এক কথায় অসাধারণ আপনার বুঁজিয়ে বলার ধরন। আমি ছাদবাগানে গাছের কোন সমস্যা হলে, অন্ধের মতো সারের দোকান কিংবা নার্সারী থেকে কি করতে হবে তা জেনে ব্যবস্থা নিতাম। আজ জানলাম রোগ, রোগের কারণ, কিসের অভাব হলে এই রোগ হয় এবং আরো জানলাম কোন সারে কি উপাদান আছে ইত্যাদি। আপনার মঙ্গল কামনা করি, আপনি দীর্ঘ জীবি হোন। ❤️❤️
@liakatali2019 Жыл бұрын
ই একজন ভালো গাছের বড়ো ডাক্তার, মানে প্রফেসর। আল্লাহ পাক আপনাকে অনেক অনেক দিন বেঁচে থাকার জন্য দোয়া করছি। দীর্ঘ জীবি হোন আপনি। অনেক অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ তায়ালা-আমিন!!
@rajgardens Жыл бұрын
🙏🏼
@tuhinsubhra25962 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বড় উপকার হল। আশা করি আমার গাছগুলোকে এবার বাঁচাতে পারব। 🙏🏼
@subhrasarkar11462 жыл бұрын
খুবই গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ একটি ভিডিও পেয়ে উপকৃত হলাম।
@skreshmarahman3165Ай бұрын
Khub valo laglo dada
@maniladam29445 ай бұрын
Khub valo bojhalen , dhonnobad janai apnake .
@jayasreebhattacharyya22832 жыл бұрын
Khub valo holo videota dekhe amar baganer kichu gacher pata holud hoye jachhe . Thank you beta....,..mashima
@parthapratimsengupta64582 жыл бұрын
দরুন ভিডিও, খুব ভালো অভিজ্ঞতা পেলাম ।
@somasingharoy14872 жыл бұрын
দাদা আমার কাঁঠাল গাছের পাতা দুই ধার দিয়ে পুড়ে যাচ্ছে কি করলে সমাধান পাবো।
@rajgardens2 жыл бұрын
গাছটিকে ছায়ায় নিয়ে এসে রাখুন।
@bichitrobangali35412 жыл бұрын
Novice gardener der jonyo khubi guruttwopurno video!
@subhashbanik72262 жыл бұрын
ধন্যবাদ। আপনি সুন্দৰ বুঝিয়েছেন। আরো আশা করছি।
@deepakkumardas68472 жыл бұрын
Onek din wait korar por ai video ta pelam apnar kach theke....apnar video dekhle onek confusion dur hoyejai...r onek information pawai...thanku ☺️
@krishnamondal56022 жыл бұрын
Darun video
@shahinakther59552 жыл бұрын
মাশাআল্লাহ। আপনার চিন্তা শক্তি সত্যিই অসাধারণ এবং প্রশংসনীয়।
@mayaranidas33142 жыл бұрын
Ank problem solved hoye jbe asa krchi khub vlo thkben
@dilrubaakhter26082 жыл бұрын
Apnar protita video oshadharon.
@Debasish_Rokomari2 жыл бұрын
আপনার এই ভিডিওটি দেখে উপকৃত হলাম। ধন্যবাদ স্যার।
@krishanugoswami45692 жыл бұрын
খুব সুন্দর কথা বলেন আপনি। ভালো থাকবেন
@jayantaghosh52862 жыл бұрын
Khub upokar holo. Darun dada.
@swapandhar26272 жыл бұрын
খুব মূল্যবান তথ্য পেলাম🙏
@dipankarmookerjee22822 жыл бұрын
আপনার করা ভিডিওগুলো দেখি আর মুগ্ধ হয়ে শুনি। এত সুন্দর ভাবে বুঝিয়ে দেন, আমার মতো অল্প জানা মানুষের বুঝতে কোন অসুবিধাই হয় না।
Apnar video ta dekhe akdom shanti holo, amar gaach ta prai more gechilo
@liakatali2019 Жыл бұрын
দাদা, নমস্কার, আমি বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার উপজেলা পাড়ায় বসবাস করি। আমার সব ভিডিও অসাধারণ উপস্থাপন ও আমি সব ভিডিও দেখে থাকি। সত্যিই
@subratarao50442 жыл бұрын
Amar gacheo chlorocis hoyeche. Excess water, plastic pot, poor sunlight , and excess soil in pot which is holding back water for longer time. I realise my faults and from your guidence I am confident of my corrective measure initiated will pay dividends. Thanks for yours relevant and precise guidence 🙏🙏🙏
@SamiranMelodyWorld2 жыл бұрын
খুব সুন্দর ভিডিও 👌👌
@suhanabinthashem46122 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ।❣️❣️❣️
@shahidparvez72352 жыл бұрын
অসাধারন ৷আমি মুগ্ধ ৷বাংলার ছাত্র কিন্তু গাছ বিজ্ঞানী
@rajgardens2 жыл бұрын
🙏🏼
@malabanerjee8424 Жыл бұрын
আপনার মত এমন অভিজ্ঞ মানুষ পেলে মনে হয় নতুন করে গাছবিদ্যার হাতে খড়িটা আপনার কাছেই করি। এমন বিজ্ঞানসম্মত আলোচনা, এত সংক্ষেপে (একটি অতিরিক্ত কথা না বলে ) বলার ক্ষমতাখুব কম লোকেরই হতে পারে। কিছু দিন আগে আমার এক বিশেষ প্রয়োজনে আপনার ওষুধ দেয়া হল কিন্তু ততক্ষণে অনেক গাছ নষ্ট হল।
@rajgardens Жыл бұрын
🤔
@shofimd64142 жыл бұрын
১০০% রাইট
@ashrafchowdhury24792 жыл бұрын
গাছের পাতা যদি মাটির এলকেলাইনের কারনে এ রুপ হয় তাহলে গাছের গোরাতে ভিনেগার ও মাটি পরিবর্তন করলে কেমন হবে? এত জ্ঞানী মানুষ,একে বারে বাস্তব সমস্যা বিশ্লেষন করে পর্যায়ক্রমিকভাবে প্রতিকার নির্দেশ করা হয়েছে।এক কথায় অপুর্ব।
Eai Biovita or Alagaezyme egulo kotota porimane kivabe use korbo ektu janaben
@deepakkumardas68472 жыл бұрын
2ml per litre
@dishadas42962 жыл бұрын
দাদা টবে আপেল চাষ নিয়ে একটি ভিডিও করুন
@dbiswajit472 жыл бұрын
দাদা গন্ধরাজ ফুল নিয়ে একটা ভিডিও বানাবেন।
@amitdey9686 Жыл бұрын
Amar onek gulo joba gachh achhe, kintu Ekhon dekhchhi pray protita joba gachh "Chlorosis" e akranto hoyechhe. Ami ki sob jaoba gachher tob gulo te "Urea" proyog korte pari? Kindly ektu janaben please.
@annikajain1622 жыл бұрын
Very nice video
@mdrafiqulalam50182 жыл бұрын
Excellent
@rajgardens2 жыл бұрын
Thank you so much 😀
@babaipodder7012 Жыл бұрын
Bolchi mix fertiliser use kora jay gach e erokom problem dekhle, & Biovita X er jaygay 'Mobomin' dea jay? ?
@rajgardens Жыл бұрын
দেওয়া যাবে , তবে গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।
@jharnasaha38882 жыл бұрын
ভিডিওটা অসাধারণ । দাদা আমার বীজ থেকে তৈরি এক বছরের সরুফল গাছের পাতা কিনার থেকে কালো হয়ে যাচ্ছে । কচি পাতা ও হচ্ছে ।এখন কি করব ?
@rajgardens2 жыл бұрын
গাছের গোড়ায় অতিরিক্ত জলের কারণে এটা হচ্ছে। জল দেওয়ার সময় মাটি ভালোভাবে পরীক্ষা করে তবেই জল দেবেন।
@maniladam29445 ай бұрын
Viniger choto gache ki vabe dite hobe please janan.
@rajgardens5 ай бұрын
ছোট গাছে লাগবে না।
@shankupaul86394 күн бұрын
Sir amar sob gachh matir pot e lagano Tao cholrosis e kota gachh nosto hoy jachhe..
@ratnachakraborty51952 жыл бұрын
Sir amr onk ga6a ay somosy gulo a6a ☹️☹️☹️ amr kvv kharap laga gach gulo kosto pela ☹️☹️☹️ay video ta follow korbo
@rajgardens2 жыл бұрын
হ্যাঁ, তাই করুন। পরে কোন সমস্যা হলে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখবেন, না হলে গাছ সহ ছবি তুলে আমার ফেসবুক খোঁজে পোস্ট করবেন। সমাধান করার চেষ্টা করবো।
@jhumadas59652 жыл бұрын
Nice👍❤️
@jamilhossain78402 жыл бұрын
ভাই আমি বাংলাদেশ থেকে বোলছি ভাই একটা কালো মোরিচ গাছের পরিচর্যা নিয়ে ভিডিও চাই
@mimidebnath27492 жыл бұрын
Dada apni kichu din aage amake bolechilen sofeda gaache bhalo micronutrient dite 2ml kore 10-12 diner ontorale...dada ektu bole din 🙏🙏🙏 kon micronutrient ta debo ?? Amar kaache Agromin gold ar seaweed extract ache
@rajgardens2 жыл бұрын
যে কোন একটি দিতে পারেন।
@mimidebnath27492 жыл бұрын
@@rajgardens 🙏 dhonnobad dada
@sarwarkp3172 жыл бұрын
দাদা আমার লিচু গাছের একটি ছবি দিয়েছি দয়া করে সমাধান দিন বাংলাদেশ থেকে বলছি। অসাধারণ একটা ভিডিও অনেক কিছু শিখলাম ধন্যবাদ।
@nafi.932 жыл бұрын
Opppp 🎵 and 📷
@iqbalkabir46522 жыл бұрын
Kamranya tree Tay dayo jaby...??? Plz plz janaban... Epsom salt
@rajgardens2 жыл бұрын
হ্যাঁ
@kamrunnaharmukta4145 Жыл бұрын
দাদা আমার মাধবিলতা গাছটির পাতায় সাদা সাদা ছিট ছিট ও হলুদ হোয়ে যাচ্ছে। কি করব জানাবেন প্লিজ
@parthadey51545 ай бұрын
Dada gypsum kothay pabo?
@mdsahabuddink Жыл бұрын
দাদা, আমার একটি ডালিম গাছের মাটি কম শুকায় তাহলে কি হাইড্রোজেন পার অক সাইট টবের মাটিতে দিতে পারবো,,,, ধন্যবাদ
@rajgardens Жыл бұрын
গোড়ার মাটি খানিকটা হালকা করে খুঁচিয়ে দিন তাহলে তাড়াতাড়ি মাটি শুকিয়ে যাবে। হাইড্রোজেন পারঅক্সাইড ও দিতে পারেন।
@Joon-Axom2 жыл бұрын
Raj Da, ai somoy kom be c borsa hoyche. Akhn ki soissar khol bhijano jol deoa jabe ???
@rajgardens2 жыл бұрын
মাটি শুকনো থাকলে দিতে পারেন।
@Joon-Axom2 жыл бұрын
@@rajgardens ok dada
@udayanpal-fo3ks Жыл бұрын
আপনি কলা গাছের রোগ নিয়ে কিছু বলুন। আমার মত অনেকের উপকার হবে। আজ কিছু দিন ধরে দেখছি কলা গাছের পাতা গুলো ছোট হয়ে যাচ্ছে। পাতার ধার গুলো জ্বলে গেছে বলে আমার মনে হচ্ছে। আপনার পরামর্শের অপেক্ষায় থাকলাম। কলা গাছের আর একটা রোগ হলো কণ্ড ছিদ্র করি পোকা।
Dada baroshai lebu r amra gacher pata holud hoe jacche?
@rajgardens Жыл бұрын
এই নিয়ে শীঘ্রই ভিডিও আসছে সঙ্গে থাকুন।
@robirprakash2686 ай бұрын
Ami plastic r ronger bultite gach lagiyechi besh ful hochhilo ekhon fuler kuri sob pore jachhe r patagulo holde typer ki korbo
@rajgardens6 ай бұрын
মাটিতে বোধহয় বেশি জল জমেছে।
@manikmahata93262 жыл бұрын
অনুখাদ্য এবং মিরাকুলান একসঙ্গে স্প্রে করা যাবে
@rajgardens2 жыл бұрын
আলাদাভাবে প্রয়োগ করুন।
@m.k.s49932 жыл бұрын
ওয়েল ড্রনেজ এর ফলে প্রয়োজনিয় খাদ্য অনুখাদ্যও তো জলে ধুইয়ে যেতে পারে কি? দয়া করে এটাও একটু বল্লে আামরা ঠিক বুজতে পাবো।
@mintudas31642 жыл бұрын
Nice
@shuchandabarua27667 ай бұрын
দাদা 🙏 জবা পাতা হালকা সবুজ হয়ে গেলে ইউরিয়া, ম্যাগনেসিয়াম সালফেট একসাথে গাছে প্রয়োগ করা যাবে কি ? ধন্যবাদ।
@rajgardens7 ай бұрын
এক চিমটি করে মাটিতে দিন এবং দু গ্রাম হিসেবে গাছে স্প্রে করতে পারেন। ম্যাগনেসিয়াম দিতে চাইলে গাছে স্প্রে করবেন।
@shuchandabarua27667 ай бұрын
রিপ্লাই এবং পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ দাদা।🙏
@user-oo4hf4pk5u2 жыл бұрын
Amar chaad e gaach ache kintu chaad e pattistone kora, ette chaad damage hobar shombhobona ache?
@rajgardens2 жыл бұрын
জলছাদ যদি থাকে তাহলে কোনো সমস্যা হবে না.
@1.-625 Жыл бұрын
স্টোন ডাস্ট, মার্বেল ডাস্ট এই দুটোই কি গাছে দেওয়া যাবে? এইগুলো থেকে তো ক্যালসিয়াম পাওয়া যায়।
@subhasreechattopadhyay38702 жыл бұрын
Aamar baagan e bel jui , Joba gaach er paata haalka sobuj hoyechhe r white spots hoyechhe. Ki shomoshha bujhte parchhina. Please explain. Please help
@rajgardens2 жыл бұрын
আমার ফেসবুক পেজে ছবি তুলে পাঠান।
@subhasreechattopadhyay38702 жыл бұрын
@@rajgardens ok
@junaedbagdadi90332 жыл бұрын
সার আপনার ফোন নাম্বার যদি DESCRIPTION নে দেন ভাল হয়
@lilybhattacharjee60858 ай бұрын
Pata r aga gulo purej jjachee ki korbo
@rajgardens8 ай бұрын
গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করবেন।
@asraful33757 ай бұрын
সিঙ্গেল সুপার ফসফেট কি পাউডার হয় প্লিজ জানাবেন
@rajgardens7 ай бұрын
হ্যাঁ
@sujaymondal17422 жыл бұрын
স্যার বলছিলাম ভিডিও তে আয়রন পাওডার কতোটা পরিমান দিতে হবে বলা হয়নি , যদি একটু বলে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম, প্লিজ স্যার একটু জানিয়ে দিন, উত্তরের অপেক্ষায় রইলাম 🙏
@rajgardens2 жыл бұрын
গোড়ায় এক চা-চামচ দিলেই হবে।
@sujaymondal17422 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন ও সুস্থ থাকবেন 🙏
@sarmisthaghoshdastidar67932 жыл бұрын
দাদা নমস্কার, আমার দুটো পিলিয়া পেপেরোময়েড আছে, গরম পড়ার পর থেকেই পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং ঝুলে যাচ্ছে, কি করবো?
@fahimhossen70572 жыл бұрын
Law gas ar 1g cutting disi ar pore ki korbo
@rajgardens2 жыл бұрын
আমার চ্যানেলে লাউ চাষ নিয়ে ভিডিও আছে।
@srabaniroy81972 жыл бұрын
Amar gachher pata sweet kemon gachh sada haye gechhe
kzbin.info/www/bejne/e6bVaq16a5qifpo এই লিংকটা টাচ করে ভিডিওটি দেখে নিন
@aninditamajumder8621 Жыл бұрын
আমার লক্ষী জবা আর গোলাপি রঙ্গনে ক্লোরোসিসে সমস্যা দেখা দিয়েছে। এর প্রতিকার কি ভাবে করবো?
@rajgardens Жыл бұрын
গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।
@alodasgupta3042 жыл бұрын
আমাদের সাদা জবা গাছে প্রচুর পাতা হচ্ছে, কিন্তু একটিও কুঁড়ি আসছেনা। কি করতে হবে?
@travelstory987 ай бұрын
আমার লেবু গাছে চুনের পানি দেয়ার পর এই সমস্যা চলে গেছে।।
@kishormahata2546 Жыл бұрын
Amar gandharaj fuler gachh k onno tob e laganor por thekei pata pure shukiye jachchhe... Ki krle gachh take bachate parbo .
@rajgardens Жыл бұрын
এখন শুধু শুধু কেন রিপট করতে গেলেন। শীতের সময় এরা ডরম্যান্সিতে থাকে। তাই এদের ওপর একদম হাত দেওয়া যাবে না। যাই হোক, কপার যুক্ত ফাঙ্গিসাইড এক চামচ হাফ মগ জলে গুলে গাছের গোড়ায় ঢেলে দিন। তারপর থেকে একেবারেই জল দেবে না যতক্ষণ মাটির শুকনো হয়।
@kishormahata2546 Жыл бұрын
Thanks dear... Apni bolle apnake ami photo dite pari what's apps e
@shahinakther59552 жыл бұрын
আমি আগেও আপনাকে প্রশ্ন করেছিলাম বটে কিন্তু আপনি আমাকে উত্তর দিয়েছেন আংশিক তাই আবারও প্রশ্ন করতে বসে গেলাম আশা করব এইবার সম্পূর্ণ উত্তর দিবেন তাহলে আমি খুব খুশি হব। আমার প্রথম প্রশ্ন হলো আপনি কেমন আছেন? আমার দ্বিতীয় প্রশ্ন হল সব গাছে মোটামুটি কিছু কিছু ফুল ফল আছে, এইদিকে আর একমাস পর বর্ষাকাল শুরু ভাই আপনার থেকে জানতে চাইছি যে, আমার বেশ কয়েকটা ফুল এবং ফলের গাছ রিপোর্ট করে শেডের নিচে রাখতে পারব কিনা? আপনি আজকে খুবই ক্লান্ত তাই ঘুমান, পরে আমাকে একটু সময় করে কষ্ট করে উত্তরটা দিলে আমি চির কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।
@shahinakther59552 жыл бұрын
স্যার, আমার প্রশ্নের উত্তর গুলো দিলেন না যে? স্যার, আপনার হেল্প পেলে আমি তো আর আকাশ ছুতে পারব না কিন্তু স্যার একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। স্যার, উপরের অংশে ভাই হবে না, হবে তাই।
@rajgardens2 жыл бұрын
বর্ষার আগে রিপট করে নেবেন।
@HeadtoHell2 жыл бұрын
আমার অন্যান্য গাছের পাতা ঠিক আছে দাদা কিন্ত নাগা মরিচের গাছের পাতা ফ্যাকাসে হোয়ে যাচ্ছে কি দিলে আমার গাছ তার আগের অবস্তায় ফিরে পাবো যানাবেন
@rajgardens2 жыл бұрын
গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ করুন এবং ভালো কোন একটি মাইক্রো নিউট্রিয়েন্ট গাছে স্প্রে করুন।
@goutampandey98382 жыл бұрын
Good afternoon Sir, আমার গন্ধ্যরাজ গাছটা রিপটিং করবার পর থেকে পাতা হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, চিলেটেড আইরন স্প্রে করেছি, এবং গোড়াতে দিয়েছি ( লিকুইড), একবার ফাঙ্গিসিডিও স্প্রে এবং গোড়াতে দিয়েছি, 1 বছরের গাছ ভালো ফুল পেয়েছি 1 মাস আগেও, যদি একটু হেল্প করেন উপকৃত হবো, চিলেটেড জিংক কি দিতে পারি? মাইক্রোনিউট্রয়েন্ট apply করেছি,
@rajgardens2 жыл бұрын
গাছটিকে যদি বাঁচাতে চান আর কোন কিছুই নতুন করে প্রয়োগ করবেন না। আর জলটা বুঝে দিন।
@arpandas15042 жыл бұрын
দাদা আমার জবা গাছের পাতা কালো হয়ে পড়ছে আর কুঁড়ি ঝরে পড়ছে কি করবো?তাছাড়া আমাদের এখানে খুব বৃষ্টিও হচ্ছে।অতিরিক্ত জলের কারণে হচ্ছে না কি কারণে
@subhasishdutta7914 Жыл бұрын
Amar jaba gacha pata halka sabuj
@mrinmoypramanick93012 жыл бұрын
আম গাছে কি নিম খোল ব্যবহার করা যায় ?
@rajgardens2 жыл бұрын
আমি তো করি। আপনাকে বলব, না করাই ভাল।
@mrinmoypramanick93012 жыл бұрын
@@rajgardens খুবই confusing
@haimantidey92912 жыл бұрын
Dear Mr Raj, greetings🌷. As usual I followed your academic discussion with great attention. গত ফেব্রুয়ারি মাসে কেনা ছয়টা জবার মধ্যে পাঁচটা ই শুকিয়ে যাচ্ছে-- almost gone. দিল্লীর ক্রমাগত 44-45 degrees temperature এ কিছু বাঁচানো অসম্ভব। তাও আপনার ভিডিও দেখে দেখে ভারী মাটি বের করে হালকা করে 6% hydrogen peroxide এক লিটার এ 5 ml মিশিয়ে এক একটা প্রায়মৃত গাছ এক ঘণ্টা চুবিয়ে বালি আর খড়ের কুচির মধ্যে আবার লাগলাম। তার সঙ্গে saaf মিশিয়েছি। আমার প্রশ্ন মাটি থেকে বের করে ভুল করেছি? Procedure আশা করি ঠিক আছে। পুনের জবা, লাল ভারী আর আঠালো মাটিতে লাগানো ছিল, very sticky and very heavy. জল জমে যাচ্ছিল বোধহয় বুঝতে পারিনি। একটু প্লীজ বলবেন বাকি গুলোর শেকড় থেকে পুরো মাটি বের করবো না কিছুটা রেখে দেবো। Would be eagerly waiting for your reply. Bhalo thakben 🙏
@rajgardens2 жыл бұрын
যে গাছগুলি মৃতপ্রায় তাদের কে যে রিপর্টিং করেছেন সেই মিডিয়াতে খরের কুচি দেওয়া একেবারেই ঠিক হয়নি। কারণ ওই গুলো পচে গিয়ে মাটিতে ফাঙ্গাস তৈরি করবে। গাছগুলোকে তুলে নিয়ে মোটা একটা বালির বেড তৈরি করে সেখানে বসান। তারপর সেটিকে গাছের নিচে অথবা শেডের মধ্যে রাখেন। নতুন গ্রোথ শুরু হলে তবেই রিপর্ট করবেন। দ্বিতীয় যে বিষয়টি জানতে চাইছেন তাদের ছবি তুলে রাজ গার্ডেন্স ফেসবুক পেজে পাঠান সমাধান করার চেষ্টা করব।
@abcdeg34602 жыл бұрын
আপনার ভিডিও খুব ভালো হয়েছে আপনাকে একটা অনুরোধ ওয়ারিশ কোম্পানির কম্বি কল নামে একটি অনুখাদ্য আছে এটা সম্পর্কে আপনি একটা ভিডিও করলে আমার খুব উপকার হবে এটি দানা ফর্মে থাকে অনেকটা ইউরিয়ার মত রঙ হলো হালকা সবুজ এই সম্পর্কে আপনি যদি আমায় মেসেজ করে জানান তাকেও আমি উপকৃত হব ভিডিও করলে আরো ভালো লাগবে আপনার জবাবের অপেক্ষায় রইলাম ইতি সুদীপ্ত আড্ডা বেহালা
@rajgardens2 жыл бұрын
চেষ্টা করব।
@kanaisaha0072 жыл бұрын
দাদা গোলাপ গাছের ক্লোরোসিস এর অভাব হলে কি দিব।
@rajgardens2 жыл бұрын
এই ভিডিওটি খুব ভালো করে দেখুন। ভিডিওর মধ্যেই প্রত্যেকটি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা আছে। তারপর ব্যবস্থা নিন।
@shafiqueagrofarm Жыл бұрын
চিলেটেড আয়রন কি নামে বাজারে পাওয়া যায়?
@rajgardens Жыл бұрын
যে নামে বলছেন ওই নামেই পাওয়া যাবে।
@bivaschandrapal64436 ай бұрын
কি এমন দিলে সমস্যা র সমাধান হবে
@rajgardens6 ай бұрын
ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাতে আলোচনা করা আছে।
@trishakarmakar19462 жыл бұрын
Apni please Aloevera gach er jotno niye video korun khub dorkar
@tushiroy6842 жыл бұрын
Sir ai vedio tar apekhay chilam amar kache agromingold r mobomin ache konta valo hobe r ai video tar jonno asonkho dhonyabad valo thakben sir
@rajgardens2 жыл бұрын
এই দুটো মাইক্রো নিউট্রিনসের মধ্যে যেটাতে আয়রন, জিংক, ম্যাঙ্গানিজের পরিমাণ বেশি অনুপাতে থাকবে সেটাই ব্যবহার করেবন।
@Mbearningbangla Жыл бұрын
আমার একটি চেরি গাছের পাতা তিন মাস ধরে হলুদ হয়ে ঝরে যাচ্ছে একটা কচি পাতা কি ব্যাপার করতে পারি গাছটি টপে আছে
@anirbankayal.pdosutahata15692 жыл бұрын
Epsom Salt যদি রাত্রিবেলা (রাত ৮টা বা ৯ টা নাগাদ) গাছের পাতায় স্প্রে করি তাহলে কি কোন সমস্যা হবে ?