সৈয়দ আব্দুল হাদি স্যার কে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন। আমিন।
@mukthizcreation4 ай бұрын
জীবনের চল্লিশটি বছর অতি নিকট থেকে দেখেছি এপার বাংলা ওপার বাংলা দিল্লি মুম্বাই লাহোরেরসহ বিশ্বের বড় বড় শিল্পী গায়ক কবি অভিনেত্রী নেতা নেতৃদের। সেই সে আবদুল আলীম নিনা হামিদ থেকে শুরু করে এই প্রজন্মের শিল্পীদের । শুনেছি প্রাণ ভরে অনেক শিল্পীর গান। কিন্তু "জন্ম থেকে জ্বলছি মাগো" গানটিই ছিল আমার জীবনের শোনা এবং বিভিন্ন মঞ্চে গাওয়া সব চেয়ে প্রিয় গান। এবং হাদী ভাই ও সামিনাকে স্বরন করেছি গানে গানে দেশে বিদেশে বহুবার। এ দেশে শিল্পকে অপব্যবহার করা হয়, আর শিল্পীদের ব্যবহার করা হয় পন্য হিসেবে। আমরা গান গাই, সকলের সুখ দুঃখের কথা বলি সবাই প্রশংসা করেন কিন্তু কেউ খবর রাখেন না, আমাদের জীবন কিভাবে চলে এবং আমরা কিভাবে বেঁচে থাকি। সাংস্কৃতিক মন্ত্রণালয়, বিটিভি ও রেডিও শিল্পীদের মূল্যায়ণ করেনা । একজন সরকারী কর্মকর্তা অবসর নেবার পর যে সন্মানী ভাতা পায় একজন কন্ঠযোদ্ধা বা একজন শব্দ সৈনিক তার বিন্দুমাত্র ভাতা সন্মানী পায়না। এর জন্য কে দায়ী? হাদী ভাই হাজারও সালাম। আপনি থাকবেন আমাদের এবং প্রজন্মের অন্তরে অনাদিকাল যতদিন দেশ গোত্র জাতি এবং বাঙ্গালীর ঘরে ঘরে আপনার গান বাজবে, ততদিন আপনি থাকবেন আমাদের মনে প্রাণে গানে গুঞ্জনে অমলিন অমর অক্ষয় চিরকাল।