আপনার ভিডিয়ো দেখেই পরিকল্পনা সাজাচ্ছিলাম অরুণাচল ভ্রমণের। ভালোই চলছিল। তারপর একদিন দেখলাম আপনি তাওয়াংয়ের এক হোম স্টে-তে এক শীত-সকালে এক কাপ গরম চা খেতে-খেতে উধাও হয়ে গেলেন। অনেক খুঁজে দেখলাম, আপনি লিখেছেন, "আমি অসুস্থ"। অপেক্ষা করলাম আপনার সুস্থ হওয়ার। ঠিক করেছিলাম অরুণাচলের "বাকি"টা এলেই আমিও অরুণাচলে বেড়াতে বেরিয়ে পড়ব। শেষে আপনার মা-কে (আমার ফেসবুক ফ্রেন্ড) আমার একটা পোস্টে কমেন্টের উত্তরে লিখলাম, আপনার মেয়ে এখন কেমন আছেন? ব্যস্ত ওঁর আমার প্রশ্নটা বোধহয় নজরেই আসেনি। শেষে আর অপেক্ষা না করে এই অক্টোবরে অরুণাচল ঘুরে এলাম। আমরা যখন গেছি তখন "এই" বুদ্ধমূর্তিকে বাঁশ দিয়ে ঘিরে নতুন রূপ দেওয়ার চেষ্টা চলছে। ভয় ছিল এই বয়সে (৬৪) বুমলা পাসকে সামলাতে পারব কিনা। সে জন্যেই আরও আপনার ব্লগটা বেশি করে ফলো করছিলাম। সে যাক, বুমলা ঘুরে এসেছি কোনও রকম অসুবিধা ছাড়াই। আপনার এই ভিডিয়োর উপস্থাপনাও চমৎকার লাগল। জানিয়েছেন, পুত্র সন্তানের মা হয়েছেন। আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকুন।
@travelwithsaptadwipa2610 Жыл бұрын
আমি আপ্লুত আপনার কমেন্ট পড়ে। আসলে খুবই কমপ্লিকেটেড প্রেগনেন্সি ছিল। কমপ্লিট বেডরেস্ট। ডেলিভারি ও অনেক আরলি হয়েছে। সব মিলিয়ে কঠিন সময় গেছে বেশ। আশা করছি আস্তে আস্তে স্বাভাবিক জীবন এ ঢুকতে পারব। আমার প্রনাম নেবেন এবং এভাবেই পাশে থাকবেন। অনেক ধন্যবাদ 🙏 ভালো থাকবেন।