এইসব গানের স্রতাদের রুচির প্রতি রইলো সম্মান ও ভালোবাসা। ১০০ বছর পরেও শোনার আকাংখা থেকে যাবে
@tanmoymitra19523 жыл бұрын
ovinetrir ki naam? bolte parben? o ki bangladeshi?
@ravonravon5032 жыл бұрын
@@tanmoymitra1952 Jasia islam
@jhjihad56192 жыл бұрын
Kane eir phone .ar ai gun gular jonno lom gulo dance dite thake
@blackened10312 жыл бұрын
@@tanmoymitra1952 Salman Muqtadir er Girlfriend chilo, ekhon nai ar maybe janina .....
@farukahmed1234 Жыл бұрын
Same
@sagidulshouvo63852 жыл бұрын
৩ বছর পর সে ফিরে এসেছে আমার কাছে কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি। এখন সে শুকনো পাতার মতোই ঝরে যাচ্ছে। আমাকে ছেড়ে বেশি দূরে যেতে পারেনি কিন্তু আমি তাকে ছেড়ে চলে এসেছি অনেক দূরে। 🥰
@lucifergamingshow4415Ай бұрын
মানুষের প্রতি ভালোবাসা থাকে না স্মৃতি গুলোর প্রতি ভালোবাসা থাকে...
@limonevan99363 жыл бұрын
ইউটিউবে আর যাইহোক ফেসবুকের মত থার্ড ক্লাস পাবলিকের কমেন্ট নেই💔 একেকটা কমেন্ট একেকটা গল্প।আর আমি গল্প পড়তেই আসি🖤
@shadowfightuniverse32363 жыл бұрын
right
@sabbirrahat82113 жыл бұрын
Thik bolsen😊😊
@rit12373 жыл бұрын
Apni nijei toh third class bhai.. xD
@Skadi2573 жыл бұрын
@@rit1237 hahahaha
@muhammadmirsiam42153 жыл бұрын
@@rit1237 hqhqhq onek kul hoye gelam. XD bole
@shamimosman21702 жыл бұрын
যে এই গানটি লিখেছেন তাঁর জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আহা কী সুন্দর অনুভূতির বিশ্লেষণ করছে! এই গান মানুষ ১০০ বছর পরও শুনবে!
@MDMaruf-hq4rp3 жыл бұрын
এই গান গুলোর comment section এ আসলে মন টা ভরে যায় এইটা ভেবে যে শুধু আমি না আমার মতো আরো হাজারো মন ভাঙা মানুষ এখানে আসে একটুখানি শান্তির খোঁজে। 😊
@diptomalakar29442 жыл бұрын
💔🙂🥀
@ArifullSujon-do1fq8 ай бұрын
❤❤😅
@Akibhassan-w7y2 ай бұрын
Achi vhi
@prantoospostho83763 жыл бұрын
কিছুদিন পর পর আসি, শুনি , আর কমেন্ট বক্সে এসে মানুষগুলোর গল্প গুলি পড়ি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গানটির সাথে। Thanks To Encore For gifting Us this Song 💙
@sajuahmed69783 жыл бұрын
নীরা কৃতজ্ঞতা জানাই তোমায়..! তুমি এভাবে আমার জীবন এর জন্য অবৈধ না হলে এইসব গান এর সন্ধান হয়তো পেতাম না..! ☺️
@habibulbashar63135 жыл бұрын
no one will blv how much difficulty i had to take to get this song!!! gan bangla channel a gan ta sunsi but band nam nd gan er nam ta dekhte pari nai then youtube a google a gann er line search disi but painai boro vai der ask korsi even gan bangla channel er page a knock disi but they didn't response!!! i lost hope... u guyz wont blv ai gan tar jnno ki na korsi.... erokom uniqe sound je hoy ai world a amr jana silo na just amazing.. onk xoss!!!
@mirzasabir59574 жыл бұрын
Thank you so much for the love and appreciation and support brother. ❤
@tahmidchy9864 жыл бұрын
@@mirzasabir5957 amr shatheo amon hoisilo😂 2 din tana Gaan Bangla open kore rekhe disilam. Pore ekdin gaan ta shunaise abr. Tokhon jeye paisi🤣
@tanvirahmedsiddik4094 жыл бұрын
pura same situation brother
@muniruddinsakib17154 жыл бұрын
Same Bhai
@ibnjojriimishuk42094 жыл бұрын
same
@pronayroy3611 Жыл бұрын
এই গানটা আমার জীবনের গল্প। আমি তাকেও ডাকতাম পরী নামে।সেই দিনগুলো বড় মধুর ছিল । গানের মত তার ফোনে আমি আমাদের মধ্যে থাকা তৃতীয় ব্যক্তির সন্ধান পাই। তারপর অনেক একাকীত্বতা এবং কানে হেডফোন দিয়ে অনেক সময় কাটিয়েছে। সেই তৃতীয় ব্যক্তির সাথে ও তার সম্পর্কের অবসান ঘটলো। সবকিছুর পরেও, এখন আমি অনেক ভালো আছি। তাকে শুধু বলতে চাই, "তোমার সবকিছু মিশে যাবে ধুলোর মাঝে। আজ তুমি চাইলেও আমায় আর ছুঁতে পারবে না।"
@nabiljazz Жыл бұрын
kew ki jante chaise?
@mukhoshckb Жыл бұрын
❤
@niagarapopo5649 Жыл бұрын
@@nabiljazz dude relax he just wanna share his feelings.
@quietkid52 Жыл бұрын
@@nabiljazz Hae ami chaisi
@omimajannat1435 Жыл бұрын
@@nabiljazzvaiyer ki problem ase? Se tar fellings share korse.
@প্রত্যাবর্তন-ঠ৭ফ3 жыл бұрын
পৃথীবির সব ফ্যাকাশে হয়ে যায় সময়ের সাথে সাথে শুধু তোমায় দেখার সাধটা মিটে না কখনই না । আমাদের যেবার শেষ দেখা হয়েছিল তোমার হাতটা ধরে বুঝতে পেরেছিলাম এবারেই শেষ দেখা,তাই খুব শক্ত করে ধরে ছিলাম। শেষাটা কতইনা মধুর!
@minhazzeee54543 жыл бұрын
অনেকদিন খোঁজ নেই তোমার। এই শহরটা এতো ছোট, তবু হুট করে আমাদের কখনো দেখা হয়না। তবু রাস্তায় মাঝে মাঝে প্রেমযুগলদের হাত ধরে হেঁটে যেতে দেখলে তোমার কথা মনে পড়ে। চোখ বন্ধ করে এক অদৃশ্য সত্ত্বার কাছে প্রার্থনা করি- যেখানেই থাকো, ভালো থেকো।
@hossainshuvo38172 жыл бұрын
ভাল থাকুক ভালবাসা ❤️
@shuchimonisha8162 жыл бұрын
ভালোবাসা 💔
@sujanaislam24622 жыл бұрын
ভালো থাকুক 🧡🧡🧡🖤🖤🖤
@RABBI.ISLAM-6du7dp4l2 жыл бұрын
ছোট এই শহরে না চাইতে অনেকের সাথে দেখা হয়।বহুদিন হলো শুধু তোমার সাথেই দেখা হলো না। এক আকাশ ভালোবাসা উড়িয়ে দেই, ভালো থেকো আমার ভালোবাসা💔
@shakibshahriar1 Жыл бұрын
হয়তো এটাই প্রকৃত ভালোবাসা ❤️
@gamingfuel15294 жыл бұрын
2016 থেকে শুনে আসছি। জানতাম একদিন এই গান হিট হবেই। আজ হিট। একদিন এই গান দুনিয়া কাপাবে...।! হৃদয় ভাঙ্গা হাজারো মানুষের অবসাদের সঙ্গী হবে এই গান। সেদিন আমার কমেন্ট টা মনে করবে সবাই :) সেই দিনের অপেক্ষায়
@safiaswarna62004 жыл бұрын
aajo hit hoini cz it desereve more
@mdhossainimam21773 жыл бұрын
I agree with you bro.
@tasfiqurhadit77342 жыл бұрын
এখনো শুনি💔💔
@jamilamarium.ht.petuajorig15427 ай бұрын
It's 2024, but it still here😢
@nakib285 ай бұрын
This song is piece of art
@ArifulIslam-bq8ix3 жыл бұрын
স্বর্গের পরীরা স্বর্গেই থাকে,যদিওবা ভুল করে এই পৃথিবীতে নেমে আসে তা ক্ষণিকের জন্যই হয়ে থাকে,আর আমাদের কাছে তা সারা জীবন স্মৃতি হয়ে বয়ে বেড়ানো লাগে.... কি অদ্ভুত পরীদের খেয়াল... বাহ....
@Humayon_Bangladesh.10 ай бұрын
Lines❤❤❤
@tarekulislam13558 ай бұрын
Same ❤❤❤ your comment bro
@Rawfur2 жыл бұрын
আমাদের হটাৎ পরিচয় সেটা সম্পর্কে গড়ালো তোমার মিথ্যে হাসিতে আমি মুগ্ধ ছিলাম তোমার অভিমানটা কখনোই বুঝি নাই। সেই যখন তোমাক চেনার মতন করে চিনলাম দেখলাম আমাদের সবকিছুই মিথ্যে ছিলো। মিথ্যের মাঝেই তুমি আবারো জিতে গেলে পরাস্ত হলো শুধু তোমাতে আসক্ত এক নিষ্প্রাণ হৃদয়ের 😊💔✨
@tihans.r3 жыл бұрын
এসব গান বোঝার মতো ক্ষমতা সবার নাই। যাদের বোঝার ক্ষমতা আছে শুধু তারাই জানে এই গানগুলা কতটা সুন্দর! ❤️❤️
@mdrezaulkarim25633 жыл бұрын
Ekdom thik
@monjoy84493 жыл бұрын
Hmm
@r3p3rgaming193 жыл бұрын
Brother tumar ei comment ta viral hoia geche koekta page e dekhlam comment soho screen recording koira post korche
@shadowfightuniverse32363 жыл бұрын
hmm
@tihans.r3 жыл бұрын
@@r3p3rgaming19 আমার চ্যানেল এর অনেক কিছুই কপি করা হয় ভাই
@reeufrizvi38084 жыл бұрын
রাত ৩:২০ শুনতেছি ননস্টপ মজার ব্যাপার হলো অন্য কোনো গান ভালো লাগছে না এখন। ২১ বার রানিং চলছে। চলুক🖤❤ ১ বছর পর আবার আসলাম আচমকা নিজের কমেন্টটা চোখে পরল। এটা সব সময়ের জন্য প্রিয় হয়ে থাকবে।
@tukiskitchen71544 жыл бұрын
08.04.2020
@nahid35703 жыл бұрын
অপ্রত্তাশিত ভাবে এখন 3:20 বাজে!
@fahad_irat3 жыл бұрын
২.০৫
@dipro98623 жыл бұрын
রাত ৩ঃ২৩ 😅 চলছে চলুক
@suvonandan3 жыл бұрын
@@nahid3570 বেশ ব্যাপার এখন ৩টে ১৫ বাজে। প্রথমবার শুনছি । এরপর রিপিটে রাখতে হবে যা বুঝছি ।
@shahdeenshovon7933 жыл бұрын
আপনি একা না আপনার আমার মতো কয়েক হাজার জীবন্ত লাশ দিন শেষে এখানে এসে ভিড় জমায়🖤
@mdabitmd41738 ай бұрын
হুম 😅
@YtTauFique4 күн бұрын
হয়তো একদিন আমি থাকবো না,তবে আমার কমেন্ট থেকে যাবে।এই গানের প্রতি আলাদা অনুভতি কাজ করে🥺
@rafekb72243 жыл бұрын
এই গান কখনো পুরোনো হবার নয়! প্রায় রোজ সময় করে এসে শুনে যাই! হয়তো ১০০ বছর পরেও কেউ গানটি শুনবে।তাদের রুচির প্রতি সম্মান রইলো!❤
@aseersahedofficial74373 жыл бұрын
১২:০৬:২০২১ আমার দেড় বছরের ভালোবাসার সমাপ্তি,এই গানটি তার কানে পৌঁছে দেওয়া হোক,ক্ষণিকের জন্য খুঁজুক আমায় 💔 বছর খানিক পর এই কমেন্টটা আমার স্মৃতি আবার জেগে তুলবে 💔
@mdsakibalhasan55263 жыл бұрын
🖤🥺
@saadmanrahman19573 жыл бұрын
💖🌺
@nasirjamil44413 жыл бұрын
18-01-2021, amar 4 bosorer valobasar somapti
@pesgamingrock5613 жыл бұрын
০৬/০৬/২০১৭ থেকে ১৫/০৬/২০২১ ভাই ৪ বছরের সমাপ্তি 😁 চিল থাকেন ভাই, অযথা মাইন্ডরে প্যারা দিয়েন না। একদিন আপনার জীবন আপন গতিতে চলবে, বাট যে সময়টুকু হারাবেন তা ফিরে পাবেন না। খুঁজ নিয়ে দেখেন সে আপনার কথা মোটেও চিন্তা করতেছে না। আপনি তার কথা চিন্তা করে নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করছেন। আমি এইভাবে মাইন্ডকে সেটাপ দিচ্ছি, আপনি চাইলে পারবেন 😥
@aseersahedofficial74373 жыл бұрын
@@pesgamingrock561 বেশ ভালো আছি ভাই এখন আলহামদুলিল্লাহ 😌❤️
@omarfarukhera46344 жыл бұрын
লাইফ এ যতো গান শুনছি সবগুলোই কয়েকদিন সারাক্ষণ শুনার পর আর ভালো লাগতো নাহ। কিন্তু এই গান টা আজ এক বছর ধরে প্রতিদিন কমপক্ষে দশ বার শুনি। তাও নতুন লাগে। অসম্ভব সুন্দর একটি গান ❤️❤️
@alihaideratul16294 жыл бұрын
❤️❤️
@shahriyarturjo63923 жыл бұрын
আজকে দুটা বছর হয়ে যাচ্ছে! কিন্তু ব্যাপার নাহ সে আমার কখনো ছিলোই নাহ! তাকে মনে পড়লেও আমি সরিয়ে ফেলি আমার সবকিছু থেকে 😅 জীবন একটাই! নিজের জন্য না হয় বাকিটা সময় দিই♥️
@towseefkhan82723 жыл бұрын
You are really strong brother! 👍
@linkinkhemal57753 жыл бұрын
আপনার জন্নে ভালো কিছু অপেক্ষা করছে ভাইয়া ❤️
@mehedishanto66582 жыл бұрын
Leaders
@photographygraphics13042 жыл бұрын
Same here @abir Ahmed
@TanvirAhmed-yt5yw2 жыл бұрын
Vai ami dik aki kaj kortasi @abir Ahamed
@syedibnosman99252 жыл бұрын
আমি চাই এসব গান ভাইরাল না হোক। কিছু গান থাকুক নিজের দুঃখের সময়ের অবিচল সাথী🖤🥀
@mahmudhassan90212 жыл бұрын
Yes, You are right
@chokragang8576 Жыл бұрын
চিৎকার করে বলতে ইচ্ছে করে তোমার সবকিছু মিশে যাবে ধুলোর সাথে...🥀🥀🍂🍂 এটা একান্তই আমাদের মন বলে ওঠে ,কিন্তু দিনশেষে আসলেই তারা অনেক ভালোই থাকে।😑😑
@sharonsaha3 жыл бұрын
কত দূর যাবে তুমি আমায় ফেলে একা, তোমার ডানা দুটি আমি যে পুড়িয়ে ফেলেছি। শুকনো পাতারই মতো তুমিও ঝরে যাবে, তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
@nasimshahriar953 жыл бұрын
আমি নেশাগ্রস্ত, আমি আসক্ত। কোনো মাদকদ্রব্যে নয়- তুমিময় তোমাতে আর একাকীত্বের সঙ্গী এই গানে। ১০-০১-২০২১
@mdmasudkhana5283 жыл бұрын
👌👌👌♥️♥️
@asifmetal666Ай бұрын
wake up
@voidvision15493 жыл бұрын
One of the most versatile Bengali band. Most underrated Band . Big fan from India..
@ansarin.53093 жыл бұрын
কেউ কারো ডানা কখনো কেটে ফেলতে পারে না, এটা শুধুই আমাদের মনের একটা উইশফুল থিংকিং, কল্পনা। নিজেকে স্বান্তনা দেয়ার চেষ্টা ছাড়া আর কিছু না। কেউ যদি কারো ডানা কেটে ফেলতে পারতো, কারো বদদোয়া যদি সত্যি লাগতো তাহলে তো হতোই। মানুষগুলো আরেকটা মানুষকে জীবন্ত অঙ্গার করে দিয়ে কত সুখে আছে!! তাও শুনি, ভালো লাগে শুনতে, ভাবতে, নিজেকে স্বান্তনা দিতে।
@ShoyaibHS2 жыл бұрын
হতেই পারে ভুল মানুষের, পরীর পক্ষে কিকরে সম্ভব হয়? This lile.. ♡ আসলেইতো..! মানুষ ভুল করতে পারে কিন্তু সেতো পরী, পরী কিভাবে ভুল করতে পারে? Thanks Encore for this masterpiece ❤️
@sanjana25324 жыл бұрын
এই গান টা গানবাংলা তে দেখার পর আমি পাগলের মত খুজেছিলাম। গান এর নাম জানা ছিল না যার কারনে আমি খুজে পায়নি। আজ পেয়ে গিয়েছি তাই অনেক বেশি খুশি! Thanks a lot.... এইরকম গান উপহার দেওয়ার জন্য
@imranhossainsujon41274 жыл бұрын
আমিও ভাই ☺
@md.mahmudulhasan87743 жыл бұрын
আজ ৩ টা বছর হয়ে গেল, তুমি আমাদের মাঝে নেই। সেদিন শত বাড়নের স্বত্তেও দেখা করতে আসছিলে আমারই ভুল ছিল সেদিন যদি তোমাকে আগিয়ে দিয়ে আসতাম তাহলে হয়তো আজ আমাকে তোমার স্মৃতি নিয়ে বাচতে হতো না। বিশ্বাস করো সেদিনের পর থেকে কেয়ারলেস ভাবে কিছু করি না,তোমার ফেমিলির ও কেয়ার নি,আর সেদিন তোমার ঐ সড়ক দুর্ঘটনার কথা শুনে আমার দিদা যে বিছানায় শুইছেন তারপর থেকে হাত পা নাড়ানোর শক্তিও সে হারিয়ে ফেলছে। তোমার স্মৃতি নিয়েই বাকি জীবনটা পাড় করে দিব ইনশাআল্লাহ 🖤❤️
@meenhaznoman2863 жыл бұрын
Vhai karo ktha mone kray dila 🙂
@mushiimaahii3 жыл бұрын
Ishan!!??? :')
@masumxofficial3 жыл бұрын
😣😣
@মেধা2 жыл бұрын
🥺😭
@sajjadhossen69382 жыл бұрын
🥺🥺
@saydurrahmannayeem35964 жыл бұрын
কত দূর যাবে তুমি আমায় ফেলে একা, তোমার ডানা দুটি আমি যে পুড়িয়ে ফেলেছি। শুকনো পাতারই মতো তুমিও ঝরে যাবে, তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে। wooooow 😮😮😮
@Crypto_Hub_Official124 күн бұрын
"একি ভুল করেছ তুমি, আমাকে ভুলে গিয়ে? নিজের সামর্থ্যকে হেলায় হারিয়ে, আজ আমি দেখিয়ে দিলাম, তুমি যাকে হারিয়েছো, সে হারানোর মতোই ছিল।"
@indronilhowlader4703 жыл бұрын
আমরা জীবনে যত পাপ করি তার শাস্তি পাওয়ার জন্য আমারা কাউকে ভালোবেসে ফেলি। কিন্তু সৃষ্টি কর্তা খুব অদ্ভুত।কারণ সেই পাপের ঘা কাটিয়ে ওঠার জন্য এই গান গুলো সৃষ্টি করে দেওয়া হয়েছে। ভালোবাসা কখনো খারাপ নয়।সবার ভালোবাসা সুন্দর।হোক সে অন্যকারো তবুও বেঁচে থাকুক ভালোবাসা অনন্তকাল।আজ সেই অপূর্ণ ভালোবাসাকে পূর্নতা দিতে আমারা এই গান গুলোকে ভালোবাসি 🖤 Thanks encore 🖤
@adnanrahat52525 жыл бұрын
1:20 পরে এটা কি গাইলি ভাই! কলিজায় লাগে!! best Part! 🚬🔪🚬🔥🚬
@imtiazhasandurjoy76644 жыл бұрын
1:6 🌛✌
@davehaste58754 жыл бұрын
৩০ জুন ২০২০। সেরা ভাই। ❤️✌️
@AbulKalamAzad-xk2nn4 жыл бұрын
Akdom
@sadmansakib3883 жыл бұрын
সময় তখন ২০১৬.. সবে মাত্র ব্যান্ড গান শোনা শুরু করেছি .. এক বন্ধু আমাকে এনকোরের এই গান টা শুনতে বললো শুরুতে তেমন ভালো লাগে নাই ২০১৮ তে আবার শুনি তখন থেকে অনেক প্রিয় একটা গান সময় এখন ১ টা বেজে ১৮ মিনিট, ২০২১ গানটা এখন আজো প্রিয়তম...
@mahmudtalib1754 жыл бұрын
রাফা,, অজয় এর পর আরেকজন পাওয়ার ভোকাল,,, গিটারিস্ট ড্রামার মোটামুটি সবই ভালো,,,,সত্যি বলতে কাপাই দিয়েছেন,,,,,ভালোবাসা রইলো
@sanimfarhan699119 күн бұрын
২০১৬ সালে তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত তোমাকে পাওয়ার গল্প না পাওয়ার গল্প হিসেবেই থেকে গেলো আমি সারাজীবন অপেক্ষা করতে রাজি ছিলাম কিন্তু কোনদিনও তোমাকে আমার মনের কথা শুনাতে রাজি ছিলাম না তোমার অজান্তেই তোমাকে একজন অনেক ভালোবেসে গেলো। ভালো থাকো সবসময় যে তোমার জীবনে এখন আছে তার প্রতিও দোয়া রইলো।
@Loading...11362 ай бұрын
তোমার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবো ভালোবাসার স্বাদ কেমন হয় বোঝানোর জন্য, তুমি কোনদিন জানবে না অলস বিকেলে তোমায় খুঁজেছি কতো 💞😔💔
@Imtu7865 жыл бұрын
কত দূর যাবে তুমি আমায় ফেলে একা, তোমার ডানা দুটি আমি যে পুড়িয়ে ফেলেছি। শুকনো পাতারই মতো তুমিও ঝরে যাবে, তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে। Just love this chorus
@AmirKhan-gn5vw4 жыл бұрын
সে আমার খোজ নেয় না ইচ্ছে করে,, আর আমি খোজ নিতে পারি না অধিকার নেই বলে 🙂 চাইলেই কি জোর করে রাখা যায় যদি ঝোঁক টা থাকে অন্যের প্রতি! 🙃 ভাই আফসোস নাই যে গেছেগা না ওয় একদিন বুঝবো আমি ওর দেওয়া বিন্দু বিন্দু কষ্ট কেমনে সহ্য করছি 🙂💔
@attentionseeker1283 жыл бұрын
@Ar Anik 😂😂
@nasimmallik46233 жыл бұрын
😆😆😆
@jonaedapon4 жыл бұрын
মন খারাপ থাকলে গানটা শুনি। অসম্ভব ভালো লাগে। এক ধরণের অমৃত স্বাদ পাই এই গানের থেকে। ভালোবাসা রইলো Encore Team এর প্রতি ❤
@rudroraihan53839 ай бұрын
সে থাকলে হয়তো আজ এই গান গুলো শোনা হতো না হয়তো এর মর্ম বুঝতে পারতাম না গানটিতে প্রতিটি সময় তাকেই খুঁজে পাই 😌💔
@ilove92482 жыл бұрын
এইটা কমেন্ট বক্স নয়... প্রতিটি কমেন্ট এক একটা গল্প... কাউকে হারিয়ে ফেলার গল্প অথবা পেয়েও হারিয়ে ফেলার গল্প। গল্পের শুরু সুন্দর হলে শেষ কেনো সুন্দর হয় না... তাই তো এই গান ❣️
@sadmanahad66 Жыл бұрын
Oh, simple thing, where have you gone? Somewhere only we know? Thank you soo much ENCORE🖤 It's been 7 years!
@rajokabir Жыл бұрын
Thanks 🎉❤
@ajjahabi Жыл бұрын
I'm getting old and I need someone to rely on Keane😌
@davehaste58754 жыл бұрын
1:20 ওরে কি বলতাম রে ভাই। আকাশে উঠে গেছি। ৩০ জুন ২০২০। স্টিল রানিং। ❤️✌️
@shakibshahriar12 жыл бұрын
১০০ বছর পরেও যদি ইউটিউবে থাকে আর তোমরা কেউ যদি এই গানগুলো শুনো তাহলে তোমাদের রুচির প্রতি সম্মান রইলো
@bijoylaxmichakraborty7437 Жыл бұрын
স্বপ্ন দেখিয়ে কাছে আসা যে মানুষগুলো সবকিছু পিছে ফেলে ছুটে যায় নতুনের সন্ধানে, নতুন কাউকে স্বপ্ন দেখাতে, সে মানুষগুলো না পাওয়ার গল্প হয়েই থাক। ভালো থাকুক।
@farukahmed1234 Жыл бұрын
What a comment bro😃
@trezaornarozario8022 күн бұрын
আমার মনের সব গুলো অভিশাপ এই গানে ফুটে উঠেছে, 🙂 শুকনো পাতার মতো তুমি ঝড়ে যাবে, তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে,, মন থেকে বললাম,, আমার হক, আমার অধিকার, আমায় করা অপমান, সব কিছুর হিসাব নিবে,, উনি, যার সামনে দাড়িয়ে এতো বড়ো নাটক করা হয়েছিলো,, শুধু প্রার্থনা এইটুকু, যেন আমি এই হিসাব নেওয়ার দৃশ্যটা দেখতে পারি,,, 🌺
@ahnafabid61282 жыл бұрын
Remember Rajshahi Sby Gaitechilm Encore ER Concert e Memorable Day ❤️
@armanrony123 жыл бұрын
সে আজ হাসপাতালে! ঘুমের ৩৮টা ট্যাবলেট খেয়ে হাসপাতালের বেডে পড়ে আছে🙂 গিয়েছিলাম দেখতে কিন্তু সে সেন্সলেস ছিল। ছাদে বসে জয়েন্ট হাতে, কানে হেডফোন চলছে এই pure composition এর রক গান আর লিরিক্স এর সাথে যেনো চোখের কোণে অঝোরে পানি চলে এলো।🙂🥀
@galibshawkat3 жыл бұрын
This is the most underrated band in BD. I wish people could value musicians like Encore. Lots of love. Please don't stop!
@arifinhasansami9838 Жыл бұрын
True....most underrated band in BD Encore 🙃
@mahmudulhasanarif4023 Жыл бұрын
প্রতিটা শব্দের গাঁথুনিতে গানটার অর্থ একদম আত্মার গভীরতাকে সহ নাড়া দিয়ে উঠে। এবং সুরের সাথে মিউজিকের কম্পোজিশনটা অসাধারণভাবে মিলে একটা ম্যাজিক উপহার দিয়েছে এনকোর। ডোন্ট ফরগেট দা মিউজিক ভিডিও। সব মিলিয়ে ফ্যান্টাসটিক জব ❤❤
@zinexplays8992 жыл бұрын
কতদূর যাবে তুমি আমায় ফেলে একা? তোমার ডানা দুটি আমি , যে পুরিয়ে ফেলেছি
@samirelahi81962 жыл бұрын
৫ বছর আগে গান টা যখন প্রথম প্রকাশ করা হয়েছিল কে জানতো,তরুণ কিছু ছেলের গান এটা সবার হৃদয়ে একসময় বেজে যাবে?
@mahtabmahdi52044 жыл бұрын
রাত ২ টা ৪৮ মিনিট। ঘুমানোর সময় দেখলাম গানটা। ৭ বার টানা শুনলাম! এরপর বের হয়ে আসলাম বাড়ি থেকে ! আজ রাতে আর ঘুম হবে না। ফাকা রাস্তায় তার ৩ টায় হাটছি আর হেডফোনে গান! ধন্যবাদ এনকোর এই মুহূর্তটা উপহার দেয়ার জন্য।
@মানুষটাভেতরথেকেমৃত4 жыл бұрын
❤❤❤
@মানুষটাভেতরথেকেমৃত4 жыл бұрын
❤
@neempata-63903 жыл бұрын
কমেন্ট পড়তেই আসি আর হারিয়ে যায় বারংবার..... বুঝতেই পারিনা প্রত্যেকটা মানুষের মাঝে এতো কষ্ট লুকিয়ে আছে। কখন যে চোখের কোনে জ্বল নেমে আসে বুঝতেই পারিনা। সকলের সু্স্ততা কামনা করছি আল্লাহ পাকের কাছে
@RafsDevil007 Жыл бұрын
কিছু স্মৃতি মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত ভাবায় আর কাদায়। 💔 মানুষ জীবন্ত লাশে পরিনত হয় সেই স্মৃতি গুলোর জন্য তবুও মানুষ ব্যাথা নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করে 💔
@jamilmaksud35312 жыл бұрын
প্রতিদিন তার দেখা পাই। দূর থেকে দাঁড়িয়ে আনমনে চেয়ে থাকি তার নিষ্পাপ চোখজোড়া যদি একটু তাকায়।এখনো হয়নি কথার সূচনা শুধু হৃদয় জুড়ে তোমার অনুভূতির ছোঁয়া।তোমায় নিয়ে আমার বাঁধভাঙা মুগ্ধতা যেনো থেকে যায় অনন্তকাল। শোনো মেয়ে আজও তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি জানিনা কখন যে কথা বলবে তুমি
@turjokhan56973 жыл бұрын
I love this song so much. Srotoshini sunte su te spotify te auto chole aschill. Music sunei bujhe gesi joss. Pore pura gaan sune eitar oreme eto baje vabe porsi j ei gasn na sunle ghum hoy na. One of the Masterpiece in bd❤️❤️❤️❤️
@sksahin73905 жыл бұрын
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
@fahim51685 жыл бұрын
💕💕💕
@salmanajamy86264 жыл бұрын
আরে অ.নে.কদিন পরে না, অনেকদিন পরে না যেকোন সময় আপনেরে করোনায় ধইরা কুক কইরা দিতে পারে। ( হইতে পারে আগামী ২ সপ্তাহের মধ্যেই দেবে, ইন্না-লিল্লাহ.....)। আরে যেই পরিচিত লোকজনের কথা বলতেছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার পর পর হ্যারাও দুনিয়া থেকে একলগে কুইক্যা গেছে, আপনের কমেন্ট পরার সুযোগ পায় নাই। সব ঊর্ধমুখি কাফেলা.... আল্লাহ বাচাইয়ো😁😎
@utumusuutumusu43534 жыл бұрын
Baler copy comment
@nolimits8833 Жыл бұрын
এই গানটা প্রতিদিন একবার হলেও শুনি as a meditation therapy....... Beacuse it prefectly say my deepest words of all the pain of heart.......🖤🖤🖤🖤🖤🖤
@myfulakter74943 жыл бұрын
When says কেউ কভু জানবে না অলস বিকেলে তোমায় খুঁজছি কত it's really hurt💔
@tauhidabiad18943 жыл бұрын
Don't cry for someone who doesn't deserve it. Give your precious time only to yourself because you deserve it, not her.
@bushrajahan35663 жыл бұрын
Agreed😊
@shaharifmahirbishal5062 жыл бұрын
Well said bro 🖤
@asifhussain484 жыл бұрын
Gan ta shunechi ber howar koyek mash porei, tokhon thekei shuni. Tokhon kichu lekhini, tobe mone holo aj kichu lekha uchit. Manusher gan shirshir korano wala gaan khubi ache, but eta surely tader moddhe ekta. Aj theke onek bochor por jokhon notun bachhara ei gan ta khuje pabe, totodine ami chai band ta jeno shei porichiti ta pay jetar tara joggo. Buke lage bhai gan ta shunle, buke lage
@arijitmitra70153 жыл бұрын
1:31 তোমার ডানা দুটি আমি যে পুড়িয়ে ফেলেছি শুকনো পাতারই মতো তুমিও ঝরে যাবে.... 🖤🥀
@ariyamumtahina42693 жыл бұрын
🔥💔💔
@akaid88362 жыл бұрын
অদ্ভুত ভাবেই তার সাথে পরিচয়। ঠিক রূপকথার গল্পের মতো।দিন দিন যতই কথা বলি ততই তার মায়ায় আবদ্দ হয়ে যাচ্চি।দিনের শুরু থেকে ভাবি শুধু তাকেই নিয়ে।কিন্তু সে তা কখনও জানতেও পারবে না তাকে গোপনে কেউ একজন কতটা ভালোবাসে। সত্যিই....একতরফা ভালোবাসার অনুভূতিটাই অন্যরকম🙂💔🥀
@rakibuzzamanrid87223 жыл бұрын
এই ইমোশান গুলো অনেকেই বুঝবে না। প্রতিটি লাইনই মনে হচ্ছে নিজের জীবনের গল্প❤️
@rajuahmed11063 жыл бұрын
16 jun 2021. আবার যেদিন আসবো এই গানটা শুনতে,, মনে করবে অনেক কষ্টে আছি।😢😢😢😢
@lovewarning35024 жыл бұрын
এই মাত্র রেলপথ ধরে ফিরতে ফিরতে একা আনমনে,,, আর কানে প্রিয় গানের শব্দ 😍
@nazmul54923 жыл бұрын
বাঁইচা আছেন ভাই??🙄
@shifattalukder92292 жыл бұрын
সে অন্য কাউকে যায়গা দেওয়ার পর ও তাকে নিজের কাছে রাখাটা কেমন দেখায় এটা হয়তো জানিনা................কিন্তু আমি সেই পরীটাকেই ভালোবাসি..কাছে থাকুক বা দূরে থাকুক...ভালো থাকুক সে...💔💔💔
@hahhhhhhhhhhhhhhaaaaahh3 жыл бұрын
ভালোবাসাহীনতার মধ্যে যে কাব্যিক বিষন্নতা,তা অনেকেই নিতে পারে না। কেউ পারে, যারা অনেক পরে বিরাট কবি হয়ে যায়। যারা পারে না? বাদামের খোসার মতন একটা শরীরে থাকে না একবিন্দু প্রাণ শক্তি। তাদের জন্য প্রেম অভিশপ্ত, নরকের আগুন তাদের বাস্তবতা। "আগুন জ্বলবে নরকে তোমার অভিশপ্ত প্রেম।"
@tanvirhassan93993 жыл бұрын
অনেক বছর পর কেউ এসে দেখবে সে একাই এই Legendary গান শুনতে আসেনি, তার আগের অনেক প্রজন্ম এই গানে আসক্ত ছিলো......🙂
@@_xplosion5557 toh meye thakle e nudity hoye gelo?
@shamimhossen12113 жыл бұрын
কেউ কখনো জানবে না অলস বিকালে তোমায় খুঁজেছি কত 💙💙
@amber96433 жыл бұрын
এই গানের সাথে আমার বাকি ৫০ টা ক্লাসমেটের যেই স্মৃতি , তা কোনোদিন ভুলব না।আই মিস দেম।
@sazidursiam38032 жыл бұрын
কেউ কভু জানবে না, অলস বিকেলে তোমায় খুঁজেছি কত :') কষ্টের তাড়নায় ফুলের সুবাসে শুকিয়েছি হৃদয় ক্ষত। হতে পারে ভুল মানুষের পরীর পক্ষে কি করে সম্ভব হয় :')
@mjhasan33475 жыл бұрын
গানটা শুনলে মন ভরে যায়,,এসব গান কম ই ভাইরাল হয়,নেশা,অপরাদি গান ভাইরাল হয়🙉লিরিক্স টা যেমন সুরটাও তেমন রক
@OfficialGamingLife3 жыл бұрын
কারণ বাঙালি দামি জিনিষ খায় না।
@megasabbirknot23193 жыл бұрын
ঠিক বলছেন ভাই।দেশের মানুষের টেস্ট অনেক নিম্নমানের।
@muktasidnur36063 жыл бұрын
Areh vhai apnara sob gaan er cmmnt e jaiya paren oporadir cmmnt krte..... Sob gaan sobar jonno na.... Kicho gaan underrated thakai vhalo
@mahfuzsagar44003 жыл бұрын
তারিখ লিখে চলে যেতে পারবনা, কারণ প্রতিদিন ই শোনা হয়!! #gettingaddicted❤️
@cousinssquad75122 жыл бұрын
স্বর্গ থেকে নেমে আসা ডানা কাটা পরী আমার, তার সাথে কথা বলা হলোনাই আমার 😒😒 এই গানে যাদু আছে, সহস্র বার শুনলে ও মন ভরবে না 😍
@arefinmoon9174 Жыл бұрын
এই গান গুলো ইউটিউব এ এসে শুনি শুধু মাত্র লিরিকঃ গুলোর সাথে জীবন্ত লাশের লিখে যাওয়া কিছু কমেন্ট পড়তে 😌 আর এক অদ্ভুত রকম মানুষ-ই এ গান গুলো জানেন কতটা সুন্দর গান গুলো 😊
@skipkhan95443 жыл бұрын
It could have been 8 years today...But you left...মীম? Still not clear why you left...... Thanks ENCORE....You are there when when I feel empty..... 14-06-2021
@rebekachowdhury33823 жыл бұрын
😥
@mdtanviranjumrifat8158 Жыл бұрын
স্মৃতি রেখে গেলাম কমেন্ট এ লাইক পড়লে আবার গানটি শুনতে আসবো। নতুন প্রজন্ম একদিন বুঝতে পারবে আমরা কোন গানের নেশায় আসক্ত ছিলাম ❤️🥀
@adnanabir29813 жыл бұрын
গান বুঝার জন্য খারাপ সময় পার করতে হয়। আর এই গান গুলো যুগ যুগ থেকে যাবে।।
@FfggTf-mv1lk Жыл бұрын
সে সত্যিই আমাকে ছাড়ে চলে গেছে, আত্মহত্যা মহাপাপ তাই করি নাই। মৃত্যুর অপেক্ষায় আছি, আল্লাহ তাকে ভালো থাকুক এই দোয়া করি সবসময়
@tamjidhoque84792 жыл бұрын
৯ বছর শেষ হতে চললো_ চলবে চলুক_ সে আজও আমারে তার কাছে তুচ্ছ বানিয়ে রেখেছে আজও,তো..! ভালোবাসা পয়লাদিনের মতন বাঁচিয়ে রেখেছি_
@tahmidsiam62802 жыл бұрын
এই গান তারাই শোনার ক্ষমতা রাখে যারা ঠকেছে তার মানুষটার কাছে🌸💝
@sikdarsazib Жыл бұрын
রাতে ঘুম নেই, ছাঁদে বসে কানে হেডফোন। হাতে একটা বেনসন মাথায় পুরনো সৃতি আর না পাওয়ার গল্প 💔
@sihmulrifat19593 жыл бұрын
৪ বছরের সম্পকের মাঝে বিচ্ছেদ হয়... সে আমাদের মাঝে অন্য কাউকে নিয়ে আসে তারপর থেকে এই গান টা সংগী হয়ে আছে...
@mahirelahi95012 жыл бұрын
Jokhon theke chinta korlam je Kobita shunbo, Mon jurano Kobita, tokhon theke Bangladeshi Band er gaan shuna start kore dei. Eto sundor lekha & sob kichu miliye ami ajo sob gula Bands er fan. Er moddhe ENCORE o ekta fav
@ahmedshahin48803 жыл бұрын
গান টা শুনি রিলিজ হবার পরে থেকেই, কিন্তু ২০২১ সাল এ এসে কয়েক মাসের প্রেম টা হলেও ভেংগে যাওয়ার পর, গান টার প্রতি মায়াটা অনেক বেড়ে গেলো💙 শুণ্য মাঠে, কানে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ড দিয়ে গান টা শোনার মাঝে নিজেকে হারিয়ে ফেলি💘 ভালোবাসা অবিরাম 💙
@tanvirrahman1692 жыл бұрын
পৃথীবির সব প্রাক্তন কে না পাওয়ার গল্পে ঢেলে দিন🌸🙂
@shakilhossain45372 жыл бұрын
একজনকে ভালবাসতাম নিজের চেয়েও বেশি। সেই ছিল প্রথম অগ্রাধিকারে। অন্ধের মত বিশ্বাস করতাম । কোন কারণে সে প্রতারনার হাত্তুকু বাড়িয়ে দিয়েছিল আল্লাহ তাআলা ভাল জানেন। মানুষ ভুল করে কিন্তু প্রতারনা করে না। প্রতারনা করে চলে গিয়ে সুখিও হয়া যায়না।তবে দোয়া করি ভাল থাকুক সবসময় । প্রতারনা করে না বরং দুজনের সিদ্ধান্ত অনুযায়ি একজন আরেকজন থেকে লিভ নেয়াটা ভাল।। তবে সেও এতার জন্য শুকনো পাতার মত ঝড়ে যাবে
@mrmizan14652 жыл бұрын
গান গুলো আগে ভালো লাগতো না সবাই গাইলে খুব বিরক্ত লাগতো কিন্তু এখন বুঝি গানটার একেকটা লিরিকের মূল্য😊 মানুষের অনুপস্থিতি অনেক কিছু বুঝতে শিখায় 💜
@sajidgaming7715 Жыл бұрын
মৃত্যু? তোমাকে না পাওয়ার কষ্টই হচ্ছে মৃত্যু। তোমাকে পেয়েও হারিয়ে ফেলেছি এই তীব্র যন্ত্রণা আমায় পুরে পুরে খাবে সারাজীবন।
@ashrafulrahmanony92313 жыл бұрын
মনে পড়ে তোমার সেই রাতের কথা। রাত ২:৩০ মিনিটে ম্যাসেজে বলছিলা "তোমাকে অনেক দেখতে ইচ্ছে করতেছে" আর আমি তখন পাগলের মতো ছুটে গিয়েছিলাম তোমার কাছে😃
@Sazad1013 жыл бұрын
বাহ,গ্রেট ম্যান👍
@sanjoydassanju79622 жыл бұрын
কমেন্ট রেখে গিয়ে নিজেকে একজন আধুনিক এবং শুদ্ধ মানুষ হিসেবে বিবেচনা করা আমি☺️ আর সেই সাথে থাকবে তোমার জন্য জমানো ভালোবাসা ❤️ ও সাময়িকী অভিশাপ মাত্র 😔
@mdanis59132 жыл бұрын
এটি শুধু একটি গান নয়। এটি আমাদের generation এর একটি masterpiece #Encore...🔥
@borhaanuddin13083 жыл бұрын
It's been 5 years wow and back those days when Jesia wasn't that famous and she was loved from this video