আহা আহা কি সুন্দর শান্ত সিগ্ধ একটা গান ।মন প্রান জুড়িয়ে গেলো।ছোট থেকেই শুনছি কখনোই পুরনো মনে হয় না।নায়ক তো অসাধারণ।নায়িকা ও ভালো।আর গায়কতো তুলনাহীন।বারবার শোনার মতো গান।
@mostafizurrahman57262 жыл бұрын
সত্যি তো এই গান সঙ্গে নিয়ে স্বপনের সিঁড়ি বেয়ে পৌছান যায় অনন্ত সুর-লোকে। মাঝে মাঝে মনে হয় আমরা সত্যিই ভাগ্যবান। এই লতা-আশা-কিশোর-রফি-তালাত-গীতা-হেমন্ত-মান্না-সন্ধ্যা এবং সত্যজিৎ-সতীনাথ-সলিল-মানবেন্দ্র-গুলাম আলি-কেরামতুল্লা-বিসমিল্লা-রবিশঙ্কর,উৎপল- উত্তম-সুচিত্রা-সৌমিত্র-সন্ধ্যা-তরুণ-ঋত্বিক-প্রজন্মের মানুষ আমরা। একসঙ্গে এত প্রতিভাধর মানুষ এক প্রজন্মে জন্মেছিলেন, এবং সেটা আমাদের প্রজন্মেই, ভবিষ্যতে জন্মাবেন কিনা সন্দেহ । সত্যিই আমরা, এই প্রজন্মের মানুষেরা ভাগ্যবান।
@subhajitmajumder07864 жыл бұрын
"জীবন বলে এ ঘর তুমি ভুলো.. হৃদয় বলে এই ঘর গড়ে তোল"...my fev lines😀...
@subhajitmajumder07864 жыл бұрын
@@ashadas6364 গানের কথাগুলি অবশ্যই হৃদয় দিয়ে উপলব্ধি করার মত😀...
@subhajitmajumder07864 жыл бұрын
@@ashadas6364 গান শোনা শরীর এবং মনের পক্ষে খুবই স্বাস্থ্যকর তবে শুধু একটা গান নিয়ে থাকলেই চলবে না..বাংলা সিনেমার জগতে এরকম ধরনের মন ছোঁয়া গান অনেক রয়েছে ..সব রকম ধরনের গানই শুনবেন..
@@ashadas6364 আমার পছন্দের গান আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো...আরো কিছু পছন্দের গানের লিংক দিলাম.. হয়তো আপনার ভালো লাগবে... kzbin.info/www/bejne/pIGkpmSjqrNnf9E kzbin.info/www/bejne/kH6me5Kta6qIqdE kzbin.info/www/bejne/i3yYkmerfKZ6oM0 kzbin.info/www/bejne/oXOmc51vpah2ZsU kzbin.info/www/bejne/oKXXhHusqbGFZ7c kzbin.info/www/bejne/e5W5qpKfaLetac0 kzbin.info/www/bejne/bInKia2Go5WXo5I kzbin.info/www/bejne/ZonSZX-gf5plbbM kzbin.info/www/bejne/goiQiKeGeL90Z7s kzbin.info/www/bejne/pmikeKyEhdCLfJY kzbin.info/www/bejne/eHLaoIBnfa1_hpI kzbin.info/www/bejne/e6aVeX-jYtqnhrc
@subhajitmajumder07864 жыл бұрын
@@ashadas6364 আপনি একবার আমায় কথায় কথায় জিজ্ঞেস করেছিলেন..নিচের এই দুটো গানের সাথে আমি আমার জীবনকে খানিকটা রিলেট করতে পারি..বোধহয় বেশিরভাগ মানুষই তাই পারবে.. kzbin.info/www/bejne/rIrWl4aieqeba7s kzbin.info/www/bejne/fKTSdWt8erSea8U kzbin.info/www/bejne/jYfTkmOGf8ZmsKc
@tanusreedasgupta40374 жыл бұрын
আগামী লক্ষ বছরেও এমন গায়ক সুরকার গীতিকার নায়ক নায়িকা আসবে না। সত্যি ই মন ছুঁয়ে যায় বারবার।হৃদয়ে সবসময়ে নাড়া দেয়।মন ও প্রাণ জুড়িয়ে যায়।
@rajibneogy58792 жыл бұрын
সত্যিই
@anjanmallik20508 ай бұрын
Ar ovinoy kamon bolun
@angeltanusree73682 ай бұрын
Durdanto @@anjanmallik2050
@rathinpan33673 жыл бұрын
"নূতন জীবন " ছায়াছবির একটি অবিস্মরণীয় গান হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে। এতো শুধু গান নয় এ যেন গ্রাম বাংলার প্রতিটি সুখী পরিবারের স্বপ্ন।
ধর্মের চেয়ে মানুষ বড়, দুই বাংলার প্রতি ভালোবাসা ❤️ এমন সুন্দর গান কিভাবে সম্ভব ❤️
@nayeemahmed2050 Жыл бұрын
🙏
@anishkumarroy8160 Жыл бұрын
ধর্ম হল সেটাই যেটা মানুষকে মনুষত্বের শিক্ষা দেয়
@akashbatash71309 ай бұрын
ইসলাম কিন্ত তা বলে না
@golammoula67859 ай бұрын
@@akashbatash7130 ভাই সব ধর্মের আগে মানুষকে প্রাধান্য দিয়েছে কিন্তু আমরা ভুল ব্যাখ্যা দিয়ে অন্যদিকে নিয়ে গেছি। কোন ধর্মেই খারাপ কাজ করার কথা বলে না, আমরা মানুষেরই করি
@kamalkumardutta6224 Жыл бұрын
১৯৬৬ সালের আগস্ট মাসে পরপর (এক সপ্তাহ ছাড়া) দুটি বাংলা ছবি মুক্তি পায় , পাড়ি ও নতুন জীবন (দুটোই তখন দেখেছিলাম) । আজ জীবনের প্রায় শেষ প্রান্তে এসে এই গানগুলো শুনলে খুবই ফিরে যেতে ইচ্ছে করে আমার জীবনের সেই সোনালী যৌবনের দিনগুলিতে ।
@swapanmitra877 Жыл бұрын
একদমই। সেই সময় আমিও ক্লাস Eightর ছাত্র। পাকিস্তানের বাসিন্দা, ভারতীয় ছবি দেখার সুযোগ ছিল না।রেডিও ভরসা;তাই অভিভাবকদের লুকিয়ে এইসব গান শুনতাম। কি মধুর সেইদিন। এখনও স্মৃতি কাতরায় ভুগি।
@aspirantsricky2008 Жыл бұрын
Dutoi asadharon chhobi
@sudiproy2832 Жыл бұрын
O1
@dewdrops5969 Жыл бұрын
এইরকম কাহিনী অনেকেরই। সবাই বেদনার সাগরে হাবুডুবু খাচ্ছেন। কিন্ত এতেই তাঁরা তৃপ্ত, এটাই তাঁদের প্রশান্তির উৎস।
@kumareshmondal6514 Жыл бұрын
জীবন বড়ই নিষ্ঠুর। আজকের নতুন প্রজন্ম যখন পৌঢ়ত্বে পৌঁছবে তারাও ঠিক একই কথা বলবে।
আমার হতাশ মনে আশা যোগালো নতুন করে এই অপূর্ব কথা সুরের মন ছোঁয়া গানটা।নতুন করে আশাবাদী হলাম,না বাংলা গানের ঐতিহ্য অম্লান ই থাকবে সুর ও বানীর অনন্য সম্মিলনে!
@arunbasu483 жыл бұрын
অনিল চ্যাটার্জী, অসাধারণ অভিনেতা, উত্তম নামে এক মহীরুহের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিলেন।
@manjiabanti3 жыл бұрын
Sotti..odbhut onar chokher bhasha 🙏
@RafiqulIslam-jx6bn3 жыл бұрын
ভারতের প্রতি জেলা থানা এবং বড় বড় বাজারে বি এম ইলেকট্রিক মোটর সাইকেল এর ডিলার দেও্যা হচ্ছে। মোটর সাইকেল বাংলাদেশে তৈরি তাই গ্যারান্টি ১০০% কার্যকরী, মুল্য ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার রুপি পর্যন্ত ১ চার্জে ৮০ কিলোমিটার থেকে ৩০০ কিলমি টার পর্যন্ত চলবে স্পীড ৫০ থেকে ১৫০ পর্যন্ত ডিলার গন।যে কোন ভারতীয় তপসিলই ব্যাংক থেকে L/C খুলে দেবেন । এবার ভারতের বেকারত্ব ঘোচানোর জন্য প্রতি বাড়িতে মোটর সাইকেল সংজজন করান হবে ডি লার এর দায়িত্তে। সং যোজন কারি সবাই বি এম মোটর সাইকেলের পার্ট নার । প্রতি মোটর সাইকেল সং যোজন প্রতি তারা ৫ হাজার রুপি পাবেন ।প্রতি ডিলার অধীনে একটি করে অনলাইন মার্কেট আর থাকবে তার এলাকায় যত মোটর সাইকেল বিক্রি হবে প্রত্যক অনলাইন মার কেটার মোটর সাইকেল পিছু ২হাজার রুপি পাবে । এই মারকেটিং বাংলাদেশে করা যায় কিনা পরিক্ষা করে দেখা হচ্ছে। যারা ইউ টিউব এ ভিডিও ছাড়বেন তাদের উপ যুক্ত সন্মানি দেওয়া হবে ভারত সর কার কে বিনিত অনুরধ করছি যারা কিঞ্ছে তাদের কে ৩০ হাজার টাকা সন্মানি দিয়ে আপনারা ইলেকট্রিক মোটর সাইকেলে বিপ্লব সৃষ্টি করেছেন দয়া করে সং যোজন কারি দের ৫ হাজার টাকা সন্মানি দেন তবে মাথা পিছু আয় বাড়বে বেকার সমস্যা র সমাধান হয়ে যাবেভারত এর মত বাংলাদেশে সকল কে দক্ষ করা যায় কিনা পরিক্ষা নিরিক্ষা করে দেখা হচ্ছে barc5626@gmail.com
@rabinchakraborty52973 жыл бұрын
খুব ঠিক কথা বলেছেন ।
@tanmayghatak4586 Жыл бұрын
Sottiy tai
@ipsitaroy7690 Жыл бұрын
এই সব গান, সিনেমা, আর্টিস্ট কিছুই আর হবে না। আমি ত্রিশ এর ঘরে দাঁড়িয়ে ও হেমন্ত মুখার্জী মহাশয় আমার প্রিয় সংগীত শিল্পী। যাকে আমি চোখে দেখিনি তবুও এই ২০২৩ সালেও এই গান শুনছি। আমার যখন এ মন খারাপ হয় আমি ওনার গান শুনি। অনবদ্য সৃষ্টি। এই স্বর্গীয় সুর, গলা আর হবে না। আমি এই জীবন এ অন্য কারোর গান ও আর শুনবোই না। ওনার চরণে আমার বিনম্র প্রণাম। 🙏🏻
@debapriyadey2856 Жыл бұрын
এই গানটি শুনে আমি আমার ছোটবেলায় ফিরে যাই মা বাবা আমি আর আমাদের ছোট মধ্যবিত্ত জীবন ।আজ দুই মাস হলো বাবা নেই মা ক্যান্সার নিয়ে যুদ্ধ করছেন।খুব মিস করি মায়ের রবীন্দ্র সঙ্গীত আর বাবার গলায় এই গান গুলো।
@kakolighosh5121 Жыл бұрын
Ei gaan ta amar Baba r khub priyo ekta gaan chilo. Baba ei gaan gaito aj 4 Maas holo Baba nei gaan ta sunle Baba r kotha mone porche
@pradipkumarbarua72523 жыл бұрын
স্বর্ণ যুগের গান কখনও হারিয়ে যায় না।পৃথিবী যতদিন থাকবে এই গানগুলি ততদিন বেঁচে থাকবে।করণ Melody song always queen.
@parvezalam5534 Жыл бұрын
আহ কত সুন্দর স্রুতি মধুর গান, মন জুরিয়ে যায়, এ যুগের হয়েও এত ভালো লাগে, যুগে যুগে চলবে এই সমস্ত গান
@TofazzelHossain5 жыл бұрын
আমরা ভাগ্যবান যে আমাদের প্রজন্ম এমন অসাধারন শিল্পী পেয়ছিলাম; যার গান মনের ক্ষুধা মেটাবে জম্ম হত জম্মান্তর।
@mycraftyideas53235 жыл бұрын
Apni jothharto kotha bolechheen. Hamanta babu set the standard of singing culture for all of us including the rest of the singers. He had the godly spirit that exists deep inside all of our souls. That is why his songs moved us emotionally so much.
@depalihaldar2194 жыл бұрын
Sabka time aayega sabka Ichapur Na Hoga Jab Ham aaenge Nagin Lekar to aap bhi taiyar Jaenge mein gana set karne wala hun Lekar Mera Pehla Pehla Pyar uska Kuchh Sur Mein Main convert Karunga Mere gane Mein Ek Hi Mera Pehla Pehla Pyar Hai Kishor Kumar Jaisa Main Aisa Hoon Sabko Pata karta hun mera gaan aayega Jarur aaega aur mein yah kya Ne Lord comment ko sahi se dekh kar Rahana Ek Aur na sahi ho jaaye to main use channel yah Mein upload Karunga Ek TV par Ek Hi Mera Pehla Pehla
@alokganguly81504 жыл бұрын
Amon silpi amader jibon a r dekhte pabo na.
@rupakmondal2822 Жыл бұрын
Apnader onek dhannobud. Darun sajiechnn. 👌❤👌
@damodarmukhopadhyay9301 Жыл бұрын
যুগ যুগ ধরে তুমি আমার আনতে থাক মে। অপূর্ব সুন্দর।শত চেষ্টা করলেও এ গান হবে না
@sumantamaji4894 Жыл бұрын
অসাধারণ, প্রতিদিন দুবার এই অমরজয়ী গান শুনি। ধন্যবাদ সুরকার, গায়ক, নায়ক ও অন্যান্য শিল্পীদের ।👏
@nurzaman16354 жыл бұрын
কত মধুর কন্ঠ।মন ভরে গেল। মহান গায়ক
@md.romjanali77762 жыл бұрын
আমি এমন গান শুনেতে খুব ভালোবাসি। খুব সুন্দর কথা খুব সুন্দর ভাব খুব সুন্দর কথার সুর খুব সুন্দর দৃশ্য। সব মিলে অসম্ভব অসাধারণ।
@surerdharay16276 ай бұрын
বাংলা গানের সেই অতীতের স্বর্ণযুগ আর আগামী কয়েক শতাব্দীতেও কি ফিরে আসবে! হৃদয মন উন্মনা,উতল করা কন্ঠ,গীতিকার,সুরকার, রুচশীল স্রোতা দর্শক?
@dsarkar61682 жыл бұрын
আমার favourite গান গুলোর মধ্যে this is one of the most powerful to shake my mind. ধন্যবাদ।
@hasinabegam9288 Жыл бұрын
ভেবেই পাই না এত ভালো ভালো গান কিভাবে সম্ভব?
@sanjaychatterjee8010 Жыл бұрын
Aar kaukey ei gaan gaitey hobe na---- Since, simply PARBE EI NA AS USUAL--- Pranam Hemanta Babu🙏🙏
@alimzaman68155 жыл бұрын
আহা! হৃদয় জুড়ানো কালজয়ী গান!! এ কী সুর; এ কী কথা; এ কী কন্ঠ!! আহা!!!
@krishnamajumdar46032 ай бұрын
অপূর্ব সুন্দর একটি গান শুনতে পেলাম, মন ছুঁয়ে যাওয়া অসাধারন
@BoiPuka7115 күн бұрын
২০২৫ এ কে নূতন শুনলেন
@dr.jnanankurghosh97073 жыл бұрын
যেমন ছোট বাড়িতে আরো এবং আরো তৃপ্তি. অনেক স্বপ্ন, অনেক আশা, কত ভালোবাসা🙏🙏 ওগো আমার নায়ক তোমাকে অনেক প্রনাম 🙏🙏
@anilkumarbandyopadhyay5235 Жыл бұрын
Asadharan ei gan! Amar bhalobasar ek amulyo nothi!
Ki apurbo....hridoy chuye jai...Mon bhore othe ekanto bhalo lagay
@mycraftyideas53235 жыл бұрын
Picture is apurbo!
@carlosm.devasconcelllos39393 жыл бұрын
Hemanta Mukherjee Eternal...RIP. And stunning Sandhya Roy, hugs from BRAZIL ! Namasté.
@abhishekroy793 жыл бұрын
Excelente
@ignitedidea37113 жыл бұрын
Thanks bro
@amadpurgp84703 жыл бұрын
Do you understand bengali?
@biswajitpatra47482 жыл бұрын
Thanks a lot ! Welcome to India.
@dilipsarkar5536Ай бұрын
অসাধারণ গান যেন প্রত্যেকদিনই শুনতে ইচ্ছা করে
@learner63003 жыл бұрын
যারা নতুন গান , মুভির থেকে --- পুরনো গান , মুভি বেশি পছন্দ করেন , তারাই শুধু লাইক দিন 😊
@rimjhimsensharma60395 жыл бұрын
Daarun asadharon...er opor jodi kichu thake sob e gaan tar jonno....dhonyobad upload r jonno
@satchatful5 жыл бұрын
রাজেন সরকারের সুরে এই গানটা অনবদ্য হয়েছিলো । এমনিতেই অনিল চট্টোপাধ্যায়ের লিপে হেমন্ত মুখার্জী অনেক অনেক গান করেছিলেন । এই গানটি তার মধ্যে অন্যতম সেরা ।
@souviktapadar18155 жыл бұрын
Khub underrated suroker anek valo valo sur diyechhe jmon ei cinemate 4ti gaan tarpor ajo hridoy amar,surer asor theke,amar natun ganer jonmotithi,ami tomar kachhei fire asbo aro koto sb kintu onar ekta chhobio ami google paini
@satchatful5 жыл бұрын
@@souviktapadar1815 "ঢুলি" ছায়াছবিতে অনবদ্য গান করেছিলেন । "নিঙারিয়া নীল শাড়ি"
@souviktapadar18155 жыл бұрын
@@satchatful Achha achha but ami search krbo ami sunini
@birendranathbedi70936 жыл бұрын
সহজ সরল কথা ও সুরে এক অবিস্মরনীয় গান ।
@mycraftyideas53235 жыл бұрын
Sahoj sarol kotha kintu sunun surer moddhe ki beauty! Asadharan!
@RafiqulIslam-jx6bn3 жыл бұрын
ভারতের প্রতি জেলা থানা এবং বড় বড় বাজারে বি এম ইলেকট্রিক মোটর সাইকেল এর ডিলার দেও্যা হচ্ছে। মোটর সাইকেল বাংলাদেশে তৈরি তাই গ্যারান্টি ১০০% কার্যকরী, মুল্য ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার রুপি পর্যন্ত ১ চার্জে ৮০ কিলোমিটার থেকে ৩০০ কিলমি টার পর্যন্ত চলবে স্পীড ৫০ থেকে ১৫০ পর্যন্ত ডিলার গন।যে কোন ভারতীয় তপসিলই ব্যাংক থেকে L/C খুলে দেবেন । এবার ভারতের বেকারত্ব ঘোচানোর জন্য প্রতি বাড়িতে মোটর সাইকেল সংজজন করান হবে ডি লার এর দায়িত্তে। সং যোজন কারি সবাই বি এম মোটর সাইকেলের পার্ট নার । প্রতি মোটর সাইকেল সং যোজন প্রতি তারা ৫ হাজার রুপি পাবেন ।প্রতি ডিলার অধীনে একটি করে অনলাইন মার্কেট আর থাকবে তার এলাকায় যত মোটর সাইকেল বিক্রি হবে প্রত্যক অনলাইন মার কেটার মোটর সাইকেল পিছু ২হাজার রুপি পাবে । এই মারকেটিং বাংলাদেশে করা যায় কিনা পরিক্ষা করে দেখা হচ্ছে। যারা ইউ টিউব এ ভিডিও ছাড়বেন তাদের উপ যুক্ত সন্মানি দেওয়া হবে ভারত সর কার কে বিনিত অনুরধ করছি যারা কিঞ্ছে তাদের কে ৩০ হাজার টাকা সন্মানি দিয়ে আপনারা ইলেকট্রিক মোটর সাইকেলে বিপ্লব সৃষ্টি করেছেন দয়া করে সং যোজন কারি দের ৫ হাজার টাকা সন্মানি দেন তবে মাথা পিছু আয় বাড়বে বেকার সমস্যা র সমাধান হয়ে যাবেভারত এর মত বাংলাদেশে সকল কে দক্ষ করা যায় কিনা পরিক্ষা নিরিক্ষা করে দেখা হচ্ছে barc5626@gmail.com
@shyamapadabakshi6819 Жыл бұрын
আমি সিনেমা দেখনি। কিন্তু পুরানো গান খুব ভালো লাগে।
@tanusreedasgupta40374 жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় সৃষ্টি। অসাধারণ গান।এই গানগুলোকে মানুষ কখনোই ভুলতে পারবে না। পুরোনো হয়েও আজো চির নতুন ও অমর হয়ে হৃদয়ের মানসপটে বিরাজমান।
@susmitaray91222 жыл бұрын
proti din suni
@shyamalpradhan73492 жыл бұрын
খুবই ভালো বলেছেন দাদাভাই।সত্যি অসাধারণ গান, এর পর এই ধরনের মন ভোলানো,প্রাণ জুড়নো গান হয়তো আর কোনও দিনই সৃষ্টিই হবে না।👍👌💐💐💐💐💐💐💐💐💐💐
@angeltanusree73682 жыл бұрын
@@shyamalpradhan7349 আমি মেয়ে ছেলে না।🙂🙂🙂🙂🙂
@amitabhachanda49152 жыл бұрын
রাজেন সরকারের সুরসৃষ্টি।
@ashokkumarroy75 Жыл бұрын
গানে স্বপ্ন আছে, মায়া আছে, হৃদয় আছে, চিরনতুন এই গান, অমর হয়ে থাকবে
@sudipmondal139217 күн бұрын
জীবনের সুখ দুঃখ হাসি কান্না সাথে আবেগ মিশিয়ে শিল্পী যখন গান করছে তখনই এমন মা সরস্বতী এমন উপহার দেন।❤❤❤❤❤
@pankajchakraborty5071 Жыл бұрын
💝👌💝👌💝👌💝👌💝👌 👉গ্রাম বাংলার এক মধুর মিষ্টি গান । গান শেষ হয়ে গেলেও যার সুর হৃদয়ে বাজতে থাকে....
@Happiness-Tips Жыл бұрын
অসাধরন ❤❤ কুব সুন্দর একটি গান শুনে মনে হচ্ছে যে কোথাও যেনো হারিয়ে যাচ্ছি।😊
@soumitradas25655 жыл бұрын
এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি জানলা দিয়ে সোনার রোদের আলো, যায়যে ধুয়ে মলিনতার কালো জানলা দিয়ে সোনার রোদের আলো, যায়যে ধুয়ে মলিনতার কালো দরজা খুলে ফুলের হাঁসি দেখতে আমি পাই প্রতিদিন দেখতে আমি পাই এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি অঙ্গনে তার আল্পনা দেয় আমারই সব কল্পনা ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা অঙ্গনে তার আল্পনা দেয় আমারই সব কল্পনা ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা জীবন বলে এঘর তুমি ভোলো হৃদয় বলে এঘর গড়ে তোলো জীবন বলে এঘর তুমি ভোলো হৃদয় বলে এঘর গড়ে তোলো ভালোবাসার বাসা এবার নতুন জীবন চায় আমি যে নতুন জীবন চাই এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি
@avijitsantra53604 жыл бұрын
madan Maite
@dipankarsinha13 жыл бұрын
অনেকে 'আহারে' কে 'পাহাড়ে' লিখছেন। সেটা ভুল। 'আহারে যার ঠিকানা নাই' এটাই ঠিক।
@mazharulhaque77952 жыл бұрын
অনেক অনেক মন ভোলানো সুন্দর একটা গান।
@sujandas17354 жыл бұрын
এই গান গুলো কোনদিন পুরোনো হবে না| খুব প্রিয় গান এর মধ্যে এই গানটিও অন্যতম
ভাষার গভীরতা আর সুরের আবেদন কত না বলা কথা বলে যায়---আমাদের সবার ঘরে আলো জ্বলে ওঠে।
@bsaintzahid46256 жыл бұрын
গানের প্রতিটি আখরে যেন গভীর জীবন বোধ চিত্রিত হয়েছে।
@sauravmaiti51495 жыл бұрын
bsaint zahid n
@alokemukherjee67075 жыл бұрын
Eryn
@alokemukherjee67075 жыл бұрын
Utfjhj is okjj
@alokemukherjee67075 жыл бұрын
Tty
@deepbanerjee50426 жыл бұрын
Ki sundar kotha, ki sundar sur, ajo monn vore jai sune, kothai ar aj sunte pai ato sundar gan, osadharon ononno, opurbo
@abdullhkhan2884 Жыл бұрын
হেমন্ত মুখার্জির গান আমার অনেক ভালোলাগে।
@debasishmukherjee48446 жыл бұрын
আজকের যুগে যতই হানি সিং ফানি সিং আসুক এই গান এই সুর কতটা আমার মনে প্রভাব বিস্তার করে আছে বলে বোঝানো যাবেনা শুধু শুনতে হবে
@samikbanik17645 жыл бұрын
Amar ghum parano gan vile. Giache Aparna das dumdum cnt
@waismalik5 жыл бұрын
Please don't BRING the silly arguments.. aajker juge Hemanthda jmn okejo abong Hunny Singh is superb temonioi din bujlebabura
@mycraftyideas53235 жыл бұрын
W.M- In future generation some people will continue to listen Hemanta Mukherjee but everyone will forget Hunny Singh very soon after his shows are over.
@md.mijanurrahman16125 жыл бұрын
@@waismalik হেমন্ত অকেজো এই যুগে? যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন তাঁর গানগুলো বেঁচে থাকবে।হানি সিংরা দুইদিন পরেই অকেজো হয়ে যাবে, হেমন্ত থাকবেন আজীবন।
@tapasdutta29893 жыл бұрын
ওসব হানি সিং-ফিং হল যত রাজ্যের নষ্টামির গোড়া। Old is Gold ।
@bidyutmondal50225 жыл бұрын
অসাধারণ এই গানের গভীরতা যে কত তা ভাষায় প্রকাশ করা যায় না। শুধু দুঃখ হয় তাদের জন্য যারা এই গান কে Dislike করেছে।
@dewdrops59693 жыл бұрын
সেটা তো তাদের দুর্ভাগ্য, আপনি শুধু শুধু দুঃখ করবেন কেন?
@nasimmufty3 жыл бұрын
They are son of honey singh
@rejaulsardar2723 жыл бұрын
দুঃখ করার কিছু নাই কারন সকলের পছন্দ রুচিবোধ এক নয়।
প্রাণ-মন জুড়োনো গান যে মনের মণিকোঠায় সর্বদাই জ্বল জ্বল করে।
@sudipbanerjee83124 жыл бұрын
Aaj 08/08/2020, Sri Anup babur 90 th birth anniversary, khub bhalo laglo ai gaan ti sune.
@jibokBarua995 жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায়ের গানে আমি আমার জীবন খুঁজে পাই।
@debarchanachowdhury74535 жыл бұрын
Ekdom khati kotha...khub shotti...unar gaane shotti amio amar jiboner rong khuje pai
@tapasisaha41155 жыл бұрын
CT
@hridoybajitpur1.0925 жыл бұрын
ami o bro
@sanadutta21174 жыл бұрын
Amio beche thakkar mane khuje pai
@ronikundu98784 жыл бұрын
আপনার দলে আমিও আছি
@rabinmakhal5461 Жыл бұрын
তখন আমার জন্ম হয় নি।কিন্ত আজকে এই গান এত ভালো লাগছে ভাষায় বলা যাবে না।
@laxmikantapramanik78372 жыл бұрын
Hemonto and সন্ধ্যার জুটি jiboner sera
@dipankarchandrasaha81025 ай бұрын
মা-কে নিয়ে সুমধুর সুরে হৃদয়ে চিন চিন ব্যাথার উদ্রেক করে। মা - ই পারে জীবন কে শীতলতা দিতে।❤❤❤
@MusharratMareumNaureen Жыл бұрын
এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি জানলা দিয়ে সোনারোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো জানলা দিয়ে সোনারোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই প্রতিদিন দেখতে আমি পাই এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি অঙ্গনে তার আল্পনা দেয় আমারই সব কল্পনা ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা অঙ্গনে তার আল্পনা দেয় আমারই সব কল্পনা ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা জীবন বলে এ ঘর তুমি ভোলো হৃদয় বলে এ ঘর গড়ে তোলো জীবন বলে এ ঘর তুমি ভোলো হৃদয় বলে এ ঘর গড়ে তোলো ভালোবাসার বাসা এবার নতুন জীবন চায় আমি যে নতুন জীবন চাই এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি
@RanajitHira12 күн бұрын
অসাধারণ সমধুর কন্ঠ প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের , মনেহয় জীবনের কথা গানের মধ্যে মনের গহনে প্রবেশ করে।
@IndrajitDas-q4d2 ай бұрын
আমার এক দিকের হৃদয় জুড়ে আছেন এই শিল্পী ,,উনা গান সব সময় আমার মুখে । প্লিজ মালতী দেবী উনার গান যেন রোজ শুনতে পাই। ধন্যবাদ।।
@sikhachowdhury10892 жыл бұрын
New is silver but old is gold পুরাতন দিনের গানের কোন ও তুলনা হয় না। অদ্বিতীয় অনবদ্য অসাধারণ।
@rayroy10432 жыл бұрын
Darun 🙏🏻
@mamatanaskar48193 жыл бұрын
Asadharon Kaljoye gaan. Gaaner Sur hridoy, mone morme morme Sporshow Korechhe. Chhondo , tal miliye gaanti durdanto Laglo. 🎧🎵🎧🎵🎧🎵🎧
@SaddamKhan-m1y10 күн бұрын
অসাধারণ সুর ও কথা, দেখিনি এমন শিল্পী দের but,, স্যালুট fan of লেজেন্ড
@arupkumarpramanik64277 ай бұрын
এই গান এই শিল্পী এই সুর কোন কথা এর মধ্যে প্রবেশ করার কোন সুযোগ নেই। কি বলবো, কোন ভাষা নেই।
@surerdharay16272 ай бұрын
আমি বাং লাদেশের লালমনিরহাট থেকে দেখছি।একজন কন্ঠশিল্পী, বয়স ৭৭ বছর।😮নিজেও গেয়েছি অনেক,তারপরেও নতুন করে শুনে আপ্লুত আবেগে! আজকের প্রজন্ম খুবই অভাগা।
@angelsongs2 ай бұрын
"আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জ্ঞান সত্যিই মূল্যবান, এবং আজকের প্রজন্ম আপনার দৃষ্টিকোণ থেকে অনেক কিছু শিখতে পারে!"
@mohammadmohsinprodhania1573 Жыл бұрын
তুমি কি এমনি করে থাকবে দূরে.... অনেক ভালাগে, কতবার শুনি, একা একা এ বিরলে মহসিন, চাঁদপুর, ২৩/১০/২০২৩
@durjoyde152112 күн бұрын
সুন্দর ছায়াছবি ও সুন্দর গানের লাইনগুলো। যেমন অভিনয় তেমন গানের কন্ঠস্বর দুই শিল্পীর।
@pralaykantijana80502 жыл бұрын
যেমন লেখা তেমন সুর আর তেমনই গানের গলা। গানগুলো শুনলে মন জুড়িয়ে যায়।
@rafiquetania1677 Жыл бұрын
মিষ্টি কন্ঠে হেমন্ত মুখোপাধ্যায়ের গানটি দারুণ।
@sankarpramanik7446 Жыл бұрын
আর কোনো দিন ফিরে পাবনা সেই কৈশোর থেকে যৌবনে আসা দিনগুলো , মনে পড়লে চোখে জল। এসেযায়,
@chhandabhattacharjee4262Ай бұрын
Asadharon
@bazlur-Vancouver Жыл бұрын
আমাদের উপজেলার থানার সাথে দোকানের মালিকের কাছে এই গান শুনি ১৯৬৬ বা ৬৭ সালের দিকে যশোর জেলায়। উনার কলকাতায় বাড়ি, কিন্তু পরিবার নিয়ে চলে এসে পান বিড়ির দোকান চালাতো। তার গলা হেমন্ত মুখার্জির ঠিক অবিকল সুর দিয়ে গাইতে পারতো, লতা মান্না দে সহ সব গায়কের গান মুখস্ত গাইতে পারতো। তার কাছ থেকে গানগুলো আমি লিখে রাখতাম। অনেকগুলো গান. তার থেকেই বেশি। তার দোকানে সন্ধ্যে বেলায় অনেক লোকজন জমা হতো. অনেকেই তার থেকে জিনিস পত্র কিনতো। তাকে দিয়ে লোকাল অনুষ্ঠানেও গান গায়ে নিয়েছে স্থানীয় আয়োজকরা। সে আর তাই ভাই কোনো এক ধনী ও লিবারেল একজন হিন্দু ভদ্রলোকের বাড়িতে গৃহভৃত্তির হিসাবে কাজ করতো। যেমন ছবিতে দেখা যায়. তার ছেলেমেয়েরা গান শিখতো আর তার বাড়িতে নাকি আসর বস্তু। সেই তাদের দুই ভাইকে লেখাপড়া শেখায়েছে এবং স্নেহ করতো। ১৯৭১ সালের যুদ্ধের পর আবার কলকাতায় ফিরে যায় পরিবার নিয়ে , কারণ তার মন বসতো না. দোকানটা ভাইকে দিয়ে গিয়েছিলো।
@msikder757 ай бұрын
একটা গানের সাথে কত ইতিহাস নিরবে জড়িয়ে যায়।তাই না।
@sandhyaghosh14627 ай бұрын
অসাধারণ তুলনা বিহীন
@sourovshuvo215810 ай бұрын
আমি মাত্রই গান টা শুনলাম। অসাধারণ, অর্পূব, অতুলনীয়। বারবার শুনতে মন চায়❤