Apnake thanks sir onak opokrito hoice apnar vido dhaikha,
@mousumibhattacharyya34652 жыл бұрын
খুব ভাল লাগলো... মন দিয়ে শুনলাম 👌
@susmitabanerjee72772 жыл бұрын
দুর্দান্ত লাগলো ভিডিও টা। তাল সম্পর্কে আমার দূর্বলতা আছে, কম practice এর জন্য ই। আমি ঠিক গান শুনে কোন্ তালে গানটা হচ্ছে, তা বুঝতে পারি না। রাগ ও পারি না। তবে একটা আন্দাজ আবছা করতে পারি। সেই অনুযায়ী পরীক্ষার syllebus এ যে সমস্ত বন্দীশ শিখেছিলাম, তার প্রথম লাইনটা গেয়ে দেখি, সংশ্লিষ্ট গানটার মুখ আসছে কী না। যদি আসে, তবে ঐ রাগের বলে বুঝি। নাহলেও এভাবেই চেষ্টা চালিয়ে যাই। কিন্তু তালের ক্ষেত্রে তো এইভাবে চিনতে/ বুঝতে পারি না। আর তাই ভয়ের চোটে চোখ বুজে গাই। মনে হয়, চোখ খুললেই তাল কেটে যাবে। তবে গান তোলাই বলুন, কিংবা শেখাই বলুন, কোনো গান যখন গাওয়ার চেষ্টা করি, তখন তার তাল, ছন্দ, রাগ পুঁথিগত উপায়ে জেনে নিয়েই সেই চেষ্টা করি। একেবারে অচেনা তো নয়। এই সমস্ত তাল ই তো পরীক্ষা দেওয়ার জন্য শিখতে হয়েছিলো একসময়। ভুলে গিয়েছিলাম। সব না হলেও কিছু কিছু তো বটেই। তাই খুব উপকার হোলো। খুব ভালো লাগলো ভিডিও টা।
@robiscope2 жыл бұрын
তাল সম্বন্ধে এই চ্যানেলের একদম প্রথম ভিডিওটা দেখতে অনুরোধ করি, আসলে তাল জিনিসটা একেবারেই পুঁথিগত নয় আমাদের মজ্জাগত বা অন্তর্গত। সেটা বুঝতে গেলে সবার আগে ছন্দকে অনুভব করতে হবে। ছন্দ না বুঝে তাল শেখার চেষ্টা বৃথা।
@susmitabanerjee72772 жыл бұрын
@@robiscope দেখলাম এইমাত্র। ভাই, অপূর্ব লাগলো। তুমি খুব বড় শিক্ষক। আমার ৫৮ বছর বয়েস, তাই তুমি' ই বললাম। কিছু মনে কোরো না যেন। আর ছেলেকে দেখিও একটু। ওর দুষ্টুমি, মিষ্টি মিষ্টি কথার গল্প বোলো মাঝে মাঝে। কেমন ? খুব ভালো লাগবে।
এই সিরিজ টা নিয়ে অনেকদিন কাজ করা হচ্ছে না, একটা ভিডিও বানানোর ইচ্ছে রইল।
@abusohaily86922 жыл бұрын
সংগীত গুরু, আপনাকে অযুত নিযুত শ্রদ্ধা, ভক্তি ও ভালবাসা জানাই।
@robiscope2 жыл бұрын
ধন্যবাদ আপনাকেও, সঙ্গে থাকুন।🙏🏻🙏🏻
@krishnamukherjee84842 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ 🙏 sir.
@snigdhabanerjee28992 жыл бұрын
নমস্কার... ধন্যবাদ স্যর...🌹
@chumkimukherjee42342 жыл бұрын
Bah khub valo laglo
@robiscope2 жыл бұрын
অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। 🙏🏻🙏🏻
@rumadutta46632 жыл бұрын
খুবই দরকারি আলোচনা, খুব সহজ ভাবে বোঝালেন। প্রত্যেকটা তাল অভ্যাস করার পদ্ধতি একটু ভিডিও করে দেখালে ভালো হয়।
@sargmmala89302 жыл бұрын
প্রেক্টিকেলি বুুজাইলে ভালো হয়
@robiscope2 жыл бұрын
"প্রেক্টিকেলি বুজাইলে" তো পানা পুকুর বুজে প্রমোটিং হয়ে যাবে!😜😜 বোঝানোর কিছু নেই রে ভাই।😂😂 গান গাইবার বোঝা বাড়িয়ে কোনও লাভ নেই🤗🤗। পাল্টা অনুশীলন করতে হবে বিভিন্ন ছন্দে... 😳😳 চার মাত্রা ছন্দের পাল্টা অলরেডি দেখানো হয়েছে পরের ভিডিওতে। অন্যান্য ছন্দের ভিডিও আসছে, সঙ্গেই থাকুন।🙏🏻🙏🏻
@shiulidas65692 жыл бұрын
Jagate anondo joge amar anondo, ai Gaan ta sekhaben 🙏
@anjalimukherjee16572 жыл бұрын
আমার খুব তাল ভীতি ভাই ! তোমার এই তাল শিক্ষার ভিডিওটি দেখে বড় আশ্বস্ত হলাম ও শান্তি পেলাম 🙏🌹❤️🌹
@robiscope2 жыл бұрын
এবার এই প্রচলিত বিভিন্ন তাল গুলোতে পাল্টা অনুশীলন করুন, তাহলেই তাদের প্রতি কেটে যাবে।
@hmobaidulofficial2 жыл бұрын
স্যার কেমন আছেন
@robiscope2 жыл бұрын
এই চলছে একরকম।
@debaratisen3882 Жыл бұрын
Anek ta clear holo
@robiscope8 ай бұрын
ধন্যবাদ
@rebaghosh41752 жыл бұрын
আপনার প্রত্যেকটা ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে ও জানতে পারছি বিশেষ করে তাল সম্পর্কিত এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। খুব ভালো লাগলো।
@robiscope2 жыл бұрын
অনেক ধন্যবাদ, প্রচলিত তালগুলির ছন্দ অনুসরণ করে এরকম আরো অনেক পাল্টা বানানোর কৌশল শেখানোর ইচ্ছা রইল, সঙ্গে থাকুন। 🤗🤗
@ilajalui2004 Жыл бұрын
Thank you
@tapansamanta70172 жыл бұрын
Discuss with Very important subject .so many thanks sir.
@robiscope2 жыл бұрын
এই বিষয় নিয়ে আরো ভিডিও বানানোর ইচ্ছে আছে, সঙ্গে থাকুন।
@samiraswarpaul73762 жыл бұрын
উপকৃত হলাম,স্যারকে অনেক ধন্যবাদ
@alaminpolash6725 Жыл бұрын
Thanks bro
@robiscope Жыл бұрын
Welcome
@mahuabanerjee35572 жыл бұрын
খুব প্রয়োজনীয় একটি টপিক নিয়ে আলোচনা করলেন স্যার, ধন্যবাদ 🙏
@debyendughosh31612 жыл бұрын
Khub sundor bojhalen🙏
@sabitaray36632 жыл бұрын
Ki sundor alochona korlen sir.
@বারবারমমতাকেচাই2 жыл бұрын
ছুট ও সাপাট এর ভিডিও কোথায় পখব?
@rachanarahman91352 жыл бұрын
🙏
@sabitridey31182 жыл бұрын
আপনার পাশে উনি কার ছবি
@robiscope2 жыл бұрын
🙏🏻
@robiscope2 жыл бұрын
ভালো বোঝা গেল না, একটু যদি বাংলায় বলেন।
@didaralhasan3737 Жыл бұрын
love u
@robiscope Жыл бұрын
💕😍
@Sumona2z02 жыл бұрын
নমস্কার দাদা 🙏🙏🙏🙏🙏
@swapanghoshal93982 жыл бұрын
অনলাইনে কিভাবে শিখবো
@robiscope2 жыл бұрын
হোয়াটসঅ্যাপ করতে পারেন +91 89026 85419
@kumarbimol21512 жыл бұрын
👍💯
@robiscope2 жыл бұрын
অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। 🙏🏻🙏🏻
@rinapandit32632 жыл бұрын
তাল শিখতে চাই
@suparnachakrabati1727 Жыл бұрын
Sir kon gane ki tal bache aar gaanti kon matra theke suru hobe kibhabe kar gune ber karbo ektu Jodi guide Karen tahle bhalo hoye
@shiulidas65692 жыл бұрын
🙏🙏
@sampabhowmick5511 Жыл бұрын
কথা বেশি কাজ কম
@robiscope Жыл бұрын
এত ধৈর্যের অভাব থাকলে সংগীত শেখার কোন প্রয়োজন আপনার আছে বলে আমি মনে করি না। দুঃখ করবেন না, এ পৃথিবীর সবার জন্য সব কিছু নয়।