শুভ বিজয়া ।ভাল থেক রাজু ভাই ও তোমার পরিবার।বরদের আমার প্রনাম।বাড়িতে দুগা পুজ ওলখীপুজ থাকায় অনেকদিন মোবাইল দেখতে পারিনি। আমার কটা মাটিতে গোলাপ আছে তাই তোমার এই ভিডিওটা দেখছি।ভালথেক ভাই তোমার সমৃদ্ধি কামনাকরি।
@sadherchhadbagan Жыл бұрын
আমার প্রণাম নেবেন। খুব ভালো লাগলো আপনার শুভেচ্ছা বার্তায়। ভালো আছি আমরা। আপনারাও ভালো থাকবেন।
@archanamondal21553 жыл бұрын
Khub valo laglo apner ai uposthapona.😊dekhe.Thank you.❤
@bishakhamondal38942 жыл бұрын
অনেক ধন্যবাদ৷ অনেক সমৃদ্ধ হলাম।
@sadherchhadbagan2 жыл бұрын
Thank you
@shrabanisaha70913 жыл бұрын
Khub valo direction pelam
@sadherchhadbagan3 жыл бұрын
ধন্যবাদ দিদি Step by step করুন। সেরা গাছ আপনার হবে।
@sarbanidawn3 жыл бұрын
দাদা ভিডিও টা দেখে খুব উপকৃত হলাম
@sadherchhadbagan3 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ।
@Arunava789424 жыл бұрын
Khub e sundor Dada Thank you so much next winter r agey nischoi korbo
@samitmukherjee72635 жыл бұрын
Dada khub sundor vabe bolechen, ami khub upokrito hobo
@sadherchhadbagan5 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই। সাধের ছাদ বাগানের সঙ্গে থাকুন।
@nanditanazma19425 жыл бұрын
অনেক কিছু শেখা হল। অজস্র ধন্যবাদ। চেষ্টা করব এইভাবে।
@sadherchhadbagan5 жыл бұрын
একদম দিদি। দেখবেন, প্রচুর ফুল আপনি।
@swapannath36623 жыл бұрын
খুব ভালো লাগল আপনার বোঝানো ব্যাপারটা। আমার একটা জিজ্ঞাসা করার আছে। Saaf আমি ব্যবহার করি। অনেক সময় কাটা ডালে লাগানো হয়ে গেলে বাটি ধুয়ে জলটা টবে ঢেলে দিই। বাকি যে ওষুধ গুলো বললেন সেই নামে আমার এলাকায় পাবো কিনা জানিনা। এদের composition টা বলে দিলে ওই composition দেখে ওষুধগুলো কিনতে পারতাম। যদি ইউটিউবে জানিয়ে দেন তাহলে অনেক উপকার হয়।
@kumar201020105 жыл бұрын
Ei video tar jonno khub asa kore chilam. Thank you very much sir
@sadherchhadbagan5 жыл бұрын
সোহম বাবু আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে, সব বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই যাতে উপকৃত হন, সেদিকে আমাদের ভাবতে হবে।
@kumar201020105 жыл бұрын
@@sadherchhadbagan ekdom
@Anwarhossain-qq6ni Жыл бұрын
ভাল লাগলো রাজু ভাই।
@sudiptabasu53322 жыл бұрын
খুব ভালো লাগলো রাজু ভাই।
@sadherchhadbagan2 жыл бұрын
থ্যাঙ্কস সুদীপ্ত দা।
@avigyota69603 жыл бұрын
Khub valo laglo. Valo thakben.
@sadherchhadbagan3 жыл бұрын
Thanks for yours comments আপনিও ভালো থাকবেন।
@dhirajdas51843 жыл бұрын
Very informative vdo. Thankyou.
@sadherchhadbagan3 жыл бұрын
Most welcome
@aparnabanerjee6338 Жыл бұрын
খুব উপকার হোল ভাই। প্রয়োজন হলে জানবো।
@sadherchhadbagan Жыл бұрын
Thank you very much দিদি
@Itz_Shinpei20104 жыл бұрын
Khub valo laglo video ta
@sadherchhadbagan4 жыл бұрын
ধন্যবাদ বন্ধু।
@Itz_Shinpei20104 жыл бұрын
@@sadherchhadbagan ok
@dipaliadhikari65643 жыл бұрын
খুব উপকৃত হলাম ভাই
@sadherchhadbagan3 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ দীপালি দিদি।
@bibekanandamahanti97643 жыл бұрын
খুব সুন্দর ভিডিও
@sadherchhadbagan3 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ সহ শুভকামনা জানাই।
@benudharghosh45753 жыл бұрын
জয়গুরু দাদা, খুব ভালো লাগলো।
@sadherchhadbagan3 жыл бұрын
জয়গুরু বন্দে পুরুষোত্তমম
@tapatisarkar58484 жыл бұрын
Khub bhalo laglo
@mandiradebnath71124 жыл бұрын
ভিডিওটি দেখে খুব উপকার হল...ধন্যবাদ ভাই
@md.ruknuzzamanrukan78913 жыл бұрын
দাদা! খুব সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ আপনাকে।
@sadherchhadbagan3 жыл бұрын
Welcome পাশে থাকবেন।
@s.koishe80452 жыл бұрын
শুধু মাত্র জৈব সার দিয়ে গোলাপের জন্য খাবার নিয়ে একটা ভিডিও করবেন
@sadherchhadbagan2 жыл бұрын
দারুন বিষয় বললেন। অবশ্যই সঙ্গে থাকবেন। নিশ্চয়ই উপহার দেবো ভিডিও।
@kdbabu26823 жыл бұрын
ভালো লাগলো, ধন্যবাদ
@kdbabu26823 жыл бұрын
হটসয়াপ নং টা দিবেন প্লিজ
@sadherchhadbagan3 жыл бұрын
Welcome +91 9874066457
@aparnamaji3414 жыл бұрын
খুব ভালো লাগলো আপনার vdo টি, ধন্যবাদ
@swadhinghosh27473 жыл бұрын
খুব সুন্দর পরামর্শ। ধন্যবাদ।
@sadherchhadbagan3 жыл бұрын
আন্তরিক শুভকামনা। সঙ্গে থাকবেন *সাধের ছাদ বাগান* এর।
@bibekanandadebroy53805 жыл бұрын
Thanks. Honek kichu janlam , hey video teke
@sadherchhadbagan5 жыл бұрын
অনেক দিন পর আপনার রিপ্লাই পেলাম Mr Debroy.. Thank you very much
@bidyutsanal58893 жыл бұрын
Video ta khub Sundar. Kintu amar golap gachta 4 ki 5 month er akhono er branch guli khub durbal o saru. Jadio kichu phul phuteche. Amar prasna ei guideline ki arthat katai chatai ki apnar system e karte habe? Jadio apnar video te gachti r branch guli mota Comments er uttar abassa sighra diben.
@sadherchhadbagan3 жыл бұрын
না ছোট গাছের ক্ষেত্রে হার্ড প্রুনিং করা যাবে না। আপনি খাবার টা দিন। তার 10 দিন পর soft প্রুনিং (শুধুমাত্র গাছের ডগার পাতা গুলো ছেঁটে দিন) করুন।
@antarasanyal21434 жыл бұрын
Khub upokar holo....amr aporajita gache ank kori asche bt holud hoye jhore jacche...ki krbo jodi bolen valo hoy.
@kanizakhatun1392 жыл бұрын
Khub sundor
@bilash39203 жыл бұрын
Nice , Very useful
@sadherchhadbagan3 жыл бұрын
ধন্যবাদ বিকাশ দা। পাশে থাকবেন।
@avishek3775 жыл бұрын
Darun dada dil khus hoye gelo .apnar baki gache gulo dekhio akbar overview amar bagan ta sajano idea pabo .apni jodi dumdum a thakten dekhe astam
@sadherchhadbagan5 жыл бұрын
আমি আপ্লুত বন্ধু। অনেক অনুপ্রেরণা পেলাম আপনার মন্তব্যে। নিশ্চয়ই দেখাবো আমার সাধের ছাদ বাগান কে। মরশুমী ফুল আগে ফুটুক। তাহলে আপনার ভালো লাগবে। সঙ্গে থাকুন বন্ধু, সবসময়।।
@MdAbdullah-wf7nu3 жыл бұрын
দাদা, ভিডিও দেখে খুব উপকৃত হলাম। দাদা আমার কাছে শিং কুচি, হাড়ের গুড়ো, নিম খৈল,সনিষার খৈল চা পাতা,ইউরিয়া, পটাশ, টি এস পি ও ডিএপি আছে। কিন্তু আমার কাছে রক্তসার ও খুর কুঁচি নেই, এ দুটো পরিবর্তে কি দিতে পারি? জানাবেন।
@sadherchhadbagan3 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ। ক্ষুর কুচির পরিবর্তে হারগুড়ো আর সিং কুচি দিন। রক্ত সার না হলেও চলবে।
@richiranimondal72952 жыл бұрын
Khub sundar
@parthapratimguhathakurta36604 жыл бұрын
Khub bhalo bughiachhen
@leenachatterjee46824 жыл бұрын
অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ
@sadherchhadbagan4 жыл бұрын
ওয়েলকাম
@shibuchanda62254 жыл бұрын
আপনার পরিবেশনা খুব ভাল হয়েছে।আমি বরানগরে থাকি।এই সময় লোকাল ট্রেন না চলায় শ্যামনগরের বিপুল ফার্টিলাইজারে যেতে পারছি না। বরানগর বা বেলঘরিয়ার কাছা কাছি কোন দোকানের খবর দিলে ভাল হয়। ধন্যবাদ।
@samratdas89455 жыл бұрын
ভিডিও টা দেখাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।আর আমিও উপকৃত হলাম। এই পরিচর্যা দেখে।
@sadherchhadbagan5 жыл бұрын
ভালো লাগলো আপনার মন্তব্য বন্ধু। অনেক অনুপ্রেরণা পেলাম। এভাবেই সাধের ছাদ বাগানের সঙ্গে থাকুন। আন্তরিক ধন্যবাদ জানাই।
@milindghosh4444 жыл бұрын
Khub bhalo explanation...amar kichu gach direct mati te lagano ache tader jotno ki vabe korbo...?
@sadherchhadbagan4 жыл бұрын
একই ভাবে, তবে এখন নয় নভেম্বরের 1st week এ।
@lalitgoswami43765 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা ভিডিও করার জন্য।আপনার উপস্থাপনা খুবই সুন্দর।খুব ভালো লেগেছে আমার।এতো সুন্দর ভাবে কেউই বোঝান না।অনেক উপকৃত হলাম দাদা। দাদা আপনি যে জৈব ও রাসায়নিক সারটা ও মাটিটা ডাম্ব করে বানিয়ে রাখলেন সেটা কি জল দিয়ে মিশিয়ে রাখতে হবে নাকি শুকনো অবস্থাতেই রাখতে হবে?আর টবের মাটিটা খুঁড়ে কতদিন রোদ খাওয়াতে হবে?
@sadherchhadbagan5 жыл бұрын
আপনাকেও নমস্কার জানাই। হ্যাঁ ওই সারে দু দিন পরপর জল স্প্রে করে দিলে, আরো ভালো ডিকম্পোজ হবে। আকাশ মেঘলা থাকলে গাছের গোড়ায় মাটি খুঁড়ে তিনদিন রোদ খাওয়ানো যাবে। খুব সূর্যালোক থাকলে, একদিনের বেশি রোদ খাওয়াবেন না।
@lalitgoswami43765 жыл бұрын
@@sadherchhadbagan অনেক ধন্যবাদ দাদা আপনাকে।
@sheikhnasrin28564 жыл бұрын
Thank you dada onek k8so sjekhlam o janlam amar o golap gaach ache
@shubhendusarkar75254 жыл бұрын
Dada,, darun helpful video,,, apnar video onek bar kore dekhchi,,, khub sundor step by step information dichhen,,, amar ekta proshno holo ami ki SAAF powder er poriborte BAVISTIN use korte pari spray kinba jole gule direct maati te dewar jonno ???
@sanjaydas89764 жыл бұрын
অনেক অজানা জানা হলো। খুব সুন্দর।
@pabanruidas16379 ай бұрын
Cutting grow ki bhabe success karbo dada aktu jamle valo hato
@sadherchhadbagan9 ай бұрын
আচ্ছা এই নিয়ে একটা ভিডিও করবো আমি
@MdAbdullah-wf7nu2 жыл бұрын
এগ্রোমিন গোল্ড পরিবর্তে মোমিন ব্যবহার করা যাবে? জানাবেন।
@sadherchhadbagan2 жыл бұрын
অবশ্যই ব্যবহার করা যাবে।
@subratakanjilal43294 жыл бұрын
Khoob bhalo hoeche
@Phoenixallinallbiplab4 жыл бұрын
অসাধারন ভিডিও দাদা, অনেক কিছু জানতে পারলাম, একটা জিজ্ঞাসা ছিল,শিকড় কাটাই ছাঁটাই কখন করব এবং কি ভাবে করব অনুগ্ৰহ করে জানালে খুবই উপকৃত হব।
@keyachatterjee74803 жыл бұрын
রজুভাই অনেক ধন্যবাদ আপনাকে ।আপনার ভি ডি ও গুলো অত্যন্ত শিক্ষনীয়। আমি অনেক উপকৃত হয়েছি।বারো মাসের আমগাছ কি ভাবে যত্ন করবো ? এই বিষয় যদি একটি ভি ডি ও করেন খুবই উপকৃত হবো।
@maryamsakin22255 жыл бұрын
অনেক ধন্যবাদ সুন্দর একটি ভিডিওর জন্য।প্রথমে ফাংগিসাইড, তারপর পেস্টিসাইড এর কথা বললেন, কেন?দুটো কি একসাথে মিশিয়ে দেওয়া যায় না?কার্যকারিতা কি কমে যায়?
@sadherchhadbagan5 жыл бұрын
দেওয়া যায়। তবে দুটো একসাথে মিশিয়ে দিলে ওর কার্যকারিতা সঠিকভাবে হয় না। তাই দেওয়া হয় না।
@malabikapal10612 жыл бұрын
@@sadherchhadbagan ok
@rupalidas57165 жыл бұрын
অসাধারণ সুন্দর হয়েছে ভিডিওটি। মনোযোগ সহকারে দেখলাম এবং উপকৃত হলাম। এইভাবে করবার চেষ্টা করবো। এখন বৃষ্টি হচ্ছে কি করবো?
@sadherchhadbagan5 жыл бұрын
ধন্যবাদ Rupali ম্যাডাম। বৃষ্টি হলে এখন কাটাই ছাঁটাই করবেন না। বৃষ্টি কমে গেলে Saaf দিয়ে আগে স্প্রে করুন। দুদিন পর খাবার দিয়ে দিন। তার এক সপ্তাহ পর নভেম্বর এর সাত তারিখ নাগাধ কেটে দিন।
@kakalimukherjee9944 жыл бұрын
Khub valo lagche
@krishnamohanta32674 жыл бұрын
গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত vedio টি খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমার গোলাপ গাছের টব পরিবর্তন করতে হবে। সেটা কি এখন করব? আপনার দেখানো ঐ মাটি সাহায্যেই কি reporting করব? জানালে খুব উপকৃত হব।
@lovingindia8844 жыл бұрын
Khub valo information dada ...new golap gach koto din pore cutting Kora Jai?ak2 bolben plz
@sadherchhadbagan4 жыл бұрын
নতুন গোলাপ গাছ ছোট থাকলে কাটিং না করাই ভালো। এক বছরের পুরনো হলে তবে ই কাটিং করবেন অক্টোবর এর শেষে বা নভেম্বর এর শুরুতে।
@arranyaadhikary71343 жыл бұрын
স্টেরা মিল কি সার?, সব গাছ এ দিতে পারবো?
@sadherchhadbagan3 жыл бұрын
হ্যাঁ। স্টেরা মিল হলো, রক্ত সার। সব গাছে দিতে পারবেন।
@hiranmoydas7783 жыл бұрын
গোলাপ গাছ নার্সারি থেকে আনার পর ধুয়ে লাগাতে হবে না কি মাটি সমেত বসাতে হবে?
@sadherchhadbagan3 жыл бұрын
ঘেঁষ এ লাগালে ধুঁয়ে লাগাতে হবে। মাটিতে লাগলে, যেমন আছে ঠিক তেমন ভাবে লাগাবেন।
@miludaspriya78764 жыл бұрын
Darun video, anek dhonnobaad. Ekta jigyasa ache ta holo repotting korechi September e pruni ng korbo November e, tai pruning er age ki mati ber kore rod khawate hobe gach k?? Ektu detail e uttar deben bole asha thaklo
@pralayroy7984 жыл бұрын
ঘেঁষের গাছের কাটিং ও রিপটিং এর ভিডিও র জন্য অপেক্ষায় রইলাম।
@kalyanghosh41743 жыл бұрын
আমি কাটিং করে ফেলেছি এখনই কোনো সমস্যা হবে কি? আর সার মাটি কি এখনই দিয়ে দেবো?
@sadherchhadbagan3 жыл бұрын
কাটিং করার সেরা সময় কার্তিক মাস। অর্থাৎ অক্টোবর এর শেষের দিকে বা নভেম্বর এর শুরুর দিকে। আপনি এখন কাটিং করেছেন জেনে একটু চিন্তায় রইলাম কল্যাণ দা। খুব বেশী বৃষ্টির জল প্লিজ লাগতে দেবেন না। আর অবশ্যই যেভাবে সার বানিয়েছি, সেভাবে বানিয়ে প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে দিন খুব তাড়াতাড়ি।
@kalyanghosh41743 жыл бұрын
ধন্যবাদ দাদা
@sadherchhadbagan3 жыл бұрын
ওয়েলকাম
@dolapanja4074 Жыл бұрын
চোখ কোথায় থাকে একটু যদি ভালো করে দেখান আর একবার , খুব ভালো হয়। আমি চোখটা কোথায় বুঝতে পারছি না।
@sadherchhadbagan Жыл бұрын
বেশ এই নিয়ে একটা আলাদা ভিডিও করবো।
@gitabhattacharjee66334 жыл бұрын
রাজু ভাই তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ভাষা খুঁজে পাইনা। তোমার চ্যানেল দেখি আর অনেক কিছু জানতে পারি তুমি চালিয়ে যাও ভাই।
@sadherchhadbagan4 жыл бұрын
প্রনাম দিদি, আপনাদের ভালোবাসায় এভাবেই যেন সমৃদ্ধ হতে পারি চিরদিন।
@purnimachatterjee94013 жыл бұрын
বলছি রাজু দাদা ভাই ডি কম্পোজ করা সার কটি গাছের জন্য R মাটি তুলে নিয়ে গাছ টি রোদ্দুরে কতক্ষন রাখবো
@sadherchhadbagan3 жыл бұрын
পূর্ণিমা দি আমি যে যে মাপে সার তৈরি করতে বললাম, সেই সার থেকে 1 মুঠো দিন 1টা 8 ইঞ্চি টবের জন্য। আর 2 মুঠো দিন 1টা 10 ইঞ্চি টবের জন্য। রোদ্দুরে গাছ টি 4 ঘন্টা রাখবেন।
@ayeshasultana86803 жыл бұрын
Namoshkar dada...abar ekta apnar valo video dekhlam...dada amar question holo amar kache AGROMIN MAX ache golape kato ta porimane debo r kato din antor debo....pls rply korben
@jayantichowdhury7600 Жыл бұрын
ভাই আমার কাছে আগ্ৰোমিণ গোল্ড নেই বায়োভিটা লিকুইড স্পে করলে কাজ হবে?
@sadherchhadbagan Жыл бұрын
হ্যাঁ হবে 1.5 ml দিন 1লিটার জলে গুলে।
@sadherchhadbagan Жыл бұрын
হ্যাঁ হবে 1.5 ml দিন 1লিটার জলে গুলে।
@nilatirthaghosh6765 Жыл бұрын
খুব ভালো করে বুঝিয়ে বলেন বলে দেখতে বুঝতে খুব সহজ হয়ে যায় , এমন ভাবে সহজ করে বলার বা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ রাজু দাদা । জয় গুরু 🙏🏼
@sultanarazia87003 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনার মতন করে কেউ বলে না
@sadherchhadbagan3 жыл бұрын
আমি সমৃদ্ধ হলাম আপনার কমেন্টস পড়ে। পাশে থাকবেন।
@subhendudas79242 жыл бұрын
সার টা যে তৈরি করলেন সেটা কি একটা গাছের জন্য যদি বলেন
@sadherchhadbagan2 жыл бұрын
না এই অনুপাতে সার তৈরি করে 10 ইঞ্চি টবে 2 মুঠো দিতে পারেন। আর 8 ইঞ্চি টবে 1 মুঠো দিতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী সার তৈরি করুন।
@shasankasekhardas82683 жыл бұрын
Amr gache pata holud hye jhore geche ntun kno brunches berochena ki kora jay, winter er protom dike ei jnis ta hyeche
@smritisarkar2274 жыл бұрын
আপনার ভিডিওটি দেখে অনেক কিছু জানলাম ।আর একটা কথা জানতে চাই ।আমি যদি গোলাপের ডাল কাটার পর সাফ না লাগিয়ে গোবর লাগাই তাহলে কি গাছের কোনো ক্ষতি হবে ।
@sadherchhadbagan4 жыл бұрын
একদম লাগাবেন না। গোবর এ ছত্রাক থাকে। ডাল নষ্ট হয়ে যেতে পারে।
@tilokadutta61324 жыл бұрын
Raju amar Nilkantha pool Gach ti kayak din dhare dekhchi Pata gulo chop chop Dag hoa jhore gache bujhte parchina ki korbo?Baro Baro Edur amar Gach nasto korche a byapare o amai kichu tips dio .
@sadherchhadbagan4 жыл бұрын
দিদি একটুও বাদ না দিয়ে এই ভিডিও টি দেখুন kzbin.info/www/bejne/q2OnfH57brCmmtE
@soumyasgarden55644 жыл бұрын
Asadharon laglo dada. Apni amar vison upokar korlen. Valo thakben, sustho thakben r ae vabe e amader upokrito korben. 🙏
@shahnajakter78294 жыл бұрын
Nursery theke notun gacc anleo ki ai porichorja Korte Hobe naki 1 year por korbo
@sadherchhadbagan4 жыл бұрын
এই সময় নার্সারী থেকে গাছ আনলে, আর কাটিং করবেন না। একবছর পর করবেন।
@sandipchakrabarti28813 жыл бұрын
দারুন
@sadherchhadbagan3 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ।
@samirarifat79232 жыл бұрын
Hello.... Raju Bhaia..... Ami Bangladesh theke bolchi..... subheccha niben.....apnar video gulo khub helpful.....onek shohoj ar sundor bhabe bolen shob bisoy......amar chhade golap gaach ache duto......china hybrid rose and miniature rose......... matro 7/8 month holo lagiyechi ...... organic fertilizer ready kora amar dara shombhob na......ki dhoroner chemical fertilizer ei somoy use kora jabe jodi ektu bolten ta hole khub khusi hobo......... tub er mati te kichu poka dekha jacche...ei problem ta ki medicine diye solve korbo?......ei bisoy gulo niye jodi suggestions den bhalo lagbe.....dhonnobad.
@sadherchhadbagan2 жыл бұрын
দিদি গোলাপ গাছের টবের মাটিতে অর্গানিক সার দিলে গাছ খুব ভালো থাকে। আপনি সর্ষের খোল পচানো জলও দিতে পারেন। আর তা না পেলে, কেমিক্যাল ফার্টিলাইজার NPK 20 20 20 4 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে প্রতি 10 দিনে একবার করে দুটো গাছে দিন। টবে পোকার জন্য ফুরাডন বা থায়ামেট বা জিরোমেট 1 চামচ টবে দিন। সব মারা যাবে। একবার ই দিতে হবে।
দাদা গোলাপ গাছে বর্ষাকালে ফাংগাসের আক্রমণ হলে কি প্রকার ফাংগিসাইড ব্যবহার করলে উপকার পাওয়া যাবে ?
@sadherchhadbagan4 жыл бұрын
এটা একটু দেখে নিন kzbin.info/www/bejne/mXzNoqqAmJ6HgKc
@surashadey3628 Жыл бұрын
Ar gach er boyes jodi 1yr hoi taholeo ki aki vabe katai chatai kora jabe?
@sukharanjanchakraborty88633 жыл бұрын
কাটা ডালগুলো থেকে চারা তৈরী হবে কি জানাবেন?
@sadherchhadbagan3 жыл бұрын
হবে দাদা রুট হরমোন মাখিয়ে বসিয়ে দিন।
@pradipsarkar37884 жыл бұрын
রাজু বাবু শুরু টা খুব সুন্দর, fertilizer formetion proses ta খুব ভালো,আপনি কোথা থেকে.
@sadherchhadbagan4 жыл бұрын
শ্যামনগর
@pradipsarkar37884 жыл бұрын
@@sadherchhadbagan 👍
@sahaniparvin90024 жыл бұрын
Dada pruning korar kotodin por notun pata asbe?
@sadherchhadbagan4 жыл бұрын
7 to 10 days
@MahadevGardenandShahiKitchen5 жыл бұрын
দাদা সকল ফল গাছের শীতের কেয়ার বললে ভালো হতো । আপনার represent করার ধরন দারুণ ।
@sadherchhadbagan5 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ বন্ধু। আপনি আগেও বলেছেন। আসলে খুব বেশি ফলের গাছ আমার ছাদ বাগানে নেই। তাই একটু সময় লাগবে।
@anupsom39473 жыл бұрын
Dada je sar ta mix korlen golap er Janno seta ki 1 ti gacher janno? Na ki 2/3 ti gacher janno? Karon Apni to pura sar ta 1 ti gache dilen na 2 mutho dilen. Details ta janaben please.
@dibyendumallick7343 жыл бұрын
Dada golap gach ke winter ki ki khabar dite hbe r kotodin por por...apni toh cutting obdhi bollen trpr ki bhave maintain krbo
@sadherchhadbagan3 жыл бұрын
কাটিং করবার আগে যে খাবার টা আমরা গাছের গোড়ায় দিয়েছিলাম, সেটাই তৈরি করে রাখতে হবে। প্রতি 10 দিনে 2 চামচ করে দিতে হবে।
@dibyendumallick7343 жыл бұрын
@@sadherchhadbagan khol jol dite pari.....r balanced Npk ta week e ekbar spray krte pari
@sadherchhadbagan3 жыл бұрын
পারবেন খোল জল দিতে। Alternate করে খাবার দিন, 10 দিন পর পর।
@chitrangadachakrabarti55174 жыл бұрын
তুমি আমার সন্তানতুল্য। তুমি আমার শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিও। তোমার গাছের মনে হয় একটি আ্যালা ডাল আছে, সেটাও কেটে দিতে হবে তো? আমি মিরাকুলান ৩০ফোঁটা এক লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারি তো? ষে pesticide ba fungacudeগুলো র কথা বললে, সেগুলো অন্যগাছেও দিতপ পারি তো?
@soumadeepsarkar24244 жыл бұрын
Thank you . Darn upakar Korlen bhai . Sonali sarkar , liluah
@satyajitchatterjee37134 жыл бұрын
Dada, Ami Desi Golaper Dalvkete lagiyechilam last May-June month e, ekhon Khub Bhalo Notun Daal-Pala chereche, segulo ki Katai- Chatai kora jabe ekhon? Suggestion dile valo hoy, R APNAR VIDEO BORABORER MOTOI COMPLETE Ebon SABOLIL...THANKS
@bankurabikebazar97803 жыл бұрын
good video
@lilydasgupta77474 жыл бұрын
Amar alamonda parkoniya gaachha kano phul photate parina bujhte parchhi na . kivabe ar paricharja. Korbo? Please janaben. Ami kintu apner programme carefully follow kori.
@chayansanyal7764 Жыл бұрын
Dada apnar background e yellow flower er gach tar nam ki ??? Eta ki latano gach?????
@niloykumardas38744 жыл бұрын
Dada namaskar , dada ami matite golap lagiachi। Amar ei bagane anna phul gacho lagai। Bagane bhalo mati phelte chai। Alu kheter mati ki bhalo hobe
@nobirulislam46383 жыл бұрын
সুন্দর
@sadherchhadbagan3 жыл бұрын
ধন্যবাদ।
@sushmitachakraborty80622 жыл бұрын
Raju vai golaper dal kete balite nosiyechilam septembore ai অক্টোবর মাসে দলগুলি থেকে নুতন লাল লাল পাতা বেরিয়েছে akhon ki vabe pating korbo bujte parchi na jodi aktu help kore den tahole khub upakar hoto ar apni je vabe fangisaid o presticid dite বলেছেন সেটা কত দিন পর থেকে তবে বসবার পর দেবো 🙏🙏
@sadherchhadbagan2 жыл бұрын
খুব ভালো দিদি। এবারে ওই ডাল গুলো কে টবে প্রতিস্থাপন করুন। kzbin.info/www/bejne/j5TOcqxpqcSLsNE এই ভিডিওটি দেখুন। আপনার সুবিধা হবে।
@manasduary6111 Жыл бұрын
Golap gulo gorome r borshate ke vabe treatment korbo jodi video banaten khup valo hoi.
@sadherchhadbagan Жыл бұрын
নিচের লিংক এ ক্লিক করলেই গোলাপের পরিচর্যার অনেক ভিডিও পাবেন। একটু দেখে নিন। আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। kzbin.info/aero/PL6Fd79lVQ3yU1GGUWbNi5GK7M15AzJT-w
@provabiswas82142 жыл бұрын
Thank you vai
@sadherchhadbagan2 жыл бұрын
ওয়েলকাম দিদি
@desibabsa57074 жыл бұрын
আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখলাম।সেগুলো আমাদের চ্যানেলের ভিডিও তে ব্যাবহার করব।আপনার চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখলাম।
@sadherchhadbagan4 жыл бұрын
You tube এর কোনো ভিডিও copy করা যায় না। সেক্ষেত্রে KZbin কর্তৃপক্ষ জানতে পারলে বিরাট ক্ষতি হয়ে যাবে আপনার চ্যানেল এর। Copy Right claim হয়ে গেলে চ্যানেল বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে।
@biswajitmandal10734 жыл бұрын
মাটির গোলাপ গাছের পরিচর্যা সম্পর্ক কি একই উপায়ে হবে?
@Piyush-zr2nzАй бұрын
দাদা জানুয়ারি মাসে ফুল লাগবে ।কোন মাসে কাটিং করব?