উনি বাংলাদেশ এর শিল্পী জানলাম। আমি ভারতবর্ষ থেকে এই কমেন্ট করছি। আমাদের দেশ এর জনপ্রিয় একটি টিভি চ্যানেল এ এক রিয়ালিটি শো তে বাংলাদেশ এর নোবেল একবার রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে খুবই খারাপ মন্তব্য করেছিল। এই প্রসঙ্গ টেনে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এ গান শোনার পরও কি মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতবর্ষেরই একজন কবি!? আমার তো তা মনে হয় না। উনি তো বিশ্বকবি..আমাদের ছোট মনের পরিসরে ওনাকে বেঁধে রাখা যায়না। ঠিক তেমনই শিল্পীর কোনো দেশ হয় না..আহা! এমন সুন্দর গলায় রবীন্দ্রনাথ এর গান সত্যি প্রাণ টা জুড়িয়ে গেল..অনেক অনেক ভালোবাসা মহাতিম সাকিব এর জন্য ❤❤❤❤❤
@saidurrahman968811 ай бұрын
নোবেল কে এদেশেও কেউ দেখতে পারে না ! সে লিজেন্ডারি শিল্পিদের নিয়ে বাজে মন্তব্য করে অথচ তার নিজের কিছু নেই।
@sujibsdayout10 ай бұрын
নোবেল হয়ছে একটা ভন্ড, ignore him 👍
@suranjitsaha94557 ай бұрын
Apni eto boro comment ta korechen sobi thik ache kintoo Nobel er Moto choto loker kotha ta na bollei parten
@jeetray116 ай бұрын
রবীন্দ্রনাথকে নিয়ে নোবেল কি মন্তব্য করেছিল জানতে চাই। আপনার ’রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতবর্ষেরই একজন কবি!? ’ এই কমেন্ট টা বাংলাদেশি হিসেবে কানে ঠেকল একটু। শুনতে মনে হচ্ছে এরকম। দেখুন দেখুন শুধু কলকাতার বাঙালিরাই যে রবীন্দ্রনাথের গান গাইবে বা গান গাইতে পারে তা নয়। বাংলাদেশিরাও পারে। হয়ত সেটা আপনি বলতে চাননি। শুনতে সেরকম লাগল কারণ বাংলাদেশি শিল্পীর গানে এই কমেন্ট করা হচ্ছে। উনি ভাষার দিক থেকে বাংলার কবি। যেসময় উনি পৃথিবীতে বিচরণ করেছেন দুই বাংলা একই ছিল। কু্ষ্টিয়াতে উনার কুঠিবাড়িতে বসে উনি গাদা গাদা গান বানিয়েছেন। তবে উনি শুধু বাংলার বা ভারতের কবিই নন - উনার সৃষ্টি সমগ্র পৃথিবীর। সবারই উনাকে জানা, শোনা আর চেনা উচিত।
@AhmedAbir-qn1wl3 ай бұрын
Kolkata Bangladesh er Robidranath thakor from Bangladeshi bro 😂
@saikatbhattacharya94842 жыл бұрын
তুমি আজকের জেনারেশন এর কাছে রবীন্দ্র সঙ্গীতে নতুন জীবন ফিরিয়ে আনছো দাদা। তোমার ভয়েস তে রবীন্দ্র সঙ্গীত এক নতুন মাত্রা প্রাপ্তি করছে।
@trishetasarkar38044 жыл бұрын
This boy gonna make bangladesh proud one day(worldwide) Take love from india♥️🌹
"পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধা " hits to the deepest of the heart💓🥀.... awesome rendition 🖤☁️
@victorpanday78612 жыл бұрын
Hmm . That part is my favorite ❣️🤟!!! Your name is Shreeya Panda or Shreeya Panday 😑😑???
@lettheearthbeunited27732 жыл бұрын
@@victorpanday7861 😂😂👍👍
@victorpanday78612 жыл бұрын
@@lettheearthbeunited2773 😅
@rinamunshi99662 жыл бұрын
Uss sister ✨💞
@risingstarmusic062 жыл бұрын
Akdom❤
@রতনরায়-দ৭ঞ2 жыл бұрын
তুমি বাংলার এক অসামান্য অবদান। আমি প্রথমে ভেবেছিলাম যে কণ্ঠ টা অরিজত সিং। পরে দেখলাম মাহতিম। এগিয়ে জাই ভাই। তুমি বাংলার গর্ব।
@kohel66703 жыл бұрын
এই গান টা তোমার voice ছাড়া আর কারোর voice এ শুনলে ঠিক শান্তি পাই না!❤️
@DrApratimChakrabarti2 жыл бұрын
অপূর্ব ❤️❤️❤️ গানটি প্রাণ ফিরে পেয়েছে এই জেনারেশনের মাঝে।
@mystery8267 Жыл бұрын
অতুলনীয় তার লেখা গান সহ সবকিছু, এটা মানতেই হবে যে তিনি এমনিতেই কবিগুরু অভিধায় ভুষিত হয়নি! ❤️ " ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান "
@mijanhossin55352 жыл бұрын
মাহতিম সাকিবের কন্ঠে রবীন্দ্র সংগীত ভীষন রকম ভালো লাগে। রবীন্দ্রনাথের বাকি গানগুলোও যদি কভার করতো বেশ ভালো হতো।
@MD_ARIFUL_ISLAM_SHIMUL Жыл бұрын
I'm a brngali boy,now living in Canada. This song touches my heart❤️. This boy will go to many higher level i belive❤️
@xtremefighter19193 жыл бұрын
I am from Australia I don't understand this language but this songs fills my heart with happiness . Your voice is really heart touching ❤️❤️. I love india's culture .
@chaitanya_somen3 жыл бұрын
Thanks for your kind words. Greetings from 🇮🇳
@sagorislam85783 жыл бұрын
It's a Bangladeshi culture
@nurmak_nahar3 жыл бұрын
Mahtim is a Bangladeshi.
@arindamtarafder31853 жыл бұрын
actually it is Bengali language. The writer of the song was a great Bengali poet rabindranath.who got nobel prize in 1913 in literature.mahatim shakib song it very good. By the way rabindranath is also the writer of national athem of Bangladesh,india and srilanka.
@nurmak_nahar3 жыл бұрын
@@arindamtarafder3185 nicely said
@syamalnath44143 жыл бұрын
He needs more popularity,needs more chance...damn soulful voice😌..love it👍❤️
@nibeditasworld66194 жыл бұрын
Recently i started to hear your voice and it's touches my heart....love from Assam❣️
@arshadhussain61133 жыл бұрын
From assam too
@mml41a2 жыл бұрын
ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছি না হলে এই গান গুলি মিস করতাম ।
@infamous0702 жыл бұрын
Same feeling ❤️✊🏻
@tonoygaming9045 Жыл бұрын
Excellent
@avijitsarkar4689 Жыл бұрын
Bangali na hole miss korar sujog thakto Kotha!
@kingrakib44797 ай бұрын
😂😂
@md.noor-e-alom73283 жыл бұрын
ভালো লাগারও একটা শেষ থাকা দরকার।এভাবেই যেন মাহতিম শাকিবের গানে মোহিত হয়ে থাকি সবসময়।💐Ms.S.N💐
@x-series396710 ай бұрын
"পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধা😍
@AnindyaDasguptaOnline3 жыл бұрын
Chokh bujhe sunle.. Puro Arijit Singh. ♥️😍
@santoshmallick42423 жыл бұрын
Akdom thik 👍🏻
@ananyapramanik83073 жыл бұрын
The way you sing the song.. Just melts my heart..
@SafrinEme2 жыл бұрын
শুভ ১লা ফাল্গুন 💝 এই ফাল্গুন যেন সব অপূর্ণ ভালোবাসাকে পূর্ণ করে দেয় 🙂
@Omiquest_Hub3 жыл бұрын
মুগ্ধতার এক আবেশ যেনো...আহা..😌❤️❤️🔥
@Light_The_King3 жыл бұрын
তোমার মধুর কণ্ঠস্বর এ আমরা মোহিত ❤❤
@MasudRana-ql9uj3 жыл бұрын
কোথায় যেন অরিজিৎ সিং এর মিল আছে🤔🤔🤔 কন্ঠ,এক্সপ্রেশন,এমন কি চাওনিতেও 😄😄😄
@sayandeychaudhuri85883 жыл бұрын
Thik
@juairiaanonna86773 жыл бұрын
মাহতিম ভাইয়া তার নিজের মতই সুন্দর। কারোর সাথে তুলনা দেওয়া ঠিক নয়।
@A787233 жыл бұрын
ami Arijit Singh search korei eta pelm❤️❤️❤️
@Souvick_Paul3 жыл бұрын
Akdom thik bolechen
@mazbauddin15513 жыл бұрын
Thik thik bolsen
@tanimadhar57323 жыл бұрын
আহাঃ.. এত নিখুঁত কেউ গাইতে পারে??? অনবদ্য ❤❤❤❤❤❤
@dips1084 жыл бұрын
অপূর্ব সংযোজন , দারুন । এভাবেই আরো ভালো ভালো গান আমাদের উপহার দিয়।
@shamsunnahar7362 жыл бұрын
আজ ১লা ফাল্গুন,,,ফাগুন কে এই গানের মাধ্যমেই স্বাগতম জানালাম,, সবাইকে ফাগুনের শুভেচ্ছা 🖤🖤🖤
@subhajitpurkait89343 жыл бұрын
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান- তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান- আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেড়া প্রাণ॥ তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান॥ পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখসুখের সকল অবসান॥
@ronitdas16083 жыл бұрын
Thank you for the lyrics
@arkasaha43233 жыл бұрын
Osadharon.. indian ba Bangladeshi na.. eta bangali r gaan.. r bangali alada hoe geleo ek e.. osadharon voice mahtim Shakib.. ami west bengal e thaki but khub iche kono na konodin Bangladesh ghurte jabo.. ❤️❤️
@ZYNinaGazi4 жыл бұрын
This kid is just awesome.....best wishes from USA
@saswatinaskar66363 жыл бұрын
Your voice is truly awesome and the way you present songs is really heartwarming...good luck n lots of best wishes from kolkata🙂
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার অশোকে কিংশুকে তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায় পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখসুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
@BabyDiariess4 жыл бұрын
প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু, বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়--- এরিস্টটল
@papiyanila27134 жыл бұрын
হকতজক
@DrawingWithAsmita62273 жыл бұрын
@@papiyanila2713 কি লিসেছেন
@shubhankardasgupta47772 жыл бұрын
I just one-day gonna travel to Bangladesh though the River crossing, sailing on a boat on the winter's time in the morning, with the flow of the winds, erasing boundaries between Bangladesh and India and in a perfect aura of mist, emerging into the former BANGLA. Good to know we were Zamindaars in Narayanganj, Dhaka and with that returning to my ancestral lands ;) Ahh, I got a bit creative over here
@Indianstreetfoodlovers20349 ай бұрын
২০২৪ কারা কারা গানটি শুনছেন লাইক করুন।❤
@abhijitneogi84123 жыл бұрын
খুব সুন্দর উচ্চারণ তোমার ভাই। শুরুটাই দুর্দান্ত
@hindisong59492 жыл бұрын
গান শুনে আমার মনটা ভলে গেল। ধন্যবাদ এগিয়ে যায় মাহাতিম সাকিব আশির্বাদ রইল
@barninipal.37964 жыл бұрын
Love from India!♡♡♡♡ tomar voice r gawar talent! Even tomar Expression 🔥🔥🔥🔥🔥
@mdnabidanjum73893 жыл бұрын
রাত দুটা বাজে, তারপরেও তোমার ভয়েজ এত ভাল লাগতেছে যে ,না শুনে ঘুমাতে যেতে পারলাম না,ধন্যবাদ মাহতিম ❤️
Mahtim shakib u r an excellent singer❤️ I am a bengali fan of yours from India ❤️
@DipaAkter-g1z Жыл бұрын
যত শুনি না কেন, আমর আরো শুনতে মন চাই। ❤❤❤❤
@asgaming64502 жыл бұрын
Brothers & Sisters I from Spain. I dont know the BENGALI language. But I love this forever. I also Iswar Chandra Vidyasagar. Thanks to INDIANS & BANGLADESHI from me.
@ridwan84902 жыл бұрын
কেন জানি মনে হয়, এই গানটা সাধারন কোনো পাড়ার, সাধারণ কোনো মানুষের অসাধারণ একতরফা ভালবাসাকে ইঙ্গিত করে 🤍🥀
@hasanaraimam28233 жыл бұрын
মাহতিম কে অভিনন্দন! 👍🎸💖
@susmitasarkar23033 жыл бұрын
আর একবার নতুন করে আপনার মনোমুগ্ধকর সুরের ও আপনার প্রেমে পড়লাম 🥰
@sutrishnadutta44483 жыл бұрын
এত সুন্দর গান আমাদের উপহার দেওয়ার জন্য Thank you so much....... 🥰🥰🥰
@pujavhoumik2 жыл бұрын
১৪ই ফেব্রুয়ারি,,,পহেলা ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে 💐 এই গানটা দিয়ে আজকের দিনটা শুরু করলাম 😇 🇧🇩🇧🇩🇧🇩🥰🥰🥰
@NightModeCreations3 жыл бұрын
ভালোবাসা নিও বাংলাদেশি বন্ধুরা ❤ From Kolkata
@koyelbasak28233 жыл бұрын
মন প্রাণ জুড়িয়ে গেল ❤অসাধারণ ❤
@madmaxop72652 жыл бұрын
I heard this song in a Holi party. I thought it was sung by Arijit Singh. Amazing voice of you. Absolutely love it
@afsanaparvin4663 жыл бұрын
What a simplicity of this guy ❤️❤️❤️❤️ just love you ❤️
@বিজয়রোহান2 жыл бұрын
কবিগুরুর রচনা কি যে অসাধারণ যত শুনি তত মুগ্ধ হই।
@bikrammajumder38523 жыл бұрын
Purnima sondhaye, tomar rojoni gondhaye! line uff ❤️ 😇♥️
শুনছো অপরিচিত!!🙃 আরে হ্যাঁ তোমাকেই বলছি , কী লাভ তার জন্য স্বপ্ন দেখে যে কী না দিন শেষে কাদাতেই জানে।🥺🙂
@seddikseddik85402 жыл бұрын
চুপ
@seddikseddik85402 жыл бұрын
তাই তো আজ মুবাইল বেছমু আর কে কষ্ট দিব বলেন
@alifhasan.2 жыл бұрын
অধিকার ছেড়ে দিয়ে অধিকার ধরে রাখার মতো বিড়ম্বনা আর হয়না। ভালোবাসাও দিনে দিনে বাড়তে থাকে; সাথে বেদনাগুলোও। 😓😓😓
@adibajannat3342 жыл бұрын
You know you are a gem of Bangladesh musical industry?
@musicalworld68292 жыл бұрын
This the beauty of bengali song...😌❤
@hasanaraimam28234 жыл бұрын
Heart touching and mind blowing.God bless u Mahtim.I am ur biggest fan.
@alvegaming4114Ай бұрын
this line : 😩 তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুদ্ধ চোখে রঙিন সপ্ন মাখা। তোমার চাঁদের আলো নিলায় আমার দুঃখ সুখের সকল অবসান❤😌
@Samiakhatun-k5uАй бұрын
Ei line ta Sera😌❤🤌
@TalhaJubayer-i1u9 ай бұрын
তোমার গলায় রবীন্দ্র সংগীত শুনে গান গুলোকে বুঝতে শিখেছি 😊২০২৪
@shishirroy22962 жыл бұрын
অসাধারণ একটা মিষ্টটা আছে তোমার সুরে , যেটা মন টানে ...❤️❤️❤️
@debdeepdhar16804 жыл бұрын
ভগবান তোমায় অনেক অনেক দীর্ঘায়ু দান করুন ।। mind-blowing .....
@sreyanayantara4322 Жыл бұрын
asadharon just asadharon.........................😍😍😍😍😍
@snehajana-45564 жыл бұрын
কন্ঠ শুনে মুগ্ধ 🙂
@subhajitjana41903 жыл бұрын
আহা।।এক আকাশ ভালোবাসা❤️❤️❤️❤️।।।ডুব দিলাম......কলকাতা থেকে ভালোবাসা নিও।।।
@sudiptahalder77824 жыл бұрын
vaia you,are a blessing of god. you,are a cutie pie and you,voice is a legend. i have nothing else to say
@MstRupa-x7i26 күн бұрын
এই গায়কের নাম কী? উনার সব গান আমার অনেক পছন্দের। ❤️❤️❤️❤️🤍🤍🤍
@vedanthofficial772 жыл бұрын
You sung like,one of our indian legend arijit Singh... I appreciate it...🥰
@सायनकर्मकार3 жыл бұрын
Whhha besh 🤓 darun laglo tmr gan ❤eivabe manush er mone theko shubhecha roilo 💕💕💕💕💕💕
@mostrumikhatun33713 жыл бұрын
প্রথম ফাগুনে প্রিয়ো মানুষটির পরশ পেয়ে ছিলাম 💕💕💕আজ সে সব ভুলে অনেক দুরে💔💔💔
@shakilmahmud6873 жыл бұрын
প্রায় ২০/৩০ টা গান শুনেছি। মনের মতো আর পাইনা। এই গানটার কাছে এসেই থেমে থাকতে হয়। কি চমৎকার। ফাগুনের নরম বাতাসের মতো এতো নিখুঁত মৃদুস্বরে আর কেউ পারেনি। এমন কি জয়তী চক্রবর্তী ও না। যদি সেও চমৎকার শিল্পী 🌿💓💞
@joeltusarbiswas178811 ай бұрын
কার সাথে কার তুলনা!জয়তী চক্রবর্তীর গান শুনে গাইলে, রূপসাগরের(পাড়ের নয়)পারের গাইতো।
@rmmaruf30642 жыл бұрын
2022আজকে ১ লা ফাগুনে গান টা শুনে সত্যি অনেক ভাল লাগছে,🥀
@user-hc4oSumaiya2 жыл бұрын
জত সব ☹️
@Tanmoy120003 жыл бұрын
"তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রঙ লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মর্মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান"। _ মুগ্ধ আমারা মাহতিম শাকিবের কন্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনে। এক অন্যরকম সুর,অন্যরকম নেশা 😌 🥀
@aaravroy76484 жыл бұрын
❣️Its Completely Giving Soothing Experience To Ear & Soul❣️ Love U So Much From Delhi, India😍😍 I M Just Shocked How Can Be So Cute & Soultouching A Voice🤗🤗 God Bless You All Your Ambitions...
@Kawsaralipharmacist10 ай бұрын
Outstanding ❤❤❤
@durbanandi9164 жыл бұрын
Mugdho hoye sunchi bar bar❤️
@HasnahenaBegum-x6m26 күн бұрын
Overview Artists Listen Lyrics ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান (হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়) (হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়) পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায় পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখসুখের সকল অবসান ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেঁড়া প্রাণ ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায়-
@niluscookingvlog82514 жыл бұрын
*তোমার গানগুলো সব সময় অনেক ভালো লাগে ভাইয়া অনেক সুন্দর হয়েছে ভাগ গানটা খুব ভালো লাগলো ধন্যবাদ*
@saraswatidas75542 жыл бұрын
Darun.sob gan tomar sunechhi ❤️❤️
@jannatun-naimamedha1732 жыл бұрын
How soulful a voice can be❤️
@amitsarker1408 Жыл бұрын
গান টা কে অন্তর থেকে ভালবাসলে আসলেই অনেক অনেক মজা লাগে 🥰🥰
@notyourtype12-n3g2 жыл бұрын
অসাধারণ ♥️
@rabiulbhuiyan68884 жыл бұрын
ohhh sakib bro.amazing.
@itsqueensumaiya3196 Жыл бұрын
অসম্ভব সুন্দর কন্ঠ 😌❤️🥀
@ishadey95104 жыл бұрын
just wow🥺🥺 eto sundor voice❤️❤️.
@siddhikashinde43653 жыл бұрын
I am from mahashtra I don't understand his language but song is very nice to listen 🤗👍👍👍
@villageview0278 Жыл бұрын
অসাধারণ অসাধারণ। এ যেন আমার বাংলার অভিজিৎ সিং❤❤❤❤
@tapankumarsarkar64824 жыл бұрын
Beautiful song from a handsome boy. Love❤.
@shantaislam6124 жыл бұрын
Mahtim Sakib er gan er tulona hoy na😍 u r best😍🎶🎵
@pronomitasaha76714 жыл бұрын
Uff hay🤤🤤hebbi....😍 i love your all songs that makes my mind an special feelings
@MasudRana-ql9uj3 жыл бұрын
what's hebbi!!! Sundor,asadharon,darun,onnobodho egula bola jai na.....😠😠 🇧🇩
@pronomitasaha76713 жыл бұрын
@@MasudRana-ql9uj 🙂amar icha🙂
@MasudRana-ql9uj3 жыл бұрын
@@pronomitasaha7671 Hindi should not be spoken in Bangladesh😡😡
@afrozabegum29643 жыл бұрын
Khub vlo laglo ganta🥰🥰
@shrutisingh89033 жыл бұрын
So soulful just like Arijit Singh....so that a Non-Bengali like me is clean bowled🔪
@sayandeychaudhuri85883 жыл бұрын
i wish these songs had english dubtitle so that all vould appreciate the beautiful lyrics of tagore
@sumitamazumder61932 жыл бұрын
Ki misti gola, aha... jyano modhu jhorchhe... 💖🍫 Mugdho hoe gelam gaan shune 💖💖🌹🌹