Рет қаралды 501
ওয়ার্ডপ্রেস শিখে ফ্রিলান্সিং করুন। ৮০০০ টাকা ডিস্কাউন্টে ৮ম ব্যাচে ভর্তি চলছে।
এখন মাত্র ৪০০০ টাকায় এডমিশন নিতে পারবেন। (এই সুযোগ সীমিত সময়ের জন্য)
➡️আপনি কি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন শিখে ফ্রিলান্সিং করতে চান?
✅শুরু হয়ে গেল ৭ম ব্যাচের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অনলাইন লাইভ কোর্স।
থাকছে বিশাল সারপ্রাইজ এবং থাকছে হাজার হাজার টাকার প্রিমিয়াম টুলস একদম ফ্রিতে 😲
এবং এখন ভর্তি হলেই পাচ্ছেন ৮০০০ টাকা ছাড়।🔥
📌 কোর্স লিংক : todayfreelanci...
📞 যোগাযোগ করুন : 01768-120797, 01314-441692,
➡️ ম্যাসেজ করুন : m.me/todayfree...
সাথে থাকছে ২৪ ঘণ্টা এক্টিভ সাপোর্ট গ্রুপ ✅
বর্তমান সময়ের সবচেয়ে ডিমান্ডিং স্কিল গুলোর মধ্যে WordPress এবং Web Design একটি অন্যতম স্কিল।
এই যুগে এমন কোনো ব্যবসা বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ইনফ্লোয়েন্সার নেই যাদের ওয়েবসাইট এর দরকার নেই।
কিন্তু মার্কেটের চাহিদা অনুযায়ি সেই পরিমান ভালো ওয়েব ডিজাইনার নেই আমাদের দেশে। এবং এই স্কিল টির চাহিদা
এবং ভ্যালু এতটাই বেশি যে, প্রতি মাসে আপনি সর্বনিম্ন ১০০০০ টাকা
থেকে শুরু করে ৫০০০০টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।
এবং WordPress Web Design এ এক্সপার্ট হয়ে আপনি ৪ টিরও অধিক উপায়ে ইনকাম করতে পারবেন,
১। ফ্রিলান্সিং করে (Fiverr, Upwork, Freelancer and Out of Market)
২। ইন্টারন্যাশনাল ব্লগিং করে।
৩। লোকাল ক্লাইন্টের কাজ করে।
৪। নিজস্ব ই-কমার্স ব্যবসা শুরু করে
এবং দেশী বিদেশী বিভিন্ন কোম্পানীতে ওয়েব ডিজাইনারদের ব্যাপক চাহিদা রয়েছে।
তাই আর দেরি না করে আজই এনরোল করে ফেলুন আমাদের কোর্সে।
📌📌এই কোর্স আমরা একদম শুন্য থেকে শুরু করেছি যাতে করে সবাই সহজ ভাবে শিখতে পারে,
📌📌কেন কোর্সটি করবেন বা কি কি থাকছে এই কোর্সেঃ
📌📌অ্যাডভান্স কোর্স মডিউলের সাথে ৪৫+ লাইভ ক্লাস প্রজেক্ট বেজ কোর্সে যে বিষয় গুলা কভার করা হবে।
📌📌বেসিক টু অ্যাডভান্স ওয়েবসাইট ডিজান যেমনঃ
ইকমার্স, বিজনেস, ব্লগ, নিউজপেপার, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন সহ আরো অনেক কিছু।
📌📌ডিজাইন পার্ট শেষ হলেই থাকছে ওয়েব পেনটেস্টিং ও ওয়েব সিকিউরিটি।
📌📌সেই সাথে থাকছে ফাইভার ও upwok ক্র্যাশ যার মাধ্যমে কাজ শিখে ইন্টারন্যাশনালি কাজ করতে পারবেন।
📌📌আরো থাকছে পার্সোনাল ব্রান্ডিং, যা লোকাল মার্কেট এ কাজ পেতে সহযোগিতা করবে।
📌📌তাছাড়া লাইভ ক্লাস এর পরও থাকবে ক্লাস এর ভিডিও এবং ২৪ ঘন্টা সাপোর্ট।
📌📌কোর্স ইন্সট্রাক্টর হিসেবে থাকছেন Freelancer Mannan
📌📌সেই সাথে সাপোর্ট মেন্টর হিসেবে আছেন Freelancer Faysal
📞📞বিস্তারিত জানতে আমাদের সাপোর্ট নাম্বারে যোগাযোগ করুন : ০১৭৬৮ ১২০৭৯৭ (whatsapp) অথবা ০১৩১৪৪৪১৬৯২ (whatsapp)(সকাল ০৯টা থেকে রাত ০৯টা)