স্যারের এই শো টা শুনা শুরু করে ছিলাম রাত ১১.২৫ মিনিট থেকে সময়ে কাজের ফাঁকে দেখা বন্ধ করে কাজ শেষ করে আবারও দেখি তার মানে কাজ করলেও মন পড়েছিল স্যারের শো টা তে। আল্লাহর রহমতে শেষ করতে পারলাম মনে হয়।
@sheikhsiraj132811 күн бұрын
সলিমুল্লাহ স্যারের জন্য দোয়া ও ভালোবাসা রইল ❤
@FoyezMiazi-s3m11 күн бұрын
স্যার অনেক অজানা সত্য কথা বলেন আলহামদুলিল্লাহ ❤️❤️❤️❤❤️❤️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@MohammedAmin-rs8tp10 күн бұрын
আওয়ামী লীগের বাঘা বাঘা প্লেয়ার গুলো বিদেশে বসেও দেশের জন্য কাজ করতে পারে কিন্তু কেউ কিছু করছে না কেন? টাকা দিলে বাঘের চোখ মিলে তাদের ব্যবসা বাণিজ্য ঘরবাড়ি জ্বালিয়ে পুরিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে শামিল ওসমানের মতো মানুষ গুলো ইচ্ছে করলেই যেমন কুকুর তেমনি মুগুর দিতে পারে বৈষম্য বিরোধী চক্র ধরে ধরে পয়সা দিলে সবই হয়। আওয়ামী লীগের পতনের পিছনে ছিল আওয়ামী লীগের লোকজন ও বৈষম্য বিরোধী চক্র সৃষ্টি হয় আওয়ামী লীগের চোরের ভাগ না পেয়ে আর সেই সুযোগ কাজে লাগায় জামাত শিবির এবং বিএনপি সহ বামদল গুলো আর ইউনুস গং বিশাল একটা ধরা খেয়েছে তাকে শেষ পর্যন্ত দেশের জনগণ এবং পৃথিবীর সমস্ত মানুষ মিলে নেংটা করে ছাড়বে বেশি খেতে গিয়ে পেট খারাপ হতে চলেছে তার শান্তির নোভেল তার পিছন দিয়ে দেবে। আওয়ামী লীগের শেষ ইলেকশনে যারা নিজেদের কাছে হেঁড়ে যায় ওরা আসলে আওয়ামী লীগের ঘরের শত্রু বুনে যায় আর কথায় আছে ঘরের শত্রু ভিবিশন শেখ হাসিনা কোনো দেশ চালাতে গিয়ে ভুল করেননি কিন্তু ভুল করেছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এখন অবশ্য তাদেরকেও মূল্য দিতে হবে এটি বুঝতে পারেনি ভোটারের চেয়ে বেশি নেতা হয়ে যায় সেই জন্য ভোটের দরকার ছিল না কারণ বিরোধী দল মাঠে ছিল না।
@rizonahmed646711 күн бұрын
স্যার কে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া উচিত।
@lipiakther158111 күн бұрын
অসাধারণ আলোচনা
@belalshardar212511 күн бұрын
এখন থেকে এদেশে যোগ্য স্থানে যোগ্য মানুষ হিসেবে দেখতে পাব ইনশাআল্লাহ সর্বশেষ
@Patriate9 күн бұрын
অসাধারণ আলোচনা।
@hasmotali279111 күн бұрын
Thanks ❤❤❤
@montasirfahim33310 күн бұрын
সবচেয়ে কষ্ট লেগেছে তখন,যখন স্যার বলল যে আমাকে গত 20 বছর বাংলা একাডেমীতে ঢুকতে দেয়া হয় নাই। সত্যিই দুঃখজনক।আমরা আসলে যোগ্য লোকদের কদর করতে পারি না।
@belalshardar212511 күн бұрын
ধন্যবাদ জানিয়ে দেয়
@saifulraju491211 күн бұрын
best choice ❤
@Bangla-DESIMusic4 күн бұрын
🙏
@manus-mt1dl11 күн бұрын
মিডীয়া সত্যি একটা অনাকাঙ্ক্ষিত ব্যাধি। স্যার সাথে আমরা একমত ...।
@ahadrazzaki558411 күн бұрын
জনাব সলিমুল্লাহ খান, আমি একটি শব্দ নিয়ে বেশ বিভ্রান্তির মধ্যে আছি এবং তা হল, ‘গণ প্রজাতন্ত্র’ যেখানে রাজা নেই সেখানে প্রজা শব্দটি আসবে কেন? যখন Republic শব্দটির বাংলা করা হয় তখন দেশে দেশে রাজা ছিল, তার উপর বিবেচনা করে ইহার বাংলা করা হয়েছিল। যে দেশে রাজা নেই সে দেশে কেন এই প্রজাতন্ত্র শব্দ ব্যবহার করা হবে? যেখানে সকল জনগণ দেশের নাগরিক, সেখানে কি এই প্রজাতন্ত্র শব্দটি ব্যবহার না করে গণ নাগরিকতন্ত্র ব্যবহার করা উচিত নয়? যদি ব্যাপারটি পরিস্কার করেন, তাহলে বেশ খুশী হব। আপনাকে অগ্রিম ধন্যবাদ।
@mkb007-q5j11 күн бұрын
এই সপ্তাহে খালেদ মুহিউদ্দিন এর সাথে টকশোতে উনি এই এই ব্যাপারে দীর্ঘ আলাপ করেছেন।
@mdshoiebulhaque559910 күн бұрын
republic সম্বন্ধে প্রকৃত ধারণা আপনার নাই। রিপাবলিক হচ্ছে, যে দেশের রাষ্ট্রপ্রধান কোনো রাজ পরিবারের মাধ্যমে নির্বাচিত হবে না। যেমনঃ ব্রিটেন গণতান্ত্রিক, কিন্তু রিপাবলিক নয়। কারম তাদের দেশের রাষ্ট্র প্রধান রাজপরিবারের থেকে নির্বাচিত হয়। রিপাবলিক ধারণা শুরু হয় প্রাচীন রোমে ( গ্রীসও হতে পারে). সে সময় রাজতন্ত্রের বিপরীতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। প্রজাতন্ত্র মানে প্রজার তন্ত্র। যেখানে প্রজারা রাষ্ট্র পরিচালনা করবে। আশা করি বুঝতে পেরেছেন।
@belalshardar212511 күн бұрын
আমাদের দেশ আমরা সবাই মিলে সাজাব ইনশাআল্লাহ সর্বশেষ
@BRGHASANALI11 күн бұрын
❤
@tawhedrahman29959 күн бұрын
বাংলা একাডেমিতে সলিমুল্লাহ খান স্যার ঢুকতে পারে না সেই বাংলা একাডেমির কি প্রয়োজন আছে ?
@AndCook-vc7xm11 күн бұрын
full of wisdom !!
@JeffersonJoy9 күн бұрын
ব্যান প্রথম আলো
@AbuHanif-qb3td11 күн бұрын
Sir, ke zoto dekhi toto mukdho hai,prey sir❤❤❤❤❤❤
@barunmaitra76508 күн бұрын
পশ্চিমবঙ্গে আবহাওয়া শব্দটিই প্রচলিত। আপনার তথ্য ভুল।
@duronto299011 күн бұрын
❤
@importantinformation733910 күн бұрын
সব জানতা সমশের ড. শলিমুল্লাহ খান স্যার।
@belalshardar212511 күн бұрын
পৃথিবীতে একটি দেশ আছে যারা মিথ্যা কথা ছাড়া বলে না
@tanzirrony13818 күн бұрын
02/12/2024
@mkb007-q5j11 күн бұрын
মানুষ কেন টিভিতে টকশো না শুনে ইউটিউবার দের আলোচনা শুনে দেখে সেটা কি বুঝতে পারছেন? এই ৩৪ মিনিটের টকশোতে আপনি তিনবার করে বিজ্ঞাপন বিরতি দিয়ে আলোচনার গতি নষ্ট করলেন।
@commodusmeridius471810 күн бұрын
Korbai to gorib der mentality vikka kora Bangladeshi jatay gorib Ader takar proti lov khub vasi Veda tao tai likha Tomra Muslim hoyacho thik e but tomader DNA to change hoynai Potita world wide Bangladeshi ra basi Ask Google where's the largest brothel situated in the world if you don't believe me Tomader nature sompor ka janta veda poro Islam changed your religion but the DNA remains same
@tofayelahmed928111 күн бұрын
স্যার কে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া উচিত।