ভাইয়া গানের কর্ড ধরে কি গীটার শিখা যাবে? নাকি থিউরি শিখে নিতে হবে আগে?? আমি শুধু পারফরমেন্স এর জন্য শিখতে চাই। কোন থিউরি না শিখে। এমন শিখা যাবে কি???
@GuitarHallSchoolOfMusic3 жыл бұрын
এমনি শিখলে তো কোনো ক্ষতি নেই। গিটার বাজিয়ে গান করার জন্যে এমনি কর্ড শিখতে পারেন। কিন্তু থিউরি ধরে শিখে না গেলে বারবার হয়তো নেট এ অন্যান্য গানের কর্ড খুঁজতে আসতে হবে। একটা সময় সবাই ই এক্টু হতাশায় পড়ে যায়। থিউরিটা জানা থাকলে ভালো। নিজে যে কোনও কিছু বানানো যায়, চ্যালেঞ্জ নেয়া আয়, সৃষ্টি করা যায়।
@globalict43393 жыл бұрын
@@GuitarHallSchoolOfMusic মিনিমাম কত দিন লাগতে পারে যদি সময় দিই। আর আমার দ্বারা কি সম্ভব? আমি আপনার ভিডিও ফলো করি। কিন্তু কর্ড কঠিন মনে হয় আমার কাছে। গান গাইতে গেলে কখনো উঁচু স্কেলে চলে যায় আবার কখনো লো স্কেলে। গান ভালবাসি। আপনি কি থিউরি শিখাচ্ছেন? বা কোন ক্লাস করান? মাসে কতগুলো ক্লাস?? ফি কত জানাবেন দয়া করে। ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শের জন্য। সুস্থ থাকবেন, ভাল থাকবেন।
@GuitarHallSchoolOfMusic3 жыл бұрын
@@globalict4339 আপনি যে সব প্রব্লেমের কথা বলছেন, এসব আমি নিজেও ফেস করে এসেছি। বেসিক প্রব্লেম এসব। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জাস্ট প্র্যাকটিস করতে থাকেন নিয়মিত। একটা অনুরোধ করি সেটা হচ্ছে, কখনোই জিজ্ঞাসা করবেন না “আমার দিয়ে হবে?”। সবাইকে দিয়েই হয়। শুধু সঠিক গাইডলাইন লাগে, আর প্র্যাকটিস লাগে। আরও একটা কথা কখনো জিজ্ঞাসা করবেন না, সেটা হচ্ছে “গিটার শিখতে কতদিন লাগে”। একটা ছোট উদাহরণ দেই, মানুষের সব বাচ্চাই কিন্তু সমান সময়ে হাঁটতে কিংবা কথা বলতে শেখেনা। একেটা বাচ্চা একেক সময়ে শেখে। আর রেজাল্ট দেখেন, সবাই ই কিন্তু পরে হাঁটে, কথা বলে। আমাদের সব শিখাই একই। লেগে থাকবেন, সময়ে ফল আসবে, ফল পেড়ে খাবেন। আর যদি আমার কাছে শিখতে ইচ্ছে হয়, তবে আমার #SmartLessonBook টা কিনে নিতে পারেন। কিনে অনলাইনে ক্লাস ও করতে পারেন। বর্তমান সময়ে এই বইয়ের দাম ২২৫০/- আর ক্লাস করার মাসিক ফী ২০০/- করে। বিস্তারিত জানতে 01616116661 নাম্বারে WhatsApp এ নক দিলেই জানতে পারবেন। আর আমার কাছে ক্লাস করা অনেক নিয়মতান্ত্রিক এবং ধৈর্যের ব্যাপার। ধৈর্য না থাকলে শুরু না করার অনুরোধ থাকলো।