Amar ei porber puro tai age ghora ami halong banglotei chhilam ,hati safario korechhi r amader satheo io rakom ekta ছোট্ট hati chhilo besh moja hoyechhilo ....tai abar sei purono diner kotha gulo mone pore jachhe ...khub e bhalo লাগলো ❤❤❤❤
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you 😊
@somachakraborty88710 ай бұрын
প্রকৃতি তো মন ভরালোই তার সাথে আপনার উদাত্ত কণ্ঠে আবৃতি পাঠ আজকের পর্ব টি কে এক অন্য মাত্রা এনে দিয়েছে।
@AnindyasTravelogue10 ай бұрын
🥰🥰
@shibanibiswas21710 ай бұрын
অসাধারণ, অসাধারণ, অসাধারণ লাগল ভিডিওটি… আমরা জিপ সাফারি করেছিলাম… এলিফ্যান্ট সাফারি খুব ভালো লাগল… বাচ্চা হাতিটি খুব কিউট… জয়ন্তী নদী দেখতে দাদার বলা ভাবর আর খাদার শুনে ভূগোলও ঝালিয়ে নিলাম … উপরি পাওনা ভরাট কন্ঠস্বরে দাদার আবৃত্তি…জাস্ট অসাধারণ ❤
9:12 তে হঠাত করে আপনার কবিতা আবৃতি করে উঠা, অসাধারন লেগেছে। এখানেই আপনাদের সাথে আমাদের দেশের ব্লগারদের মেইন ডিফারেন্স।
@bandanaacharyya10 ай бұрын
😅❤❤ খুব সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগলো আপনার আবতৃ
@urbamukherjee80096 ай бұрын
প্রতি টি জায়গা র যে একটা নিজস্ব ইতিহাস আছে তা জেনে উপকৃত হলাম।
@gopalmondal548810 ай бұрын
দারুন খুব ভালো লাগলো আর আপনার মুখে এই প্রথমবার আবৃত্তি শুনে আরো মনটা ভরে গেল দারুন
@ujjaldasgupta445610 ай бұрын
অ্যাডভেঞ্চার ভালো লাগছে। ❤❤ আপনি যেন টারজান। এবার গান শুনবো।
@AnindyasTravelogue10 ай бұрын
😀😀
@ArupChakraborty-w5q10 ай бұрын
Very Nice 👍👍👍 beautiful 👌👌👌🙏🙏🙏 Anindya Da
@smitamukherjee536810 ай бұрын
খুব ভালো লাগলো।আপনার আবৃত্তি খুব ভালো লাগলো। বুবু ম্যাডাম কে আমার অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ।ওনার বিভিন্ন দুর্গম পথ পরিক্রমা কালে যে এনার্জি,সহনশীলতা আর পথের কষ্ট সহ্য করার ক্ষমতা যে কোনো বাঙালি ভদ্রমহিলার কাছে শিক্ষণীয়👍
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you so much 🌹
@Bong-at-heart10 ай бұрын
ভালো লাগল ,কবিতা পাঠ ও ভালো লাগল, ভালো থাকবেন
@AsimBhattacharyya6510 ай бұрын
Besh bhalo, amra okhale elephant er dol dekhechhilam
@shrijitbanerjee872910 ай бұрын
ভীষণ ভীষণ ভালো লাগলো ।। আপনি আপনারা দুজনেই এত সুন্দর বর্ণনা করেন মনে হচ্ছিল যেন আমিও ঘুরছি ডুয়ার্সে।। খুব সুন্দর। 🌹🌹
@AnindyasTravelogue10 ай бұрын
অসংখ্য ধন্যবাদ 🌹
@abhishekbanerjee473710 ай бұрын
অসাধারণ একটা vlog যেমন সুন্দর প্রকৃতি তেমন সুন্দর আপনার আবৃতি ও ভৌগোলিক ব্যাখ্যা মনোমুগ্ধকর লাগলো ❤
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏
@jb-ty9sm10 ай бұрын
Apni daroon sundor bornona den. So gay prochur totho. Khoob bhalo laglo
@sujatamondal177310 ай бұрын
অসাধারণ লাগল। আমরা দুবছর আগে জয়ন্তী গিয়েছিলাম তখন নদী হোমস্টে অনেক কাছে ছিল আর জল ও মোটামুটি ভালই ছিল। নদী পাহাড় আর পূর্ণিমার চাঁদ সব মিলে এক অসাধারণ অভিজ্ঞতা আজ ও ভুলতে পারিনা ❤❤
@AnindyasTravelogue10 ай бұрын
River bed উঁচু হয়ে যাওয়া জয়ন্তীর একটা খুব বড় সমস্যা ।
আপনার ভিডিও সবসময়ই খুব ভালো লাগে। তার সাথে আজকে আপনার অসাধারণ আবৃত্তি হলো উপরি পাওনা।
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏
@kousikmukherjee209310 ай бұрын
প্রকৃতির মাঝে দাঁড়িয়ে নির্ঝরের স্বপ্ন ভঙ্গ শোনা, এ এক অনন্য অনুভূতি। আপনার কণ্ঠে "আফ্রিকা " শুনতে চাই দাদা।
@AnindyasTravelogue10 ай бұрын
🥰🥰
@sumitachoudhury419610 ай бұрын
অপূর্ব, অনন্য একটা ভিডিও দেখলাম। মন ভরে গেল। সমগ্র ডুয়ার্স কে না ভালবেসে পারলাম না। তার সঙ্গে নদীতীরে আপনার উদাত্ত গলায় আবৃত্তি এক অন্য মাত্রা যোগ করল। হাতি রাইড দারুণ লাগল। খুব তাড়াতাড়ি যাবার ইচ্ছে র ইল। আমরাও খুব বেড়াই। এপ্রিলের প্রথমে ই আগে পুরুলিয়া র মুরুগুমা থেকে ঘুরে আসি। যদিও শীতে একবার পুরুলিয়া গিয়েছিলাম। পরের ভিডিও র অপেক্ষা য়। এই সিরিজ টার সব কটাতে চোখ রাখছি।
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏
@paramitaganguly369710 ай бұрын
Apnara dujanei anek anek Pratibha r Adhikari.🎉
@anitaroychowdhury226710 ай бұрын
Asadharon laglo apnar konthe Rabi Thakur r Nirjhorer Swapno bongo.R elephant safari r oi baby elephant ta khub misti.Prokriti to asadharon ghore bosei dekha hoye galo.Thank you bhalo thakben.
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you 😍
@sunitachaudhury578110 ай бұрын
অপূর্ব সুন্দর সিনারি
@debjaniporel462610 ай бұрын
আপনার কন্ঠে রবি কবির আবৃত্তি শুনে মুগ্ধ হলাম , যদিও পুরোটাই ছবি তবু ও বাঙলা মায়ের প্রকৃতির বুকে ঐ আবৃত্তি, । আ হা গায়ে কাঁটা দিচ্ছিল আমরা বক্সা ফোর্ট অবধি উঠেছিলাম , দু কিলোমিটার ট্রেকিং সত্যি খুব ই কষ্টকর। তবে যা দেখেছিলাম ছোটো ছোটো তিন চারটি খুবরি খুব ই ভগ্ন দশা। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশান দিয়ে একটা ফলক ও আছে।
@AnindyasTravelogue10 ай бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
@debasishgupta497210 ай бұрын
Khub sundar ekta episode dekhlam, bisesh kore ei episode tar editing ta anabadya hoyeche👌ar barti paona apnar sundar abriti.... khub bhalo laglo
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you so much 🌹
@tulikabandyopadhyay612910 ай бұрын
খুব ভালো লাগল আবৃতি ।
@mousumibanerjee736110 ай бұрын
Shisamara nadi ar apner kabita....oooh....ekdom perfect choice....thik ei anubhutitai..8..1 ..2024 din amarao hoayechilo....jayanti r riverbed apoorvo....bhamor khader er bekkhayao apner sundor 🎉🎉🎉🎉asadhsron😊
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you 🌹
@tapasimukherjee29610 ай бұрын
Khub sundor laglo
@sarbaribanerjee349510 ай бұрын
প্রথমেই বলি আপনার কন্ঠে আবৃত্তি এক উপরি পাওনা। এছাড়া আপনার ভিডিও আমি সব সময় ই দেখি, খুব ভালো লাগে। সব সময় সুযোগ হয় না সব জায়গায় ঘুরতে যাওয়া, এই ভিডিও গুলো দুধের স্বাদ ঘোলে মেটায়। ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ। অপেক্ষা য় রইলাম আর ও নতুন নতুন জায়গা দেখার।
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you so much 🌹
@nabenduchatterjee482910 ай бұрын
Darun bhai anindya darun hats off to u❤
@ArundhatiBhowmik10 ай бұрын
Tomader elephant safari darun laglo r satha anindya r kotha koto kichu jante pari or kotha thake❤❤❤
@sumontasen420810 ай бұрын
ঐরকম মনোরম প্রকৃতির মাঝে আপনার আবৃত্তি অনবদ্য। অনেক দিন মনে থাকবে।
@pranabpal158410 ай бұрын
Annyo episode gulor moto EP4 tao darun laglo ..... Buxa view point , Jayanti river bed ashadharon..... Sob theke bhalo laglo 'sunset over Jayanti river ' ..... Sob miliye apurbo Dooars vlog ! 💯👍❤️❤️🤩🤩
@mitarakshit173210 ай бұрын
খুব সুন্দর অসাধারণ
@worldofsaptarshi10 ай бұрын
অসাধারণ অসাধারণ😍
@sujatachandra318510 ай бұрын
খুব ভালো লাগলো জলদাপাড়া দেখতে। আসলে এই জায়গাটা আমার নিজের দেখা। আমি ২০২২ গিয়েছিলাম। হাতির পিঠে জঙ্গলে ঘোরা খুবই মজার। তবে আমি ০ পয়েন্ট যায়নি। আপনার আবৃত্তি খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটা ব্লগ উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ।
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏
@tushitachatterjee120110 ай бұрын
Asadharon akta parbo dekhlam. Ar apnar kabita path ti to apurbo chilo.
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
@debasisbhattacharya616710 ай бұрын
Darun laglo❤
@ncdam239910 ай бұрын
অসাধারণ লাগছে. সঙ্গে অসাধারণ উপস্থাপনা আর কবিতা পাঠ.
এই পর্বের এক্সট্রা পাওনা আপনার গলায় আবৃত্তি❤️❤️❤️🙏🙏🙏
@srabanisarkar26910 ай бұрын
Apurbo laglo.. ager gechi..abar last December e chilapata joyonti ghure elam..tobu jatobar dekhi mon bhore jay..bar bar phire jai sei poeibeshe. anubhob kori jongoler sei nijosho ekta gondho..ebar to upri paona oi poribeshe apnar abriti. Darun darun...anek dhonyobad
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 🌹
@TheAkc10 ай бұрын
দারুন ভালো লাগলো ।
@nihardas357510 ай бұрын
খুব ভালো লাগলো l
@shreyasarkar417410 ай бұрын
Asadharan laglo
@sibanibakshi56144 ай бұрын
অসাধারণ একটি ভ্রমণ হলো সাথে এবার কিছু উপরি পাওনা, প্রথমত হাতির বাচ্চাটি আর সাথে আপনার আবৃত্তি মন ভরে গেল।
@AnindyasTravelogue4 ай бұрын
Thank you so much 🙏
@kuhelighosh724010 ай бұрын
তোমাদের প্রতিটা Episode খুব ভালো। কিন্তু আজকের Episode অপূর্ব সুন্দর ❤❤
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏
@sampabiswas709310 ай бұрын
Darun dada darun video
@arnabpal654710 ай бұрын
অসাধারণ❤
@aninditabhattacharyya615410 ай бұрын
ওফ্ দারুণ লাগলো, বেশ কিছু বছর আগে হলং বাংলোয় থেকে এই সাফারিটা করেছিলাম।
@shantasrimukherjee170510 ай бұрын
9:47 eirokom abrityi sob videote chai....anobodyo ❤
@AnindyasTravelogue10 ай бұрын
অসংখ্য ধন্যবাদ 🌹
@anikhastgir10 ай бұрын
Asadharon Abritti path mon bhalo kore daoa uposthapona Anindya..keep it up..
@AnindyasTravelogue10 ай бұрын
ধন্যবাদ আপনাকে।
@arupsingha782110 ай бұрын
Opurbo.. Opurbo... Mane bole bojhate parbo na ki je bhalo laglo.. Mon chuye galo.. ❤❤
@dipm19759 ай бұрын
Aapnar swatosfurto aabrittite pelam praner sukh or srabanendriyor aaram ! Dhanyobad gyapan kori !
@AnindyasTravelogue9 ай бұрын
ধন্যবাদ।
@sharmishthadutta44710 ай бұрын
অপূর্ব সুন্দর দৃশ্য সাথে আপনার অসাধারণ কবিতা পাঠ দূর্দান্ত
@Unknown.9837010 ай бұрын
Elephant ride আর আপনার কবিতা অপূর্ব।
@Dr.DebaniMullick10 ай бұрын
দারুণ।
@jayatidas409810 ай бұрын
প্রতিটি শিশু যে তার মায়ের কাছে ই সবচেয়ে নিরাপদ তা ও ই শিশু হাতি টি কে দেখে বোঝা যায়। পৃথিবীর সব প্রাণীর ক্ষেত্রে ই তাই। অনিন্দ্য স্যার ওই অপরূপ সুন্দর নদীর পাশে আপনার উদাত্ত কণ্ঠে র আবৃত্তি র রেশ অনেক দিন মনে থেকে যাবে❤।
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏
@anilendu2410 ай бұрын
দারুণ লাগলো। তাছাড়া ঘরের কাছের ভিডিও বলে কথা।
@tapasisanyal335010 ай бұрын
Abarnaniyo prakritik soundarya, hatir pithe jangole safari r Anindya dar konthe abriti, sob miliye asadharan video. ❤
@alokghosh796610 ай бұрын
আপনাদের হাতি সাফারী দারুণ লাগলো। সবথেকে ভালো লাগলো আপনার নিভু'ল বাংলা উচ্চারণে কবিতা আবৃত্তি করা। এছাড়াও আপনি যে জায়গা ভ্রমণ করেন সেখানকার ইতিহাস খুব প্রাঞ্জল ভাবে বুঝিয়ে দেন।
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 🌹
@bidyutbhadra718610 ай бұрын
Ep.4 is excellent
@sunetra100010 ай бұрын
সব উপস্থাপনাই ভাল হয় কিন্তু এটা একদম অন্যরকম। আপনার আবৃত্তি মন ভরিয়ে দিল। জানি না এত মানুষ জলদ্পাডায় যায় কিন্তু জায়গাটা সম্বন্ধে জিজ্ঞেস করলে ঠিক তথ্য দিতে পারে না। হয় তো সেই কারণেই আমার কখনো ডুয়ার্স যেতে ইচ্ছে করেনি। কিন্তু এই ভিডিও দেখার পর জলদাপাডা না গেলে আপনাদের সাথে অন্যায় করা হবে!
Excellent recitation just like ur vdos. Long live Anindya's channel. Love from Behala. I had been to Jaldapara in 2013. I can very understand ur emotions.❤❤❤
আপনাদের সব সময়ই ভালো লাগে এবারও লাগলো। সরিষা ক্ষেতে আপনাকে না পেয়ে কিন্তু মনটা খারাপ হয়ে গেলো। দুজনকেই একসাথে দেখতে পেলে কোনো এক নস্টালজিক ছবির কথা মনে করিয়ে দিত। আপনার আবৃত্তি খুব ভালো লেগেছে। এতদিন আপনার ভাষ্য কালকুটকে মনে করাতো আবৃত্তি এক নতুন গুণের সন্ধান দিল
Oshadaron, apnader sob video dekhi...But north bengal er video apnader sera...seta dooars e hok ba pahar.
@AnindyasTravelogue10 ай бұрын
❤️❤️
@dey.bhaskar10 ай бұрын
এককথায় অসাধারণ অনুভূতি হলো আপনাদের ক্যামেরার চোখ দিয়ে ❤
@N.Ganguly906010 ай бұрын
Beautiful north Bengal 🩷 khub bhalo laglo dada
@sonalibanerjee906010 ай бұрын
অসাধারণ লাগলো দাদা ভিডিও টা ভালো থাকবেন দাদা 🙏🙏
@bipuldey740210 ай бұрын
Dada apurba, Manoram,asadharn,abritita o sundar
@gargichakraborty58010 ай бұрын
Vlogging er sange upri pawa holo anindya dar eto sundor recitation,aro shunte chai kintu.
@amitbanerjee103210 ай бұрын
চমৎকার এবং চমৎকার!! দারুণ এক মানসভ্রমণ করলাম। ভারি সুন্দর।
@SmilewithAbhiSree10 ай бұрын
দাদা অসাধারণ কবিতা আবৃতি, খুব ভালো লাগলো ❤
@rumadasgupta119410 ай бұрын
অসাধারণ লাগলো আজকের এই vdo,এতো সুন্দর উপস্থাপনা তার সাথে অপূর্ব recitation শুনে মন ভোরে গেলো .খুব ভালো লাগে apnader Vlog দেখতে .
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you so much 🌹
@sutapadutta4896 ай бұрын
জয়ন্তীতে সমতল ভূমির এত বিস্তার দেখে খুব ভালো লাগছে। চারদিকে কাছাকাছি পাহাড় থাকলে দমবন্ধ হয়ে আসে। ঐ পরিবেশে আবৃত্তিটা ভালো হয়েছে। খাওয়া দাওয়ার বিবরণ দেখলে খেতে ইচ্ছে করে। জানি না যেতে পারব কিনা কোনদিন। দেখেও সুখ।