Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare
@SandipPanda-bk7nc4 ай бұрын
হরে কৃষ্ণ খুব সুন্দর
@ChhayaRaniDasOffical Жыл бұрын
খুব সুন্দর
@TaraSarkar-j4o2 ай бұрын
Eswarer rup baichitra. Hare krishna.
@TANAYGhosh-bc8rs5 ай бұрын
খুব সুন্দর ❤❤
@rijuroy9836 Жыл бұрын
জয় গুরু জয় গুরু। জয় লালন, জয় ভবা, রাধে রাধে, হরে কৃষ্ণ, নমস্কার ইউটিউবার কাকু। তুমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিও। মাননীয়া শিল্পী শ্রীমতি সনেকা দাসী বাউল মহাশয়া এবং মাননীয় শিল্পী শ্রী শিবানন্দ হালদার বাউল মহাশয় খুব সুন্দর ভাবে খুব সুন্দর একটি তাৎপর্যপূর্ণ তরজা পালা বাউল গান পরিবেশন করেছেন। ওনাদের তরজা পালা বাউল গান আমি সম্পূর্ণ শুনলাম। সত্যি, খুব ভালো লাগলো, অসাধারণ অপূর্ব সুন্দর। তার সঙ্গে বাদ্যযন্ত্র বাদকরাও খুব সুন্দর ভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। ওনাদের তরজা পালা শুনে আমি অনেক আধ্যাত্মিক কিছু তত্ত্বকথা জানতে পারলাম ও শিখতে পারলাম। ওনাদের তরজা পালা সত্যি খুব দুর্দান্ত হয়েছে, দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন, অতুলনীয়, চমৎকার, সেরা, আর কত বিশেষণ প্রয়োগ করব। আমাদের সমাজে এটি একটি খুব শিক্ষণীয় তরজা পালা। প্রতিটা মানুষের, বিশেষ করে আমার মতো অধম প্রতিটি যুবক যুবতী ছেলেমেয়েদেরই এই পালাপ্রসঙ্গটি শোনা উচিত আছে। সত্যি, কোটি কোটি টাকা পয়সা খরচা করেও এতো মূল্যবান কথাগুলো পাওয়া যায় না। একমাত্র বাউলদের কাছ থেকেই আমি এতোকিছু জেনে ক্রমশ অন্ধকার থেকে আলোর পথে এগোতে পারছি। বাউলরা পালাপ্রসঙ্গের মধ্য দিয়ে আমাদেরকে অনেক আধ্যাত্মিক শিক্ষা প্রদান করেন, যা আমাদের ঈশ্বরের ভজন সাধন ক্ষেত্রে অতি প্রয়োজনীয়। খুব সুন্দর একটি তাৎপর্যপূর্ণ তরজা পালা বাউল গান উপস্থাপনা করার জন্য বাউল শিল্পীদেরকে আমি অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য সাধুবাদ জানাই। ওনাদের চরণে রইল আমার শত সহস্র কোটি দন্ডবৎ প্রণাম আর আমার শ্রদ্ধা ও ভক্তি। ওনারা যেন সহপরিবারে খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আধ্যাত্মিক পথে এইভাবে এগিয়ে যান, সমাজ কল্যানের কাজ এইভাবেই চালিয়ে যান, সাধু গুরু বৈষ্ণব -এর কৃপা সর্বদাই লাভ করুন আর সাধু গুরু বৈষ্ণব -এর কৃপায় তাদের প্রতিটি অনুষ্ঠান যেন খুব সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়, আমি আমার শ্রী শ্রী ভগবান রাধাকৃষ্ণ -এর যুগলচরণে এই শুধু প্রার্থনা করি। কাকু, এই ধরনের পালাপ্রসঙ্গ আলোচনা আরও শুনতে চাই। আর কী বলব, বলার ভাষা নেই। তোমার চ্যানেলের ভিডিওগুলো আমার বেশ ভালোই লাগছে। তোমার ভিডিওগুলো আমি প্রতিনিয়ত দেখি। বহুদিন পর তোমার চ্যানেলে আমাদের গ্রামের বাউল অনুষ্ঠানের একটি তরজা পালা শুনে খুব প্রসন্নবোধ করছি। তুমি সত্যিই একজন ভালো মানুষ, তুমি আমার অনুরোধ রেখেছো। এই পালাপ্রসঙ্গটিই আমি শুনতে চেয়েছিলাম। আর স্ক্রিনে আমার ছবি দেখতে পেলাম, সত্যিই ভাবতে পারছি না, যে আমার মতো অধমের ছবি তোমার চ্যানেলে জায়গা পাবে। তুমি আমার জন্য এতো কষ্ট করে খুব সুন্দর এই পালাপ্রসঙ্গটি উপহার দিয়েছো, এটা আমার কাছে সবচেয়ে বড়ো পাওয়া। এইভাবেই তুমি সাফল্যের দিকে এগিয়ে চলছো, নিশ্চয়ই একসময় তুমি সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছবে। এইভাবে তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, আমি তোমার ও তোমার ইউটিউব চ্যানেলের সাথে সবসময় আছি। এই পালাপ্রসঙ্গটি ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য সাধুবাদ জানাই। সঙ্গে তোমার ও তোমার ইউটিউব চ্যানেল " Folk বিনোদন " -এর কাছে আজ আমি আমার কৃতজ্ঞতা স্বীকার করি। তোমার চরণে রইল আবারও আমার শত সহস্র কোটি দন্ডবৎ প্রণাম আর আমার শ্রদ্ধা ও ভক্তি। তুমিও সহপরিবারে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আধ্যাত্মিক পথে এইভাবে এগিয়ে চলো, সমাজ কল্যানের কাজ এইভাবেই চালিয়ে যাও আর সাধু গুরু বৈষ্ণব -এর কৃপা সর্বদাই লাভ করো, আমি আমার শ্রী শ্রী ভগবান রাধাকৃষ্ণ -এর যুগলচরণে এই শুধু প্রার্থনা করি। তোমাকে জানাই আমার পক্ষ থেকে লাল গোলাপ 🌹 ফুলের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা আর আমার সাদর অভিনন্দন ও মঙ্গলকামনা। ঠিক আছে কাকু, নমস্কার। জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। শ্রী শ্রী ভগবান রাধাকৃষ্ণ কি জয়, শ্রী শ্রী গুরুদেব কি জয়, শ্রী শ্রী ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি জয়, শ্রীমতি গঙ্গা যমুনা সরস্বতী মা কি আমার, শ্রী শ্রী হরিনাম সংকীর্তন কি জয়, শ্রী শ্রী বাউল সংকীর্তন কি জয়, শ্রী শ্রী বৃন্দাবন ধাম কি জয়, শ্রী শ্রী জয়দেব কেঁদুলী ধাম কি জয়, সর্ব সাধু গুরু বৈষ্ণব কি জয়, সমবেত গৌরভক্ত কৃষ্ণভক্ত বৃন্দ কি জয়, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরিবোল হরিবোল হরিবোল হরিবোল।। 💖💖💖💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏