03/10/2024 আমরা নন্দীগ্রাম পেটুক রেস্টুরেন্টে আজ গিয়েছিলাম, আমরা অর্ডার করি এক প্লেট চিকেন বিরিয়ানি। দাম নিয়েছিল ১৩০ টাকা ,বিরিয়ানি টা একদম ভাল খেতে ছিল না, কোন রকম করে খেয়েছি , বিরিয়ানিতে ছিল এক পিস চিকেন, এক পিস ডিম কোনো আলুর পিস ছিল না, আর বিরিয়ানির সঙ্গে কোন স্যালাড দেয়নি,স্যালাড আমরা এক্সট্রা নিয়েছিলাম,দাম নিয়েছিল ৫০ টাকা, যার মধ্যে বেশিরভাগ ছিল টমেটো, বিরিয়ানির সঙ্গে রাইতা দিয়েছিল কিন্তু ওটা রাইতা নয় ওটা ছিল টক দই। রাইতা নামে চালিয়ে দিয়েছে,(🤣🤣🤣😂) আপনারা যাবেন কিনা জানিনা আমি তো আর কোনদিন যাব না ধন্যবাদ
@bwithanirban4 ай бұрын
Thanks for sharing your honest feedback based upon your experience