বারবার দেখে ও আশ মেটে না। বইয়ের পাতায় পড়া এই ভূমধ্যসাগর , মোজেস ও আলেকজান্ডারের কথা মনের মণিকোঠায় বারবার উঁকি দিচ্ছে। এই ভিডিও র মাধ্যমে অসাধারণ পরিবেশন করেছেন।
@tusharsen5757 Жыл бұрын
ভিনদেশের গ্রন্থাগারে বাঙালির আবেগ আর গর্ব কবিগুরুর বই দেখে খুব ভালো লাগলো ❤️
@suvendumukherjee710 Жыл бұрын
কোন প্রশংসা ই যথেষ্ট নয়।সিনেম্যাটোগ্ৰ্যফি,কনটেন্ট presentation or editing all top notch .আপনারা এত কিছু করে রিসার্চ করার টাইম পান কখন?egypt was not easy but you made everything easy.Thank you for making such an indelible mark in Bengali Travel History .Hats off to your synergy.
@ronydey8826 Жыл бұрын
আমি চমৎকৃত হইয়া গেলাম আপনাদের উপস্থাপনা দেখিয়া। মন্ত্রমুগ্ধ হইয়া সম্পূর্ণ সিরিজ গুলি দেখিয়াছি। কফির দাম অতিকিঞ্চিত লাগলো। অনেক কষ্ট করিয়া সাধু ভাষায় লিখিলাম, তাহার জন্য নিশ্চয়ই একটি like পাইবো আশা রাখি
ডমূদ্ধমহাসাগর তীরে অবস্থিত অপূর্ব সুন্দর আবহাওয়া জুন ও জুলাই ছাড়া ফ্যান চলেনা সুন্দর আলেকজান্ডারী নগর গড়ে উঠেছে তার আসবাবপত্র সৌখিন সৌন্দর্য ওখানকার ঐতিহাসিক ঐতিহ্য যার কিছু আসবাবপত্র আমার ও ফেবারিট ......
@soumenkumardas472210 ай бұрын
এখানে এখানে ট্রাম চলে , ভাড়া অতি স্বল্প মূল্যের দোতলা ট্রাম ওও চলে একটা নস্টালজিক হায়ার ট্যাক্সি পাওয়া খুবই available প্রচুর ও এখানে জমিয়ে আড্ডা আমাদের মত চা খাওয়ার চল আছে ৩৩২ সালে প্রথম আলেকজান্ডার আসেন ইজিপ্ট ও বিস্তির্ণ এরিয়া ---লিওপেট্রাআ এখানে আত্মরক্ষার কিছু সরঞ্জাম ও সৈনিক থাকত.........
@kabitabhaduri3792 Жыл бұрын
শিবাজী, "মিশর পর্বের ভিডিও দেখে আমি অভিভূত । আর ভূমধ্যসাগরের নীল জল দেখে আমার আনন্দের শেষ নেই। আমি ভূগোলের ছাত্রী। চোখ সার্থক হলো। ইশ্বরের আশীর্বাদ রইল । তোমরা এই বৃদ্ধাকে আনন্দ দিলে। ভালো থেকো। ❤❤
@a_n_i_k_e_t_360 Жыл бұрын
Prithwijit babur title je Dutta seta aaj kei jante parlam, khub valo lagche eta vabe je ekjon Dutta Alexandria chosa beracchen dekha! 💖💐🌹🙏🏻💫💞
@bansarinag2429 Жыл бұрын
মিশর সিরিজ অনবদ্য ও অসাধারণ হয়েছে। কিছু বলার নেই। আপনাদের দুজনের energy level কে salute জানাচ্ছি। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের সাথে থাকুন।
@ashimaroy8342 Жыл бұрын
আপনার হাতে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের বই দেখলাম খুবই গর্ব অনুভব করছিলাম। উনি তো বিশ্ব কবি তাই না। সারা বিশ্বে বরেন্য। তারপর তসলিমা নাসরিনের 'লজ্জা'। সেও তো বাংলার ই গর্ব। সাথে আপনাদের ইতিহাসের কত অজানা তথ্য তুলে ধরা। অসাধারণ অসাধারণ। শুধু ধন্যবাদ বললে কমই বলা হবে ।
@jay42754 Жыл бұрын
অনন্য, অসাধারণ আরও একটি পর্ব। শুধু মাত্র সমৃদ্ধ হওয়াই নয়, অপরিসীম আনন্দ দিলেন। আপনাদের মিশর রহস্য শেষ হইয়া ও হইলো না শেষ। ভালো থাকবেন। দুজনেই।
@indranimajumdar6598 Жыл бұрын
মধুরেণ সমাপয়েত। অলেকজানড্রেয়িয়া অবশ্যই সুন্দর শহর। আপনার বর্ণনা আরও সুন্দর। ওখানের লাইব্রেরিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের সংগ্রহ বারবার প্রস্তাব খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। সুস্থ থাকুন এবং আমাদের আরও বিভিন্ন দেশে ও বিদেশে মানস ভ্রমণ করান।
@lakshmiroy6399 Жыл бұрын
আমি সুদূর ধানবাদ থেকে লিখছি, খানিক সময়ের জন্য হারিয়ে গেছিলাম ইজিপ্ট শহরে। আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে,অনেক ধন্যবাদ দেই আপনাদের দুজনকেই। এ ভাবেই আমাদের মানস ভ্রমণ করানোর জন্য আরো একবার ধন্যবাদ জানাই
@deepanjanbasak6805 Жыл бұрын
দাদা গতকাল থেকে আপনার ভিডিও দেখা শুরু করেছি। বিগত ৫ ঘণ্টা ধরে একনাগাড়ে অনেক গুলো দেখলাম। জেরোকম আকর্ষণীয় আপনার ব্লগ তেমনি গুরুত্বপূর্ন আপনার ইতিহাস। আপনার ঐতিহাসিক বর্ণনা ব্যতীত ইজিপ্ট দর্শন বৃথা।
@ramonarayonoram-7219 Жыл бұрын
আহা কী দেখালেন, স্বপ্ন পূরণ হয়ে চলেছে শিবাজী - পৃথ্বিজিত অনবদ্য জুটির কল্যাণে। ছোটবেলায় পড়া ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠছে এই মানস ভ্রমণ এর সুযোগে.. আপনাদের অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই...
@tapashiroychaudhury7413 Жыл бұрын
আমি আনন্দ আশ্রম বৃদ্ধাশ্রমে বসবাস টিভির কোন অনুষ্ঠান খুব একটা দেখি না কিন্তু এক্সপ্লোর শিবাজী প্রত্যেকদিন দেখি টিভির কোন ব্যাপার নেই কারো সাথে কোন আলোচনা করি না। কিন্তু এক্সপ্লোর শিবাজী যাকে নিয়ে আমি প্রত্যেকদিন কারো না কারো সাথে আলোচনা করি এবং ভীষণ ভাবে এনজয় করি। আশা করব বৃদ্ধাশ্রম নিয়ে এক্সপ্লোর শিবাজী টিভির পর্দায় হাজির হোক। বিশেষ করে আনন্দ আশ্রম বৃদ্ধাশ্রম সুভাস গ্রাম শিবাজীওপৃথিজীতে হাসি ভরা মুখে সুন্দর সমালোচনা।
@debalinasarkar4478 Жыл бұрын
দারুন দাদা। লাইব্রেরী দেখে মন ভরে গেল।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বই দেখে গর্ব বোধ করলাম বাঙালি হিসেবে। ভালো থাকবেন 🙏🙏
@shepontalukder9404 Жыл бұрын
এখানে তো নরেন্দ্র মোদী নাই তাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে আর আমরা গর্ব অনুভব করতে পারছি।
@101kdeba Жыл бұрын
আপনাদের সঙ্গে আমার মানসভ্রমণ চলছে, আমার বয়স 62, সামর্থ্য এবং পরিস্থিতির ফলে সুদূর বিদেশ ভ্রমণ প্রায় অসম্ভব অথচ আপনাদের এই ভ্রমণের মাধ্যমেই আমার ভ্রমণ অজানা অচেনা দেশ সচক্ষে দেখা অজানা অনেক তথ্য পাওয়া, ঈশ্বর আপনাদের প্রভুত সুযোগ আর সামর্থ্য দিন। এই ভাবেই আপনাদের ঘরে-বাইরের ঘোরা চলুক। ধন্যবাদ।
@sabarnimajumdar6611 Жыл бұрын
অসাধারন লাগলো।মনে হচ্ছে আলেকজান্ডারের সময়ের ইতিহাসকে ছুঁয়ে ফেললাম যদিও সেই সময়ের বিশেষ কোনো নিদর্শন বর্তমান নেই কিন্তু নামটার মধ্যেই যেন ইতিহাস লুকিয়ে আছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
@AvisekChakraborti Жыл бұрын
দাদা, তোমার সবকটা video দেখি, ঘরে বসে তোমার চোখে পুরো দুনিয়া টা ঘুরে নিই । তোমার video দেখে inspired হয়ে এবার একটা বড় road trip এর plan করেছি। আমি থাকি Gurgaon তে। এইবার পুজোর সময় Gurgaon থেকে বাড়ি (Kolkata) যাব ঠিক করেছি, by road… drive করে। You are a true inspiration….!
@knowledgehunger2023 Жыл бұрын
I don't know what I have to say. You are an explorer or a History teacher or a History enthusiast. In my school time, History was one of my favorite subjects and I have loved to cherish the subject too till now,. Your travel vlogs make me nostalgic every time I hold the mobile screen or sit in front of my computer. Explorer Shibaji just rocks. Hail Shibahi Sir and Pritthijit Sir. Emotion, Promotion, and Motion - everything is there in your videos. I love watching them and endowed with the rich historical information that we all have read in school days but all are about to forget due to professional and personal hustle and bustle. However, love you both and pray for your sound health always. Long live both of you, sir. ......... Bonni Basak from Durganagar Kolkata.
@prosantabanerjee4612 Жыл бұрын
আপনাদের মিশর সিরিজের সব ভিডিওগুলো দেখলাম। অপূর্ব উপস্থাপনা। খুব ভালো লাগলো। মিশর নামটার মধ্যে এক মোহময়তা লুকিয়ে আছে। মমি, নীলনদ, মিশরের সুপ্রাচীন সভ্যতা -- সেই ছাত্র জীবন থেকেই যার অমোঘ আকর্ষণ মন কে উদ্বেলিত করতো। এতদিন ইতিহাস বইয়ের আর অধুনা ইন্টারনেট এর তথ্য আর ছবি ছিল মিশরকে জানার একমাত্র আধার। আপনাদের ভিডিওর মাধ্যমে অনেক বিশদে মিশরকে জানার সুযোগ পেলাম। আপনাদের সাথে মানসভ্রমণ করে মিশর সচক্ষে না দেখার দুঃখ অনেকটাই ভুলতে পারলাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
@sabyasachisaha966 Жыл бұрын
দাদা, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের ইতিহাসের দোরগোড়ায় দাড় করিয়ে দেবার জন্য. আপনাদের জন্যই ঘরে বসে এতো জায়গার এতো দ্রষ্টব্য স্থান দেখতে পাই. এইভাবেই আমাদের পুরো পৃঠিবীটা ঘুরে দেখান. আমি আপনাদের দুজনের একনিষ্ঠ ভক্ত. নমস্কার
@arpanbhattacharya5484 Жыл бұрын
ভ্রমণপিপাসু বাঙালির জীবনে একটা মাইল ফলক আপনারা অলরেডি সেট করে ফেলেছেন আপনাদের ব্লগিং এর মাধ্যমে।আপনাদের সৌজন্যে আন্তর্জাতিক হয়ে উঠছি আমরা।কামনা করি আরো অনেক অনেক বছর আপনাদের যেন এভাবেই পাই।looking forward for your next video,thank you.
@TamojitCh Жыл бұрын
এক অনন্য সুন্দর ঐতিহাসিক শহর এই আলেকজান্দ্রিয়া। গুরুত্বপূর্ণ তথ্য র সাথে আপনাদের উপস্থাপনা ও অনবদ্য। অশেষ ধন্যবাদ শিবাজী দা ও পৃথ্বীজিত দা কে। আপনাদের মিশরের প্রত্যেকটা এপিসোড ই দূর্দান্ত, অতুলনীয় । ভবিষ্যতে আপনাদের মাধ্যমে বিশ্বের আরও বিভিন্ন ঐতিহাসিক জায়গা ভ্রমণের আশায় থাকলাম।
@subhaschowdhury3778 Жыл бұрын
কি দারুন এক এক সময় মনে হচ্ছিল আমি বুঝি মিশরে। ধন্যবাদ শিবাজী ও পৃত্থিজিত
@anirbandhali4523 Жыл бұрын
Total dubai and egypt series টা খুব ভালো লাগলো। তবে Alexandria national meuseum টা না দেখতে পারার জন্য একটু আফসোস হচ্ছে। কিন্তু তবুও আবার এক অসাধারণ experience পেলাম আপনাদের মাধ্যমে।
@Pratibha_Anandmoy_986 Жыл бұрын
Excellent. অপূর্ব সুন্দর আলেক্স্রান্ডিয়া। অপূর্ব সুন্দর প্রস্তাবনা। অপূর্ব সুন্দর ভূমধ্যসাগর। সবমিলিয়ে খুব সুন্দর লাগলো। অনেক ধন্যবাদ আপনাদের।
@sunitakarmakar2422 Жыл бұрын
ধৈর্য্য থাকছিল না আর । প্রতিটা পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি । অনেক ধন্যবাদ শিবাজী দা আর পৃথ্বীজিত দা ।
@sanjibneogi4415 Жыл бұрын
এক কথায় বলতে অসাধারণ, আমি বার বার দেখি, মনখারাপ হলে এই ভিডিও গুলো দেখলে সত্যিই মন ভালো হবেই হবে আমার বিশ্বাস,🙏🙏
@mousumiroy9474 Жыл бұрын
অনেক ধন্যবাদ এই এপিসোডের জন্য...তর সইছিল না..অ্যালাকজান্ড্রিয়ার জন্য! খুব ইচ্ছে ছিল গ্রন্থাগারটি দেখার..চোখ সার্থক হল , মন ভরল।❣️ (গলিটা একদম ballygunj 'র মতন!😊)
@ramagupta-uq4ik Жыл бұрын
এ এক অসাধারণ পর্ব। গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ। আলেকজা্দ্রিয়া সম্পর্কে হযতো কিছু জানতাম , আবার নতুন করে জানলাম। এখানে বিশ্বকবির কিছু গ্রন্থ পাওয়া যায় দেখে সত্যিই অভিভূত। যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমরাও পাই এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও। 🙏🏿
@subhamdasgupta3101 Жыл бұрын
সুদূর ইজিপ্ট এর লাইব্রেরী তে বাঙালি লেখকদের লেখা বই দেখে গায়ে কাঁটা দিয়ে উঠলো। অসংখ্য ধন্যবাদ Explorer Shibaji চ্যানেল এর টিম কে। আরেকটা কথা, বাড়ি ফেরার ভিডিওতে এতদিন পর দেশ ও নিজের শহরে ফেরার অভিজ্ঞতার কথা যদি ভয়েস ওভার দিয়ে একটু বলেন তাহলে গোটা সিরিজটার শুভ সমাপ্তি ঘটবে
@souravdascool09 Жыл бұрын
প্রথম বার কমেন্ট করছি , এই সিরিজটি দুর্দান্ত লেগেছে। এই রকম সিরিজ আরো দেখতে চাই।
@munnabanik267 Жыл бұрын
অনবদ্য, অসাধারণ আরেকটি পর্ব, খুব সুন্দর মনে হচ্ছে যেন শেষ না হয়। ভালো থাকবেন শিবাজী দা ভালো থাকবেন পৃথ্বিজিত দা।
@niladrichatterjee213 Жыл бұрын
লাস্ট ১ মাস ধরে দুবাই মিশর হয়ে আজ আলেকজান্দ্রিয়া হয়ে আপনাদের সাঠে আমার ও মিশর ভ্রমণ শেষ হলো, আমি আপনাদের চোখ দিয়ে মিশর ঘুরে এলাম, দারুন লাগলো, আশা করবো আপনাদের সাথে আরো ঘোরার। ভালো থাকবেন শিবাজিদা
@sutosomchakraborty9496 Жыл бұрын
I want to see your channel grow big enough to ultimately have a TV presence. We need a person like you to represent the Indian and especially Bengali community in the field of geo-political and historical tourism. I am rooting for you Sir!
@kalikumarchatterjee7333 Жыл бұрын
এই Tour এর প্রতিটা পর্ব খুব ভালো উপভোগ করলাম।
@kalpanabiswas1164 Жыл бұрын
Everything thrilling. Specially the deta of history given . The jolly faces of both of you really amaze all of us . The Colour of all buildings of Alexendria are same . This is unique.
@tapasmukherjee4865 Жыл бұрын
অদ্ভুত ভালো লাগলো জানেন, সেই আলেকজান্ডার সেই আলেকজান্দ্রিয়া, চোখের সামনে দুজন বাঙালি ... ভাবলেই অবাক লাগছে, সেই স্কুল এ পড়া ইতিহাসের পাতার ছবি... রোমাঞ্চকর, ইতিহাসের সেই অলিন্দে পৌঁছে যাওয়া যা শুধু কল্পনায় ছিল! অনেক অনেক ধন্যবাদ।❤ চলতে থাকুন।
@pompadutta4112 Жыл бұрын
দারুণ উপভোগ করলাম মিশর সিরিজ। সাড়ে ছয়হাজার বছরের সভ্যতা ও রূপকথা ছুঁয়ে দেখলাম যেন 🍁🍂
@minatipaul870 Жыл бұрын
আলেকজান্দ্রিয়ার ভিডিও দেখে মন ও চোখ ভোরে রোইলো
@ruchiritaroy7446 Жыл бұрын
কোন দিন যেতে পারবোনা। ছোটবেলা থেকেই ইতিহাসে মিশর পড়েছিলাম কিন্তু তোমাদের মতন এত সুন্দর ভাবে কেউ দেখায় নি। কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবোনা। ভালো থেকো তোমরা ❤❤।
@lifewithoutdestination7567 Жыл бұрын
কোনদিন যেতে পারবেন না এটা ঠিক না। আপনি অবশ্যই যেতে পারবেন যদি আপনি চান। সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করেন না। ভালো থাকবেন। চট্টগ্রাম, বাংলাদেশ থেকে।
@ganeshroydrbangali4382 Жыл бұрын
দাদা সত্যিই খুব ভালো লাগলো সব থেকে ভালো লাগলো কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুর এর ওই জায়গাটা গর্বে বুক ভরে গেছে দুই দাদা তোমরা খুব ভালো থেকো
@arindam_neogi Жыл бұрын
এভাবে এক্সপ্লোর আগে কোনো বাঙালি করেছেন কিনা জানিনা। অসাধারণ লাগল ইজিপ্ট সিরিস এটা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। ভালো থাকুন সুস্থ থাকুন আর আরো ভালো রাখুন আমাদের।
@Shibendu_laha Жыл бұрын
আপনার মিশর এর সব পর্বই খুব খুঁটিয়ে দেখছি ❤ আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের কাছে বিদেশ ভ্রমণ যেন একটা স্বপ্নের চেয়ে কোনো অংশের কম নয়.. কিন্তু আপনি যদি কয়েক দিন পর একটা মধ্যবিত্ত দের জন্য একটা Egypt Tour এর একটা কম খরচের Guideline দেন তাহলে আমরাও এই মিশরের স্বাদ ভোগ করতে পারবো..❤ যদিও যেদিন আপনি আলেকজান্দ্রিয়া থেকে বাসে করে কায়রো আসার ছবিটা Community তে Post করেছিলেন তার পরে একটা মিশরের খরচ আপনি Share করে দিয়েছেন❤❤ তবুও সেটা Video হিসেবে একটা Tour Guideline দিলে উপকৃত হব.. আপনার চ্যানেল এর আমি একটা নিয়মিত দর্শক এবং কমেন্ট ও করি❤❤.. তাই অনেক দর্শকবন্ধু র হয়ে আপনার কাছে একটা বিনীত অনুরোধ রাখলাম.. সেটা 2 মাস পরে Video টা Publish করলেও কোনো ক্ষতি নেই.. দয়া করে আমার কথা খারাপ ভাবে নেবেন না.. আপনার মত এত সাজানো গোছানো Information Basis Video খুব কম KZbinr বানান..❤আপনাকে আর Prithwijit দাকে আমার প্রনাম জানালাম..ভাল থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এভাবেই মনোরঞ্জন করবেন!!!❤❤ বোলপুর শান্তিনিকেতন থেকে অবিরাম ভালোবাসা ❤
@modhumitaghosh3945 Жыл бұрын
লাস্যময়ী সুন্দরী রানী ক্লিওপেট্রার নগরী দেখে ভালো লাগলো, আপনাদের জন্য দেখতে পেলাম,এর জন্য অসংখ্য ধন্যবাদ রইল দুজনের জন্য।
@susantachoudhury7350 Жыл бұрын
Alexandria is really great to see. Inspired to visit Egypt soon and credit goes to both of you🙏
@sudiptadeb9604 Жыл бұрын
কি যে সুন্দর ভিডিওগুলো। আপনাদের পরিশ্রম সার্থক। মিশর আমার স্বপ্নের দেশ। জানি না কোনও দিন যেতে পারবো কিনা, তবে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখলাম অনেকটাই। আর আলেকজান্দ্রিয়ার লাইব্রেরীতে রবি ঠাকুরের বই দেখে গর্বে বুকটা ভরে গেল। যারা বাংলা ভাযা নিয়ে, বাঙালিদের নিয়ে কটাক্ষ করেন, তাদের এটা দেখা প্রয়োজন যে বাংলা সাহিত্যের কদর রয়েছে সারা পৃথিবীতে । অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এমন সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। ভাল থাকুন আপনারা ।
@pradiptapradhan1054 Жыл бұрын
Thanks for bringing back memories..😊
@SUVANKAR-TRAVEL-VLOG Жыл бұрын
স্যার আপনি কোন ক্যামেরা 📷 ভিডিও করছেন
@sekharroy7878 Жыл бұрын
ঐতিহাসিক বিবরণের সঙ্গে আলেক্সান্দ্রিয়া বেশ ভাল লাগল।
@amarnathdas5404 Жыл бұрын
Brothers, I am overwhelmed to watch your all videos which reflects a detail idea. Your representation and detail information will help many viewers. I am enjoying your video since long and take advantage to travel through your mind, as we ,the lower income group can'nt afford the travelling cost. Stay fit. Wish you a happy journey and return to home. Yours truly.Thanks alot.
@biswanathmodak110 Жыл бұрын
আমি জানিনা আমি কোনদিনও মিশর যেতে পারবো কিনা কিন্তু আপনাদের এই মিশর সিরিজের ভিডিও দেখে আমি মিশরের বহু অজানা জিনিস জানতে পেরেছি এবং মিশরের প্রতি আমার আগ্রহ আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। আমি আপনাদের দুবাই সিরিজ শুরু হওয়ার সময় থেকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত এবং এর মাঝে আমি আপনাদের ফিক্কেলে গাঁও এর সিরিজটা শেষ করেছি। আমার আপনাদের ভিডিও ভীষণ ভালো লাগে, এই কদিনে এটা আমার কাছে নেশার মতন হয়ে উঠেছে। আমি আপনাদের দুবাই সহ ইজিপ্ট সিরিজ দারুন ভাবে উপভোগ করেছি।❤ বিশ্বনাথ মোদক, বারাসাত, উত্তর 24 পরগনা।
@pradiptapradhan1054 Жыл бұрын
Admire your spade work to provide all authentic historical facts..conducted tours usually hardly provide so many details.. The teacher in you comes out in your pinpoint narrations...godbless and thank you...almost getting addicted to your vedios 😅🎉
@baishakhipyne4362 Жыл бұрын
Absolutely
@tapatighosh7904 Жыл бұрын
❤
@mahuadas4090 Жыл бұрын
একটা ভাল উপন্যাস পড়া হয়ে গেলে কেমন একটা খালি খালি লাগে, পুরো উপন্যাস টা পড়ার সময় যেমন প্রতিটা ঘটনায় নিজেকে জরিয়ে নিয়ে চলা হয় ঠিক সেই ভাবেই আপনাদের এই ইজিপ্ট এপিসোড গুলো খুব সুন্দর একটা উপন্যাস এর মতই ছিল। আলেকজান্দ্রিয়া র লাইব্রেরী টাতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। খুব ভালো থাকবেন দাদা রা।
@saikatroy3318 Жыл бұрын
Just অসাধারণ অপূর্ব । Thanks for the tram ride. I had goosebumps to see books by বিশ্ব কবি Rabindranath in the library. Entire মিশর series was a very well conceived travelogue with latest tourist information and historical commentary. I think all the subscribers of this channel will agree with me that both of you have just raised the standard of travel vlogging in terms of content and presentation style. Looking forward to another exciting trip in the near future. Best Wishes
@eesitagos1761 Жыл бұрын
খুবই ভালো । ঐতিহাসিক তথ্য সম্বলিত vlog সাধারণত পাওয়া যায়না। Street food এ কি scrape করে দেওয়া হচ্ছিল জানাবেন?
@md.tayhedarifchowdhury8683 Жыл бұрын
খুব খুব সুন্দর। আপনার মাধ্যমে পুর ইজিপ্ট দেখা হল। ধন্যবাদ আপনাদেরকে।
@jharnabaroi3560 Жыл бұрын
দাদা আর ধৈর্য ধরে অপেক্ষা করতে পারছিলাম না, কি নেশা ধরিয়ে দিয়ে ছেনআপনি।
@sudiptokarati4148 Жыл бұрын
সত্যি একদম
@KAUSARjamal1210_ Жыл бұрын
Ja bolechen
@biswanathmodak110 Жыл бұрын
Sotti😂
@samitaaich4571 Жыл бұрын
Sotti thik bolechen
@JitendraMullick Жыл бұрын
সহমত পোষণ করি।
@nabanitadey3724 Жыл бұрын
আপনাদের কঠোর পরিশ্রমের জন্য এই সুন্দর জায়গা ও তাদের ইতিহাস জানতে পারছি, অসংখ্য ধন্যবাদ🙏💕
@shekharhalder8312 Жыл бұрын
এই লাইব্রেরিতে আমার বাংলাদেশের একটি বাংলা ভাষার বই রয়েছে। আমি গর্বিত বাঙালি বাংলা ভাষার লোক বাংলাদেশের লোক।
@kaushikchowdhury6930 Жыл бұрын
সব থেকে ভালো লাগছে জায়গা গুলো দেখার সঙ্গে সঙ্গে ইতিহাস গুলো শুনতে, এর জন্য অনেক গবেষণা করতে হয় জানি, এগুলো তো চিরকাল বইয়ের পাতায় পরেছি। অনেক ধন্যবাদ।
@milansen3503 Жыл бұрын
Shivaji and prithijit da আপনাদের মিশরের সকল জার্নির সাথে আমিও ছিলাম। প্রতিটি ভিডিও অসাধারণ ছিল। খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখায়ে আপনি যেভাবে ভিডিওগুলো তৈরি করেন সত্যি ভাবা যায় না। আপনার প্রতিটি কথা অর্থাৎ পরবর্তী কথা গুলো কি আসছে সেটা শুনার অপেক্ষায় থাকি। এই ক'দিন খুব দারুন কেটেছে আমার। ঠাকুর আপনাদের অনেক সুস্থ রাখুন। খুব ভালো থাকবেন।
@gargibasu6970 Жыл бұрын
আলেকজান্দ্রিয়া বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আরও ঘুরে বেড়াতে ইচ্ছে করছিল.... কি জানি, শেষ বেলায় হয়তো এমনটাই লাগে! তোমরা ট্রামে চড়েছো দেখে খুব খুশি হয়েছি। লাইব্রেরীটা সত্যিই নজরকাড়া, কি বিশাল আর কত বই! রবি ঠাকুরের উপস্থিতি নিঃসন্দেহে আনন্দের। ভূমধ্যসাগরের তীরে পায়ে পায়ে যেটুকু ঘোরা গেল, সবটাই স্মৃতি হয়ে মনের কোণে থেকে যাবে বহুদিন।
@shyamalbose6902 Жыл бұрын
প্রতিটি পর্ব দেখার জন্য.মুখিয়ে ছিলাম।আমার মিশর ভ্রমণ করার ইচ্ছে আছে।আপনাদের পর্ব গুলো সমৃদ্ধ কোরল।
@ARUNKUMAR902 Жыл бұрын
09-34AM উঃ, কি ভাল ভ্রমন ভিডিও! ভাবা যায় না। আলেকজান্ড্রিয়াকে আপনার চোখে যে ভাবে দেখলাম, জানি না নিজের চোখে সে ভাবে দেখতাম কি না। খুব ভাল শিবাজীবাবু মন ভরিয়ে দিলেন।
@amitavagupta3403 Жыл бұрын
আজকে আরেকটা দারুণ সুন্দর এপিসোড উপহার দিলেন আপনারা।ঐতিহাসিক আলেকজান্দ্রিয়ার আধুনিক বিশাল লাইব্রেরী দেখে রোমাঞ্চ হচ্ছিল।আর দুঃখও হচ্ছিল এত কম বাংলা বই দেখে।স্বামীজির বই অন্তত থাকতেই পারতো।রামকৃষ্ণ মিশন ও এ ব্যাপারে উদ্যোগ নিতে পারেন।কারণ সরকারি উদ্যোগে তো আঠারো কেন ছত্রিশ মাসে বছর হয়। খুব ভালো থাকুন আপনারা।
@piyalibasu4695 Жыл бұрын
অসাধারণ, কি যে ভালো লাগছে ইজিপ্ট দেখতে, এতো ভালো করে মিশর কে কেউ মনে দেখায়নি।হেঁটে না দেখলে কোনো শহরকে ভালো করে দেখা যায় না। অনেক শুভেচ্ছা শিবাজী আর পৃথীজিৎ কে 💐🌹
@moinulislam720 Жыл бұрын
আজ ঈদের দিন দাদা।পরিবার থেকে হাজার কিলোমিটার দূরে বসে আছি একা একা আর আপনাদের ভিডিও দেখে কিছুটা আনন্দ অনূভব করছি।ধন্যবাদ পৃথী দা এবং আপনাকে।
@timirmahato2429 Жыл бұрын
Egypt series খুবই সুন্দর হয়েছে । আপনাদের অশেষ ধন্যবাদ । ভালো থাকবেন
@sivajichatterjee6668 Жыл бұрын
খুব সুন্দর করে আনন্দের সঙ্গে ঘুরে বেড়াই আপনাদের সঙ্গে। অপূর্ব অনুভূতি হয়।🎉
@sonalidasgupta1961 Жыл бұрын
আমাদের লাইব্রেরি টা দেখানো হয়নি। আপনাদের মাধ্যমে দেখে খুব ভালো লাগছে। কবিগুরুর বই বিদেশের লাইব্রেরি তে দেখে ভীষণ ভালো লাগছে
@moumitachakraborty5752 Жыл бұрын
দারুন উপভোগ করলাম মিশর সিরিজ 💯💯 পরবর্তী অ্যাডভেঞ্চার এর অপেক্ষায় রইলাম 😊
@bornoheenashik8038 Жыл бұрын
দুবাই আর মিশর সিরিজের সব গুলো ভিডিও দেখলাম।।সত্যিই দাড়ুন লেগেছে। ❤love from Bangladesh 🇧🇩
@santabhattacharya4764 Жыл бұрын
অপূর্ব অসাধারণ অতুলনীয় মিশর এর প্রতিটা সিরিজ।আলেকজান্দ্রিয়া বহু প্রাচীন ঐতিহাসিক একটি শহর।শিবাজী দা তোমার প্রতি টা এপিসোড আমার মন কেরে নেয় নিখুঁত তথ্য আর তোমার কথার জাদু।অবশ্যই পৃথীজিত দার সুখ্য বিশ্লেষণ। ভালো থেকো।
@SanjuktaSengupta-h9y Жыл бұрын
দারুণ ভাবে উপভোগ করলাম আপনাদের মিশর ভ্রমণ। মনে হল যেন আমিও ঘুরে বেড়াচ্ছে আপনাদের সঙ্গে। Long live Explorer Shibaji & Pritthijit Dutta. আবার কিছু বেড়ানোর video র অপেক্ষায় রইলাম।
@priyabasu1987 Жыл бұрын
দাদা, আমার ভীষন ইচ্ছা ছিল, Egypt দেখার, আপনি এত সুন্দর করে প্রতিটি information দিলেন এবং বোঝালেন, জানিনা সশরীরে উপস্থিত থেকে ওখানে এত information জেনে আসতে পারতাম কিনা... "ধন্যবাদ" কথাটা বললে ও অনেক কম বলা হবে। এইভাবেই আমাদের বিভিন্ন জায়গা দেখাবেন ও প্রচুর তথ্য দিয়ে উদ্বুদ্ধ করবেন, আশা ও অনুরোধ রাখলাম।
@sanandadas6649 Жыл бұрын
Apnader dooars er video dekhe khubi bhalo laglo.. Ebar Kenya r masaimara ghure asun.. Apnader sathe amadero manoshbhromon hoye jabe
@mohammadaminulhoque807 Жыл бұрын
আপনাদের এই দুবাই আর মিশর সিরিজ পুরো নেশা ধরিয়ে দিয়েছে দাদা। অনেক অনেক ভালোবাসা 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 হতে।
@dipalidey-vu6rx7 ай бұрын
ভীষণ ভালো লাগলো । সেই ছোট বেলায় ভূগোলে পড়ে ছিলাম মিশর দেশ আর আলেকজান্ডারের কথা । আজকে চোখের সামনে অনেক কিছুই দেখলাম। ভালো থেকো । ঈশ্বর তোমাদের সহায় থাকুন ।
@nishadas8914 Жыл бұрын
তসলিমা নাসরিনের বই আছে আলেকজান্দ্রিয়ার এই লাইব্রেরীতে! বিশ্বাস হচ্ছে না। Proud to be a Bangladeshi....also for Rabindranath Tagore
@ashokbanerjee1491 Жыл бұрын
খুব ভালো লাগলো 👍 অসাধারণ একটা পর্ব 👍
@bumbachakraborty-iy6bl Жыл бұрын
আপনাদের রুচি সংস্কৃতি, আপনাদের কথা বার্তায় অভিব্যক্তিতে প্রকাশ পায় ... জানানো উচিত কিনা জানিনা তবে অবশ্যই আপনারা অনান্য ভ্রমনের ইউটিউবারদের থেকে স্বতন্ত্র এবং অনন্য ... যত দেখছি ততটাই অবাক হয়ে যাচ্ছি ... (প্রসঙ্গত বারে বারে অবশ্যই অবাক হতেই চাইছি ) ....
@rinabanerjee2789 Жыл бұрын
দারুন লাগলো প্রতি টা সিরিজ ইতিহাসের বই পাতার ছবি আর চোখের দেখা ছবি তা সুন্দর ভাবে অনুভব করলাম আপনাদের সুন্দর পরিবেশ নার মাধ্যমে । এগিয়ে চলুন সঙ্গে আছি । ভালো থাকবেন।
@abdullahbinomar3284 Жыл бұрын
ভিডিও দেখা শুরু করি টেনে টেনে দেখব বলে কিন্তু শুরু হলে আর টানার ইচ্ছে থাকে না,অসাধারণ উপস্থাপনা আপনার
@suptiparnapaul2996 Жыл бұрын
Bhagabati promotion noy emotion... That was bang on! 🙌🤣
@romichakrabarti1777 Жыл бұрын
Khub proud feel korchi Ami bangali bole.moder gorob moder asha a mori banglavasa.mishor porbo jug jug Jio.explorer shivaji evabei agiye jak.sobsomoy songe thakbo
@sanjuktapaul9841 Жыл бұрын
27:15 চার (Quatre বা Quad) অধ্যায় (Chapitres বা chapters)! দেখে চোখ জ্বলজ্বল করে উঠলো, বইটার মতোই। ❤❤
@AHN4F_T4HM1D7.ǢP Жыл бұрын
অনেক কিছু জানা গেল। সুন্দর লাগছে দু'জনকে। আপনারা আরো এগিয়ে যান।
@boi1859 Жыл бұрын
মন টা খারাপ হয়ে গেলো ,মিশর ভ্রমণ শেষ। বেশ লাগছিল ঘুরতে। আর অনেক ধন্যবাদ ওই বাতিঘর আর লাইব্রেরী দেখানোর জন্য। শিবাজী দা আর পৃথ্বী দা র বাঙালি হিসাবে গর্ব আমাকে মুগ্ধ করে। ভালো থাকবেন । একবার মুর্শিদাবাদ আসবেন pls, ভালো লাগবে যদি দেখা করতে পারি ।
@nibeditachakraborty357Ай бұрын
অসাধারণ লেগেছে।ভুমধ্যসাগর ও গ্রন্থাগার নাড়িয়ে দিয়েছে।পুরো সিরিজ দারুন আনন্দ দিয়েছে। কবিগুরুর ব ই দেখে আপ্লুত। অনেক ধন্যবাদ ও অভিনন্দন। তোমাদের জয় হোক।
এই Egypt series বাংলা youtube এ চির উজ্জ্বল হয়ে থাকবে। অসাধারণ কন্টেন্ট। Keep Up The Good Work❤️❤️.
@GopalRoy-vc7mx Жыл бұрын
গীতাঞ্জলি নোবেল পুরস্কার বিজয়ী উপন্যাস আলেকজানডীয় লাইব্রেরী তে এই সুন্দর ভিডিও টা আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ
@jayasreedas952 Жыл бұрын
মিশরের সব কটি ভিড়িও আমি গোগাসে গিলেছি অসাধারণ লেগেছে তবে ইতিহাসের পড়া আলেকডাজড়ারের তৈরি ভূমধ্যসাগরের তীরে আলেকজানদিয়া শহর খুব ভালো লাগল আর সবথেকে আমি ভারতীয় হয়ে গর্বিত পৃথিবী বিখ্যাত লাইবেরীতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুস্তক দেখে।সত্যি মোটামুটিভাবে পঁচিশ দিনের শেষ ভিডিও টি দারুন উপভোগ করলাম ।অনেক কিছু জানতে পারলাম আপনাদের সঙগে আমিও আমার বিদেশ ভমন শেষ করলাম সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
@goutamroyGR Жыл бұрын
সত্তি খুব লাগছে বা লেগেছে। বিদেশের মজাটাই আলাদা আনন্দ উপভোগ। কিন্তু দাদা ভাই একটা কথা যেটা ধ্রব সত্ত,ঐক্যর মধ্যে বৈচিত্র্য ভারত আমার ভারতবর্ষ,স্বদেশ আমার সপ্ন গো তোমাতে আমরা লভিয়া জন্ম,ধন্য হয়েছি ধন্যগো। আশাকরি আমার সঙ্গে এক মত হবেন। আপনাদের দুজনকেই আমার নমস্কার। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
@NailaTasmin Жыл бұрын
সব গুলো ভিডিও দেখে নিলাম। খুব ভালো লাগলো। মিশর সফর দারুণ সুন্দর হয়েছে আপনাদের । ধন্যবাদ।
@dipakkumargoswami278 Жыл бұрын
আপনাদের সবচেয়ে মনোগ্রাহী ভিডিওগুলির মধ্যে এটি একটি। খুব ভালো লাগলো।
@sumitct Жыл бұрын
দারুন লাগলো দাদা, ইজিপ্ট ঘোরা হয়তো কোনদিন আমার হবে না, কিন্তু আপনি যা দেখালেন তা ঘোরার চাইতে কম কিছু নয়, আর বাংলা এ এই রকম ভিডিও প্রায় নেই বললেই চলে, ভালো থাকবেন দাদা, ধন্যবাদ
@malaroy8667 Жыл бұрын
Alexandria টা সব থেকে ভালো লাগলো। Eygpt খুব শুকনো এবং একটু boring। আপনারা নিজেরা কষ্ট করে আমাদের জানিয়ে দিলেন এর জন্য অনেক ধনযবাদ।
@ayanbanerjee5539 Жыл бұрын
অসম্ভব সুন্দর লাগল আপনাদের দুজনের হাত ধরে ইতিহাসের পাতায় ফিরে গিয়ে। আপনি আমাদের গর্ব। তবে এবার আপনাদের চোখে মাসাই-মারা ঘুরে আসতে পারলে খুব ভালো লাগবে।