টনি ডায়েস ও তনিমা হামিদের অভিনয় অসম্ভব নিঁখুত। এসব নাটক মানুষের মনকে নাড়িয়ে দেয়।
@enamolhakua71082 жыл бұрын
অসাধারণ অভিনয় অনেক সুন্দর নাটক পতিতা দের আমাদের সম্মান করা উচিত তাদের জীবনের দুঃখ-বেদনার কথা জানা উচিত
@noyanmoni6462 жыл бұрын
নাটক দেখে চোখে পানি দরে রাখতে পারলাম না বিষেশ করে লখি শরদারনির অভিনয় দেখে 😭😭😭😭😭👩❤️👩
@hmsanwar66644 жыл бұрын
অনেক সুন্দর একটা নাটক। অনেক অনেক ভালো গলপ এবং অসাধারণ অভিনয়।
@nafisshahrear97394 жыл бұрын
অসাধারণ! অনবদ্য একটি নাটক দেখলাম লেখক ইবরাহীম খাঁ এর গল্প অবলম্বনে। আর নাটকের শুরুতে প্রখ্যাত চিত্রপরিচালক সুভাষ দত্তের বক্তৃতা দিতে দেখে বেশ ভাল লাগল।😍 সত্যিই এই সমাজ থেকে বঞ্চিত পতিতাদের জীবনেও অনেক করুণ কাহিনী থাকে, যা কেবল কিছু সহানুভূতিশীল মানুষজন ছাড়া অন্যসব লোকজনেরা বুঝে না সাধারণত।😞 তুলিকা চৌধুরী আন্টি অসাধারণ অভিনয় করলেন লক্ষীসরদারনী চরিত্রে। তিনি যে নাটকের মূলচরিত্রেও এত অসাধারণ ভাবে পারফর্ম করতে পারেন, এমনটা ভাবি নি আগে। গ্রামের মানুষজন এর জন্য তার নিবেদিত প্রাণ সত্যিই অসাধারণ ছিল ইমোশনাল সিচ্যুয়েশন হিসেবে। আর সাজ্জাদ মাহমুদ আঙ্কেল এর এক্টিংও অনেক ভাল লেগেছে একজন নীতিবান, সুবিবেচক, সুবিচারক প্রধান শিক্ষক এর ভূমিকায়। নাটকটিতে লক্ষীসরদারনীর পর হেডমাস্টার সাহেবেরই ভূমিকা বেশি বলে আমি মনে করি। হেডমাস্টার সাহেবের স্ত্রীও অনেক ভাল ছিল। নিজের স্বামীকে যদি কোনো পতিতাকে কোনো প্রকারের সহায়তা করতে দেখে কোনো স্ত্রী, তাহলে এমনিতে সেই মহিলা ব্যাপারটাকে সহজ ভাবে নেয় না সাধারণত। দুজনকেই সন্দেহ করে জেনারেলি। কিন্তু এখানে প্রধান শিক্ষকের স্ত্রী নিজেই উৎসাহ দিয়েছে স্বামীকে, আর লক্ষীসরদারনীর প্রতিও যথেষ্ট সহানুভূতি ছিল তার। সত্যিই! স্বামী-স্ত্রী দুজনকেই বেশ উদারভাবে দেখানো হয়েছে এখানে। আর দুজন প্রেমিক-প্রেমিকার ভালবাসাকে সমাজ যেখানে সমর্থন করছে না, সেখানে তাদের দুজনকে সুন্দর ভাবে নিজেদের মতন করে বাঁচার জন্য পালিয়ে যেতে লক্ষীসরদারনীর সাহায্য করার মুহূর্তটা সেই ছিল। আবার হেডমাস্টারও যেভাবে শালিসির অপমান থেকে প্রটেক্ট করলো লক্ষীসরদারনীকে সেই মুহূর্তটাও সেই ছিল।👏 আর লাস্টে তো খুবই খারাপ লাগলো, যা আর বলার অপেক্ষাই রাখে না। মানুষটা বেঁচে থাকতে যেখানে তার মর্ম বুঝে নি গ্রামবাসীরা, সেখানে তার মৃত্যুর পরে সবাই বুঝলো আর জানাজায়ও শামিল হতে চলে এলো সবাই! এমনকী মাতবর সাহেবও শুঁধরে গেলো!😲 অসাধারণ একটি নাটক দেখলাম সুন্দর একটি গল্প অবলম্বনে। অশেষ মুগ্ধতা ও শুভেচ্ছা রইলো এপিক পরিবারের জন্য।💜
@ASLAMKHAN-po4nk15 күн бұрын
অসাধারণ একটি নাটক। আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বানিনাথপুর গ্রাম থেকে দেখছি।৩/১১/২০২৪
@ahmedrayhan77802 жыл бұрын
হৃদয়বিদারক
@masuktalukder643 жыл бұрын
Kee shundor natok.
@muhammadislam84434 жыл бұрын
Very nice
@masuktalukder643 жыл бұрын
Amader shomaj babotha.
@nafisshahrear97394 жыл бұрын
আর তনিমা আপু আর সিজার ভাইয়াও তো ভালই দেখালো!😁 নিঝুম রাতে তাদের গোপন অভিসার আর সিজার এর বাঁশী বাজানো বাংলার সেই চিরপরিচিত রাঁধা কৃষ্ণের প্রেমলীলাকেই স্মরণ করিয়ে দেয় যেন!😍 রাঁধা রূপে তনিমা আপুকে বেশ ভালই লাগলো!👌😍 কিন্তু এই নাটকে তনিমা আপুর ভূমিকা খুবই অল্প হয়ে গেলো। প্রায় অতিথি চরিত্রের মতই। এটা আমার খুব একটা ভাল লাগলো না।😞 তনিমা আপুকেও যদি সাজ্জাদ আঙ্কেলের মতন ওরকম strong ভূমিকার রোল দেয়া হতো, তাহলে বেশ ভাল হতো।✌