আমি নিজেও একজন ঢাকার বাইক চালক, কিন্তু কখনো সজ্ঞানে ফুটপাতে উঠিনা বাইক নিয়ে। আমাদের সবার উচিত নিজনিজ স্থান থেকে এই অন্যায়ের প্রতিবাদ করা, তাহলেই একদিন এটা বন্ধ হবে।
@ANARUL19875 жыл бұрын
আপনার আমার মতো,, সঠিক বাইকার কয় জন আছে। ধন্যবাদ সবাইকে,,সারি বেঁধে রাস্তায় চলি ,, অল্প সময়ের মধ্যেই আমার বাড়ী ফিরে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।
@mowsultana5 жыл бұрын
আপনার মত কয়জন আছে।সবার তারা তারা।কিন্তু মানুষের যে কষ্ট হয় সেটা কেও বুঝে না
@mdabdulalim61605 жыл бұрын
ধন্যবাদ আপনাকে
@khandakerjannatulferdous40455 жыл бұрын
অত্যন্ত দুঃখজনক বর্তমান পরিস্থিতি। রাইড শেয়ারিং এপ্স গুলোর বাইক চালানো এক সপ্তাহের জন্য বন্ধ করে পুলিশ অত্যন্ত কঠোর হোক। দেখবেন ঢাকার বাইক চালকেরা কি ট্রাফিক রুলস মানে নাকি মানে না। অন্তত এইরকম মহামারী হবে না ইনশাআল্লাহ।
মানুষ গত ১২ বছর আগেও এতোটা বেপরোয়া ছিল না, দিন দিন মানুষের নৈতিকতা এবং মূল্যবোধ হারিয়ে যাচ্ছে।
@ehs7n885 жыл бұрын
১২ বছর আগে এর থেকেও খারাপ ছিল। তখন তো আর ফেইসবুক ইউটিউব ছিলনা এই জন্য চোখেও পরতো না।
@beautifulhdbangladesh66685 жыл бұрын
রাইট, ১২ বছর আগে মানুষের মনুষ্যত্ব ছিল।ভাল মন্দ, সুবিধা অসুবিধা বিবেচনা করার মন ছিল। আর এখনকার সময়ে মানুষ বেশিরভাগ হিংস্র বর্বর, অসভ্য। আর এগুলো হচ্ছে বাংলাদেশের নোংরা রাজনীতির কারণে এবং ভালো ভালো মানুষগুলোকে হত্যার মধ্য দিয়ে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার মাধ্যমে।
@shaibalmahmudurrahman19135 жыл бұрын
What do you mean by 12 bochor age? Please clear it.
@mdrabivideo15165 жыл бұрын
@@shaibalmahmudurrahman1913এতো সহজ ভাবে বললো তাও যদি না বুঝতে পারেন। ১২ বছর আগের কথা।
@ashrafhossain29014 жыл бұрын
গত ২০০০সাল থেকে ই অামাদের সকল বোধ হারাতে বসেছি । কারণ অামরা মনে করি অামরা সবই জানি ,অামার চেয়ে কেউ বেশী জানে না। অাত্বকেন্দ্রিক হয়ে ছি ,শহরকে গ্রাম ভাবি । সবাইভাল থাকুন
@md-abbas-official5 жыл бұрын
সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করার জন্য তাকে শাস্তির আওতায় আনা হোক
বাংলাদেশ সেইদিন ই উন্নত হবে যেইদিন বাংলার মানুষ যার যার জায়গা থেকে উন্নত হবে....
@mdmirajsm72874 жыл бұрын
মটর সাইকেল সব জাগায় চলবে ইনশাআল্লাহ 🏍🔥💝
@mdrabivideo15165 жыл бұрын
পুলিশ লাঠির যথাযথ প্রয়োগ করলে একদিনে সব ঠিক হয়ে যাবে নিশ্চিত।
@opimunshidon20135 жыл бұрын
Vai akdom thik bolcen.
@mdferojuddin11575 жыл бұрын
ভাই তখন আপনি নিজেও ঐই পুলিশগুলারে গালি দিবেন এই বলে যে পুলিশ সাধারণ পাবলিকের গায়ে হাত তুলে কেন??
@উন্নয়ননাগনতন্ত্র5 жыл бұрын
@@mdferojuddin1157 ভালো কাজ করলে গালি দিবে কেন? কিন্তু অধিকাংশ পুলিশ তো খারাপ কাজকর্ম করে, ভালোর সংখ্যা খুবই কম।
@Bsjsjsks-x3d4 жыл бұрын
@@উন্নয়ননাগনতন্ত্র তর পাচায় বারি দিলে তুইও বলবি পুলিশ কারাপ।যারাআকায় তারা জানে
@shabbirahmed28134 жыл бұрын
পুলিশ তো নিজেই হেলমেট ছাড়া চালায়
@synthxtreme5 жыл бұрын
চাকার হাওয়া ছেড়ে দিলে ঠিক হয়ে যাবে। কোন কথা বলার দরকার নাই
@beautifulhdbangladesh66685 жыл бұрын
ফুটপাতের ওপর দিয়ে হাটা পর্যন্ত যায় না বাইকের জন্য অথচ হাইকোর্টের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আছে ফুটপাতে মোটর বাইক উঠানো যাবে না।
@Sazzad99094 жыл бұрын
Apner kotha 100% true.. but Jokhon keu choloman traffic er majhe haat dekhiye rasta paar hoy seta ki khub jouktik? Setar jonno kono law nei tai na?
@WakeUp2.05 жыл бұрын
*কে শুনে কার কথা, শুধু সড়কেই নয় বাংলাদেশের প্রতিটি সিস্টেমেই এরকম দায়িত্বহীন কর্মকান্ড চোখে পড়ে।* শুধু কর্তৃপক্ষকে দায়ী করলে চলবেনা। নিজেদেরকেও সৎ থাকতে হবে।অন্যে করলে দোষ, নিজে করলে দোষ নাই। এটাই আমাদের বাংলাদেশের সমাজব্যবস্থা। *নিজেদেরকে আগে বদলানো জড়ুড়ি।* 🙌🙌🙌🙌
পুলিশ সাংবাদিক ভাই ভাই , আর কোন চিন্তা নাই । এই নীতি আগে বন্ধ করতে হবে । তাহলে বাইকার , ড্রাইভার , সাধারন জনগন সবাই ঠিক হয়ে যাবে ।
@kamruljaman65585 жыл бұрын
আমি কামরুজজামান বলছি এমন একদিন আসবে যে মোটর সাইকেল এর জনন মানুষ ওহাটতে পারবি না
@AbdulKader-th3kb5 жыл бұрын
1:20 ভাই এইখানে তো দেখি পুলিশ ও ফুটপাতে বাইকে করে যাচ্ছে....
@shantozammader23704 жыл бұрын
পুলিশ ই ফুটপাত দিয়ে যাচ্ছে 🤣🤣🤣 আর সাধারণ মানুষ তো যাবেই
@mdrafiqul27124 жыл бұрын
মোটর সাইকেল কঠিন জরিমানা করা উচিত
@AbdulRazak-ez6xm5 жыл бұрын
প্রথমটা মনে হয় বাইকটা চুরি করে নিয়ে পালাচ্ছিল।
@fuadhassan44685 жыл бұрын
"Who has given to you permission with me" 😂...শালা আবাল পারে না তাও ইংলিশ মারায়। চোরের মায়ের বড় গলার নমুনা। এই লোককে বিচারের আওতায় আনা উচিত।
@nijunjonaupo10035 жыл бұрын
যদিও এটা খবর তাও ছাড়পোকা কথাটা চমৎকার ছিলো😂
@its_naim_8105 жыл бұрын
এইগুলো বন্ধ করার একমাত্র উপায় মামলায় অর্থদন্ড ১০ গুণ বাড়িয়ে দেওয়া এবং কারাদন্ডেরও পরিমাণ বাড়িয়ে দেওয়া।
@_tanzil_5 жыл бұрын
*ফুটপাতে গাড়ি না চালানোর প্রতিবাদ করার আগে রাস্তার জ্যাম দূর করার সিদ্ধান্ত নিন।*
@MuntashirMamunTimu5 жыл бұрын
0:38 ইংরেজি শুনে শিহরিত। 😂
@srbexplorebysabbir86464 жыл бұрын
কিছু কিছু মানুষের জন্য সবার দোষ হয়।আর এদেশে সঠিক বিচার নেই এ জন্যই এ অবস্থা অন্যায় করলে পুলিশ টাকা খেয়ে ছেরে দেয়।পুলিশ যদি ঠিক থাকে সব ঠিক হয়ে যাবে।
@junayedofficial22685 жыл бұрын
একজন সরকারি কর্মকর্তা যখন চার পাঁচটা মাইক্রোবাস নিয়ে জ্যাম করে থাকে তখন তাদেরকে কেন আইনের আওতায় আনা হয় না? ট্রাফিক আইন মানবে কিভাবে? যত্র তত্র গাড়ি দিয়ে রাস্তা ব্লক করে রাখে। ফুটপাতে তো উঠবেই। আর মানুষ এখন ফুটপাত দিয়ে হাটে না। হাটে রাস্তা দিয়ে।
@mdforhad34905 жыл бұрын
যেই দেশের জাতি যে এরকম সেই দেশের শাসক ও পাবে সেই রকম, বাঙালি জাতি হিসেবে আমরা কতটুকু ভালো তাহলে ভাল শাসক কিভাবে আশা করি,,??
@saifulislam-nc2vg5 жыл бұрын
ফুটপাতে গাড়ি চালানো অন্যায়।মোটরসাইকেল এর জন্য আলাদা লেন করা হোক কারন এই বাহন অনেক কম জায়গা নিয়ে চলতে পারে আর সবার জন্য সুবিধা হবে ২ফিট জায়গা হলেই চলে।
@কথা-ট৬ল5 жыл бұрын
Ata holo digital Bangladesh 🤣🤣🤣🤣🤣🤣😠😠😡😡😡😠
@mozammelhossain19865 жыл бұрын
মোটরসাইকেল আমিও চালাই কোন দিন ফুটপাতে উঠিনা একটু ধৈরয ধরে রাস্তা দিয়ে চালালে কি এমন ক্ষতি হয় বুঝিনা।
@cryptoworld8885 жыл бұрын
এখনি বাংলাদেশের এই রকম অবস্হা হলে আগামি প্রজন্মে কি হবে?তাই এধরণের সমস্যা এড়াতে ট্রাফিক আইনের কঠোর পদক্ষেপ জারি করা উচিত।
@islamrafidul65125 жыл бұрын
ঢাকায় মোটরবাইক বন্ধ করে দেওয়া হোক
@imranabdullahofficial.30654 жыл бұрын
একে তো পথচারীদের চলাচলে বিঘ্নতা ঘটায় আবার কিছু বললে উল্টা ঝারি!! হায় মানুষ!!!!
@biowithnafiz5 жыл бұрын
নূন আনতে পান্তা ফুরিয়ে যায়, তবুও কিছু টাকা হলেই অহেতুক মটরসাইকেল কেনার চেষ্টা করে সবাই। তা প্রয়োজন থাকুক বা না থাকুক। 😂
@ImranHossain-wb3fd5 жыл бұрын
সুজা আঙগুলে ঘি উঠবে না🥶🥶🥶
@jakerahmed93235 жыл бұрын
ফুটপাত এবং রাস্তার মধ্যে রেলিংয়ের ব্যবস্থা করুন।
@jonyahmed9674 жыл бұрын
এই ডা হইলো গিয়া বাংলাদেশ😅😅😅
@RankTrends5 жыл бұрын
আমাদের উচিত এই অন্যায়ের প্রতিবাদ করা, তাহলেই এটা বন্ধ হবে
@sumonraihan87685 жыл бұрын
Ak dom right.
@rongtulijol5 жыл бұрын
১ কেজির বস্তায় যখন ১০ কেজির কিছু ভরা হয় তখন যে অবস্থা হয় ঢাকার রাস্তারও সেই অবস্থা
@faiyazfarhan81234 жыл бұрын
ঢাকা মেট্রো (৫০-৫২৪৮) এর ইংরেজি শুনে আমি শেষ।।!!😂😂😂।।। এই বেয়াদব লোকের লাইসেন্স বাতিল করা হোক।। আর দেখছি যে,,পুলিশ রা ইই নিয়ম মানছে না,!!এটা কেমন কথা!! 🤬🤬
@tensionbanglatv79895 жыл бұрын
প্রথমে যেই মটর বাক আলার সময় নস্ট হলো তারে ধরে পাছার মদ্য গরম ডিম ভরে দিলে ভালোহতো
@jhonrmarak17144 жыл бұрын
মোটরবাইকের কারণে গাড়ি নিয়ে বের হতে পারিনা না রাস্তায় ডাইনে-বাঁয়ে নিজের মত করে বাইক চালায়
@hazratbapari46645 жыл бұрын
ঐ ব্যাক্তিকে কঠিন সাজা দেওয়া হোক যারা গারি চালায় তারা জানেনা কি ভাবে গারি চালাবে
@jamaludingias6964 жыл бұрын
তাদের লাইসেন্স গুলো বাতিল করা হোক ।
@shuvo6715 жыл бұрын
রিকশাচালকদের কে নিয়ম শিখানোর ব্যাপারেও একটা নিউজ করেন
@m.j.a4685 жыл бұрын
ভাই এটা কি একদিন হচ্ছে এটা তো প্রতিদিন হচ্ছে প্রত্যেকটা মোটরসাইকেল জব্দ করা হোক ওনারা যখন থানায় যাবে মোটরসাইকেলটা আনার জন্য তখন উনাদের থেকে মোবাইল নাম্বার সেন্ড আর গাড়ির নাম্বার টা রেখে দেওয়া হবে আর কোনদিন অন্যায় বা ফুটপাতে গাড়ি চালাবে না না হলে দ্বিতীয় বার এরকম পেলে গাড়ি আর দেওয়া হবে না আমাদের দেশে তো আইন আছে আইন এর কোন পথ নেই।
@rihab_ahmed5 жыл бұрын
নিরাপদ সড়ক না তৈরি করলে, এদেরকে ফিরানো যাবে না, তাই আগে শহরের সব সড়ক গুলোকে, আধুনিকায়ন করতে হবে।।।
@mdrasel29905 жыл бұрын
Onek boro dhoroner jori mana kora uchit
@srahman21535 жыл бұрын
অদের সোদনে রাস্তায় হাটতে পারি না রে ভাই😑
@josnahossain66894 жыл бұрын
আমার সাথে ও এক দিন ঝগড়া হয়েছে।
@ariffuj83525 жыл бұрын
আইনের প্রয়োগ নেই বলেই এমন হচ্ছে একবার দুবাই আসলে দেখতে পারবে ট্রাফিক রুলে কাকে বলে
@feelings46475 жыл бұрын
সরকার তো বলছে ফুটপাতে গাড়ি চালা যাবে না,,,কিন্তু রেলিং দিচ্ছে না কেন????? রেলিং দিলেই তো বাইক ঢুকতে আর পারবে না,,,,,,
@galaxyuniverse60085 жыл бұрын
ফুটপাথ তো ভাল কথা, রাস্তা পারাপার হতে কষ্ট হয় মোটরসাইকেল এর জন্য । মানুষ রাস্তা পার হয়ে এপার থেকে ওপারে গিয়ে দাড়ায় কিন্তু দাড়ানোর সুযোগ থাকে না , কারণ সেই দাড়ানোর চিপা জায়গা দিয়ে মোটরসাইকেল চলে। রাস্তা পারাপার এর স্বাভাবিক প্রক্রি়ায় আজ ব্যাহত হচ্ছে।
@najimuddin27745 жыл бұрын
সব সময় পুলিশের দোষ দিয়ে কি লাভ... যদি আমরা নিজেরাই ঠিক না হই।।।
@BillalHossain-nc7ur5 жыл бұрын
জরিমানা ভারিয়ে দিন দশ হাজার বিশ হাজার টাকা করুন দেকবেন ঠিক হয়ে জাবে ইনশা আল্লাহ,,,
@khalidridoy9505 жыл бұрын
বেস্ট কমপ্লিমেন্টঃ ছারপোকার মত ঢুকায় দেয়! 😂
@ahashanhabibrimon74245 жыл бұрын
আরে আবুল, ফুট ওভারব্রিজ, জেব্রা ক্রসিং ইউস না কইরা যখন রাস্তা দিয়ে পার হছ তখন
@wayofallah45015 жыл бұрын
Hahaha.
@diputahsin55975 жыл бұрын
ফুট পাথে যারা চলাচল করেন, তাদের কাছে অনুরোধ যদি কোন bike দেখেন ফুট পাথে চলছে, সবাই মিলে গনধলাই দিন।
@mdsaifurrahman38525 жыл бұрын
বাইকারদের সাথে তাল মিলিয়ে বলছি না।জ্যামে যাতে পড়ে থাকতে না হয় ঘন্টার পর ঘন্টা সেই ব্যবস্তার পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ করতে হবে।
@MdRabbi-lr2is4 жыл бұрын
সকল বাইকার কে বিনয়ের সাথে অনুরোধ করছি ফুটপাতে গাড়ি চালানো থেকে বিরত থাকুন ও উল্টো পথে গাড়ি চালানো বন্ধ করুন ।
@Bangladesh_5aug20245 жыл бұрын
নিজের বিবেক হলো সব থেকে বড় আদালত সেটা যদি কেউ না বোঝে কিসের মানুষ সে?
@md.kazishohel64405 жыл бұрын
মোটরসাইকেল ঢাকা থেকে বের করে দেওয়া হক।সাধারণ মানুষ খুবই বিরক্ত এদের জন্য।
@ManikManik-ib9eo4 жыл бұрын
আমার মনে হয় ঢাকা শহরে মানুষের চেয়েও বাইকের বেশি নামো বাঙালি জাতি নামাও আরো ফাটাও নামাও
@manuelchisim36795 жыл бұрын
আমাদের আগে সচেতন হতে হবে,
@lionheart48345 жыл бұрын
এটার মূল কারণ হলো শেয়ার রাইড আ্যপস।বেশীর ভাগ রাইডাররা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসছে শুধুমাত্র বেশি অর্থ উর্পাযনের আশায়।শুধুই চলছে বারতি আয়ের প্রতিযোগিতা।যদি মেট্রো গুলো বিভাজন করা যায় তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব।
@sadiqahmed8515 жыл бұрын
প্রথমডার মত একটা অমানুষ পাইছলাম অই দিন নীলক্ষেতে।এদের ধরে চরম শাস্থি চাই
@rafirokon45525 жыл бұрын
বাইক ফুটপাতে উঠলেই কথা নয় শুধু লাত্থি হবে
@mahfujurrahman17625 жыл бұрын
পুলিশ ও দেখলাম। যাক, তাকে একা দোষ দিতে চাই না। তবে, একটা কথা কি...... রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, তখন এমন কিছু হওয়াটাই স্বাভাবিক😊😊
@sheikhmehedihasan83604 жыл бұрын
Good documentation
@raianansari57945 жыл бұрын
যখন ঝড় হয় তখন বের হয় বাইকারদের এই বড় গলা।
@almsshohag93555 жыл бұрын
বাংলাদেশ কবে উন্নত হবে
@truetv50705 жыл бұрын
ফুটপাতে দোকানের ব্যাপারে বলেন
@mdasaduzzmanasad9674 жыл бұрын
প্রথম চালক, যে ভাবে কথা বললো তাতে মনে হয় তার বাবার রাস্তা
@sujoyhaldar99665 жыл бұрын
কোন কথা হবে না...!!! শুধুই মাইর দিতে হবে....!!!!!
@sumonmiah82365 жыл бұрын
Tnx,,,,somoy tv
@JannatulFerdous-ok9eg5 жыл бұрын
ফুটপাতে বাইকের জন্য আমাদের খুব সম্যসায় পড়তে হয়।।
@md.jamanjim72085 жыл бұрын
এই দেশের মানুষ কথায় অনেক দুর এগিয়ে গেছে, কিন্তু কাজের বেলায় ঠনঠনাঠন।
@MdFaruk-xg6mr5 жыл бұрын
আমরা বাংলাদেশিরা আইন অমান্য করতে পারলে নিজেকে খুব বড় মনে করি