No video

গাছের সকল রোগপোকা দমন করুন Pesticide, Fungicideএর সঠিক ব্যবহারে Use of diferent Pesticide, Fungicide

  Рет қаралды 139,389

Sadher Chhad Bagan

Sadher Chhad Bagan

4 жыл бұрын

বন্ধুরা
সুন্দর ছাদ বাগান করতে হলে, সবার আগে আমাদের জানতে হবে একটি গাছে কি কি ধরণের রোগপোকার (Insect) ও ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয় এবং সেগুলি থেকে গাছ কে রক্ষা করতে গেলে, কোন কোন পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড ব্যবহার করা উচিত।
আমার এই ভিডিওতে আমি, আমার দীর্ঘ 25 বছরের বাগান করার অভিজ্ঞতা ও বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক বন্ধু এবং ছাত্র ছাত্রী দের পরামর্শ নিয়ে আপনাদের জন্য নিবেদন করলাম।
ভিডিওটি একটুও Skip না করে সম্পূর্ণ টি দেখলে আপনিও হয়ে যাবেন একজন আদর্শ গাছের ডাক্তার।
ভিডিওটি তে আমি নানা পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড এর উল্লেখ করেছি।
এগুলির টেকনিক্যাল Specification জানা থাকলে, ব্র্যান্ড নাম যাই থাকনা কেন, দোকানে গিয়ে গ্রুপের নাম বললেই, দোকানদার আপনাকে ঔষধ টি দিতে সক্ষম হবেন।
আমি তাই প্রতিটি পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড এর ব্র্যান্ড এর নাম এর পাশাপাশি ওদের টেকনিক্যাল গ্রুপের নাম আপনাদের সুবিধার্থে নীচে লিখে দিলাম।
*Fungicide
1) SAAF or Bavistin (Carbondyzem)
2) BLITOX
(Cu. Oxichloride)
3) TATA MASTER
(Metalaxyl- 8% and
Mancozeb - 64%)
*Bacteriacide
1) PLANTOMYCIN
(Streptomycin and
Tetracycline Hydrocholoride)
*Pesticide
1) TAFGOR/ROGOR
(Dimethayet -30%)
2) ACTARA
(Thiamethoxam)
3) CONFIDER /
EMIDAFLU
(Imidacloropid 17.1%)
4) FURADON / THIYAMET / ZEROMET
5) NEEM OIL
6) INTREPID (Chlorfenapyr - 10%)
7) KINGDOXA
(Indoxacarb - 14.5%)
8) HAMLA
(Chlorpyriphos - 50% and Cypermethrin - 5% EC)
9) SAYERA / KAKA
( Humic Acid - 0.5% and
Poly Sacharide - 4% )
10) EKKA
(Acetamiprid - 20%)
11) KRITAP 50 SP
(Cartap Hydrochloride)
12 ) RHODO
(Azoxystrobin - 18.2% and Difenoconazole - 11.4%)
13) ULALA
(Flonicamid Active)
14) Feromeric Trap
এছাড়াও Organic Pesticide ও Fungicide এর জন্য ক্লিক করুন এই ভিডিওটি তে.....
• Organic Pesticide & Fu...

Пікірлер: 521
@SOUMICANE
@SOUMICANE 2 жыл бұрын
রাজুভাই, অসাধারণ একটা পোস্ট আজ দেখলাম। যা দেখে ও শুনে আমি অভিভূত । আমার মতো একজন নতুন বাগানীদের যেভাবে প্রতিটি পর্ব বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে তা এক কথায় অতুলনীয় ও শিক্ষণীয়। কিভাবে pestiside, ফানগিসাইড, ব্যাবহার করতে হবে, কিভাবে নতুন গাছ বসাতে গেলে বা শুধু ফুলের গাছের জন্য কি ব্যাবহার করতে হবে এতো বিস্তারিত তথ্য আগে কোনোদিন কারোর কাছে জানতে পারি নি । আগামী দিনে তুমি আমাদেরকে এমন অনেক নতুন নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করো এই আশায় রইলাম। আমি ব্যাক্তিগত ভাবে কিছু প্রশ্ন করতে চাই , কোথায় পোস্ট করবো?
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
আমি নিজেই এখনো অনেক কিছু জেনে উঠতে পারিনি। চেষ্টা করছি শেখবার। সারাজীবন শিখেই যাবো। আপনার অনুভূতিময় মন্তব্য আমাকে অনেক অনুপ্রেরণা দিল। আপনি গাছের যেকোন সমস্যায় ওই গাছের ছবি দিয়ে, আপনার ছাদ বাগানের লোকেশন ও গাছটির সম্পূর্ণ সমস্যা লিখে "ছাদের ছাদ বাগান" ফেসবুক গ্রুপে পোস্ট করুন। আমাদের গ্রুপের লিংক হলো facebook.com/groups/405996456614669/ অবশ্যই সমাধান পাবেন। সেই গ্রুপেই আমাকে পাবেন সবসময়।
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ সৌমিক দা সবসময়ই পাশে আছি।
@SOUMICANE
@SOUMICANE 2 жыл бұрын
@@sadherchhadbagan আজ ৫৯ বছর বয়েসে পৌঁছে খুব বাস্তব কথা বলছি , facebook থাকা স্বত্বেও wp দেখে ও ইউটিউব দেখে সময় ব্যয় হয়ে যায় । এমতাবস্থায় অন্য কি ভাবে যোগাযোগ করবো (অবশ্যই গাছের ব্যাপারে) জানালে উপকৃত হবো ।
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
আপনি আমার নমস্য। কোথায় থাকেন জানাবেন কাকু।
@SOUMICANE
@SOUMICANE 2 жыл бұрын
@@sadherchhadbagan আমি কোলকাতার টালিগঞ্জের নাকতলা বলে একটা যায়গায় থাকি। পিন কোড - ৭০০ ০৪৭ বাড়ীর ঠিকানা - ১৪ ই/ ৪ , নাকতলা রোড
@ghurtehjai4954
@ghurtehjai4954 2 жыл бұрын
খুব উপকারী ভিডিও, নতুন বাগানি দের সুবিধা হবে, আমি বারাকপুর থাকি,এইসব পেস্টিসাইড পাওয়া যায় এরকম দোকানের খোঁজ দিতে পারবেন
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
kzbin.info/www/bejne/pYu1k52cidinha8 এই ভিডিওটি দেখে চলে আসুন। ঠিকানা, ফোন নাম্বার সব আছে।
@pritimoysarbadhikary1109
@pritimoysarbadhikary1109 3 жыл бұрын
Raju vai k onek dhonyobad. Mulyaban time diye video korar jonno, mulyoban time diye amake phone kore onek kichu bujhiyechen. Thanks a lot. Onek upokrito holam.🙏🙏🙏
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
আন্তরিক শুভকামনা দাদা সমৃদ্ধ হলাম। এভাবেই পাশে থাকবেন সবসময়।
@dipalisingha160
@dipalisingha160 Жыл бұрын
This video is very very helpful for mine .Specially, I pray to live long you and your family .
@sadherchhadbagan
@sadherchhadbagan Жыл бұрын
Thank you very much... I was Sacrificed this video for new Gardenar. Stay in tuned..👍👍
@dipalisingha160
@dipalisingha160 Жыл бұрын
You're forgive me in the last time .
@sudiptomajumder1987
@sudiptomajumder1987 3 жыл бұрын
দাদা আপনার এই উপকারের ঋণ শোধ করার মতো সাধ্য আমার নেই । ভীষণ উপকারী একটি ভিডিও আমি ভীষন উপকৃত হচ্ছি আপনার উপদেশ পালন করে । তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই 💐💐💐💝🙏
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
Welcome সুদীপ্ত দা খুবই ভালো লাগলো আপনার অনুভব। অনেক অনুপ্রাণিত হলাম। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। উপহার দেবেন। ভালো থাকবেন।
@sudiptomajumder1987
@sudiptomajumder1987 3 жыл бұрын
@@sadherchhadbagan দাদা অবশ্যই আরো শেয়ার করবো যাতে আরও মানুষ আপনার থেকে উপকার পেয়ে প্রকৃতিকে আরো সুন্দর করতে পারি আমরা সকলেই । আর আপনার মত সুন্দর বাগানিকে অনুসরণ করতে পেরে গাছ এর প্রাণ হারানোর মত ব্যাথার থেকে অনেক টাই রক্ষা পেয়েছি । এই জন্যেই যারা আমার প্রতিবেশী এবং কিছু বন্ধুদের ও আমন্ত্রণ করেছি , সাধের চাদবাগান দেখায় জন্যে । খুব ভালো লাগে আপনি যখন এত busy থাকার পরেও আমাদের কমেন্টস এর রিপ্লাই করেন । তাই আপনার পরিবার এবং আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন 💐💐💐💝🙏
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
সুদীপ্ত দা আপনাদের মত Subscriber বন্ধুরা আছেন বলেই তো আমি অনুপ্রেরণা পাই, ভিডিও করার। দেখবেন আমিই হয়ত একমাত্র KZbinr যে রোজ রোজ তো দূরের কথা, সপ্তাহে 1 টা করেও ভিডিও upload করতে পারিনা। তার পরেও আপনারা আমার সঙ্গে থাকেন, আমার ভিডিও দেখেন। like দেন , কমেন্টস করেন, শেয়ার করেন। আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ। খুব ভালো থাকবেন। সবসময় পাশে আছি। নিরন্তর শুভকামনা রইলো।
@Diplancevew
@Diplancevew 3 жыл бұрын
দাদা খুব সুন্দর ভালো করে বুঝিয়ে দিলে,,ধন্যবাদ আপনাকে অবশ্যই জানাই,,আসাকরি আজ থেকে আর কারো বাগানে insect আসবেনা,, আবারো অসংখ্য ধন্যবাদ জানাই,,
@tathagata74
@tathagata74 4 жыл бұрын
পুরো ভিডিওটা দেখলাম রাজুভাই। আপনি এত সুন্দর করে বলেছেন যে বুঝতে অসুবিধে হয় নি। সত্যি খুব উপকৃত হলাম। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আপনার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম। সব বন্ধুদের কে উপহার হিসেবে ভিডিওটি শেয়ার করবেন। যাতে তারাও গাছ বিশেষজ্ঞ হয়ে উঠতে পারেন।
@catchlifewithmousumi
@catchlifewithmousumi 4 жыл бұрын
Apner ei video ta sob gardener jonne khub helpful 💞💞💞💞👌
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
একদম ই তাই দিদি। কেউ যদি একটু ধৈর্য্য নিয়ে সম্পূর্ণ ভিডিও টি দেখতে পারেন, তাহলে তিনিও তার ছাদ বাগানের গাছের সুন্দর পরিচর্যা করতে পারবেন এবং গাছ বিশেষজ্ঞ হয়ে উঠবেন। তাই অনুগ্রহ করে আপনার আত্মীয় সজ্জন বন্ধু বান্ধব যারা বাগান করতে ভালোবাসেন, তাদের ভিডিওটি উপহার দেবেন।
@debabrataghosh8301
@debabrataghosh8301 3 жыл бұрын
খুব ভালো একটা ভিডিও | অনেক knowledgeable ভিডিও | অনেক কিছু জানতে পারলাম 👍👍👍
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
ধন্যবাদ দেবব্রত দাদা। সঙ্গে থাকবেন।
@rupalidas5716
@rupalidas5716 4 жыл бұрын
সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলাম। অসাধারণ একটি সেরা ভিডিও উপহার পেয়ে ধন্য হলাম। প্রয়োজনীয় pesticide গুলো লিখে রাখলাম আর ভিডিওটি download করে ফেললাম। অবশ্যই সব্বার সাথে শেয়ার করবো ভিডিওটি, পরের ভিডিওর অপেক্ষায় রইলাম। ভাল থাকুন সুস্থ থাকুন।
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ রূপালী দি। আমি গাছের সম্পর্কে যা সঠিক এবং উপকারী বলে জানি, তা সবাইকে নির্দ্বিধায় শেয়ার করি। কেউ যদি একটু ধৈর্য্য নিয়ে সম্পূর্ণ ভিডিও টি দেখতে পারেন, তাহলে তিনিও তার ছাদ বাগানের গাছের সুন্দর পরিচর্যা করতে পারবেন এবং গাছ বিশেষজ্ঞ হয়ে উঠবেন। তাই অনুগ্রহ করে আপনার আত্মীয় সজ্জন বন্ধু বান্ধব যারা বাগান করতে ভালোবাসেন, তাদের ভিডিওটি উপহার দেবেন। আর আমাকে অনুপ্রেরণা যোগাবেন, যেন আগামীতে এই রকম অনেক ভিডিও আপনাদের উপহার দিতে পারি।
@skriyajul7204
@skriyajul7204 11 сағат бұрын
Asadharon
@ashokghosh8809
@ashokghosh8809 4 жыл бұрын
রাজুদা ভিডিওটা অসাধারণ হয়েছে এবং গাছের রোগ পোকার জন্য যে ওষুধগুলি আপনি বললেন সেগুলি অনেকের কাজে লাগবে
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ দাদা। আমি গাছের সম্পর্কে যা সঠিক এবং উপকারী বলে জানি, তা সবাইকে নির্দ্বিধায় শেয়ার করি। কেউ যদি একটু ধৈর্য্য নিয়ে সম্পূর্ণ ভিডিও টি দেখতে পারেন, তাহলে তিনিও তার ছাদ বাগানের গাছের সুন্দর পরিচর্যা করতে পারবেন এবং গাছ বিশেষজ্ঞ হয়ে উঠবেন। তাই অনুগ্রহ করে আপনার আত্মীয় সজ্জন বন্ধু বান্ধব যারা বাগান করতে ভালোবাসেন, তাদের ভিডিওটি উপহার দেবেন। আর আমাকে আশীর্বাদ করবেন, যেন আগামীতে এই রকম অনেক ভিডিও আপনাদের উপহার দিতে পারি।
@sankarmondal4343
@sankarmondal4343 4 жыл бұрын
দারুণ দাদা ভাই,,,খুব সুন্দর video টা ,,এই video টি জন্যে অনেকেই উপকৃত হবে,,আপনার প্রতি টি video আমার খুব উপকারে লাগে,,সত্যি আপনি এতো সুন্দর করে বোঝান যে আমার আর বাগান করতে অসুবিধা হয় না,,অসংখ্য ধন্যবাদ রাজু ভাই,,ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভাবেই আমাদের পাশে থাকবেন ,,যুগ যুগ জিও আমাদের সকলের প্রিয় সাধের ছাদ বাগান KZbin চ্যানেলে ❤❤❤🌿🌿🌳🌳🌳🤝🤝🤝🤝
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
প্রিয় শঙ্কর দা আমার যত Subscriber বন্ধুরা আছেন, তাদের মধ্যে আপনি একজন বড় মাপের শুভাকাঙ্ক্ষী মানুষ। ভালো লাগে আপনার সহযোগিতা ও সঙ্গে থাকার প্রবণতা। খুব ভালো থাকুন আর এভাবেই যুক্ত থাকুন সাধের ছাদ বাগানের সঙ্গে। নিরন্তর শুভকামনা রইলো।
@pratimamukharjee4820
@pratimamukharjee4820 4 жыл бұрын
Khub valo vidio উপকিত হলাম
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ
@gautamdas3998
@gautamdas3998 2 жыл бұрын
Excellent video .aisa video , itna detail koi nehi Batata .good job bhai. Thank you.
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
Welcome dada Stay in tune
@taraniprasadparamanikparam5921
@taraniprasadparamanikparam5921 4 жыл бұрын
অনেক অনেক কুশল মঙ্গল কামনা করে লিখতে থাকি।প্রতিটাভিডিওরজন্য আগ্রহের সাথে বসে থাকি।আর ডাইরি তে নোট করে চলি।ডাইরি ভরে গেছে।প্রতিটা পদ্ধতি অনুসরণ করি।সাফল্য পাচ্ছি।আনন্দে মন ভরে উঠছে।আবার প্রেরণা পাচ্ছি।বয়সের দাপট হার মানছে। লিখতে নিজের ই হাসি পাচ্ছে। হতাশ হয়ে যাচ্ছি যখন ওষুধ গুলো পাওয়া যাচ্ছেনা। কি করব? On line আনাবার কি ব্যবস্থা আছে? Suggestion পেলে ভালো হতো। সাধের ছাদ বাগান নন্দনকানন হয়ে উঠুক।এই কামনা করি ঈশ্বরের কাছে। "রাজু " কাকুর সদা সর্বদা শুভম্অস্তু।। Phone/whats apps তে যোগাযোগকরতে পারছিনা।
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
প্রণাম নেবেন কাকাবাবু। আমি গাছের সম্পর্কে যা সঠিক এবং উপকারী বলে জানি, তা সবাইকে নির্দ্বিধায় শেয়ার করি। কেউ যদি একটু ধৈর্য্য নিয়ে সম্পূর্ণ ভিডিও টি দেখতে পারেন, তাহলে তিনিও তার ছাদ বাগানের গাছের সুন্দর পরিচর্যা করতে পারবেন এবং গাছ বিশেষজ্ঞ হয়ে উঠবেন। তাই অনুগ্রহ করে আপনার আত্মীয় সজ্জন বন্ধু বান্ধব যারা বাগান করতে ভালোবাসেন, তাদের ভিডিওটি উপহার দেবেন। আর আমাকে আশীর্বাদ করবেন, যেন আগামীতে এই রকম অনেক ভিডিও আপনাদের উপহার দিতে পারি। পুনশ্চ:- আমি Description box এ প্রতিটি ঔষধের টেকনিক্যাল স্পেসিফিকেশন লিখে দিয়েছি। তাই কোনো ব্র্যান্ড এর ঔষধ না পেলে, ওই গ্রুপের অন্য ঔষধ পাড়ার দোকান থেকে বা অনলাইন থেকে কিনে নিন কাকাবাবু। আপনার কমেন্টস আমাকে, অনেক অনুপ্রেরণা দিল।
@joyshreehom9548
@joyshreehom9548 2 жыл бұрын
Excellent vedio.informative vedio
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
Thank you didi.... You make me inspaired...
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
Thank you didi.... You make me inspaired...
@joykanaisumitadas3106
@joykanaisumitadas3106 4 жыл бұрын
খুব গুরুত্বপূর্ণ ভিডিও ,অসংখ্য ধণ্যবাদ এতো কাজের মধ্যে থেকে উপহার সব সময়ই উপহার দিয়ে থাকেন
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
সুমিতা দি আপনাদের এই কমেন্টস গুলি আমাকে প্রবল ভাবে অনুপ্রেরণা দেয়। খুব ভালো থাকবেন দিদি। শুভকামনা নিরন্তর।
@atlantickdasgupta4241
@atlantickdasgupta4241 4 жыл бұрын
Khb upokrito holam... clear hoe gelo anek ajana jinis...apni valo thakben r amader gach gulo apnar deoa idea te valo thakbe...
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ। অনেক অনুপ্রেরণা পেলাম বন্ধু।
@pradipbhowmik8872
@pradipbhowmik8872 2 жыл бұрын
Excellent, like & subscribe না করে পারলাম না,ধন্যবাদ
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
আমি খুবই আনন্দিত হলাম। পাশে থাকবেন *সাধের ছাদ বাগান* এর
@prasantabasak7353
@prasantabasak7353 Жыл бұрын
Many many thanks bhai. Khub bhalo laglo. Bhalo theko.
@biswanathdey2114
@biswanathdey2114 4 жыл бұрын
দাদা আমি তোমার চেনেলের নিয়মিত ফলোয়ার। তোমার ভিডিও ও ইনফরমেশন আমাকে খুব মন মুগ্ধ করে। আমার একটা রিকোয়েস্ট ছিল। যদি তুমি বিভিন্ন ফলের দেশি-বিদেশি ভেরাইটি নিয়ে একটা বা দুটো ভিডিও করলে খুব ভালো হয়... আমার বাড়িতে ও ছাদে খুব বেশি জায়গা নেই তাই এক ফলের বেশি ভেরাইটি ইচ্ছা থাকলেও লাগানো সম্ভব না। আর আমি বুঝতে পারছি না বা জানি না যে কোন ফলের কোন ভেরাইটি টা লাগালেই আমার মোটামুটি সব রকম চাহিদাই পুরোন হবে। তাই ফলের ভেরাইটি নিয়ে বিস্তারিত ভাবে একটা বা দুটো বা তিনটে ভিডিও করতে আমার খুব সুবিধা হত... তোমার কাছে আমার আন্তরিক অনুরোধ🙏 এই বিষয়টা নিয়ে একটু ভেবো...
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
খুবই ভালো প্রস্তাব। অবশ্যই চেষ্টা করবো। আমিও ভেবেছি বিষয়টি নিয়ে। ফল গাছের উপর Complete প্যাকেজ অবশ্যই করার চেষ্টা করবো। সুপরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ।
@subhaspaul4525
@subhaspaul4525 3 жыл бұрын
Very good suggestions about fungicide and pesticides 👍🙏
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
This vedio was made after details study on different insects and their prevention. Yours comments make me inspaired.... Thank you, stay in tuned with sadher chad bagan.
@allendanceinstitute.1300
@allendanceinstitute.1300 4 жыл бұрын
Amar dekha KZbin ar sera video. ETA ami save kore rakhlam. Thankyou raju vai.
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
প্রিয় Allen দা আমার যত Subscriber বন্ধুরা আছেন, তাদের মধ্যে আপনি একজন বড় মাপের শুভাকাঙ্ক্ষী মানুষ। ভালো লাগে আপনার সহযোগিতা ও সহমর্মিতা এবং সঙ্গে থাকার প্রবণতা। খুব ভালো থাকুন আর এভাবেই যুক্ত থাকুন সাধের ছাদ বাগানের সঙ্গে। নিরন্তর শুভকামনা রইলো।
@SamirDas-fs4bt
@SamirDas-fs4bt 4 жыл бұрын
রাজু ভাই অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখানে অনেক শার ,ঔষধ পাওয়া যায় না কিন্তু যা যা বলেছেন এখন অনেক সহজে একটা না থাকলে অন্য টা পাওয়া যেতে ই পারে। ধন্যবাদ আপনিও ভালো থাকবেন
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক শুভকামনা দাদা। এই জন্যই আমি প্রতিটি ঔষধের technical specification টা লিখে দিয়েছি Description box এ।
@anupampal2950
@anupampal2950 3 ай бұрын
Lovely !
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 ай бұрын
Many thanks!
@prithaduttagupta2716
@prithaduttagupta2716 3 жыл бұрын
আপনার এই ভিডিও টা দেখে খুব ভালো লাগলো। অনেক গুরুত্তপূর্ণ তথ্য পাওয়া গেল।
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
হ্যাঁ দিদি গাছের রোগ পোকা ও তাদের প্রতিকার নিয়ে, অনেক পড়াশুনা করে, তারপর ভিডিওটি বানিয়েছিলাম। আপনাদের সকলের উপকারের জন্য।
@mitradas7841
@mitradas7841 4 жыл бұрын
Ami Mitra Das Kalyani theke, prothome janai asonkhyo dhonnyo bad apnake , ei rokom ekti sundor video upoher debar jonno,anek kichu jante parlam, thanks, sustho thakun bhalo thakun.
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ দিদি। আমি গাছের সম্পর্কে যা সঠিক এবং উপকারী বলে জানি, তা সবাইকে নির্দ্বিধায় শেয়ার করি। কেউ যদি একটু ধৈর্য্য নিয়ে সম্পূর্ণ ভিডিও টি দেখতে পারেন, তাহলে তিনিও তার ছাদ বাগানের গাছের সুন্দর পরিচর্যা করতে পারবেন এবং গাছ বিশেষজ্ঞ হয়ে উঠবেন। তাই অনুগ্রহ করে আপনার আত্মীয় সজ্জন বন্ধু বান্ধব যারা বাগান করতে ভালোবাসেন, তাদের ভিডিওটি উপহার দেবেন। আর আমাকে আশীর্বাদ করবেন, যেন আগামীতে এই রকম অনেক ভিডিও আপনাদের উপহার দিতে পারি।
@tapojitsur-naturEalistic85
@tapojitsur-naturEalistic85 2 жыл бұрын
অতি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিও.. সবিস্তারে বলেছেন। অনেক ধন্যবাদ!!
@sanjayroychowdhury7091
@sanjayroychowdhury7091 2 жыл бұрын
Dada apni jebhabe organised bhabe video banan khub kom youtuber ra seta share kore.... Tai sb purano video gulo dekhi smy pelei.. Khub e Valo lage.. Onek onek valobasa roylo dada Ashoknagar theke...
@saswatiacharyya5294
@saswatiacharyya5294 3 жыл бұрын
খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখে খুব ভালো লাগলো। এর থেকে অনেক উপকৃত হলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ও আন্তরিক শুভেচ্ছা জানাই।
@sanghamitrachowdhury4754
@sanghamitrachowdhury4754 3 жыл бұрын
খুব প্রয়োজনীয় এবং তথ্য সমৃদ্ধ আপনার ভিডিও টি। আমার একটি সমস্যা আছে। এই "যস্" নামক ঝড় চলে যাবার পর দেখছি গাছে পিঁপড়ে এবং ফাংগাস হয়েছে । আপনি জানিয়েছেন এক সাথে পেস্টিসাইড আর ফাংগিসাইড দেওয়া যাবে না। তিন দিনের ব্যবধান রাখতে হবে । এই ক্ষেত্রে কোনটি আগে দেব। আমার মন বলছে ফাংগিসাইড দেওয়া খুব জরুরী । আপনার মতামত পেলে উপকৃত হব। please share your opinion.
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
আগে fungicide ও bacteriacide দিন। এই ভিডিওটি দেখে... kzbin.info/www/bejne/sHfZp4aij8aFopo
@saibaba9316
@saibaba9316 2 жыл бұрын
DARUN VAI.. KHUB VALO LAGLO... VALO THEKO...
@mahamudashek1047
@mahamudashek1047 2 жыл бұрын
খুবই সুন্দর হয়েছে ভিডিও এবং জানা বোঝার অনেক কিছু আছে তবে মনে রাখতে হবে এটা হল মূল বিষয় আমি আপাতত সিঙ্গাপুর থেকে ভিডিওটি সম্পূর্ন দেখেছি বাংলাদেশ আমার মালটা বাগান আছে ভাইকে অশেষ ধন্যবাদ
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ দাদা। Description box এ প্রতিটি ঔষধের গ্রুপ এর নাম দেওয়া আছে। বাংলাদেশ এ এই ঔষধ গুলি অন্য নামে পাবেন। গ্রুপ দেখে ঔষধ গুলি কিনতে হবে। সব সময় পাশে আছি।
@rudrajitbhattacharya1244
@rudrajitbhattacharya1244 3 жыл бұрын
Khub valo laglo.ei video dekhe aneke upokrito hobe.Thank you.
@rajashreebasu2820
@rajashreebasu2820 3 жыл бұрын
রাজু ভাই- আমি আপনার ইউটিউব আর ফেসবুক দুটোরই সদস্য। আজকে অসাধারণ বিশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আমি নতুন বাগানি, আপনার পরামর্শ মত নিয়মিত নিমতেল আর সাফ পাউডার প্রয়োগ করি। এবারে পুনে ভ্যারাইটির চারটি জবা গাছ করেছি। গাছে অনেক কুঁড়ি আসছে কিন্ত কদিন পরেই দেখছি কুঁড়িটা কেমন খুবলে খাওয়া ! এটার কারন এবং কি করবো যদি অনুগ্রহ করে বলে দেন, খুব উপকৃত হবো।
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
গাছে chewing insect আছে। King doxa দিন 1ml / 1 ltr জলে।
@ashokghosh3506
@ashokghosh3506 2 жыл бұрын
important discussion for flower due to use pesticide and fungicide. Thank you.
@abirasinha2415
@abirasinha2415 Жыл бұрын
Most helpful
@narayanchandrabanik388
@narayanchandrabanik388 2 жыл бұрын
Many many thanks . Very nicely describe the action of different disease control which Is very helpful for the all level of gardeners . Could we expect another video on organic pesticide ?
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
Yes.... I wl do it very soon.... Stay in tuned ....
@bireswarchakraborty103
@bireswarchakraborty103 3 жыл бұрын
Khub bhalo laglo. Khub sundar guidence dile brother. Thanks
@bishnubaidya6953
@bishnubaidya6953 2 жыл бұрын
Very good nice
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
অনেক ধন্যবাদ দাদা
@tarunsaha7876
@tarunsaha7876 4 жыл бұрын
Raju bhai excellent. 👍 This video will help many growers a lot. It's a complete package . 👌
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
প্রিয় তরুণ দা আমার যত Subscriber বন্ধুরা আছেন, তাদের মধ্যে আপনি একজন বড় মাপের শুভাকাঙ্ক্ষী মানুষ। ভালো লাগে আপনার সহযোগিতা ও সঙ্গে থাকার প্রবণতা। খুব ভালো থাকুন আর এভাবেই যুক্ত থাকুন সাধের ছাদ বাগানের সঙ্গে। নিরন্তর শুভকামনা রইলো।
@santusaha4239
@santusaha4239 3 жыл бұрын
Really amazing that 😍 Video.....
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
Thanks Plz share
@shyamsundardas5789
@shyamsundardas5789 4 жыл бұрын
Daryn darun darun, anek kichhu shikhlam, khub upkar holo.
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ দাদা শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে, আপনারাই আমার অনুপ্রেরণা। নিরন্তর শুভকামনা রইলো। পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
@babitamondal7520
@babitamondal7520 Жыл бұрын
খুব উপকৃত হলাম ভাই
@sadherchhadbagan
@sadherchhadbagan Жыл бұрын
আন্তরিক ধন্যবাদ ববিতা দি।
@mohuyaghosh5794
@mohuyaghosh5794 4 жыл бұрын
অসাধারণ একটি ভিডিও,কত অজানারে জানাইলে তুমি 👍🏻👍🏻
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
তাই??? আন্তরিক ধন্যবাদ বন্ধু।
@upalsen9924
@upalsen9924 4 жыл бұрын
খুবই প্রয়োজনীয় প্রতিবেদন। ধন্যবাদ
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
Welcome
@sudiptamajumder183
@sudiptamajumder183 3 жыл бұрын
💐💐💞Dada💞💐💐 Apnar theke anek kichu Sikhte parchi Kono ek somoy Apnar video dekhe vebe chilam Apni kono company ad korchen Gach korte eto osudh kise lage Kintu bagan korar por jenechi Ousadh lage abosoi lagbe ! Aaj ami sikar korchi ami Vul vebe chilam 🙏 Sedin video dekhae je vul dharona ta jonme chilo seta koyek din bagan korar porei bujhte peregechi Tar por thekei ami apnar video dekhe thaki Seta jodi na kortam tahole aaj Bagan ta hoyto aaj amar thaktoi na ar eto sundor hote parto na Er sompurno credit apnar 🙏 Tai apnar kache Prothome khoma chaichi Er por apnake asonkho dhanyabad janai 💐💐💐🙏
@tapassardar6339
@tapassardar6339 3 жыл бұрын
Good Dada , very good, GOD BLESS 🙏 YOU
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ দাদা। অনেক পড়াশোনা আর এক্সপেরিমেন্ট করে ভিডিওটি বানিয়েছি সকলের কাজে লাগবার জন্য। সবাইকে শেয়ার করবেন প্লিজ।
@madhumitabhowmick1471
@madhumitabhowmick1471 4 жыл бұрын
Dadavai darun upokari video... Khub valo vabe bojhalen...
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ দিদি। শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে, আপনারাই আমার অনুপ্রেরণা। নিরন্তর শুভকামনা রইলো। পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
@somaseal706
@somaseal706 4 жыл бұрын
Thank you so much for this informative video....It'll be of immense help to all gardeners...One of the best gifts on Rakhi Purnima❤❤ Good wishes and blessings.
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
Be lateted *রাখী পূর্ণিমা* র suvechha didi.... You make me inspaired
@ayshaakter756
@ayshaakter756 3 жыл бұрын
Thank you Apnar Ajker anustan Korar jonno.. Anek upokrito hobo !baganira .
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
ওয়েলকাম বন্ধু
@tandranibhowmick5090
@tandranibhowmick5090 4 жыл бұрын
সত্যি খুব উপকৃত হলাম ভাই। আমার কাছে ওস্তাদ কীটনাশক টি আছে আমি কি এটা ব্যবহার করতে পারি?আর একটা জিনিষ জানবার আছে জবা গাছে কি লাল পটাশের সাথে সুপার ফসফেট মিশিয়ে এক চামচ করে দেওয়া যায়?যদি দেওয়া যায় কতটা এবং কি ভাবে দেব সেটা একটু জানিও ভাই । আমিএকজন অসুস্থ মানুষ হয়ে ও সখের বসে বাগান করি।
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
ওস্তাদ ব্যবহার করতে অবশ্যই পারবেন। জবা গাছের সম্পূর্ণ পরিচর্যার উপর আমার ভিডিও আছে, Videos Option এ গিয়ে প্লিজ দেখুন।
@niranjansarkar1073
@niranjansarkar1073 3 жыл бұрын
Khub Sundar lagche
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
ধন্যবাদ
@biswanathdey2114
@biswanathdey2114 3 жыл бұрын
খুব খুব খুব ভালো আর ইনডিটেলস ইনফর্মেশন!👍👍👍👍 আমি একটা জিনিস জানতে চাইছি- ১. আমি সব গাছে কপার অক্সিক্লোরাইড ৫০% WP আর কার্বেনডাজিম ৫০% WP এক সাথে মিশিয়ে স্প্রে বা টবের মাটিতে দিতে পারি? ২. যদি দিতে পারি সেক্ষেত্রে ১লিটার জলে দুটো কি পরিমাবে মেশাতে হবে?? ৩. আর এতে কি দুটোরি উপকারিতা পাওয়া যাবে??
@arpitaghosh1197
@arpitaghosh1197 4 жыл бұрын
আমার বাগানের সাধ অনেক দিনের।ইউটিউবে আপনার চ্যানেল এর ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে।আমার প্রশ্ন এক বস্তা মাটিতে কতটা কোকোপিট লাগে??
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
1/4 বস্তা
@amalkumarghoshdastidar4451
@amalkumarghoshdastidar4451 2 жыл бұрын
Khub valo laglo . Dhannya bad.
@lunaakter3461
@lunaakter3461 4 жыл бұрын
ভাইয়া এই ভাবে আমাদের পাশে থাকবেন ভাইয়া আর এই ভাবে আমাদের কে এই রকম উপাহার দিবেন ভাইয়া ধন্যবাদ আমি বাংলাদেশি ভাইয়া
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ বন্ধু। আমি গাছের সম্পর্কে যা সঠিক এবং উপকারী বলে জানি, তা সবাইকে নির্দ্বিধায় শেয়ার করি। কেউ যদি একটু ধৈর্য্য নিয়ে সম্পূর্ণ ভিডিও টি দেখতে পারেন, তাহলে তিনিও তার ছাদ বাগানের গাছের সুন্দর পরিচর্যা করতে পারবেন এবং গাছ বিশেষজ্ঞ হয়ে উঠবেন। তাই অনুগ্রহ করে আপনার আত্মীয় সজ্জন বন্ধু বান্ধব যারা বাগান করতে ভালোবাসেন, তাদের ভিডিওটি উপহার দেবেন। আর আমাকে আশীর্বাদ করবেন, যেন আগামীতে এই রকম অনেক ভিডিও আপনাদের উপহার দিতে পারি।
@sutapabanerjee4058
@sutapabanerjee4058 3 жыл бұрын
খুব খুব খুব উপকারী একটি ভিডিও।অনেক ধন্যবাদ ।
@Madhumita_Chatterjee
@Madhumita_Chatterjee 3 жыл бұрын
অসাধারণ একটা ভিডিও দিলেন থাংকিউ ভাই
@user-zl4mk2sg9u
@user-zl4mk2sg9u 4 жыл бұрын
আমি ২য় শ্রণীর বাগানী.. বাচ্চাদের ভালো রাখার জন্য এগুলো জানা খুব দরকার..vivgyor টা দিই মিলি বাগে....রাজু ভাই অনেক কিছু সমস্যার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম...সবাই বলতে চায়না...ধন্যবাদ ভিডিও টির জন্য....
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ দিদি। আমি গাছের সম্পর্কে যা সঠিক এবং উপকারী বলে জানি, তা সবাইকে নির্দ্বিধায় শেয়ার করি। কেউ যদি একটু ধৈর্য্য নিয়ে সম্পূর্ণ ভিডিও টি দেখতে পারেন, তাহলে তিনিও তার ছাদ বাগানের গাছের সুন্দর পরিচর্যা করতে পারবেন এবং গাছ বিশেষজ্ঞ হয়ে উঠবেন। তাই অনুগ্রহ করে আপনার আত্মীয় সজ্জন বন্ধু বান্ধব যারা বাগান করতে ভালোবাসেন, তাদের ভিডিওটি উপহার দেবেন। আর আমাকে আশীর্বাদ করবেন, যেন আগামীতে এই রকম অনেক ভিডিও আপনাদের উপহার দিতে পারি।
@taraniprasadparamanikparam5921
@taraniprasadparamanikparam5921 4 жыл бұрын
অনেক অনেক কুশল মঙ্গল কামনা করি সদা সর্বদাই।পরম আগ্রহ নিয়ে দেখি প্রতিটি ভিডিও।ডাইরি আমার ভরে গেছে।প্রতিটা পদ্ধতি অনুসরণ করে চলেছি।রীতিমত একজন শিক্ষা ননিবিয়ে করেই।খুব ভাল লাগছে । আনন্দ পাচ্ছি। সমস্যাটা হলো আমার এখানে ওষুধ গুলো পাওয়া যাচ্ছেনা।তখনি হতাশ হয়ে যাচ্ছি। On line আনাবার উপায় কি? suggestion পেলে উপকৃত হব।whats app তে phone তে পাচ্ছি না। কোন সাড়াশব্দ পাচ্ছি না। মনটা দমে যাচ্ছে। অসংখ্য শুভ কামনা রইল। সাধের ছাদ বাগান নন্দনকানন হয়ে উঠুক।।
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
মাস্টারমশাই আমার বিনম্র প্রনাম নেবেন। আমার ফোনের display খারাপ হয়ে গেছে, তাই whatsapp করতে পারছি না। আগামীকাল অনুগ্রহ করে ফোন করুন। কথা হবে।
@jyotirmoyguha494
@jyotirmoyguha494 3 жыл бұрын
Very thoughtfully prepared wide spectrum video covering almost all major plant problems . Well done. Thank you
@sanjayroychowdhury7091
@sanjayroychowdhury7091 2 жыл бұрын
Dada 100k er mukhee... Onek onek shubhechha... Lots of love from Ashoknagar habra.
@keyachatterjee7480
@keyachatterjee7480 2 жыл бұрын
আপনার ভি ডি ও সবার থেকে আলাদা সত্যি আপনি গাছের ডাক্তার। এতো সুন্দর ভাবে উপস্থাপনা করেন অপূর্ব।
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
আমি অনেক অনুপ্রেরণা পেলাম। পাশে থাকবেন এভাবেই।
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
আমি অনেক অনুপ্রেরণা পেলাম। পাশে থাকবেন এভাবেই।
@parthapratimhalder2629
@parthapratimhalder2629 4 жыл бұрын
Very very useful information. Thanks friend.
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
Thank you very much
@kalpanapaul2086
@kalpanapaul2086 4 жыл бұрын
Apner ajker programme amr khub valo legeche,thank you,aam gacher kivabe poka domonkrbo,please ektu bolben
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আম গাছের পোকা নিয়ে একটা ভিডিও অবশ্যই বানাবো। আপনি Intrepid স্প্রে করতে পারেন। পোকা সব চলে যাবে।
@ashisghosh7246
@ashisghosh7246 Жыл бұрын
jay guru vai.
@sadherchhadbagan
@sadherchhadbagan Жыл бұрын
জয় গুরু বন্দে পুরুষোত্তমম। আশিস দা।
@pampadas8729
@pampadas8729 4 жыл бұрын
Very very important video
@ast.polyraninogorkusmbergp6710
@ast.polyraninogorkusmbergp6710 4 жыл бұрын
অনেক সুন্দর ও প্রয়োজনীয় ভিডিও যা আমাদের জন্য খুব উপকারী। প্রার্থনা করি সুন্দর ও প্রয়োজনীয় ভিডিও গুলি আমরা যেন সব সময় পেতে থাকি। এগিয়ে যান রাজু দাদা ভাই আমরা সব্বাই আছি আপনার সাথে। আপনি সুস্হ থাকুন আর প্রয়োজনীয় তথ্য দিয়ে আমাদের উপকৃত করুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
@shamirdaskano
@shamirdaskano 3 жыл бұрын
ইউটিউবে আজ ১ মাস বিভিন্ন পরার্মশ দেখে আসছি, কিন্তু আপনি সবার উপরে।তাই আজ থেকে আমি আপনার ভক্ত হয়ে গেলাম।। আপনার হিসাবে আমি ১ নং আর বাংলাদেশ থেকে দেখছি।
@zahidhosain3298
@zahidhosain3298 2 жыл бұрын
Nice vdo. Amar chal kumra gas 2/1 ta fol dhorar por hotat kore doga r bare na. Doga khorbakritir hoye jai. Pore doga kalo hoye pure more jai. Ki problem?? Solve ki??
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
আপনি কি BD তে থাকেন? তাহলে Mansar fungicide কিনবেন। আর IND এ থাকলে Saaf fungicide কিনবেন। তারপর 2 গ্রাম 1 লিটার জলে গুলো, সপ্তাহে 1 বার করে স্প্রে করবেন।
@rexonaroy9879
@rexonaroy9879 4 жыл бұрын
ধন্যবাদ, অনেক সুন্দর করে বোঝানোর জন্য।
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ বন্ধু। শেয়ার করবেন ভিডিওটি সবাই কে আপনারাই আমার অনুপ্রেরণা।
@pankajboseharitsanjivanite3933
@pankajboseharitsanjivanite3933 4 жыл бұрын
Bhai khub bhalo lage tomar video , thanks
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ বন্ধু। আমি গাছের সম্পর্কে যা সঠিক এবং উপকারী বলে জানি, তা সবাইকে নির্দ্বিধায় শেয়ার করি। কেউ যদি একটু ধৈর্য্য নিয়ে সম্পূর্ণ ভিডিও টি দেখতে পারেন, তাহলে তিনিও তার ছাদ বাগানের গাছের সুন্দর পরিচর্যা করতে পারবেন এবং গাছ বিশেষজ্ঞ হয়ে উঠবেন। তাই অনুগ্রহ করে আপনার আত্মীয় সজ্জন বন্ধু বান্ধব যারা বাগান করতে ভালোবাসেন, তাদের ভিডিওটি উপহার দেবেন। আর আমাকে আশীর্বাদ করবেন, যেন আগামীতে এই রকম অনেক ভিডিও আপনাদের উপহার দিতে পারি।
@asrafulalam1025
@asrafulalam1025 2 жыл бұрын
Khub sundor vdo. Dada Humic acid er babohar niye akta vdo banan.
@bandanadatta6027
@bandanadatta6027 4 жыл бұрын
খুব ভালো প্রচেষ্টা।অনেক ধন্যবাদ 👌👌
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই।
@shrikantadas4153
@shrikantadas4153 3 жыл бұрын
Khub valo laglo...
@pranabmajumdar7427
@pranabmajumdar7427 4 жыл бұрын
Khub vlo laglo dada onek kichu janlam
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ বন্ধু
@apurbakrishnasen9235
@apurbakrishnasen9235 3 жыл бұрын
দারুন ভিডিও।দয়া করে শুধু মাত্র জৈব সার, ঔষধ ব্যবহার করে কি ভাবে ভাল ফল পাব? অর্গানিক সমস্ত কিছু হলে পরিবেশ সুষ্থ স্বাস্থ্য কর হয়ে উঠবে।
@jayantasen5241
@jayantasen5241 3 жыл бұрын
রাজু ভাই, নমস্কার। আমার কাছে একটা জবা গাছ আছে যেটি খুব সুন্দর কপিন রংয়ের ফুল হয় কিন্তু আজকাল পাতার পিছনে নীচের দিকে কালো রঙের দাগ দেখছি, যেগুলো নখ দিয়ে উঠিয়ে দেওয়া যায়। এগুলো কি কিছু খারাপ লক্ষণ। প্লিস জানাবেন প্রতি কারের উপায় জানিয়ে। নমস্কার।
@protapmondal8362
@protapmondal8362 2 жыл бұрын
খুব সুন্দর একটি jankaro
@SPRoy-il8ft
@SPRoy-il8ft 3 жыл бұрын
Very Impressive video and dada carry on this line.
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
একদমই এই ভিডিওটি করতে প্রচুর পড়াশুনা করতে হয়েছে। সব্বাই কে শেয়ার করুন। সব্বাই তাহলে গাছের রোগ পোকার প্রতিকার নিজেরাই করতে পারবে।
@indrajitgardening
@indrajitgardening 4 жыл бұрын
Very informative.....
@indrajitgardening
@indrajitgardening 4 жыл бұрын
Rhodo ta to online e kothau pacchi na....R eta kato din interval e use Korbo???
@mahfuzarrahman6538
@mahfuzarrahman6538 2 жыл бұрын
অনেক ভালো লাগলো দাদা। Like & Subscribe করলাম। ভালো থাকবেন সবসময়, ধন্যবাদ - বাংলাদেশ থেকে।
@vincentbijoygomes6458
@vincentbijoygomes6458 2 жыл бұрын
দাদা, নমষ্কার নিবেন । আমি বাংলাদেশ থেকে বলছি । গাছের সমস্যা সমাধানে বাংলাদেশে যে ঔষধ পাওয়া যায় তার নাম বললে ভাল হয় । আপনি অনেক সময় ঔষধের নাম শুধু মুখে বলেন এবং নামগুলি যেহেতু একটু ব্যাতিক্রমী তাই বুঝতে একটু অসুবিধা হয় । যদি নামগুলি দয়া করে স্ক্রীনে লিখে দিতেন তবে বুঝতে আরো সহজ হতো ।
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
আমি এই ভিডিওতে কিছু ঔষধের নামের সাথে সাথে তাদের গ্রুপ এর নাম ও বলে দিয়েছি। যেই গ্রুপ এর নাম পৃথিবীর সব জায়গায় সমান এবং পৃথিবীর সব দেশে পাওয়া যায়। আপনাদের BD তেও পাবেন, তবে অন্য নামে।
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
আমি এই ভিডিওতে কিছু ঔষধের নামের সাথে সাথে তাদের গ্রুপ এর নাম ও বলে দিয়েছি। যেই গ্রুপ এর নাম পৃথিবীর সব জায়গায় সমান এবং পৃথিবীর সব দেশে পাওয়া যায়। আপনাদের BD তেও পাবেন, তবে অন্য নামে।
@koushikkhan8890
@koushikkhan8890 3 жыл бұрын
খুব ভালো একটি ভিডিও
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ
@sandipmanna4326
@sandipmanna4326 3 жыл бұрын
Nice, fantastic.
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
Thanks.... You make me inspaired...
@sulekhan7115
@sulekhan7115 3 жыл бұрын
Very nice and informative vdo. Thanks.
@poushalidas1633
@poushalidas1633 4 жыл бұрын
খুব দরকারি ভিডিও। ধন্যবাদ।
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
ধন্যবাদ দিদি শেয়ার করবেন সম্ভব হলে
@arkadeepbaitalik1490
@arkadeepbaitalik1490 4 жыл бұрын
দাদা এই ফেরোমেনিক ট্র্যাপ টা কি সারের দোকানে পাবো?????? Btw khub সুন্দর আর তথ্য পূর্ণ ভিডিও ভালো থাকবেন
@santanusarkar5726
@santanusarkar5726 4 жыл бұрын
Please
@swagataroy1789
@swagataroy1789 Жыл бұрын
amer kache kaka, super sonata achhe.dutoi ki alternative use kora jabe ?
@sadherchhadbagan
@sadherchhadbagan Жыл бұрын
যাবে
@susmitachatterjee8996
@susmitachatterjee8996 4 жыл бұрын
Thank u raju khub upokar holo bhai.
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ দিদি। আমি গাছের সম্পর্কে যা সঠিক এবং উপকারী বলে জানি, তা সবাইকে নির্দ্বিধায় শেয়ার করি। কেউ যদি একটু ধৈর্য্য নিয়ে সম্পূর্ণ ভিডিও টি দেখতে পারেন, তাহলে তিনিও তার ছাদ বাগানের গাছের সুন্দর পরিচর্যা করতে পারবেন এবং গাছ বিশেষজ্ঞ হয়ে উঠবেন। তাই অনুগ্রহ করে আপনার আত্মীয় সজ্জন বন্ধু বান্ধব যারা বাগান করতে ভালোবাসেন, তাদের ভিডিওটি উপহার দেবেন। আর আমাকে আশীর্বাদ করবেন, যেন আগামীতে এই রকম অনেক ভিডিও আপনাদের উপহার দিতে পারি।
@simadas6490
@simadas6490 3 жыл бұрын
Khub khub valo ...eto valo vabe bojhalen vai sobai sohoje bujhe jabe ... Thank you. Ekta proshno ache Amar Pepe gacher pata kukre jacche ,pata Choto hoe jacche .Tufgor diachilam ,Tatar manik o diachi kintu kono upokar pacchi na .ki korbo ektu janaben??
@pankajghosh4218
@pankajghosh4218 Жыл бұрын
সাধারণ বাগানির পক্ষে সব রকমের কীটণাশক রাখা এবং ব্যবহার করা সম্ভব নয় | সেইজন্য যদি ২টি জৈব এবং ২টির নাম বলেন তাহলে খুবই ভাল হয় | আমি ১বছরের বেশী ছাদে বাগান করছি
@pankajghosh4218
@pankajghosh4218 Жыл бұрын
২টি রাসয়নিক কীটণাশক হবে |
@sadherchhadbagan
@sadherchhadbagan Жыл бұрын
দুটি জৈব কীটনাশক ১) নিম অয়েল ২) KAKA দুটি রাসায়নিক কীটনাশক ১) Confider বা Hasil ২) Tafgor বা Rogor
@nilofarjahankhan3024
@nilofarjahankhan3024 3 жыл бұрын
খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ🙏💕
@biswajitshewlee6737
@biswajitshewlee6737 4 жыл бұрын
দাদা অনেক ধন্যবাদ এই অপূর্ব ইনফরমেশন এর জন্য। আমার একটা জিজ্ঞাসা ছিল শামুক এর জন্য ফুরাডন, থাইমেট এতেও কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না আপাততঃ শশা রেখে remove করছি। একটু help করুন প্লিজ।
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
শামুকের গায়ে ভিনিগার direct apply করলে, শামুক মারা যায়। কিন্তু দেখবেন, এই ভিনিগার যেন কখনোই গাছের পাতায় বা টবের মাটিতে না লাগে।
@biswajitshewlee6737
@biswajitshewlee6737 4 жыл бұрын
@@sadherchhadbagan Thank you for dada for your valuable information. দাদা আর একটি ব্যাপারে যদি একটু হেল্প করতেন। Dust 1gm কিভাবে বুঝবো। আমি Ice cream এর ছোট spoon er 80% এর মতো আপাততঃ দিয়ে থাকি কিন্তু exact তো দিতে পারি না যদি কোনো উপায় একটু বলে দেন plzz.
@rudragoswami7632
@rudragoswami7632 3 жыл бұрын
লাল মাকড়ের জন্য কি ওষুধ দেব? সুন্দর ভিডিওর জন্য উপকৃত হলাম
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
Kaka বা Shayera 1 ml 1 লিটার জলে
@suparnabose8274
@suparnabose8274 2 жыл бұрын
আজ আমি সকালে ম্যাগনেসিয়াম সালফেট দিয়েছি। কাল সুপার সালফেট, সাফ গাছের মাটিতে ঢেলে দেব, না স্প্রে করবো। গাছটা বাঁচাতে পারবো তো?
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
সুপার সালফেট নয় ওটা সুপার ফসফেট। মাটিতে দেবেন। আর SAAF পাউডার স্প্রে করবেন।
@shilainattyam7515
@shilainattyam7515 3 жыл бұрын
খুব ভাল লাগল ভাই
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ
@kanchansarkar7527
@kanchansarkar7527 2 жыл бұрын
Bhai hamla ar tata master ki phool phol ese jabar por use kore jai? Use korar Koto din por khaoa jai?
@sadherchhadbagan
@sadherchhadbagan 2 жыл бұрын
Hamla হলো পেস্টিসাইড একদম use করবেন না ফুল আসবার পরে। Tatamaster fungicide 2.5 গ্রাম 1 লিটার জলে গুলে ফুল থেকে গুটি আসবার পর ব্যবহার করা যেতে পারে, সপ্তাহে 1 বার।
@SalmaAkter-hq7ys
@SalmaAkter-hq7ys 3 жыл бұрын
দাদা, ইউরোপ থেকে দেখছি। খুবই ভালো লাগছে। আমি এবার নতুন সবজি বাগান করছি। নিম খোলের পরিবর্তে কি ব্যবহার করতে পারি ? পরামর্শ দিবেন প্লীজ
@ashrafulhaque3953
@ashrafulhaque3953 3 жыл бұрын
Bangladeshi companiy gulor pestiside / fangiside/ insectiside ar name / genetic soho akta video dekta chai. Ami apnar akjon nimeto subscriber. Khulna, Bangladesh.
@sadherchhadbagan
@sadherchhadbagan 3 жыл бұрын
ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো দাদা।
@mithunchatterjee1121
@mithunchatterjee1121 4 жыл бұрын
Just asadharon.
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ
@subirpal2550
@subirpal2550 4 жыл бұрын
অনেক ধন্যবাদ জানাই ।
@sadherchhadbagan
@sadherchhadbagan 4 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ সুবীর দা। আমি গাছের সম্পর্কে যা সঠিক এবং উপকারী বলে জানি, তা সবাইকে নির্দ্বিধায় শেয়ার করি। কেউ যদি একটু ধৈর্য্য নিয়ে সম্পূর্ণ ভিডিও টি দেখতে পারেন, তাহলে তিনিও তার ছাদ বাগানের গাছের সুন্দর পরিচর্যা করতে পারবেন এবং গাছ বিশেষজ্ঞ হয়ে উঠবেন। তাই অনুগ্রহ করে আপনার আত্মীয় সজ্জন বন্ধু বান্ধব যারা বাগান করতে ভালোবাসেন, তাদের ভিডিওটি উপহার দেবেন। আর আমাকে আশীর্বাদ করবেন, যেন আগামীতে এই রকম অনেক ভিডিও আপনাদের উপহার দিতে পারি।
@subirpal2550
@subirpal2550 4 жыл бұрын
@@sadherchhadbagan আমি ঘেসে গোলাপ সেমিনার ভিডিও থেকে যথাসম্ভব অনুস্মরণ করছি।আমার ৬০ বছরের অনুভব থেকে বলতে পারি আপনার নিষ্টা, পরিশ্রম যদি এইভাবে ফোকাসট থাকে তাহলে সময় আপনাকে পুরস্কৃত করবেই। আমার প্রার্থনা শুধু ফোকাস ধরে রাখুন, বাকিটা সময়ের হাতে থাক।
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 127 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН