ভিডিওটি খুব ভালো হয়েছে। সামনে আরো ভালো ভালো কনটেন্ট দেখব বলে আশা রাখি।❤❤
@dharanidas89874 ай бұрын
Thank you for your valuable advice. ( from Assam, India)
@GardeningwithSumon4 ай бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ
@nurjahanbegum9644 ай бұрын
দাদা আমি আমার আম গাছ গুলো রিপটকরতে চাচ্ছি তখন এই খাবার গুলো কি দিতে পরবো কিংবা রিপট করার কতদিন পর খাবার দেয়া যাবে। পরামর্শ দিয়ে পাশে থাকবেন। ভিডিও টা করার জন্য ধন্যবাদ
@hkofficial1764 ай бұрын
আমগাছ গুলা কত গ্যালন ব্যাগে আছে?
@rafitparvin8154 ай бұрын
আমার একটা আমগাছ মারা যাচ্ছে। আমি হাফ ড্রাম থেকে তুলে ১২ ইঞ্চি টবে বসিয়েছি। পাতা পুরে মারা যাচ্ছে। এখন কি করবো যদি বলতেন উপকার হতো। তিন চারটা পাতা আছে মাত্র। তাও পুড়ে যাচ্ছে। আপনার পরামর্শের অপেক্ষায়। ধন্যবাদ।
@faridaakter82774 ай бұрын
এটা কত গ্যালন জিও ব্যাগ
@ashrafchowdhury24794 ай бұрын
বর্ষাকালে অর্গেনিক ফার্টিলাইজার দিলে কি ফাংগাস আক্রমন করবে না? বিশেষজ্ঞরা বর্ষাকালে সার দিতে বারন করেছেন।এই বিষয়ে মতামত দিবেন।
@GardeningwithSumon4 ай бұрын
আমি বিগত ১০ বছরে বর্ষাকালে সার প্রয়োগ করে পান গাছের আক্রমণ পাইনি।
@ehsanulhaque91682 ай бұрын
ধন্যবাদ
@nurjahanbegum9644 ай бұрын
আমি ছাটাই করার পর নতুন পাতা আসা তো দুরের কথা ডাল শুকিয়ে গাছ ই মারা গেছে, গাছ ছাটাই করার পর ছত্রাক নাশক স্প্রে করেছি
@sabbirahmmedrana60714 ай бұрын
আমি আম সহ কলম রোপন করছি। গাছের পাতা শুকিয়ে ঝরে গেছে । তারপরে আমি গাছটি ছাটাই করছি। একটি মারা গেছে আর একটি গাছ কাঁচা এখন কি গাছটি বাঁচবে
@GardeningwithSumon4 ай бұрын
এটা ঠিক বলা যাচ্ছে না কারণ গাছের রুট সিস্টেম কতটুকু ক্ষতি গ্রস্থ হয়েছে তার উপর নির্ভর করবে। গেছে এখন পানি কম প্রয়ু করুন। কপার অক্সাইক্লোরাইড গেছে স্প্রে করুন। হয়তো গাছ বেছে যাবে। ধন্যবাদ।
@nemairoybanerjee69164 ай бұрын
এইভাবে একটি গাছের জন্য সার দিলে গাছটি নিশ্চিত মারা যাবে ১০০% ।
@GardeningwithSumon4 ай бұрын
মরা গাছের ভিডিও করে চ্যানেল এ আপলোড করব ইনশাল্লাহ। আশা করি ভিডিও টি দেখবেন।
@protapmondal83624 ай бұрын
নিম খোল দেওয়ার কারণে এনার প্রায় গাছের পাতা pora, সারের মাত্রা ও বেশী
@protapmondal83624 ай бұрын
আপনার সারের পরিমান বেশী হচ্ছে, সাতে নিম খোল ও বেশী মাত্রা দেওয়া হয়েছে এমনিতে নিম খোল ব্যবহারের কারনে আপনার আম গাছের পাতা পুড়ে গেছে, আম গাছে নিম খোল না দেওয়া ভালো গাছটি মোরেও যেতে পারে,