💓হজ্ব করতে না পারার কি নিদারুন বেদনাই ফুটে উঠেছে এই গজলে!💓কাজী নজরুল ইসলাম জীবদ্দশায় যথেষ্ট অনটনে ছিলেন। আমরা তার মূল্যায়ন করেছি যখন,তখন তার হিতাহিত জ্ঞানই তিনি হারিয়ে ফেলেছিলেন।সর্বোপরি,কম্পোজিশনটা অসাধারণ হয়েছে।
@mdrazibulislam97252 жыл бұрын
আমি ওনার নাম কোনোদিন শুনিনি গানতো দুরের কথা। এখন মনে হচ্ছে অনেক বড় অন্যায় হয়ে গেছে। এমন একজন সুপার ট্যালেন্টেড মানুষের সম্মন্ধে আমার কোনো ধারণা নাই। ধন্যবাদ কোক স্টুডিও এই হিরা টার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
@hritomroy2156 Жыл бұрын
আমিও আমার অজ্ঞতার জন্য দুঃখিত আর ধন্যবাদ জানাই কোক স্টুডিও বাংলাকে !
@AbirHasanShuvo Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@rakanrakan-pe1js Жыл бұрын
singer: boga taleb
@armhasan5688 Жыл бұрын
Same
@emraansheik2631 Жыл бұрын
Emon Chowdhury ke chine raikhen eita tar compose
@sudiptamukherjee5005 Жыл бұрын
Spirituality is beyond religion. কাজী নজরুলের মত শ্যামাসঙ্গীত কজন লিখতে পেরেছেন। জাত, ধর্ম এই সবার অনেক উর্ধ্বে তিনি এবং তার সৃষ্টি।এই গানটা অসাধারণ গেয়েছে বগা। কি দরদ। কি আবেগ। আব্বাসউদ্দীনের থেকে কিছু কম নয়।
@MDISMAIL-kn6de9 ай бұрын
গভীর রাত শুনতেছি ইসলামিক এই সংগীত। চোখ দিয়ে অঝোরে পানি ঝড়তেছে। মক্কা এবং মদিনা দুই জায়গায় গিয়েছি আলহামদুলিল্লাহ এতো শান্তি কোথাও নেই পৃথিবীর। মন কাঁদে যেন জীবনটা পার করে দেয় মক্কা এবং মদিনাতে। এতো দরদ, মায়া, মোহাব্বত, ভালোবাসা দিয়ে সংগীতটা গেয়েছেন শোনলেই চোখ দিয়ে অঝোরে পানি ঝড়ে।
@tanvirahmed6497 Жыл бұрын
আহা প্রেমের কবি!!! সূফী কবি !!! কি ফরিয়াদ💔 জয় গুরু🙏
@MDISMAIL-kn6de Жыл бұрын
কাজী নজরুল ইসলামের এই ইসলামী সংগীতটি যতোই শুনি মুগ্ধ হয়। ওনি এতো চমৎকার করে গেয়েছেন, চোখ দিয়ে পানি চলে আসে। বার বার শুনতে মন চাই শুনি, এরপর ও মন ভরে না। অনেক আবেগ দিয়ে চমৎকারভাবে আবেগ দরদী কন্ঠ অনেক সুন্দর করে সংগীতটি গেয়েছেন।
@mijanshaheb91922 жыл бұрын
কোক স্টুডিও বাংলায় বগাদার অনবদ্য গান শোনার পর কে কে এই মাস্টারপিস এর সন্ধান পেলেন? বি.দ্র: আমিও সেই অভাগাদের একজন।
@amritosarker84572 жыл бұрын
🤘🤘
@km999992 жыл бұрын
Yes.
@kmistiak73022 жыл бұрын
আমিও একজন, এই কন্ঠ শোনার জন্যে প্রস্তুত ছিলাম না। আমার চোখ ভিজে যাচ্ছে
@shimulparvez67962 жыл бұрын
আমি
@zamsadrana17082 жыл бұрын
আমিও
@touhidulislam72412 жыл бұрын
কাজী নজরুল ইসলামের লেখা প্রতিটি গজলই অসাধারণ। তবে এই গজলটি অতুলনীয়। নবীপ্রেমিকদের মনে এক চমৎকার আলোরণ সৃষ্টি করে 💙
@emonchowdhury55742 жыл бұрын
🌸🌸🌸
@mohammadanam18252 жыл бұрын
নজরুলের গজলে তার নবী প্রেমের গভীরতা প্রকাশ পায়
@aharnishchowdhury34742 жыл бұрын
@@mohammadanam1825 এইটা গজল না। গজল আলাদা স্ট্রাকচারে করা। সাধারণত প্রেম বা বিরহের গান হয়। ধর্মীয় গান হলো হামদ্, নাত বা ভজন।
@aharnishchowdhury34742 жыл бұрын
@@mohammadanam1825 নবী প্রেমের গান হলো নাত।
@zihadhabib2 жыл бұрын
কাজী নজরুল ইসলামের লেখা শ্যামা সঙ্গীত গুলোও অনেক সুন্দর আর শ্রুতি মধুর।
@sompadona2 жыл бұрын
সুরে অনেকেই গেয়েছেন গানটা, কিন্তু গানের ভাবটাকে এই শিল্পী এবং কম্পোজার মিলে অনন্য এক মাত্রায় উন্নীত করেছেন। যার হৃদয়ে ভক্তি নেই, বিশ্বাস নেই, সেও শুনলে নত হবে। অজান্তেই চোখ আর্দ্র হয়ে উঠবে। গান তো তাকেই বলে। অস্থির পৃথিবীকে শান্ত করতে এমন গানের সৃষ্টি ও প্রসার আজ জরুরী।-রাখাল রাহা
@rushdichowdhury71522 жыл бұрын
এমন গিন আর সৃষ্টি হবেনা কারন:১:কবি নজরুল ইসলাম আর জন্ম নেবেন না।এবং ২:এগুলো এক একটি মাষ্টারপিস।
@ARM126 Жыл бұрын
Lp
@zahidhasan16373 ай бұрын
সহমত
@md.ariyan26232 жыл бұрын
খোদার জন্য বহুদিন এই পাথরের চোখ থেকে অশ্রু পরেনি।আজ আপনাআপনি পাথর ফেরে ঝর্ণা পরছে। 🌸 প্রিয় ইমন ভাইয়া আপনার কাজ প্রথম থেকেই ভালো লাগে। প্লিজ প্লিজ কাজী নজরুল ইসলামের অন্যান্য গজল... গানগুলোও নতুনভাবে উপস্থাপন করার অনুরোধ রইল।এই অধম চির কৃতজ্ঞ থাকবে।💚
@emonchowdhury55742 жыл бұрын
💚💚💚
@aharnishchowdhury34742 жыл бұрын
এইটা গজল না, গজল হলো প্রেম-বিরহের গান। বাংলাদেশিরা ভুলভাবে ব্যবহার করে।
@md.ariyan26232 жыл бұрын
@@aharnishchowdhury3474 জ্বি ধন্যবাদ।আমি এটাকে গজল বলি নি।
@muhammadniaz30372 жыл бұрын
@@aharnishchowdhury3474 কাজী নজরুলকে সার্থক বাংলা গজলের জনক বলা হয়। এবং উনিই গজলকে ধর্মীয় আবহে নিয়ে গেছেন। উল্লেখযোগ্য ইসলামি গজল হলো- *তৌহিদেরি মুর্শিদ আমার। *হে নামাজি আমার ঘরে। এবার এই যে নজরুল গীতিটি! এটিকে লোকজ ইসলামি গান হিসেবে আপনি ভেবে নিতে পারেন। কারণ এটিতে যেভাবে সুরারোপ করা হয়েছে তা সাধারণত ভাটিয়ালি গানকে ইঙ্গিত করে। আর ভাটিয়ালি একপ্রকার লোকসংগীত বটে! 😊
@prosanjitkumar1867 Жыл бұрын
@@emonchowdhury5574 দাদা আপনি এত জিনিয়াস। আলিয়ান্স ফ্রান্সিস আপনার পারফরম্যান্স এর কাছে থেকে ছবি তুলতে তুলতে দেখেছিলাম আপনার গীটার বাজানো। অসামান্য ❣️❣️❣️
@MoshiorExpress Жыл бұрын
একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষের কণ্ঠে এত আবেগ দিয়ে গাওয়া এই গানটা সত্যি আমাকে আবেগে ভাসিয়ে নিয়ে গেল। দোয়া রইল প্রিয় রিপন ভাই (বগা তালেব)।
@cinemawala3101 Жыл бұрын
এখানে ধর্মের উল্লেখ করার প্রয়োজন আধেও আছে কি?
@antarasinha863910 ай бұрын
Sangeet e sober urdhe Bhai ... Monushyo Atmao ...
@shawonswall2 жыл бұрын
আহা! নজরুলের অমর সৃষ্টি। এতো সুন্দর একটা এরেঞ্জমেন্ট করার জন্যে ইমন ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর রিপন ভাইয়ের গায়কীর কথা নতুন করে আর বলার কিছু নেই। সবমিলিয়ে অনবদ্য।
@zobaerulalamrasel13762 жыл бұрын
গামলার পানিতে কি অসাধারনভাবে নদীর ছলাৎ ছলাৎ শব্দ ফুটিয়ে তুলেছে!!
@lubicakamzikova37352 жыл бұрын
😌daj sa poblázniť 🙏 Daj daj daj daj daj Túžim poznať ten čas potom z teba keď sa poblazniš😌🙏 Porovnaš sám .Áno? Porovnaš a dáš vedieť jej áno? Prosím😌🙏 👁️🌈🐳
@mdsaipu36832 жыл бұрын
যাদুকর
@RumeyAhmedАй бұрын
প্রিয় কবি কাজী নজরুল ইসলাম এর অনেক ইচ্ছা ছিলো মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মস্থান পুণ্যভূমি মক্কা মদিনা যাওয়ার। হজ্বে যাওয়ার জন্য অনেক অনুরাগী ছিলেন। কিন্তু দারিদ্রের জন্য তাঁর না যেতে পারার আক্ষেপে এই গানটি। তাঁর আক্ষেপের কথা চিন্তা করে চোখ দিয়ে অঝোরে পানি জড়ছে। কি মায়াবী সুর বগা তালেবের। 💖
@manassarker47782 жыл бұрын
আমি একজন হিন্দু। কিন্তু আমি একজন গরীব মানুষের ভালোবাসাটুকুন বোধহয় অনুভব করতে পারতেছি । তাই হয়তো বারবার চোজ ভিজে যাচ্ছে নিজের অজান্তেই। যদি ভগবান কোনদিন সামর্থ্যদেন আমি যেনো একজন মানুষের হলেও এমন সুন্দর একটা স্বপ্ন পূরন করতে পারি।
@MehediHasanIT2 жыл бұрын
❤️
@azharulislam79302 жыл бұрын
❤️❤️❤️
@ameerabdullah58402 жыл бұрын
😍 you comment made my day......
@md.mansurulalamdidar95362 жыл бұрын
ohh man🙏♥🌼♥💙
@tinderjuicyoilyandbutteryv60742 жыл бұрын
কি অসাধারণ চিন্তা। সবাই যদি আমরা আপনার মত হতাম।
@syedaafza98282 жыл бұрын
অস্থিরতা আর অসুস্থতায় জর্জরিত বাংলা সঙ্গীতের এই দুর্দিনে কী অসাধারন একটা পরিবেশনা!!
@KhairulIslam-fv3sz2 жыл бұрын
প্ল
@KhairulIslam-fv3sz2 жыл бұрын
ম্প
@KhairulIslam-fv3sz2 жыл бұрын
ল
@khademulislam30882 жыл бұрын
আবেগটা অক্রিত্তিম ছিল
@stockdoctor4442 жыл бұрын
Your name so good. Sayda afza
@brojenmondal37282 жыл бұрын
নজরুল ইসলাম , একাধারে এমন গজল আবার অসাধারন কিছু শামা সংগীত ও রচনা করেছেন, আধ্যাত্মিকতার এমন গভীর ঐকান্তিক চেতনা কজনার আছে?,আমরা শুধু তিলক কেটে আর দাড়ি টুপি ধারণ করে সমাজ বিষাক্ত করে তুলি.... সঠিক চেতনায় নেয়....…অসাধারন উপস্থাপনায় গানটি প্রথম শুনলাম মনেহলো, আবারও শুনবো বার বার শুনবো.......
@kpnone94 Жыл бұрын
অসাম্প্রদায়িক চেতনার মানুষ বলে যদি সত্যিই কিছু হয় তাহলে সেটা কাজী নজরুল ইসলাম!
@mamatazbegumpoly41623 ай бұрын
আরও হাজার হাজার নজরুল জন্ম নেয়া দরকার ছিল এই উপমহাদেশে, যাঁরা নিজস্ব বুদ্ধি মেধায়,দূরদর্শিতা আর অসাম্প্রদায়িকতায় মানুষকে এগিয়ে নিতে পারতো।
কবির প্রেমের আবেগ এতদিন পর তোমার কণ্ঠ হয়ে যেন এই বিশ্বে প্রকাশিত হল। তুমি গাইবে জন্যেই যেন গানটা লেখা হয়েছিল।
@mdlitonsorkar58152 жыл бұрын
একদম ঠিক কথা বলছেন ভাই
@md.sojibmridha10812 жыл бұрын
আসলেই ভাই! পুরাই মুগ্ধতা ছড়ালো!
@shahir13952 жыл бұрын
damn! that is some compliment!
@md.imrankhan80842 жыл бұрын
কাজী নজরুল ইসলামের লেখা : ........................................................................ পুবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া। যাও রে বইয়া এই গরীবের সালামখানি লইয়া।। কাবার জিয়ারতের আমার নাই সম্বল ভাই, সারা জনম সাধ ছিল যে, মদিনাতে যাই ( রে ভাই)। মিটল না সাধ, দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া।। তোমার পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি, লইয়া যাওরে এই নিরাশের দীর্ঘ নিশ্বাসখানি। নবীজীর রওজায় কাঁদিও ভাই রে আমার হইয়া।। মা ফাতেমা হযরত আলীর মাজার যেথায় আছে, আমার সালাম দিয়া আইস তাঁদের পায়ের কাছে। কাবায় মোজানাজাত করিও আমার কথা কইয়া।।
@ArRataaN2 жыл бұрын
নজরুল যে আমাদের বাংলার কত বড় সম্পদ তা তার শিল্প থেকেই বুঝা যায়! আফসোস কবির পর্যাপ্ত সম্মান টুকু পাওয়া হয়নি তার জীবদ্দশায়। নজরুল তুমি এক রহস্য, এক যাদুকরী শিল্পী ❤️ ধন্যবাদ ইমন ভাই নজরুলের এই গজলটা এতো সুন্দরভাবে নতুন করে সামনে আনার জন্য ❤️ আর বগা তালেব সবসময়ই পছন্দের, এখানেও তার ব্যতিক্রম ছিলেন না ❤️
@mollamohammadfaruqueahsan56722 жыл бұрын
অনেকদিন পরে আমার হৃদয় গলে চোখ দিয়ে পানি আসলো। আল্লাহর রাসুল (সাঃ) এর জন্যে এত সুন্দর গান শোনানোর জন্যে আল্লাহ আপনাদেরকে প্রতিদান দিক।
@souravnath29712 жыл бұрын
হায় শুভ্র ভাই!
@abdullahalazwad6273 Жыл бұрын
Same here vai
@alifasdiary89282 жыл бұрын
৪০০ নাম্বার মন্তব্য রেখে গেলাম..... এত বিনয়ী সুরে আবেদনী গাওয়া হৃদয়ে রওজা রুসুলে যাওয়ার আকুতিকে আরো লক্ষগুন বাড়িয়ে দিচ্ছে 💚
@khademulislam30882 жыл бұрын
মনে হচ্ছে দিল থেকে গাইছে
@jayhuss42639 ай бұрын
Boga is such a underrated singer. He deserves so much more recognition, especially this song.
@hussainashahin22 жыл бұрын
কি গলা, কি সুর, কি কম্পোজিশন! ভাইরে যতবার শুনি গায়ের লোম দাঁড়িয়ে যায়। এর চেয়ে ভালো আমি অন্তত এটা আর কোথাও শুনিনাই! ইমন ভাইয়ের প্রতি মুগ্ধতা এখান থেকেই শুরু আমার!
@shishirwahid27412 жыл бұрын
আমি মন্ত্রমুগ্ধের মতো গানটি সেই থেকে এখন অব্দি শুনে চলেছি। এত অল্প পরিসরে, যৎসামান্য বাদ্যযন্ত্রে গানটি যে মনকেড়ে নেবে, আমি জানিনা গিটার হাতে আয়োজক ইমন চৌধুরী সেটা আগে থেকে জানতেন কি-না! ইমন চৌধুরী, আপনি বাংলা গানের দারুণ এক সম্পদ। প্রিয় কবি কাজী নজরুল ইসলামের লেখা গানটি বগা তালেবের কণ্ঠে অসাধারণ মানিয়েছে। আমি বগা তালেবের ক্ষুদ্র একজন ভক্ত। কারণে কিংবা অকারণে, মন ভারি থাকলে আমি তাঁর গানের আশ্রয় নিই।
@emonchowdhury55742 жыл бұрын
💚
@nareshbanerjee99922 жыл бұрын
রিপন,তুমি আমাদের দুই বাংলার তথা কবি গুরুর শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের গর্ব।এগিয়ে চল।গাইতে থাক।আমরা শুনতে থাকি।
@khademulislam30882 жыл бұрын
জি ভাই অসাধারন গায়
@tawhidaaktar49952 жыл бұрын
💙এই গানটা এতো ভালো গেয়েছেন, ভাই!প্রত্যেকটা কম্পোজিশান সুন্দর এবং নিখুঁত । গানটা এতোটাই আবেগ দিয়ে কম্পোজ করেছেন আপনারা যে শুনলেই কান্না আসে। কাজী নজরুল ইসলামের সেরা কীর্তিরগুলোর মধ্যে এটি অন্যতম। কান্না আসে বলে গাইতেই পারিনা গানটা💙
@md.lutforrahman67692 жыл бұрын
Kaji Nazrul Islam sottie onno maper akjon lekhok chilo.
@khademulislam30882 жыл бұрын
অনন্য
@Ranarupkothafantasy2 жыл бұрын
এমন গান কোক স্টুডিও বাংলা তে কেন যে আসেনা আফসোস লাগে😔😔 চার বছর এর উপর হবে কোন গান শুনিনা এই গানটি ২দিন ধরে শুনতেছি এই গানটি শুনলে অদ্ভুত কোথায় যেন হারিয়ে যায়। হৃয়র কে প্রশান্তি করার মত একটি গান❤️❤️ ধন্যবাদ ইমন ভাই এবং আপনার সহযোগী দের❤️❤️
@arefinmuhammad68692 жыл бұрын
Coke doesn't endorse this type of work coz of their own interest, salute Emon and the team, and let's share and promo this high enchanted creative piece
@MehediHasan-qj3wi2 жыл бұрын
এসেছে❤️
@Ranarupkothafantasy2 жыл бұрын
@@MehediHasan-qj3wi kobe vai?
@Ranarupkothafantasy2 жыл бұрын
@@arefinmuhammad6869 vai ami share kore disi 🤘🤘
@Ranarupkothafantasy2 жыл бұрын
@@MehediHasan-qj3wi dekhlam vai ❤️❤️❤️
@mehedesafin66212 жыл бұрын
জানিনা এমন প্রতিভা মানুষের কি করে হয়! আল্লাহ তায়ালা রব্বুল আলামীন আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে বেহেশতবাসী করুন। আমিন
@mdnajmulsheik32008 ай бұрын
Amin❤
@aritradas7996 Жыл бұрын
হৃদয় ছুয়ে গেছে ধন্যবাদ এরকম একটা নিবেদনএর জন্য।🫡
@shakawathossain94242 жыл бұрын
একটা গানে এত্ত দরদ। এত্ত দরদ দিয়ে গাওয়া এটা তালেব ভাইকে দিয়ে শুধু সম্ভব।কি অসাধারণ গান.......কানটা জেন গাওয়ার স্রোতে ভেসে গ্যালো।
@jahidhasan56272 жыл бұрын
বাংলাদেশের মিউজিক কে একদিন অনেকদূর নিয়ে যাবে এরা। বিশেষ করে ইমন ভাই,বগা তালেব
@sadekulislam70372 жыл бұрын
কি দরদী গলা ভাই! জাস্ট টুক দ্য গজল আউট অফ দিস ওয়ার্ল্ড! কুর্নিশ গ্রহণ করুন 🙏
Though coming from a different faith I found this a deeply moving song. There was no question of listening only once and I'll certainly be returning to it. Boga has an extraordinary voice that conveys to me deep faith, devotion, and humility.
@khademulislam30882 жыл бұрын
Same here dear. outstanding best wishes brother
@mdanwarhossain34832 жыл бұрын
আজকে মনে হইলো একটা অনবদ্য সৃষ্টি উপহার দিলেন,সকল নবী প্রেমিকদের.........
@molayBiswas-if5yi2 ай бұрын
মাল একখান,এমন দরদ ভরা কন্ঠ কভু দেখিনাই
@lokmanhosen45372 жыл бұрын
কি অদ্ভূত, "সুন্দর" তুমি এতখানি অসাধারণ মাত্র বুজলাম। কি কথা , কেমন সুর ,কি বাজনা। অনুভূতি অক্ষরে প্রকাশ করতে পারলাম না। জাস্ট লিসেন। .......
@emonchowdhury55742 жыл бұрын
🌸
@md.hafizurrahman628 Жыл бұрын
দরদী গায়কী,,,অসাধারণ কম্পোজিশন,,পারফেক্ট টীম ওয়ার্ক।। লাভ ইউ কবি নজরুল ❤️❤️
@LIP-Liveinpeace Жыл бұрын
গানের কথা গুলো যেমন আকুতি.. তেমনি গানটাও। এত দরদ, মায়া করে কেউ গাইতে পারে?? সত্যিই চোখ ভিজে গেলো..... ❤❤❤
@halimachishty84562 жыл бұрын
আহা কি অসাধারণ। নয়নের জলে ভাসা এক আকূতি আমার নবীজীর চরনে পৌঁছে দিবেন। কাজী নজরুল ইসলাম এর কি সুন্দর উপস্থাপন। মনটা যেনো ভালোলাগায় ভরে উঠলো। খুব সুন্দর হয়েছে। কি শান্তি যে পেলাম।
@uthsobchakraborty18712 жыл бұрын
আহা কি মায়া দিয়া গাইছেন রিপন দা! একদম ভিতর থেকে গাইছেন। মনে হলো সামনে থেকে গান শুনছি! সঙ্গীত আয়োজন আর বাজনা ও অসাধারণ। এক কথায় অসাধারণ❤️
@khademulislam30882 жыл бұрын
দিলে গিয়ে লাগে ভাই
@sahjan-samit18042 жыл бұрын
প্রিয় কবি সত্যি একজন কিংবদন্তী। পরকালে ভালো থাকুক প্রিয় কবি। গানটি এককথায় অসাধারণ ❤️
@shantorokibul82462 жыл бұрын
জীবনের সব আবেগ দিয়ে গাইলেন।প্রত্যেকটা শব্দ অনুভব করেছি।মনে হলো যেন আমারই কোন আকুতি শিল্পীর কন্ঠে শুনছি।আর হাত দিয়ে পানির শব্দটা ইউনিক একদম। হ্যাটস অফ।
@emonchowdhury55742 жыл бұрын
💚
@sumayasnigdha2605 Жыл бұрын
আহা! কি দরদ! কি আবেগ একটা মানুষের গলায় থাকতে পারে! মনের আকুতি কেমন স্পষ্ট করে ফুটিয়ে তুললেন চোখ ভিজিয়ে দিলেন রিপনদা!!!
@nayeemuddeen Жыл бұрын
এত দরদ ভরা যে চোখ ভিজে যায় আপনাতেই.. ❤️❤️
@hasanmahmud7745 Жыл бұрын
ঘড়ির কাটা রাতের বারোটায় ছুঁইছুঁই,। ছাঁদে বসে আছি,পূবের ঠান্ডা বাতাস শরীর মন সব শীতল করে বয়ে যাচ্ছে। এমন সময় এই গানটা শুনলাম। গান আর গান শুনার পরিবেশ একদম একশতে একশ।
@naeemahsan28132 жыл бұрын
Every time I heard Boga Taleb's voice, it shattered my heart. It makes you cry. What a range of emotions he conveys with his ethereal voice. In Bangladesh's music industry, he is the next big thing. You have my word. Best wishes to you. ❤
@sam_sumon Жыл бұрын
Strongly agreed. Boga always shifts his voice to another level. Truly devoted to his works.
@Ahamedlefts Жыл бұрын
অবিরাম ভালোবাসা বগা তালেব ভাই। খুবই সুন্দর । সে আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক এর ছেলে। তাকে দেখে নিজেদের গর্ব অনুভব করছি। কি মায়ার সূর আহা ভালোবাসা নিবেন জনাব 🥰
@ttb-techtravelbook Жыл бұрын
বগা তালেব একদিন বাংলা সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র হবে।
@sanjoydutta247 Жыл бұрын
এরদম কন্ঠনির্ভর পরিবেশন,খুবই চমৎকার। অর্কেষ্ট্রা বলতে একটা গীটার। কন্ঠটা বাতাসে ভেসে বেড়াচ্ছে অসীম তার রেশ।
@sagarikamondal15482 жыл бұрын
মনোমুগ্ধকর গান অসাধারণ লাগলো দাদা ভাই,, জয় গুরু জয় 🙏🙏🙏
@emonchowdhury55742 жыл бұрын
🌸🌸🌸
@best1nurbhai1042 жыл бұрын
সত্যিই অসাধারণ
@স্মৃতিগুলো-ষ২ঢ2 жыл бұрын
একজন কবির অন্তরে কি পরিমাণ ভালো বাসা থাকলে এমন সব কথা লেখা যায় ধন্যবাদ সবাইকে যারা গেয়েছেন
@rituparnasristy75442 жыл бұрын
Ripon(Boga da) is a true magician.he has an ability to bring tears to anyone with his songs.God bless him❤️What a Song🌹Everyone was amezing that chorus, music everything💕
@khademulislam30882 жыл бұрын
legend pure emotional
@nznylon70719 ай бұрын
এর গান শুনলে আব্বাসউদ্দীন সাহেবের কথা মনে আসে।মন ছুয়ে গেল,প্রচন্ড আবেগ ধরা কঠিন ভাই,অনেক ধন্যবাদ।
@sumonahmed62682 жыл бұрын
বার বার আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছিলো এত হৃদয়স্পর্শী সুর 💙💙
@badshaowalid34392 жыл бұрын
সত্যি বলতে এই গানটা সার্চ করে আমি আরো অনেকের কন্ঠ শুনেছি এবং তাদের পরিবেশনা দেখেছি, কিন্তু তালেব ভাই এর কন্ঠে যে দরদ সত্যি শরীরের প্রত্যেকটি পশমী খাড়া দিয়ে উঠলো
@sazumiah27692 жыл бұрын
বলার ভাষা নেই। মনে হচ্ছে প্রশংসা করে কোটি কমেন্ট একলাই করে ফেলি। ধন্যবাদ আপনাদের, এতো সুন্দর গজল উপস্থাপন এর জন্য।
@আহসানহাবীব-দ৫ষ2 жыл бұрын
বাহ!! কি সুন্দর উপস্থাপন!! শান্তি শান্তি অনুভব হয় 🥰🥰🥰
@silentknowledge89867 ай бұрын
শ্রদ্ধায় নতজানু হে প্রিয় কবি নজরুল, যে এমন সৃষ্টির স্রাষ্টা।
@karmokarsamir15652 жыл бұрын
This is the essence and eternal words of religion from where we getting far away. Boga Taleb love forever.
@sikhirulislam2123 Жыл бұрын
কি.....? আর বলবো....? দুনিয়াদারীর কথা ভুলে গিয়ে চোখের কোনের পানি মুছতে মুছতে আবেগে আপ্লুত হয়ে গেলাম.... সবার জন্য নিরন্তর শুভ কামনা রইল......
@rabbaninoman2 жыл бұрын
দুইদিনে প্রায় ২০০বার শুনছি মনে হয়। তবুও শোনার সাধ মেটছে না। ধন্যবাদ ভাই এমন কিছু করার জন্য। ❤️
@mdshohelrana2336 Жыл бұрын
আহা কি সুন্দর ভাবে একজন গরিব মানুষের মনের ভাব প্রকাশ করা হল 👍
@A.Amin292 жыл бұрын
প্রাণ জুড়ানো গান 😍 অনেক অনেক ধন্যবাদ ইমন চৌধুরী ও তার দলকে 💛💚❤
@emonchowdhury55742 жыл бұрын
💚
@unmeshbarua86662 жыл бұрын
আহা! কত সুন্দর পরিবেশনা। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।
@tubestar32812 жыл бұрын
কলিজা ঠান্ডা করে দেবার জন্য এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন নেই 💙
@abunasirtoha67142 жыл бұрын
নজরুল মানেই আলাদা লিরিক্স। অসাধারণ টিউন।।।
@kanakchapa3832 жыл бұрын
অসাধারণ টিমওয়ার্ক! আর কণ্ঠশিল্পী যেন আব্বাসউদ্দীন সাহেব এর আশীর্বাদ নিয়ে জন্ম নিলেন! এতো কান্না কণ্ঠে কিভাবে ধারণ করেছেন! অপূর্ব!
@md.rabinsarkerrabby53882 жыл бұрын
ম্যাম, আপনাদের জন্য বাংলা গান আজো বেচে আছে। আশা করছি আপনাদের অনুপ্রেরণা আমাদের মত মানুষ দের কে গান শুনতে উৎসাহিত করবে
@sahedhassan9492 Жыл бұрын
গায়কের গান শুনে মনে হচ্ছে গলায় যা সুর আর কন্ঠস্বর। এবার বাংলাদেশ একজন প্রকৃত গায়ক পেয়েছে, এরকম গায়ক কে তাদের প্রাপ্য সম্মান দেয়া উচিত
@ShehanKabir-v6f Жыл бұрын
Should have English subtitles. Then international listeners can understand the lyrics and know about this masterpiece. Awesome.
@NayebAli7276 Жыл бұрын
এক কথায় অসাধারণ ভাবে গান টিকে মনের মাধুরি মিশিয়ে গেয়েছেন বগা ভাই আমার। আর ইমন ভাইয়ের কথা কি বলবো সে তো legend...
@koushikdewri2 жыл бұрын
এর আগে আমি কখনো কাউকে এতো ফিল করে গাইতে দেখি নাই | আপনি অসাধারণ আপনি অনন্য |
@asadulhaque6244 Жыл бұрын
বগার অনন্য সাধারণ গায়কীকে শ্রদ্ধা জানাই। কাজী নজরুল ইসলামকে আবার স্মরণ করি শ্রদ্ধায়।
@sumonkumar65512 жыл бұрын
জয় গুরু, বিশ্ব মানবতার জয় হোক
@khademulislam30882 жыл бұрын
ameen ভেদাভেদ ভুলে মানুষ হই
@shiulidebnath8207 Жыл бұрын
বগা তালেবকে যতবার শুনি বুকের মধ্যেটা হু হু করে ওঠে। আরো আরো শুনতে চাই। হোক যন্ত্রণা।
@oney00722 жыл бұрын
This is my recent my favorite. I listen to this continuously with teary eyes 🥺 so heart touching 💕 Wonderful rendition of our beloved Kazi Nazrul 🙌
@shourov3161 Жыл бұрын
কি অদ্ভুত মাদকতা! আর ঐ পানির শব্দটা!
@nurzzamaldewan87412 жыл бұрын
আমি গর্বিত যে আমাদের দেশে এত সুন্দর সুন্দর গান আছে
@nurulamin-ih9ul Жыл бұрын
আমি জানতাম না এত সুন্দর একটা নজরুল সঙ্গীত শোনার শুভাগ্গ হবে ❣️❣️❣️
@nuruddintamim86352 жыл бұрын
এই গান টায় ইংলিশ subtitle যোগ করতে পারলে খুবই ভালো হয়। যেইভাবে আমাদের গানগুলো বাইরের দেশে পরিচিত হইতেসে , subtitle থাকলে সবাই গানের অনুভূতি টা আরো ভালোভাবে বুঝতে পারবে Such a masterpiece
@emranhasan-kh8gn2 ай бұрын
কত টুকু নবী প্রেম, কত টুকু আর্তনাদ হৃদয়ে থাকলে এভাবে গান লিখা যায়
@jannattuffahul85212 жыл бұрын
এই গানের কোনো যাদু আছে। এত বার শুনেছি তারপরও ভালো লাগছে। সবার জন্য অনেক শুভকামনা। এত চমৎকার আয়োজনে বিমোহিত!
@emonchowdhury55742 жыл бұрын
🌸
@dipannitakabbo1278 Жыл бұрын
বগা তালেব দাদা 🥰রাজশাহী ❤️একবার দরদীর সাথে বেশ সময় কাটিয়েছি ❤️❤️ভালো লাগা, ভালোবাসার মানুষ ❤️❤️❤️
@muhammadullah2802 жыл бұрын
কি সুন্দর অনুভূতি !!! ভাই আপনি অসাধারণ , অনন্য
@emonchowdhury55742 жыл бұрын
🌸
@HafizurRahman-dq9on Жыл бұрын
হৃদয় মন জুড়িয়ে যায়। কি অসাধারণ কম্পজিশন❤
@istiaquekhan2632 жыл бұрын
A total blast,,,outstanding,, soul touching remake,,, great going Emon n Fellows!
@emonchowdhury55742 жыл бұрын
🌸
@jibonkrishno22423 ай бұрын
আহারে!!!! কি আকুল হৃদয়ের মিনতি,,,,
@mohammadnaser21222 жыл бұрын
Just one word amazing. Very rare now a days to get that type of music and voice. Totally lost myself. What a great combination of lyrics, voice and music. Thanks everyone for creating a masterpiece like this.
@asifthabangali41632 жыл бұрын
ইমন ভাই আর মিথুন ভাইদের কাছে আমাদের প্রত্যাশা দিন দিন অনেক বেশি বাড়ছে। আর,বগা তালেব ভাই কি বলবো,, মুগ্ধ আমি
@NaymulHasan1432 жыл бұрын
That chorus part is something else. I found myself out of this world while listening to this composition. Please accept my cordial love for all of you who are related to this superb presentation. May Allah forgive us. Thanks, Emon vai ❤❤
@aaabbb-zr1sh2 жыл бұрын
দরদী কন্ঠ, অসাধারন গেয়েছেন। কষ্ট হয় প্রিয়কবিকে সেই সময় উগ্র-মৌলবাদীরা তাকে দেশছাড়া করে। সেই সব মৌলবাদীরা এখনো প্রগতিশীলদের রাস্তা রুদ্ধ করে রেখেছে।
@rahabomar77376 ай бұрын
সংগীতের দারুণ উপস্থাপন আর কাজী নজরুল এর গজল মানে মনে দাগ কেটে যায় ❤
@riazulhaquerana61592 жыл бұрын
Emon vaiya My humble request Please make some more Nazrul Shangeet This one is just mind blowing 🖤
@emonchowdhury55742 жыл бұрын
💚💚💚
@OROrganic2 жыл бұрын
বগা তালেব এমন একজন শিল্পি, যিনি গান গেয়ে মানুষও খুন করতে পারেন। লাভ ইউ দাদা
@mahomedmukadam2 жыл бұрын
I have just finished listening to Boga in another song on Coke Bangla. I must admit he has a unique voice, akin to late SD Burman Dada’s. Very soulful, melancholic. Long May he continue to entertain us👏🏽
@nurnabimuhin44132 жыл бұрын
জানি কোক স্টুডিও থেকে অনেকে আসবে বগা তালেবের গান শুনতে 🥰😊 খুব ভালো লাগছে, ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের রত্নগুলো সবাই জানুক দেখুক ….. ইমন ভাইকে ও দেখতে চাই কোক স্টুডিওতে 🥰❤️
@MaryTBell2 жыл бұрын
ইমন ভাইয়ের নজরুলের উপর দুর্বলতা দেখে খুব ভালো লাগে।
@mhtkhan302 Жыл бұрын
This song gives me goosebumps every single time. Timeless masterpiece ❤