Barisaler maye mane ki? Certain ly purbopurush chilo,akhan ota foreign,w.bengal er jai hoyay manus hoye keno take asikar karen? Benifit to akhan thekei pan
@explorershibaji3 жыл бұрын
ইনি কে? এনাকে তো নোবেল দেওয়া উচিত।🤣🤣🤣
@sujoysengupta88233 жыл бұрын
@@explorershibaji Bhhugol-er jonyo toh Nobel Prize ekhhon-o deowa hoy na boley-i jaani ...
@sudiptaa0083 жыл бұрын
Ader kaj nei tai asob kotha bole. 🤣🤣🤣 Khub valo lage apnar vlog
@anutapabhattacharya75413 жыл бұрын
বাঁকুড়া,পুরুলিয়া,মেদিনীপুরের মত বরিশাল ও বাংলার একটা জেলা ছিল।সব জায়গার মাটীর আলাদা রূপ থাকে।মেদিনীপর,বাঁকুড়া হলে আপত্তি নেই আপত্তি শুধু বরিশালে?
@sumitapatra43723 жыл бұрын
মানুষ তার পূর্বপুরুষ ,বংশপরিচয়ের কথা বললে বিদেশি বলেন কেন? অাপনার মতো মনের মানুষ বাঙালীর কলঙ্ক , অার হ্যা প্রত্যেক জায়গার রান্নার একটা গুনাগুন অাছে সেটাই বলা হয়েছে ৷ বাঙালিদের ভাগ করতে যাবেন না , অাপনি অাপনার বংশমর্যাদা সংস্কৃতিকে অস্বীকার করতে পারেন ? ফালতু মানিসকতা ৷ বরীশাল বললে এত অাপত্তি কেন? বরিশালের রান্না সত্যি খুব ভাল ৷
@kanchanali75463 жыл бұрын
দিদি আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনি ওপারে বসবাস করার পর ও, নিজ জম্মভুমি বরিশালের টান,, বরিশালের কথা অন্তরে ধরে রেখেছেন কি যে শান্তি পেলাম তাহা ভাষায় বুঝাতে পারব না... আমি বাংলাদেশের বরিশালের।
@Deepak-uz5tm3 жыл бұрын
শান্তিনিকেতনের কাছে বরিশালের রান্নাঘরের সন্ধানের জন্য শিবাজী ও পার্থ কে ধন্যবাদ জানাই , এই পর্বগুলি খুবই উপভোগ করছি।
@explorershibaji3 жыл бұрын
❤️❤️❤️
@parthadutta8539 Жыл бұрын
অপূর্ব, অপূর্ব । সত্যি জনজীবন, দোকানপাট, বাজার স্কুল-কলেজ এইসব না দেখলে একটা দেশ সন্মন্ধে ধারণা পাওয়া মুশকিল । শিবাজী দা, আপনাকে অনেঅ ধন্যবাদ।
@fatemabipa86833 жыл бұрын
চমৎকার। বরিশালের রান্নার আলাদা ফ্লেভার আছে,ইলিশের স্বাদ আমাদের বাংলাদেশের মাঝে অন্য রকম। খুব ভালো লাগলো বাংলাদেশ থেকে বরিশাল দেখে।
@biddrohibiddrohi67983 жыл бұрын
বরিশালের রান্নায় পাটশাক দিয়ে ডাল চমৎকার একটা আইটেম।
@shampachatterjee093 жыл бұрын
ওফ্ফ কি লোভনীয় খাবার দাবার সব সক্কাল সক্কাল।।।। জিভে জল।।।।। আর আপনার ভিডিও আর বাচনভঙ্গি অসাধারণ 🌹
@soumenmodak87123 жыл бұрын
একদমই ঠিক।
@chainabiswas10523 жыл бұрын
দাদা আমি বরিশালের রান্না ঘরে গত বছর 21 শে ফেব্রুয়ারি গিয়ে খেয়েছি।সত্যিই ভালো।আর ওদের আতিথেয়তা টা।দারুন।
@zahirshajib15513 жыл бұрын
দাদা, আমি আপনার খুব বড় একজন ফ্যান। আমার বাড়ি বাংলাদেশের বরিশালে। খুব ভাল লাগলো আপনাদের ওখানে এমন নামের একটা রেস্তোরাঁ আছে শুনে ❤️❤️
@আকাশছোয়াভালোবাসা-ষ৬ল3 жыл бұрын
আমরা বরিশাইলা
@sujoychakraborty23533 жыл бұрын
Ammader barri aga Barisal a chilo...... Aita sal jaita sal take koi Borisal
@mylittlememories56153 жыл бұрын
রান্না গুলো দারুণ হয়েছে৷ মনে হচ্ছে।জিভে জল মুখে হাসি
@mohiuddintuhin53113 жыл бұрын
বাংলাদেশ থেকে বলছি। আমি জন্মসূত্রে বরিশালের মানুষ। 'বরিশালের রাণ্নাঘর' নামটি দেখে খুব ভাল লাগলো। যদি কখনো বোলপুরে বেড়াতে আসি এখানে খেতে আসার ইচ্ছে আছে। উদ্যোক্তাদের জন্য শুভকামনা।
@shiprabarua18603 жыл бұрын
Khub sundor santiniketon tour ta spiciel barishal Ranna tule dorechen onke janeona darun ...
@subhasishchatterjee80723 жыл бұрын
darun shibaji da , dekhei santi dada, khabar er boddo dam , sobar pokhkhye effort kora muskil, tai dekhei shanti.
@samarb93292 жыл бұрын
Oh great. Jachhi next week. Thakchi Sonar Tori teh. Kachhi Barisal er rannaghar e. Done.... Thanks bro.
@amit_ks2 жыл бұрын
Sera sera sera. ki jaygar khoj dilen dada. Just uummmmaaahhhhhaaa. Amra abar Santeniketan joar plan kore fellam. Onek onek onek dhonnobad . Amra achi apnar sathe. Chaliye jaan. Fantastic,💕💕💕💕💕💕
@10-anindyasundarghosal_7_h23 жыл бұрын
din din apnar video gulo aro sunder hocche, khub sunder video baniachhen
@sanjibchowdhury25933 жыл бұрын
Shibaji - Aaj ja video dekhale, unbelievable. Jodi kokhuno sujog hoye definitely jabo barishal er ranna ghore. Fantastic.
@Tutelage_geography3 жыл бұрын
আত্মার শান্তি কথাটা জাস্ট চুমু। কি যে লোভ লাগলো মাটন খাওয়া দেখে 🤭🤭
@explorershibaji3 жыл бұрын
😊😊😊❤️❤️❤️
@sandipdutta1915 Жыл бұрын
আপনার এই vlog দেখে আমরা পরিবারের সবাই আজ দোলের দিন বসন্তোৎসব দেখতে শান্তিনিকেতন গিয়েছিলাম আর বরিশালের রান্নাঘরে ঘরে খেতে গিয়েছিলাম। এতো নিম্ন মানের খাবার সত্যি খাইনি এর আগে।ভাততো আতপ চালের আর ভাঙ্গা চাল খাওয়া যায়না। ধোঁকা গুলো একদম সিদ্ধ হয়নি। শুক্তো ও খুব নিম্নমানের। একমাত্র পাঁঠার মাংস আর চিংড়ি মাছটিই ভালো এবং সতিৎ ভালো। কচুর শাক ভালো ছিল না খারাপ হয়ে গেছিল। আপনাদের ওপর আমরা সাধারণ মানুষরা বেড়াতে যাবার ব্যাপারে প্রচন্ড নির্ভরশীল বিশেষ করে আপনার vlog দেখে আমরা অনেক যায়গায় বেড়াতে যাই।
@explorershibaji Жыл бұрын
দুঃখিত আপনাদের বাজে অভিজ্ঞতার জন্য। আচ্ছা কি করি বলুনতো? আমরা যখন গিয়েছিলাম তখন তো ভালই খাওয়ালো, এবার পরে যদি এরা মান বাজে করে ফেলে তার দায় কার? আমরা তো প্রতিদিন গিয়ে খেয়ে প্রতিদিন রিভিউ দিতে পারব না, তাই না।
@mamuntraveler36012 жыл бұрын
বাংলাদেশ থেকে দেখছি। বরিশালের রান্নাঘর নাম তার মধ্যে যেন একটু মায়া জড়িয়ে আছে।
@tridibmukherjee60003 жыл бұрын
খুব ভালো লাগে । আপনার বেড়ানো দেখতে মনে হয় আমি ও পৌঁছে গেছি ।
@amitlayek25383 жыл бұрын
দারুণ দাদা , আমার খুব প্রিয় জায়গা বরিশাল
@sarmisthabakshi377 Жыл бұрын
😊❤ শিবাজী বাবু আপনি যখন পিরামিড স্পর্শ করছিলেন তখন আমিও যেন ওই পাথরের ঠান্ডার স্পর্শ অনুভব করতে পারছিলাম দূর্দান্ত অভিজ্ঞতা
@amitsen83203 жыл бұрын
সুপ্রভাত। অপেক্ষায় ছিলাম দেখব বলে।
@ashokroy18273 жыл бұрын
বরিশাল অন্য দেশ হয়ে গেছে ঠিকই তবে আমাদের মা বাবা এবং পূর্বপুরুষরা ওখানেই ছিলেন সেটা কি ভুলবার ? কোন সেই 1952 সালে মামার বাড়িতে জন্মে ছিলাম কিছুই মনে নেই কিন্তু ঘরে এবং বন্ধুরা এই বরিশাইল্লা ভাষায় কথা কইয়া খুব আনন্দ অনুভব করি, খুব ভালো লাগলো আপনাদের এই vdo গুলো, অসংখ্য ধন্যবাদ!
@sanchitadas71363 жыл бұрын
কিন্তু...আইতে যাইতে শাল দ্যান। হেইর লইগ্গা বড়ো ডরাই আপনেগো 😅😅😅। কিছু মনে করবেন না 🙏। বাঙ্গাল কথায় বড়ো মাধুর্য। আমার পূর্বপুরুষ ঢাকায় ছিলেন।
@sreelataroychowdhury63683 жыл бұрын
Passport dekhale tobe e dhukte paben
@monjuralam85473 жыл бұрын
এ মনু ডাইলে লবন দেছো....😆🥰
@ummehanimukta40903 жыл бұрын
আমি ভোলা, বরিশাল এর।আপনারা বরিশাল কে বুকে লালন করেন যা দেখে চোখে পানি চলে এসেছে। আসলেই তো যেখানেই থাকিনা কেন রুটের কথা ভুলা যায় না।যদি বাংলা এক থাকতো।আমার ও ইচ্ছে করে শান্তি নিকেতন, গড়ের মাঠ,হাওড়া ব্রিজ, প্রেসিডেন্সি কলেজ এসব দেখি।কিন্তু চাইলেই কি পারব?কত হ্যাপা। একটা কষ্ট কিন্তু আমরা সকলেই বয়ে বেরাই।আপনাদের জন্য মন থেকে দোয়া করি।আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। জয় বাংলা। ❤️❤️❤️
@sanchitadas71363 жыл бұрын
@@monjuralam8547 😃😃👍
@sahebduttabanik9103 жыл бұрын
Jib theke jol beriye gelo 😛😛😛😛😛
@babuvaia3 жыл бұрын
জিভে জল এসে গেল দাদা। মটনের তুলনা নেই।
@bappadityapaul97123 жыл бұрын
আর ও একটা "hidden james" এর সন্ধান দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগ এবং খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না👍👍👍
এতো কিছু খাওয়া দাওয়া করার পর আপনার শরীর এতো ফিট.. এটা দেখে খুব ভালো লাগলো..
@explorershibaji3 жыл бұрын
😊😁
@swarajghosh27903 жыл бұрын
Barishal er rannaghar excellent video.
@swatichakraborty1396 Жыл бұрын
দারুণ রেস্তোরাঁর সন্ধান দিলেন ❤
@santanubhattacharjee19663 жыл бұрын
খুব সুন্দর Excellent
@basabbhattacharyya32653 жыл бұрын
Aapnaar prottektaa video'te eto praan thaake j puro byapaartaa oi mutton'er jhol'er moto hoye jaaye ..... Excellent
@satyaranjandasgupta61283 жыл бұрын
খুব ভালো লাগলো ভিডিওটা । মনে হচ্ছে এখনই বোলপুরে গিয়ে বরিশালের রান্নাঘরে বসে যাই । দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে ।
@explorershibaji3 жыл бұрын
ধন্যবাদ
@pappumaity51233 жыл бұрын
Apnar sob video r ei bhojon porbo joney apni eto popular, just phata phati
@rimabhattacharjee1038 Жыл бұрын
Apnar katha gulo khub valo laglo, valo thakben 😊
@simonsamratbriansom87402 жыл бұрын
Shibajida, very nice...excellent dada
@anjalibasak35773 жыл бұрын
তোমার বর্ননা আমাদের মুগ্ধ করলো
@oindrilamajumdar67513 жыл бұрын
4th Feb বরিশালের রান্নাঘরে গেছিলাম আমরা, কদিন আগেই। প্রতিটা রান্নাই দারুণ ছিল.. তবে mutton নিয়ে just কোনো কথা হবেনা ♥️
@banasreenath33163 жыл бұрын
খোয়াই থেকে বা বোলপুর থেকে কিভাবে যাওয়া যাবে একটু বলবেন??
@hedayethossain67143 жыл бұрын
অনেক ভাল লাগলো। আমার বাড়িও বরিশালে
@subhamoyghosh67782 жыл бұрын
Barishali preparations are always welcome 👌
@pallavibera4513 жыл бұрын
Marattok lunch 🤤🤤nxt time bolpur gele nischoi try korbo ekhane. 😉😋😋Waiting for nxt video 🤩
@madhubantichatterjee4063 жыл бұрын
Tomar ager video dekhar por ami Bonolokhi te kheyechi, darun legeche. Eibar borishal er rannaghor e khabo. Ami bochore 2 theke 3 bar jai. Vishon priyo jaiga amar.
@tanmoyghosh75573 жыл бұрын
Dada ami visa2Explore dektam khub bhalo lagto tabe apnar shibaji explorer dekhar por mone hoi ami Nijer ek dada ke khuje payechi je amake puro india tour korache thanks dada
@rajibroy22203 жыл бұрын
খুব সেরা রান্না দেখে জিব্বায় জল এসে গেল ভাই মনে হয় ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হয়
@rimidebbarma34633 жыл бұрын
Khub valo laglo. Bolpur jetei hobe.
@debjanide14473 жыл бұрын
আমি ব্যক্তিগত ভাবে জানি, বনলক্ষী এবং বরিশালের রান্নাঘর কে। অত্যন্ত ভাল, উথকৃষ্ট রান্না এবং ব্যবহার বলাই বাহুল্য- অমায়িক, সৌহার্দ্যপূর্ণ।
@debaleenatitly7917 Жыл бұрын
কোনটা বেশি ভালো দিদি?
@anjandey65343 жыл бұрын
Is it foodie shibaji with an explorer vision. 😃 chill man. Enjoy ur food & journey.
@subarnabiswas21989 ай бұрын
খুব সুন্দর লাগলো।
@sdey2003 жыл бұрын
Sir apnar voice ta kub valo.... Darun lage vedio te❤❤❤
@poulamiguha46693 жыл бұрын
Darun laglo video ta Shibaji da....tomader lunch khawa to enjoy korlam e....oboseshe mani dir pan sanja dekhe....miss korchhi ...mani dir pan ta😀
@explorershibaji3 жыл бұрын
😊😊😊
@anupamakar13883 жыл бұрын
দুরন্ত! আমরা ও যাবো ভাবছি বরিশালে র রান্না ঘরে, আপনার presentation অসাধারণ!
@jitenchakraborty48503 жыл бұрын
দাদা আপনার ভিডিও খুব ভালো ভিডিওটা প্রত্যেকটা ভিডিও দেখি
@PauseTheMomentWithRaja3 жыл бұрын
দারুন দারুন , প্রত্যেকটা পর্ব খুব মন দিয়ে সবাই মিলে দেখলাম। খুব ভালো লেগেছে সবার আমাদের।
@chaitalimajumder2883 жыл бұрын
Anek din por dekhlam khub bhalo laglo dada
@nikhilkumardas69693 жыл бұрын
Dada Eder ilish mach tah Bangladesh er ....amra recent January teh kheyechi....just excellent
@BasuGhosh3 жыл бұрын
I live in SFO, California. I was there in India (West Bengal) last few weeks (Dec 1st-18th 2021) . I am a big fan of Explore Shibaji (also his friend Prithwijit). I have visited Shantiniketan for 2 days during my trip to India and I am glad that I have watched his blogs. I could able to explore all key places and able to have delightful lunch / dinners during my visit @Bolepur. Barishaler Rannaghar - just amazing "KONO KATHA HOBE NA"....and Shibaji, you rock.
@thousandmiles44733 жыл бұрын
Epar-opar banglar fusion hoyeche...video dekhei pet voregalo 👌🥰
@BengaliPantry.-063 жыл бұрын
দুর্দান্ত!আপনার প্রতিটা ব্লগ দারুণ উপভোগ্য।পুরনো জায়গা গুলো দেখে নতুন করে যাওয়ার স্বপ্নের জাল বুনতে থাকি।আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার জন্য।
@swapansengupta32743 жыл бұрын
আমাদের পুর্ব পুরুষরা ও বরিশাল থেকেই এই দেশে এসেছেন। আমারও ইচ্ছা একবার এখানে খাওয়া।
@debasishchakraborty41963 жыл бұрын
Darun, darun, just fatafati vlog ta
@RipasEra3 жыл бұрын
দাদা বাংলাদেশ থেকে বরিশালের রান্নাঘর দেখলাম দারুণ দারুন।খুব ভালো লাগলো।👍👍❤❤
@explorershibaji3 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করলে উপকৃত হবো। ভালো থাকবেন।
@musarof20883 жыл бұрын
আচ্ছা এটা কি বাংলাদেশের বরিশাল না
@ArindamDasgupta19913 жыл бұрын
রাত সাড়ে ১১টায় এই ভিডিও দেখছি। কী যে কষ্ট!
@explorershibaji3 жыл бұрын
😂😁🙏❤️❤️❤️
@arun.akdbkp2 жыл бұрын
খাবার স্পিড আর রসালো এক্সপ্রেশন দেখে লোভ হচ্ছিলো 😛কিন্তু ভিডিও দেখে মন ভরালাম। দ্বারন্দা তে একটানা ১০ বছর বর্ষশেষে গেছি কিন্তু এর খোঁজ পাইনি। এবার খোঁজ পেলাম। যাবোই পরবর্তীতে।
@opusultan53293 жыл бұрын
sabas dosto aita ekta best kaj korco....r putul paal aapna k hevvvvi thanks........apni amader barisal er naam raklen ......
@skmosarafhossain86813 жыл бұрын
Background music is very good and synchronised #love from Bolpur
@kazimizan52333 жыл бұрын
দাদা আমি বরিশালের, এই মুহুর্তে আমি আছি সৌদি আরবে, আপনাদের দেখে কথা শুনে এবং খাবার খেতে দেখে বেশ ভালো লাগলো।আমার মন একেবারে বরিশাল চলে গেলো।"বরিশাল"রেস্টুরেন্ট নামটা ভিষণ ভালো লাগলো। অসাধারণ। ধন্যবাদ সকলকে।
@explorershibaji3 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ!! সঙ্গে থাকুন, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করলে উপকৃত হব।
@ACHIDADA3 жыл бұрын
Mone hochhe akhuni chole jai...darun
@explorershibaji3 жыл бұрын
😊😊😊
@goutamray27063 жыл бұрын
রুবি দিদি বরিশালের শুনে খুব ভাল লাগলো। বরিশালের প্রিয় ভাষা মনু। তাই সবাই কে বলছি মনু তোমরা সবাই কেমন আছো?
@meandmyjewelry1333 жыл бұрын
মনু মানে কি ভাই?আমর ছেলে কে আমি ডাকি।
@goutamray27063 жыл бұрын
@@meandmyjewelry133 মনু হচ্ছে বরিশালের আঞ্চলিক ভাষা
@debasreeroy51723 жыл бұрын
Amr dadu borisal r manus 6ilen.
@আকাশছোয়াভালোবাসা-ষ৬ল3 жыл бұрын
মনু মুইও ভালো আমি
@ganeshchakravorty81943 жыл бұрын
বাহ্.. এতো দারুন খাওয়ার জায়গা। চার জনের বিল প্রায় 2000'-টাকা। তার মানে প্লেট প্রতি ৫০০/-টাকা। ইলিশ মাছ ,চিংড়ি মাছ, খাসির মাংস.... আর কী চাই। এখানে তো খাওয়ার জন্য যেতেই হয়। তবে খেতে জানতে হবে। খুব ভালো লাগলো এই ভিডিও টা। 60000(+)viewership এর জন্য শুভেচ্ছা 🌹🎈🎉🎊🏆👍👌bottom line হলো Quality Speaks. AND Quality Matters.. That's why Your Viewership is increasing At a steady space... Congratulations 🎉🌹🎈Looking forward to your First Magic figure of 100,000 Count. Yes will share 🏅Happy Weekend
@tarikomar85983 жыл бұрын
মন ভরে গেল🍀🍀🍀🌹🌹🌹
@YummyMommysKitchen3 жыл бұрын
খুব ভালো লাগলো ভিডিও টা।
@shubhajitpaul71573 жыл бұрын
Ekhane amio kheyechi. Sotti mutton ta oshadharon
@prolaysingha83313 жыл бұрын
Tomar video dekhe vabchi jabo... valo theko.
@AbdullahAlMamun-jh6lq3 жыл бұрын
আমি বরিশালের৷ ভিডিওটা দেখে খুব ভালো লাগছে৷ মাঝেমধ্যে আফসোস হয় কেন বাংলা ভেঙে গেলো। আজ আফসোসটা আরও বেড়ে গেলো।৷ বরিশালের রান্নাঘরে প্রতি শুভকামনা। কখনো পশ্চিমবঙ্গ গেলে, বরিশালের রান্নাঘরে যাওয়ার ইচ্ছা আছে।।।
@explorershibaji3 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ!!😊
@sumitachoudhury41962 жыл бұрын
শূধু খাবার গুলো দেখব বলে আর তোমার মাটন খাওয়া দেখব বলে ভিডিও টা আবার দেখলাম ভাই শিবাজী। মাটন আমার খুব প্রিয় তবে ইলিশ ও ভীষণ প্রিয়। চিঙড়ি ও ভালবাসি। মৈত্রেয়ী র মত আমিও যেখানে যাই সেখানে ই পানের ডিবে নিয়ে যাই। গোপাল জরদা দিয়ে পান খাই। তবে বেশি না। চারবার খাই, মাত্র দুটো 😀😀দারুণ লাগল। নতুন ভিডিও কোথায়?
Thank you Shibaji! It is great to see a restaurant with Barisal style cooking.
@rajitkumarganguly59923 жыл бұрын
Dada lockdown ta apner Video dekhe katia dilam, asadharan sob video, ami o khub berate bhalo basi, Covid er jonno kothao jete parchi na, Ami out of India ghuri, India ses jiboner jonno rekhe diyechi😀😀😀
@harriskhan21263 жыл бұрын
Our beautiful Bangladesh. I m Harris Hagen from Habigunj Bangladesh ❤️❤️🇧🇩🌹🙏
@kousikmukherjee20933 жыл бұрын
অপেক্ষায় থাকলাম, কবে ওখানে খেতে যাবো। উত্তরবঙ্গ থেকে।
@dbhhattac3 жыл бұрын
We ate at this place a couple of times. Cooking is authentic and service is excellent. Will go there again.
@chumkipal7643 жыл бұрын
Shantiniketan amar favourite place ,7 bar gechi eibar gele Barishaler rannaghore e nischoi jabo,Shibaji ur a true explorer ❤️❤️
@explorershibaji3 жыл бұрын
Thank you so much!!😊
@shelimhowladerNaturalblog71633 жыл бұрын
good brother বরিশালের রান্না সবচেয়ে ভাল
@surajitmazumder48372 жыл бұрын
Apurbo laglo
@rajeshsamanta85343 жыл бұрын
Lebu diye vat meke mutton 🥰😋 asadharon
@sharmiladebnath73643 жыл бұрын
Darun blog ranna gulo bhalo laglo most excited the way you explain everything is too good
@rahulrc813 жыл бұрын
Khub vlo laglo dada.apnar poti ta video ei osadharon. (from- Purulia)
@jharnakarvideo41113 жыл бұрын
Ami ekhane kheyechi... Sukto ta darun chilo.
@souvikbanerjee30493 жыл бұрын
Osadharon. So refreshing to see.
@ranitbanerjee93223 жыл бұрын
Shibaji babu prothomei apnake onek obhinondon janay. Ami apnar fan der modhye ekjon. Onek din dhore apnar video gulo dekhchi, ekta katha boltei pari bangali youtuber der modhye apni nijesso ekta jayga kore niyechen. Apnar videography, editing, bgm, apnar bhasha, sorbo pori apnar style ek kathai oshadharon. Sara week opekkhai thaki kokhon apnar video asbe. Apnar madhhome na jawa jayga gulo chokher samne jibonto hoye othe. Khub bhalo lage dada apnar uposthapona. Chaliye jaan dada......apnar lens er madhome sara prithibi ta dekhar opekhay thaklam.