এমন একটি প্রকৃতির পরম আশীর্বাদ ধন্য অপূর্ব জায়গা রয়েছে অথচ কতো কম বিখ্যাত।দু দিন কাকরাঝোর এ কাটিয়ে বুঝেছি,এমন কিছু মূহুর্ত জীবনের প্রয়োজন যেখানে টিভি নেই, মোবাইল ফোনে টাওয়ার নেই,দোকান পাট নেই, সবজান্তা পর্যটকের ভিড় নেই, ইন্টারনেট নেই, আছে শুধুই কিছু পাহাড়,সেখানে মেরুদন্ড সোজা করে দাঁড়িয়ে থাকা লাখ লাখ শাল পিয়াল গাছের ঘন সবুজ বন,কিছু অভিমানী হ্রদ,কয়েকটি ছোট্ট পাহাড় নিকিয়ে তৈরি হওয়া ছোট্ট ঝর্না, পাখির ডাক,লাল মাটি আর অনাবিল শান্তি। যান,যদি নিজেকে একবার ফিরে পেতে চান তাহলে ঘুরে আসুন কাকরাঝোর।আমি বলছি,ভালো লাগবে। পারলে বর্ষায় যান। উফফফ, অসাধারণ একটি সবুজ অনুচ্ছেদ আপনার জীবনের অংশ হয়ে থেকে যাবে আমরণ।
@travel_N_food2 жыл бұрын
Obossoi jabo
@pijushkantisingh6372 жыл бұрын
Room rent kitna homestay ka ?
@travel_N_food2 жыл бұрын
Different for different rooms. For 2 bed room 1000 per day per head including fooding and lodging