হানিফ সংকেতকে ছোট বেলা থেকে দেখে আসছি। যেসব শিল্পীদের অন্যরা খোঁজ করে না, হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রতিক বড় হওয়ার পর তার গানও আমরা প্রথম শুনেছি ইত্যাদির মাধ্যমে। এই দুই ভাই যেন তাদের স্ট্রাগলকে মনে রাখে এবং পরস্পরের প্রতি ও নিজেদের মার সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখে। হ্যাট্স অফ হানিফ সংকেত। আপনি আছেন বলেই বারবার শৈশব কৈশোর এর সুন্দর সময়গুলো ফিরে ফিরে আসে।
@znznzn12364 ай бұрын
বড় ঠ্যঠ
@keshordebnath38723 ай бұрын
Ami o dekchilam
@jantechi Жыл бұрын
আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী খালিদ হাসান মিলু, যখন এই অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিলো তখন আমি এস,এস,সি পরীক্ষার্থী ছিলাম, দিনটি ছিলো শুক্রবার, পছন্দের শিল্পীকে দেখাবে, তাই ইত্যাদি দেখার জন্য সকাল থেকে টিভির সামনে বসে ছিলাম, আল্লাহ পাক খালিদ হাসান মিলুকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক দোয়া করি,
@taowhidreza1279 Жыл бұрын
আমার মতো এত সুখী নয়ত কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন,,এ যেন গান নয় শুধু,আমার প্রতি মূহুর্তের জন্য মা বাবা ভাই বোন পরিবারের ক্ষেত্রে একটি আদর্শের প্লাটফর্ম। মিলুভাই ওপারে ভালো থাকবেন।
@NajmaBintaNoorАй бұрын
২০০৪ সালে ইত্যাদি র এই পর্বটি যখন দেখি তখন ক্লাস সেভেনে পড়তাম।কত ছোট ছিলাম তখন। কিভাবে এত গুলো বছর চলে গেল।আজ সত্যি অনেক বড় হয়ে গেছি
@istiaksabuj53242 жыл бұрын
বাংলাদেশের সবচেয়ে স্মার্ট গায়ক,মিস ইউ স্যার😭
@fourEyed2 жыл бұрын
কান্না চলে আসলো😪 কতটা অসহায় হয়🤐 মানুষ শুন্য পকেটে 😪
@thisispantho48922 жыл бұрын
এই পর্বটা যেদিন প্রচার হয়, সেদিনই দেখেছিলাম। খুব ছোট ছিলাম। ক্লাশ সেভেনে পড়তাম। খুব কষ্ট লেগেছিল মিলু স্যারের এই হাল দেখে। তবে তার দুটি সুযোগ্য সন্তান রেখে গেছেন, যারা বর্তমান সময়ে দাপিয়ে বেড়াচ্ছেন। প্রতিক, প্রিতম ভালবাসা তোমাদের জন্য।
@ShahAlam-yx8ew2 жыл бұрын
তখন আমিও সেভেনে পড়তাম
@sajibmia25242 жыл бұрын
আমিও🥰
@AR2N22 жыл бұрын
আমিও দেখেছিলাম তবে ক্লাস ৪ এ ছিলাম
@horribletalkies1382 жыл бұрын
আমিও সেভেন এ পড়তাম।
@sojibislambabor10372 жыл бұрын
আমি ক্লাস ফাইভে পড়তাম
@moniruzzaman4737 Жыл бұрын
প্রিতম ও প্রতিক হাসানের উচিৎ সেই দিনটির কথা যেন কখোনোই ভুলে না যাওয়া
@nashrollahbinsiddique5332 Жыл бұрын
আমার মতো এতো সুখি গানের রূপকার.. কি বলবো কোনো ভাষা নেই
@princeofdream49292 жыл бұрын
বাঙ্গালী জাতীর একজন প্রিয় শিল্পী মিলু স্যার,এমন গুণী মানুষ খুব কমই জন্মায়। উনার জীবন কাহিনি শুনলে কান্না চলে আসে।আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুক।
@aklimaahmmed6857 Жыл бұрын
অামিন
@jannatultoha49105 ай бұрын
amin
@ahvloge09422 жыл бұрын
আজকের এই দুর্লভ সাক্ষাতকার দেখে চোখে পানি চলে আসলো।সত্যিই এই মহান শিল্পীকে আমি শ্রদ্ধা জানাই।যদিও তার সাফল্যের সময়ে এসে তিনি বেঁচে থাকতে চেয়েও পারেন নি।ওপারে তিনি যেন ভাল থাকেন।আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
@দুখুমিয়া-প৭গ2 жыл бұрын
হ্যাঁ ভাই
@MasudulKabir-q4j8 күн бұрын
আজকের প্রতীক হাসান এবং প্রিতম হাসান শিল্পী হয়ে উঠার পিছনে সবচেয়ে হানিফ সংকেত ও এদের মা এর অবদান সবচেয়ে বেশী। তোমরা শিকড় ভুলে যেও না,,,, ❤❤
@MdJoydulHossain-dq8gr Жыл бұрын
বাংলা গানের এই রাজপুত্র না থাকলে শৈশব এত মঁধুর কখনোই হত না,,যাদু মাখা ধরাজ কন্ঠরাজ খালিদ হাসান মিলু স্যার ই ছিলেন একমাত্র সুঁরের অধিকারী, যার সুঁরে মগ্ন বাংলার মানুষ, আল্লাহ পাক্ আপনাকে ওপারে ভাল রাখুক ❤❤❤❤❤❤❤❤
@informativetips7454 Жыл бұрын
ইতিহাসে এমন শিল্পী আর কেউই হতে পারবেনা । ❤
@rehanaakhtervlogger5566 Жыл бұрын
সেই ছোট্ট প্রিতম আজ কত বড় হয়ে গেছে। দেওরা গানটি হিট। ভিডিওটা দেখে ভীষণ কান্না পেলো।
@হুমায়রা-জ৪প Жыл бұрын
সে আমার ক্রাশ🙃
@shahriararik55898 ай бұрын
😂😂
@mdsaruarzahanzinuk44675 ай бұрын
প্রিতম হাসান একদিন তার বাবার মতো অনেক বড় শিল্পী হবে, ইনশাআল্লাহ।
@user-dz9en75 ай бұрын
হয়েছে ভাই
@OvinoyjogotOvinoyjogot4 ай бұрын
@ হোক বুজতে পারে নাই9en7
@PorimolDas-s8x2 жыл бұрын
হায়রে সময়। এখন প্রতীক আর প্রীতম পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত। প্রীতম তো একজন অসাধারণ প্রতিভাবান মিউজিক ডিরেক্টর।
@sagorbarua63562 жыл бұрын
২০২২ সালে এসে আমি এই গায়কের গান শুনে আর চাহনী দেখে কাঁদছি! প্রতিক এবং প্রীতমকে দেখে খুব মায়া লাগছিলো! মনে হচ্ছে এখনো ছোট আছেন তারা! কিন্তু তারা অনেক বড় হয়ে গেছে, সফলতা পেয়েছেন! এটা ভেবে খুব মন ভরে যাচ্ছে। শুভ কামনা দুই ভাই এর প্রতি।
@surmakhatun73492 жыл бұрын
জজজজজজজজজজজজজ্ঞজজজ
@wowmusic8388 ай бұрын
🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭
@Yeas21345 ай бұрын
Right
@shammyrahman98932 жыл бұрын
বিটিভিতে প্রচারের পর দেখেছিলাম। কি সুন্দর কন্ঠ ছিলো❤️❤️❤️ দেখতে দেখতে কিভাবে সময় চলে যায়
@hinaim001 Жыл бұрын
2023 সালে এসে আমি এই গায়কের গান শুনে আর চাহনী দেখে কাঁদছি! প্রতিক এবং প্রীতমকে দেখে খুব মায়া লাগছিলো! মনে হচ্ছে এখনো ছোট আছেন তারা! কিন্তু তারা অনেক বড় হয়ে গেছে, সফলতা পেয়েছেন! এটা ভেবে খুব মন ভরে যাচ্ছে। শুভ কামনা দুই ভাই এর প্রতি।
এমন একজন শিল্পীর চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে ! ভাবতেও অবাক লাগে । যার গান শুনে কোটি কোটি মানুষ শান্তি পেত তাঁর এই পরিনতি ? উনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বাংলাদেশে ? খুবই দুঃখ পেলাম । পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি ।
@Mashrurescapes009 Жыл бұрын
জ্বী! এটা ২০০৪ সালের ঘটনা তখন আমার বয়স মাত্র ২ বছর। তিনি ২০০৫ সালে মারা গেছেন।
@Nayeemtv2355 Жыл бұрын
গান শুনে আবার মানুষ হাসালে আমায়, আল্লাহর জন্য কিছু করো তাহলে এহকাল পরকাল সুন্দর হবে,
@T-R-Farhan6 ай бұрын
বেটা তুই নিজেই গান শুনে এইখানে হাদিস শুনাতে আসছিস@@Nayeemtv2355
@ratnoroy10762 жыл бұрын
এই প্রথম একটা দৃশ্য দেখলাম, যা আগে কোনদিন দেখার সৌভাগ্য হয়নি,, বড় হয়ে তার গান শুনেছি, নিজের মতো করে গেয়েছি, আমার প্রিয় শিল্পী দের একজন, যুগ যুগ বেচে থাকবেন আপনার ভক্তের অন্তরে ❤️❤️
@sk-sujeet4102 жыл бұрын
রাইট সেম আমিও
@lekatmobarak28502 жыл бұрын
0
@kajaldas93772 жыл бұрын
চোখে পানি চলে আসলো
@runaaktar77572 жыл бұрын
P
@হানজালাআহম্মেদহাছিব2 жыл бұрын
আমিও
@juiakter2163 ай бұрын
চোখে পানি চলে আসলো,আল্লাহ তুমি তাকে মাফ করে দাও
@saifulahmedhridoy2 жыл бұрын
জীবনের শেষ মূহুর্তে এসেও কত সুন্দর করে কথা বলেছিলো। সত্যিকারের শিল্পী এরেই বলে।
@sdyasinislam5 ай бұрын
এতোদিন জানতাম না খালিদ হাসান মিলুর এমন করুন মৃত্যু হয়েছে 😢 আজই জানতে পারলাম খুবই মর্মান্তিক খুবই কষ্টকর জীবন পার করেছেন😢😢
@mddelowarhossain33494 ай бұрын
মাশাআল্লাহ আজকে দেখেন ওনার ছেলেরা প্রতিষ্ঠিত
@sdyasinislam4 ай бұрын
@@mddelowarhossain3349 hmm💝
@AlQuranAcademy-bu6it Жыл бұрын
চোখের জল ধরে রাখা খুবই কঠিন, হে আল্লাহ আপনি খালিদ হাসান মিলুর হিসাব নিকাশ সহজ করে দিয়েন বিচার দিবসে।
@safiulazamrana93832 ай бұрын
২০০৪ সাল। ক্লাস থ্রিতে পড়তাম। বড় আপু আর কাজিন সহ এক মামার বাড়িতে ব্যাটারি চালিত সাদা কালো টিভিতে দেখেছিলাম।
@mnsmedia44462 жыл бұрын
এই পর্বটা এতটাই আবেঘন যে নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার অনেক একজন প্রিয় শিল্পি।
@maya_islam41792 жыл бұрын
অসাধারণ,অসাধারন বাবার নাম হারিয়ে যেতে দেয়নি তার দুই ছেলে। প্রতিক হাসানের কন্ঠটা খুব সুন্দর ❤❤❤
@kholilkhan86872 жыл бұрын
সুন্দর চেহারা এবং সুন্দর কন্ঠে গান গাওয়া একজন প্রিয়। শিল্পী
@brocklesner8842 жыл бұрын
প্রতিক হাসানের সাথে ছোটবেলায় ক্রিকেটে খেলছি।তখন যানতাম না তার বাবা এতো জনপ্রিয় সংগীত শিল্পী
@romanahmed33152 жыл бұрын
২০০৪ এ আমি এই পর্ব টি দেখেছিলাম কেমন করে যেন এত দ্রুত ১৮টি বছর কেটে গেলো টেরই পেলাম না সত্যি বলতে কি জীবন ক্ষনিকের আর মৃত্যু খুব নিকটে।
@ayshaakterayshaakter31702 жыл бұрын
আমার জিবেনেও এই বছর গুলো কিভাবে কেটে গেল বুজতে পারলাম।।এখন আমাদেরও ছোট দুটো ছেলে মেয়ে নিয়ে সংসার আছে।।কিন্তু আগের অনুভতির মত এখন আর লাগে।।মিস করি সেই দিন।।।
@mdSumon-ef8xi2 жыл бұрын
ঠিক বলেছেন ভাই
@rabiakulsum88912 жыл бұрын
Amio
@awaszaman82672 жыл бұрын
Right vi
@শাহানাজআক্তার-ম৮ঘ2 жыл бұрын
ঠিক বলেছেন 😢😢😢
@sbshoriful31742 жыл бұрын
হারিয়েছি আমরা একটা গুনি শিল্পি,আহ এই ভিডিওটা দেখে প্রচন্ড কষ্ট পেলাম
@dipakkumardas11039 ай бұрын
পছন্দের শিল্পী খালিদ হাসান মিলুদার কণ্ঠ যুগ যুগ ধরে বেঁচে থাকবে। চোখের জল চলে আসলো। ভালো থাকুন পরপারে দাদা।
@chuadangatvbd39762 жыл бұрын
এই পর্বটি আমি দেখেছিলাম ২০০৪ সালে বিটিভি তে, তখন আমি ছোট ক্লাস ৬ এ পড়তাম। এই তো সেদিনের কথা। কত তাড়াতাড়ি বছর গুলো পার হয়ে যাচ্ছে।
@sabbirahmedfahad5019 Жыл бұрын
চোখে পানি চইলা আসছে মিলুর মুখে গান শুনার পর। কে বলবে আজকের এই প্রতীক, প্রিতম কতোটা স্ট্রাগল করেছে ছোটোবেলায়। বাবা মার দোয়া সবার জন্য আশীর্বাদ
@aponporan37612 жыл бұрын
জিবনে অতোটা কাঁদিনি... প্রিয় শিল্পী মিলুর জন্য যতটা কেঁদেছি
@Mironhsn2 жыл бұрын
আমিও
@milanmiah8534 Жыл бұрын
ছোটবেলায় তার গান শুনেছি উনার এই পর্বটা দেখেওছিলাম তখনও উনি স্টার। ভাবিনি অকালে একজন লেজেন্ড নিরবে চলে গেলেন। আসলেই উনার গান গুলা এখন গোল্ডেন এরার।
@zerogravity19902 жыл бұрын
5:04 একেই বলে প্রবল আত্মসম্মানবোধ। একজন তুমুল আকর্ষণীয় ব্যক্তিত্ব। জীবনের এই চরম মুহূর্তে এসেও কারো কাছে দয়া কিংবা অর্থ ভিক্ষা চান নি। বলেন নি আমি বাঁচতে চাই। বরং সবার দোয়াপ্রার্থী। সত্যিই আমরা এক রত্ন হারিয়েছি আমাদেরই উপেক্ষা'র কারণে। প্রয়াত আইয়ুব বাচ্চু'র সেই কথা বলতেই হচ্ছে, যেদিন এদেশে "দুস্থ শিল্পী” বলে কিছু থাকবে না শুধুমাত্র সেদিনই মিউজিক ইন্ডাস্ট্রি ভালো ও কালজয়ী শিল্পী পাবে
@tigercricket19972 жыл бұрын
প্রিয় মিলু স্যার, আপনার প্রতীক ও প্রিতম এখন সারা দেশের প্রিয়। ওরা সারা দেশের ভালোবাসা।
@blessaquagarden15112 жыл бұрын
অসম্ভব প্রিয় দুইজন মানুষ এন্ড্রু স্যার আর মিলু স্যার।দুজনকেই কেড়ে নিলো মরণ ব্যাধি।
@MdSujon-vc3me7 ай бұрын
বাংলাদেশের সবচাইতে স্মার্ট এবং ভদ্র শিল্পী ছিলেন,,যার কন্ঠে জাদু ছিলো।।বাংলাদেশে আর হবেনা এমন শিল্পী।।
@abrahman14902 жыл бұрын
এই ছোট ছেলে টাই আমাদের সবার প্রিতম
@miaamelia81402 жыл бұрын
প্রতীক আর প্রীতম আজ সাকসেসফুল। মা শা আল্লাহ।
@zerogravity19902 жыл бұрын
আমার খুব প্রিয় শিল্পী, তাকে এই অসহায় অবস্থায় দেখে প্রচন্ড কষ্ট হচ্ছিল...
@symonvlogs38057 ай бұрын
প্রিয় শিল্পী খালেদ হাসান মিলুর প্রতি রইল ভালোবাসা অবিরাম ❤
@sashm28012 жыл бұрын
যখন ইত্যাদির এই পর্ব টা বিটিভিতে দেখেছিলাম তখন আমি অষ্টম শ্রেণিতে পড়তাম দেখেছি অনেক মানুষের চোখের পানি সামলাতে পারেনি আমিও সবার কান্না দেখে নিজেও কেঁদে ফেলেছিলাম,প্রতিদিন স্কুল থেকে আসার পর রেডিওতে সিনেমার গানের অনুষ্ঠানে বেশিরভাগ সময় তার গান শুনতাম,আজ সেই ১৮ বছর আগের চোখের পানিটা পুনরায় ফিরে আসলো
@mdashrafulislam21642 жыл бұрын
আমিও ৮ম শ্রেণীতে পড়তাম
@jahiruddin2 жыл бұрын
আমিও ৮ম শ্রেণির ছাত্র ছিলাম
@Sadnanfucking2 жыл бұрын
@@mdashrafulislam2164😢❤️
@Sadnanfucking2 жыл бұрын
@@jahiruddin 😢❤️
@sejuti202111 ай бұрын
আমিও
@syedamily11555 ай бұрын
যত বার সামনে আসে ভিডিও টা ততোবারই দেখি আমি ! শিশু প্রিতম 😘, কি দিপ্ত তার চোখের চাহনি ! কি ট্যালেন্ট তার চেহারায় ! প্রিতম/প্রতিক দুজনেই অসাধারণ !!
@maloychandrakar71032 жыл бұрын
মিলু স্যারের জন্য খুব কেঁদেছি।তার মোহনীয় সুরের যাদু থেকে বঞ্চিত হলাম।
@omarfareuque5562 жыл бұрын
💗💗❤️❤️
@harunurroshid63389 ай бұрын
2024 সালে কে দেখছেন
@sksiraj49307 ай бұрын
Amio
@alimkarim48877 ай бұрын
ami
@md.rakibhossain6646 ай бұрын
Ami🙋♂️
@mdharun-fl8dc5 ай бұрын
আমি
@MdSumonahamed-hm8mn5 ай бұрын
ami🙋♀️
@uttamshil38052 жыл бұрын
একজন মিলু কখনোই হারিয়ে যাবে না, একদম হলফ করেই বলতে পারি।
@bulamaji92102 жыл бұрын
এক জন শিল্পী এই ভাবে হারি য়ে যেতে পারে না হলফ করে বলতে পারি,আল্লাহ্ ওনার শুস্তো কামনা করি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন 🙏🙏
@MdRakib-zx2fx2 жыл бұрын
@@bulamaji9210 ♥️♥️♥️♥️♥️
@TechNur24Ай бұрын
আল্লাহ তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত নসিব করুন,, আমিন
@Mir0nHasenАй бұрын
Amin
@blackcat.c2 жыл бұрын
বাংলাদেশের 1 নাম্বার জনপ্রীয় অকাল প্রয়াত স্বনামধন্য শিল্পী
@bizonkumar23962 күн бұрын
আমার প্রিয় কন্ঠশিল্পী 😢! যেখানেই থাকুন ভালো থাকুন!! কোটি ভক্তের হৃদয়ে আপনি বেঁচে থাকবেন!!❤
@nusratjahantoba9442 жыл бұрын
আমি আজ প্রথমবার দেখলাম।ভীষণ কাঁদছি বাবা সব চেয়ে ভালহয় সবচেয়ে নির্মল হয়।আল্লাহ নিশ্চিত তাকে জান্নাতবাসী করেছেন
@Hasanmm20315 ай бұрын
অনেক সাধনার পরে গানটি বেচে থাকবে বাংালির মনে অনন্তকাল। মিলু ভাই ছিলেন দেশের একজন সম্পদ। আমরা ধীরে ধীরে আমাদের সম্পদ হারিয়ে ফেলছি।
@abduljabbarchowdray87482 жыл бұрын
such a legend...যেমন স্টাইলিস্ট, তেমন ভদ্র,,আর গানের গলাত,,কি বলব,, অসাধারণ,, আল্লাহপাক তাকে কবরে ভাল রাখুক
@mohammadohidulislam48072 жыл бұрын
সারা জিবন গেয়ে গেছে গান, আর এখন ভালো থাকবে কবরে???
@@mohammadohidulislam4807 # ছাগল গায়ে লেখা থাকে না। তার কাজকর্মে প্রকাশ পায় সে ছাগল!
@asifthabangali41632 жыл бұрын
খুব ছোট ছিলাম যেদিন বিটিবিতে এই পর্ব টা প্রচার করেছিলো। তেমন বেশি বুঝতাম নাহ।কিন্তু মিলু স্যার এর গান খুব ভালো লাগতো আমার। আহা কি সুর আর গলা ছিলো। ধন্যবাদ আবার দেখানোর জন্যে।
@NepaCookingHouse2 жыл бұрын
আমি দেখেছিলাম এই অনুষ্ঠান টা তবে তখন আমি অনেক ছোট ছিলাম, অসাধারণ সুন্দর কন্ঠের অধিকারি ছিলেন, এখন তার দুই ছেলেই অনেক বড় শিল্পী হয়েছে কিন্তু বাবা দেখে যেতে পারলেন না,এটা সন্তানের জন্য অনেক কষ্ট আল্লাহ সবাই কে ভালো রাখুক
@RaniRani-vi5vz2 жыл бұрын
আহাকে কন্ঠ ছিল
@MdArif-pi4cz2 жыл бұрын
ভাই আমিও দেখছি
@sadmansakib69622 жыл бұрын
শিলপী আবার আল্লাহ'র রহমতে হয় না কি?
@SameerKhan-cj6wt2 жыл бұрын
@@sadmansakib6962 ঠিক বলে সেন ভাই
@farjanaperveen34592 жыл бұрын
গান বাজনা ইসলামে হারাম। তাই শিল্পী হওয়া আল্লাহর রহমত না। গান বাজনা মানুষ কে শয়তানের দিকে আহবান করার একটা কৌশল
@sharminsvlog92042 жыл бұрын
এতো সুদর্শন আর এতো সুন্দর গায়কি...... জানিনা কোন ভুলের শাস্তি সে পেয়েছে। তবে জীবনের শেষ পর্যায়গুলোতে সে ছিল একাকি,, নিস্ব..... আল্লাহ্ ভালো রাখুন তাঁকে। ভালোবেসেই তাঁর প্রতি অনেক শ্রদ্ধা আর ভালোবাসা......।
@diptodas62002 жыл бұрын
ইত্যাদির এর পর্বটি দেখেছিলাম তখন খুব ছোট ছিলাম মনে পড়ে গেলো। খুব কষ্ট লাগছিলো। 😭 ওনার দুই ছেলে আজ বাবার মুখ উজ্জ্বল করেছে। অনেক কষ্ট করেছে। সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রাখুক। আজ পর্বটি দেখে চোখ দিয়ে জল এসে পড়লো বুঝতেই পারলাম না।
@mehermun20832 жыл бұрын
They struggled a lot! Now they deserve to be happy. It's beautiful to see them in a great position now 🥰
@talukdertv89782 жыл бұрын
দেখে খুবই কষ্ট লাগলো ,আমাদের পিরোজপুরে গর্ভ ছিল
@shafiulsohan2983 Жыл бұрын
যেদিন প্রচার হয় এটা প্রথম খুব কষ্ট পাইছিলাম।কান্না করছিলাম।
এই অনুষ্ঠানটি যখন টেলিভিশনে 2004 সালে দেখেছিলাম তখন আমি পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলাম। মহান সৃষ্টিকর্তা যেন এই গুণী শিল্পীকে জান্নাত নসিব করেন।
@hasanafza12725 ай бұрын
আজ উনার ছেলেরা দেশে খুবই জনপ্রিয় ❤️
@pmjnewsfirst56272 жыл бұрын
মিলুকে কখনোই ভুলবেনা সে সময়ের শ্রোতারা। খুবই দুঃখ পেয়েছিলাম মিলুর মৃত্যুতে।
@Gazzi48_tv2 жыл бұрын
এক সময়ের জনপ্রিয় শিল্পী আজ আমাদের মাঝে নেই😥😥
@jahangiralom-qe7ux8 ай бұрын
এ্ট পর্বটি আমি ইত্যাদিতে দেথেছিলাম। খালিদ হাসান মিলু আমার জীবনের প্রথম পছন্দের শিল্পী। ভালো থেকো ওপারে
@medolhasan5221 Жыл бұрын
সুস্থ থাকা মহান আল্লাহর অনেক বড় নিয়ামত,অসুস্থ না হলে বুঝা যায় না যে সুস্থ কতো বড় নিয়ামত,ইয়া আল্লাহ্,আমাদের সবাই কে ভালো এবং সুস্থ রাখো... আমিম
@ahmedtushar63132 жыл бұрын
আমি প্রিতম এর বিয়ের পরে তার পরিবারের খোঁজ করতে এসে এই ভিড়িওটা দেখলাম অনেক খারাপ লাগতেছে। কান্না চলে আসলো দেখে। প্রিতম আর প্রতিকের জন্য শুভকামনা।
@Sanjida448 Жыл бұрын
😊😮😊😮😊😊
@adnansagor32042 жыл бұрын
প্রিয় শিল্পীর এমন অবস্থা দেখে কষ্ট পেলাম। খারাপ সময়ে তার পাঁশে কেউ নাই। তবে বর্তমানে তার ছেলেদের টাকার অভাব নেই ফেমাস শিল্পী।
@mohammadvlog36302 жыл бұрын
বর্তমানে মিলুর ছেলেরা খুব ভালো অবস্থানে আছে। সেই পুরনো দিন আর নেই।
@mkaysaryt2 жыл бұрын
মিলু স্যার, কখনোই মরবে না স্যারকে ভালবাসি ৷ সারাজীবন বাসবো ৷ ভাল থাকুন ওপারে ৷
@Kayum.khan36122 жыл бұрын
একজন ভালো লাগার মানুষ ছিলেন তিনি। আল্লাহ তাকে ভালো রাখুক।মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি
@shihabahmed19912 жыл бұрын
তৎকালীন সময়ে পর্বটা দেখেছিলাম। সেদিন ও কেঁদেছিলাম। আজ ও পাগলের মতো অশ্রু বিসর্জন দিলাম।
@md.aminulislam52177 ай бұрын
গানের মাধ্যমে মিলু স্যার চিরদিন বেঁচে থাকবে মানুষের অন্তরে।
@sawpnomultimedia25382 жыл бұрын
2004 সালে এই অনুষ্ঠান টা টিভিতে দেখেছিলাম আর তখন কল্পনাও করতে পারিনি এতো জনপ্রিয় একটা শিল্পির এমন পরিনতি হবে
@abdullahsaadshan-qi8zk5 ай бұрын
যেই প্রেম স্বর্গ হতে এসে জীবনে অমর হয়ে রয় সেই প্রেম আমাকে দিও,, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়😢💔😢
@mdhafizurrahman78532 жыл бұрын
খুব গুনি একজন শিল্পি ছিলেন মিলু। আমি উনার একজন ভক্ত❤️❤️
@rjmedialtd2 жыл бұрын
দুই ছেলে মানুষ হলো এটাই মিলুর জীবন স্বার্থক
@Uttambiswas7645 ай бұрын
খুব মনে পড়ে 😊 প্রথম জীবনে খুলনায় থাকতেন এবং গান করতেন । তখন আমি ক্লাস এইটে পড়তাম খুলনায় একটা প্রোগ্রামের গান শুনেছিলাম চমৎকার কন্ঠ। খুব মিচ করি মিলু ভাই কে।
@sebatv55402 жыл бұрын
আমার প্রিয় একজন শিল্পী। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখনই এই পর্ব টা দেখেছি রামকৃষ্ণ ক্লাবে তখন ইত্যাদি উপলক্ষে টিভি ভাড়া করে দেখানো হতো টিকিট এর বিনিময়ে। - রাফি সরকার, ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম।
@Abdullahskbd2 жыл бұрын
প্রিয় একজন শিল্পী যার কন্ঠ হৃদয় ছুয়ে যায়। অসুস্থ তারপরও কন্ঠ সেই ছিল। দোয়া রইলো প্রিয় শিল্পীর জন্য। চোখে জল চলে এল।
@Mironhsn2 жыл бұрын
রাইট
@ATAURRAHMAN-vs3ni7 ай бұрын
কে কে ২০২৪ সালের ইত্যাদি দেখতে এসে এই ভিডিও তে দেখতে আসছেন?
@missputul95586 ай бұрын
🙋♀️
@InformationTV-cm1qx6 ай бұрын
আমি
@shantotalukdar54695 ай бұрын
কেন? কোন সমস্যা?
@mssoniya72452 ай бұрын
আমি
@MdNazim-eq3bo2 жыл бұрын
😭😭😭😭 সত্যিই চোখে পানি এসে গেলো। বাহহ! কি মধুর কন্ঠ বাবা ও সন্তানদের।
@zahidshad61942 жыл бұрын
২০০৪ সালে কোন এক ঈদের পরের দিন অনুষ্ঠিত ইত্যাদি তে এই পর্ব টি দেখেছিলাম, তখন ক্লাস 1 এ পড়ি! ১৮ বছর পর হটাৎ করে এই ভিডিও টা সামনে আসার পর পূর্বের সেই স্মৃতি ভেসে উঠলো! সত্যইই,,,এতগুলো বছর কিভাবে যেনো নিমিষেই পার হয়ে গেলো চোখের পলকে! হায়রে ছোট বেলা! যা এমনকি মৃত্যুর বিনিময়েও কোনদিন ফিরবে না
@sanjidanahid67162 жыл бұрын
ছোট বেলায় দেখেছিলাম ভুলে গেছিলাম, এখন আবার দেখে মনে পরলো।প্রতীক প্রিতম বাবার মায়ের দোয়ায় আজ ভালো আছে অনেক,
@KingBanglaChannel4524 күн бұрын
আগের গান গুলি শুনলে মন বড়ে যায় মিলু স্যারের জন্য খুবই কষ্ট লাগলো
গাঁয়ের লোমগুলো শিউরে উঠলো, ভালোবাসা প্রতীক ভাই ও প্রীতম ভাই ❤
@shakiilh2 жыл бұрын
Man, প্রীতমের বিয়েতেও এই গানটাই গেয়েছে প্রতীক! এটাই ওদের বাবার গাওয়া ফেভারিট গান ওদের।
@JoydevRoy-n5i3 ай бұрын
আমার প্রিয় শিল্পী গানের মাঝে অমর হয়ে থাকবে , ভালো থেকো ওপারে!
@fariyashabnom49402 жыл бұрын
গুণী শিল্পী হিসেবে তিনি অনেক সম্মানিত। গুণী দুই সন্তানের পিতা হিসেবে তিনি এখন ও শ্রদ্ধার পাত্র।
@b-2c3-d4e5-w5 ай бұрын
এই অনুষ্ঠান টি প্রচারের সময় খুব ছোট ছিলাম। তখন বুঝতে পারিনি ঠিক মত, চোখে পানিও আসেনি। কিন্তু বড় হয়ে এখন দেখে যেন বুক ফাটা কান্না আসছে। হায়রে মানুষের জীবন! কার কখন কি যে হয়ে যায় আল্লাহ্ জানে।
@rafiqulislamshakilmondal2 жыл бұрын
আমার প্রিয় শিল্পী সত্যি চোখের জল ধরে রাখতে পারলাম না।