Рет қаралды 76
বাংলার গ্রামাঞ্চলে প্রচলিত এক সামাজিক লোকাচার গাসসি যা শহরে হারিয়ে গেলেও বাংলার গ্রামেগঞ্জে এখনো অনেক জায়গাতেই পালিত হয়। আশ্বিন মাসের সংক্রান্তির দিন এই গাসসি করা হয়ে থাকে।ভিডিওতে এই সামাজিক লোকাচারের বিভিন্ন খন্ড চিত্র দেখানো হয়েছে ।আশা করি তোমাদের ভালো লাগবে।