ঠিক জানি না, কী বলব.....সত্যি বলতে অসাধারণ! কাইতো আমার সবচেয়ে প্রিয় ভোকালয়েড, আর ফুউগা নাওতো-সান তার কণ্ঠদাতা! আমি কখনোই আশা করিনি, কাইতোর ভেতরের মানুষটা আলাদাভাবে আমার অন্যতম প্রিয় কাইতোসংগীত গাইবে; ভোকালয়েড হিসেবে নয়, মানুষের গলায়! আর কোতোরিরু-সানের গলা নাওতো-সানের সাথে মিলেছে চমৎকারভাবে! ঠিক যেন মেইকোর মানুষগলা! যেন মেইকো-কাইতো ভোকালয়েডের জগৎ থেকে মানুষ হয়ে উঠে এসেছে!!! চমৎকার একটি কাজ করেছেন, কোতোরিরু-সান। ধন্যবাদ আপনার এ প্রচেষ্টার জন্য। বাংলাদেশ থেকে ভালোবাসা!!!