Sir আমি রাকিব, “আমি একজন ইন্জিনিয়ার” আমি এই প্রথম আপনার ভিডিও দেখলাম এবং সত্যি খুব খুশি হইলাম আপনার কথায় যুক্তি আছে আশা করি আপনার এরকম সচেতন মূলক ভিডিও আমাদের যুব সমাজকে আরো উন্নত করতে সাহায্য করবে ইনশা আল্লাহ [ দোয়া রাখবেন স্যার ]
@sabbirhasan11239 ай бұрын
স্যার আপনার ভিডিও না টেনে সম্পুর্ন দেখলাম আমার সত্যি খুব ভাল লাগছে। আসলেই এই কথা গুলা খুব কার্যকর তবে ৬ নং পয়েন্ট টা আমার জিবনে সুদ্রে নিতে হবে ধন্যবাদ
@msroksana76879 ай бұрын
সবই বুঝলাম কয়দিন বেঁচে থাকব তার কোন নিশ্চয়তা নাই।শেষ বয়সে বাড়ি করার চিনতায় সারাজীবন ভাড়াবাসায় কাটানো কি কোন যুক্তিযুক্ত কাজ বলে আমি মনে করি না।ভাড়া বাসায় থাকা যে কতো কষ্টের যে থাকে সে বোঝে।
@mdalamin40569 ай бұрын
২৩ বছর বয়সে আপনার ভিডিওটা দেখলাম ইনশাআল্লাহ মেনে চলার চেষ্টা করবো
@hasanujjamanjaman49698 ай бұрын
W😊qww%
@ahsanuddin73439 ай бұрын
যার নেক অামল বেশি সে বড় লোক,
@PriusOfficial9 ай бұрын
Right
@RabiulIslam-pz5ez8 ай бұрын
মহা পবিত্র আল- কোর-আনের প্রদত্ত দোয়া-‘রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, ওয়াফিল আখিরাতি হাসানা, ওয়াকিনা আজাবান্নার। ’ অর্থ : হে আমার প্রভু! আমাকে দুনিয়াতে কল্যাণ দান কর, আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। (সুরা বাকারাহ, আয়াত ১০১)। বলুনতো- স্বছলতা ছাড়া কি ইহকালের কল্যান পাওয়া যায়? ইহকালে স্বছলতা না থাকলে আখেরাতের কল্যান কিভাবে অর্জন করবেন?
@jamiulislam50897 ай бұрын
@@RabiulIslam-pz5ezধনী ও সুখী হওয়ার অন্যতম দুয়া। সাথে আখিরাত।
@RabiulIslam-pz5ez7 ай бұрын
@@jamiulislam5089 আমি পবিত্র কোরআন থেকে রেফারেন্স দিয়েছি। পারলে আপনি রেফারেন্স দিন। মনগড়া কথা কেন বলেন।
@mahmudayasmin44849 ай бұрын
চমৎকার কথাগুলো খুবি ভালো লাগলো এবং এগুলো আমি আগে থেকেই মেনে চলছি তাই এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেকেই বিভিন্ন ভাবে কুবুদ্ধি বা ১ নং ছারা বাকিগুলোর বুদ্ধি দেয় কিন্তু আমি তা কখনোই কানে নেই না আর এতেই আমার শান্তি আলহামদুলিল্লাহ
আমি প্রতিমাসে ১২ থেকে ১৩ হাজার টাকা খাওয়া খরচ বাদ দিয়ে ৬ থেকে ৭ হাজার টাকা রাকতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া ❤❤❤❤❤❤
@junaidhasan29069 ай бұрын
টাকাটা আমার কাছে ইনভেস্ট করেন, প্রতিদিন প্রোফিট দিবো+২১ দিন এ টাকা ডাবল। ১০০% গ্যারেন্টি
@thouhidurrahman34459 ай бұрын
মানে , ধুতে পারি কি? বুঝলাম না।
@me.and.my.nephew9 ай бұрын
Same point 😂@@thouhidurrahman3445
@antupaul11758 ай бұрын
এই ৬-৭ হাজার টাকায় আপনি খুশিতো বর্তমান দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে?
@2ndliberation-ofbangldesh8 ай бұрын
ধুতে পারি 🤔 কীভাবে একটু বলবেন 😊
@sanjitpaul29539 ай бұрын
খুব সুন্দর বলেছেন। এর আংশিক ও যদি আমি গ্রহণ করতে পারি তবে নিজেকে ধন্য মনে করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@ভবঘুরে৭১9 ай бұрын
গরীব দের জন্য দুই তিনটি পয়েন্ট পেলাম বাকি গুলো সব ধনীদের জন্য সাজেশন ছিল। দেখুন বিশ- পঁচিশ হাজার টাকার বেতন নিয়ে ঐ সব আমার ধারের কাছেও নেই। আমাদের মত অরিজিনাল গরিব দের জন্য কিছু টিপস দেন।
@Mdsohaghossain-ls6ek9 ай бұрын
ভাই সে মুলত লিখতে ভুল করেছে হয়তো।তবে সে এখানে এটা বুঝিয়েছে ধোনের দুলালেরা কিভাবে গর্তে ঢোকে।কারণ ধনীরা তে ধনী হয় গরীব হতে, সে যেটা বলছে ধনীদের সন্তানদের কথা তারা যে বিলাসিতা ছাড়া কিছুই বোঝেননা।
@HTAtauhid9 ай бұрын
Rickshaw puller er theke beshi taka income kore.
@AudioBookbyBanhi9 ай бұрын
বাফেট ধনী দেশের গরীবদের জন্য পরামর্শ দিয়েছেন
@MDWORLDNEW9 ай бұрын
ভাই রিস্ক না নিলে কিছু করতে পারবেন না
@jijyat79569 ай бұрын
আপনার কাছে যা গরিব ওনার কাছে তা দুস্ত, যেমন আমি আপনি। আল্লাহ যেনো আমাদেরকে উত্তম হেদায়াত, শান্তি দান করেন দুনিয়াতে ও আখিরাতে। আল্লাহ আমাদেরকে অভাবমুক্ত করুন।
@ujjalmondal28908 ай бұрын
"মদ, মেয়ে,জুয়া এই তিনটি ই ভুয়ো " সবাই সাবধান বন্ধুরা।
@md.mashkathossain86138 ай бұрын
পুরো ভিডিওটা শিক্ষানীয় ছিল, এই সাতটি বিষয়ের মধ্যে৷ আমি আমার জীবনের ভবিষ্যৎ এর জন্য, দুটো বিষয় বিষয় নিয়ত করে রেখে ছিলাম, তবে একেবারেই পকেট খালি রেখে এই দুটি কাজ কখনোই করবো না, এক জিমে যাওয়া, দুই বিদেশের বাড়িতে ঘুরতে যাওয়া, তখনি জিমে যাবো, যখন না গেলেই নয়, আর তখনি বিদেশে ঘুরতে যাবো, যখন নিজের দেশেটা ঘুরে শেষ করে ফেলবো। ❤
@Muktatrading9 ай бұрын
আমি জন্ম শহরে ও 30 বছরে ধরে শহরে আছি কিছু টাকা যখন ইনকাম করা শুরু করি তখন শহরে কিছু না করে /ফ্লাট না নিয়ে গ্রাম এ যায়গা কিনে বাড়ি করি পরে থাকার কেউ নাই কেউ বেড়াতে যায় কিন্তু থাকে না। এই বাড়ি করে আমি ক্ষতিগ্রস্ত। কেউ গ্রাম একেবারে না গেলে যায়গা নিতে পারেন কিন্তু বাড়ি করবেন না
@Khoka1439 ай бұрын
আমি নিবো কণ জেলায়
@mostofakamal40169 ай бұрын
😢
@mdfokhrulhasanfokhrul38168 ай бұрын
এই ভুলটা অনেকেই করে থাকে
@raselkhan-gc9lk8 ай бұрын
আমিও
@MDSAMIRUDDIN-g6o7 ай бұрын
না লাগলে বিক্রি করে পেলেন।
@mohammadazim20089 ай бұрын
আলহামদুলিল্লাহ এসব অভ্যাস এর মধ্যে একটাও আমার মাঝে নেই
@hossainshaiful20629 ай бұрын
Good
@debajyotidey91968 ай бұрын
আমরা অনেকেই হয়তো Warren Buffett এর warning সম্পর্কে জানতে পারতাম না। আপনার এই ভিডিও মাধ্যমে জেনে উপকৃত হলাম। আমার মনে তো গরীবের ঘোড়া রোগের আরো অনেক উদাহরণ মনে আসছে। যাই হোক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
@MdArafat-nc2km6 ай бұрын
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ❤❤❤
@finfactsbd5 ай бұрын
ধন্যবাদ । ভালো লাগলে কাছের মানুষের সাথে ভিডিওটি ,লাইক ও শেয়ার করুনএবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ব্যক্তিগত পরামর্শের জন্য যোগাযোগ করুন আমদের সাথে। Whats App - 01706-419901( WhatsApp Text Only) আমাদের পেজ সমূহ - Finance Mentor - facebook.com/financementor00 Fin Facts -facebook.com/finfactsbd/
@ajitsk46347 ай бұрын
আপনার প্রতিটি কথায় গুরুত্বপূর্ণ |ধন্যবাদ😊😊😊
@fmmehedihasan94588 ай бұрын
আপনার একটি উপদেশ ইতোমধ্যে আমার জীবনে প্রভাব ফেলতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ।
@sksajol5088 ай бұрын
সূখের জীবনটা নষ্ট করে ফেললাম নিজের হাতে জুয়া খেলে হে আল্লাহ তুমি আমাকে সহ সকল জুয়াড়িকে মাফ করো এবং এই খেলা যেন আর কেউ না খেলে সেই তৌফিক দান করো আমিন😢😢
@kamrulislam28428 ай бұрын
ভাই আর খেইলেন্না। আল্লাহ আপনার কল্যান করুন
@mdkamranhosen61462 ай бұрын
আমিন
@Billalhossain-kd5ys9 ай бұрын
অসম্ভব সুন্দর পরামর্শ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ❤❤❤
@smjobayer45898 ай бұрын
আলহামদুলিল্লাহ এর একটিও আমার মধ্যে নাই🤲🤲
@alauddinnoakhali57539 ай бұрын
এখানে গরিব বুজানো হোয়েচে কোটিপতিদের , আমরা যে কাতারের গরিব আমাদের কত হিসাবে করে না 😢
@timemachines20929 ай бұрын
আপনি যাদেরকে গরীব ভাবেন উনারা তাদেরকে মিসকিন ভাবেন।
বাড়ি কেনার ব্যাপারটা আমার কাছে একদম ভুল মনে হলো। কারন মাথা গোঁজার ঠাঁই অবশ্যই দরকার। আমার মতে বাড়ি কেনার সামর্থ্য থাকলে কম বয়স হলেও কেনা উচিত।
@BarsalKhan-y6t8 ай бұрын
বাহ অনেক মুল্যবান বক্তব্য ❤
@খন্দকারসমেডিসিন8 ай бұрын
এগুলোর একটাও আমার অভ্যাস নাই তারপরেও আমি গরিব
@kingbee19758 ай бұрын
কাজে মনোযোগ নেই
@AbdurRahim-tf4xl8 ай бұрын
কারণ আপনার ইনকাম সোর্স নাই ভালো হয়তো। থাকলেও ইনপ্রুভ করতে পারছেন না
@খন্দকারসমেডিসিন8 ай бұрын
@@AbdurRahim-tf4xl মাসিক কত ইনকাম হলে ভালে সোর্স বলে মনে হবে?
@aslamtarafder11688 ай бұрын
কারন আপনি একজন সন্তুষ্ট ব্যক্তি
@مثلثجائعАй бұрын
গরিবেরা ১ কোটি টাকা দিয়ে বাড়ি কিনবে,,সারা জীবনে ১ কোটি টাকা জমাতে পারে কিনা তাই সন্দেহ,, কিছু কিছু উক্তি মোটেও ভালো লাগেনি বা গরিবদের জন্য এগুলো নয়,,
@ChandroshekarRoy3 ай бұрын
Sir আপনার শুনার পর আমি এক লাখ টাকা সঞ্চয় করেছি
@allebook-ji3bm9 ай бұрын
বাহঃ আপনি দারুণ ভাবে পয়েন্ট টু পয়েন্ট শ্রুতিমধুর কন্ঠে কথা বলেন!
@hossainshaiful20629 ай бұрын
Onek dhonnobad
@IsratjahanKeya-xq5eq8 ай бұрын
অনেক উপকার হলো ধন্যবাদ স্যার।
@QamarZaman-ow2sp9 ай бұрын
জাজাকাল্লাহ খাইরান। ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবেনা।
@AbirHasan-hn9qy9 ай бұрын
এই ভিডিওটা আমার জন্য আরো কয়েক বছর আগে প্রয়োজন ছিলো, ধন্যবাদ স্যার
@hossainshaiful20629 ай бұрын
Thanks
@maththehematics64729 ай бұрын
সুন্দর পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ।❤
@roriquechowdhury25959 ай бұрын
সেলুট আপনাকে সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার খুবই ভালো লাগছে আপনার ধন্যবাদ ভাই আপনাকে
@hossainshaiful20629 ай бұрын
Thanks
@MehediHassan-tv5ch9 ай бұрын
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত ❤
@akterhossain37329 ай бұрын
মূল্যবান আলোচনা আমাদেরকে উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মহোদয়।
@hossainshaiful20629 ай бұрын
Most welcome
@MDNayon-8 ай бұрын
দারুন কথা বলেছেন দাদা ভাই ধন্যবাদ পুরুষ মানুষের সখ কম
@AbdulAhad-zb3kq6 ай бұрын
গরীবের ফর্মুলা দিলেন কৈ সব তো ধনী দের জন্য পরামর্শ স্যার
@finfactsbd5 ай бұрын
ধন্যবাদ । ভালো লাগলে কাছের মানুষের সাথে ভিডিওটি ,লাইক ও শেয়ার করুনএবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ব্যক্তিগত পরামর্শের জন্য যোগাযোগ করুন আমদের সাথে। Whats App - 01706-419901( WhatsApp Text Only) আমাদের পেজ সমূহ - Finance Mentor - facebook.com/financementor00 Fin Facts -facebook.com/finfactsbd/
@youtubbangla36019 ай бұрын
মুল্যবান কথাগুলো বলছেন।
@MyYouTubevlogHouse9 ай бұрын
অনেক মহা মূল্যবান❤
@iranturkey4868Ай бұрын
আমি আমার জীবনে কখনও শুনিনি কেউ ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করে ভালো আছে।
@yousufali12267 ай бұрын
আমাদের মূল্যবান পরামর্শ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ❤
@jamiulislam50897 ай бұрын
আপনার প্রতিটি কথাই অমূল্য। আন্তরিক ধন্যবাদ স্যার।
@MdSohel-ev5eg9 ай бұрын
গরিব বলতে আপনি কি বুঝেন পরামর্শ তো সব দিলেন ধনিদের
@abulkalam63319 ай бұрын
মধ্যবিত্ত দের।
@abulkalam63319 ай бұрын
গরীব তো ভিক্ষা নিয়ে বড়লোক হয়।।। মধ্যবিত্ত তো ভিক্ষা চাইতে পারে না
@MohammadShahidurRahman-99k9 ай бұрын
😂😂😂
@NazrulIslam-wn7zc9 ай бұрын
অপনি কাকে গরিব মনে করেন,গ্রামের গরিব লাখপতি কম শহরের গরিব,কোটি, তার পর শিল্প পতি,আরো কত কি
@rabeyanasrin47218 ай бұрын
1#Gambling (Jua khela) 2#buying a house (bari kena) 3#jeem kora 4#luxury brand jinish kina 5#new new car kina 6#beshi tv dekha. Game khela 7#unplanned vacation
@dubaiajman23898 ай бұрын
চমৎকার আলোচনা,স্যার আপনাকে ধন্যবাদ।
@merinajahan3469 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
@sohelahmad10699 ай бұрын
ভাল উপস্থাপনা ❤
@somoy24tv9899 ай бұрын
স্যার আপনি যে কারন বা পয়েন্টের উদাহরণ দিলেন। সে গুলাতো কোনোদিক দিয়েই গরীবের সাথে সম্পর্কিত নয়।
@timemachines20929 ай бұрын
আপনি যাদেরকে গরীব ভাবেন উনারা তাদেরকে মিসকিন ভাবেন।
@chowdhuryalam97527 ай бұрын
দাদা আপনার পরামর্শ গুলি প্রতিটি মানুষের টাকা অপচয় থেকে বাচার জন্য খুবই মুল্যবান কথা
@bodiulalamvai93459 ай бұрын
আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে
@roufchowdhury71969 ай бұрын
অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ। ধন্যবাদ।
@k-seriesmix-rank72649 ай бұрын
নিজে টাকা কামাই করে যদি নিজেই খরচ করতে না পারি কার জন্য টাকা জমাবো
@ayeshahena1999 ай бұрын
Kichu to zomate hobe karon bipode porle keu dakbe na
@mahmudshamim26837 ай бұрын
আলহামদুলিল্লাহ আমার এগুলার মধ্যে কোন নেশাই নাই আর টাকাও নাই 😁😁😬😬
@MdSal-s3f9 ай бұрын
কথা গুলা কত দামি তা বুঝার খমতা অনেকের নেই। আলহামদুলিল্লাহ, সব ঠিক চলছে
@rohuamin564921 күн бұрын
অসাধারণ 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@finfactsbdКүн бұрын
Thank you!!
@sayedbinarozali48699 ай бұрын
ধন্যবাদ, স্যার সুন্দর করে বোঝানোর জন্য। এই ভিডিওটি যদি আরো ১ বছর আগে দেখতাম তাইলে কতই না ভালো হতো।
@sushantatalukder57329 ай бұрын
১ সপ্তাহ পর সব ভুলে যাই আমরা 😂😂
@NurHossen-u7c6 ай бұрын
খুব ভালো কথা ❤️❤️👈🇧🇩🇧🇩🇧🇭👈
@finfactsbd5 ай бұрын
ধন্যবাদ । ভালো লাগলে কাছের মানুষের সাথে ভিডিওটি ,লাইক ও শেয়ার করুনএবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ব্যক্তিগত পরামর্শের জন্য যোগাযোগ করুন আমদের সাথে। Whats App - 01706-419901( WhatsApp Text Only) আমাদের পেজ সমূহ - Finance Mentor - facebook.com/financementor00 Fin Facts -facebook.com/finfactsbd/
@kabirahmed78188 ай бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ মাশাআল্লাহ
@giashuddingiash8780Ай бұрын
আপনার সাজেশন সবগুলো বাংলাদেশের পয়সাওয়ালাদের জন্য গরিবদের জন্য এখানে কিছুই ছিল না
@mdismailvai66353 ай бұрын
অনেক সুন্দর মূল্যবান কথা
@dabteamnowshad2478 ай бұрын
মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করেছেন মেন্টর
@jkfamily3517 ай бұрын
কি অদ্ভুত ব্যাপার তাই না আপনার বক্তব্যের ভিতর প্রথম বক্তব্যটি ছিল জুয়া খেলা, অথচ আপনার ভিডিও ওপেন করতেই জুয়ার বিজ্ঞাপন আসলো 😢😢😢,
@RabiulIslam-ze5xd7 ай бұрын
খুব ভালো লাগলো সার,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Farhanasagar9 ай бұрын
Well said। Thanks for this video ❤
@somnathsaha23919 ай бұрын
Khub Sundar bishleshan
@mdarmanali-k6g24 күн бұрын
মাস আল্লাহ ভিডিও টা খুব ভালো লাগছে আমাকে 😂😂
@finfactsbdКүн бұрын
Thank you!!
@nurjahankhatun50778 ай бұрын
ধন্যবাদ ভাই য়া । আপনার ভিডিও গুলো খুবই মূল্যবান। আপনার সাথে আমার পরামর্শ আছে ।
@MdFaisal-x9f17 күн бұрын
Super my uncle very nice❤💯
@finfactsbd15 күн бұрын
ধন্যবাদ আপনাকে
@azizulislamaziz218622 күн бұрын
অনেক চমৎকার কথা বলেছেন, ধন্যবাদ স্যার
@finfactsbdКүн бұрын
Thank you!!
@ashokdebbarma9679 ай бұрын
Thik bolesen frm tripura indian
@FS-ROMEL-UK8 ай бұрын
সুখী মানুষের কিন্তু জামা থাকে না। সুখী হতে হলে ধন-সম্পত্তির প্রয়োজন হয় না। মানুষের চাওয়া পাওয়াকে সীমিত করলেই মানুষ সুখী হতে পারে। জীবনে সুখ ছাড়া শুধু ধনী হয়ে কোন লাভ নাই। তাই সবার টার্গেট থাকা উচিত জীবনে সুখী হওয়া, শুধু ধনী হওয়া নয়।
@HMSBN8 ай бұрын
এইটা তো সুখী হওয়ার টিপস নিয়ে ভিডিও না। কিভাবে টাকা নষ্ট হয় সেটা বলেছে। এই ভিডিও আপনার জন্য না।
@AbulKalam-qo2br29 күн бұрын
আলহামদুলিল্লাহ কোনটাই আমার ভীতরে নাই
@finfactsbd2 сағат бұрын
Thank you!!
@RohulAmin-s3v8 ай бұрын
আসলেই ত কথা সত্যি জেদ্দা থেকে দেখছি অনেক কিছু জানতে পেরে ধন্যবাদ
@MdRiyadahmedRiyadahmed7 ай бұрын
অসাধারণ স্যার।😊
@anwarsahadat65366 ай бұрын
অনেক সুন্দর, তবে আরো সট ভিডিও দিলে ভালো হবে, বড় ভিডিও দেখার সময় সবার হয়না,কারন সবাই আরো দুই একটা চ্যানেল দেখে।
@finfactsbd5 ай бұрын
ধন্যবাদ । ভালো লাগলে কাছের মানুষের সাথে ভিডিওটি ,লাইক ও শেয়ার করুনএবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ব্যক্তিগত পরামর্শের জন্য যোগাযোগ করুন আমদের সাথে। Whats App - 01706-419901( WhatsApp Text Only) আমাদের পেজ সমূহ - Finance Mentor - facebook.com/financementor00 Fin Facts -facebook.com/finfactsbd/
@ronyrasaltithi9 ай бұрын
যাদের ইসলাম ধর্ম নেই সেই আখেরাতে প্রকৃত গরিব.যদি অর্থ সব হতো তবে আমাদের মহানবী সা: সব থেকে ধনী হতো.
@efficiency_effectiveness9 ай бұрын
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল আয়ের নির্দেশ দিয়েছেন, যেটা করতে ভালো অর্থজ্ঞান প্রয়োগ জরুরি, যা দুনিয়া ও আখিরাতেও কাজে লাগে।
@md.mehedyhasan97089 ай бұрын
মহান আল্লাহতালা আমাদের টাকা-পয়সা বা রিজিক উপার্জনের জন্য আদেশ দিয়েছেন। তিনি বলেন, তোমরা ফজর নামাজের পরে জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে।
@noelchakrobartty17169 ай бұрын
BORO BAALLLLLL😮
@noelchakrobartty17169 ай бұрын
Baaaaaallllllll😮
@ummenusaiba50569 ай бұрын
আমাদের নবীজী মুহাম্মাদ সাঃ ইচ্ছে করে বেশি ত্যাগ ও নেকীর আশায় দরিদ্র জীবন যাপন করতেন।আললাহর অনুমতি ও ছিলো।কিন্তু খলিফা ও সাহাবীরা ধনী ছিলেন। জাকাত,হজ্জ, ওমরাহ, মসজিদ মাদ্রাসা এতিমখানা ও গরীব আততীয় কে দান ও সাদাকা করা ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ মুক্ত ও ঘুষ মুক্ত ও দান সাদাকা ও জাকাত ও ফরজ করে পাশাপাশি হালাল ব্যয় জায়েজ ও ধনী হওয়ার দরকার আছে।আপনার কয়জন দর্শক আমরা? কিন্তু ডাক্তার জাকির নায়েক এর শ্রোতা ও নও মুসলিম। আলহামদুলিল্লাহ।।
@selimhossan9409 ай бұрын
অসাধারণ উপস্থাপন!❤
@hossainshaiful20629 ай бұрын
Thank you so much
@IshtiaqueMahmood-5 ай бұрын
জনাব সাইফুল ইসলামের তৈরীকৃত দুটি ভিডিও দেখলাম। দুটো ভিডিও-ই অত্যন্ত তথ্যবহুল, বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী হয়েছে। আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা। পুঁজি বাজারে বিনিয়োগ সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য/পরামর্শ জানতে চাই।
@finfactsbd5 ай бұрын
ধন্যবাদ । ভালো লাগলে কাছের মানুষের সাথে ভিডিওটি ,লাইক ও শেয়ার করুনএবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ব্যক্তিগত পরামর্শের জন্য যোগাযোগ করুন আমদের সাথে। Whats App - 01706-419901( WhatsApp Text Only)
@sheikhabubakar40039 ай бұрын
খুব গুরুত্বপূর্ণ আলোচনা
@apurboroy94067 ай бұрын
আপনি যাদের কথা বললেন তারা কি গরীবের মধ্যে পড়ে 😂😂😂
@mdmohiuddinbacchu69429 ай бұрын
ধন্যবাদ ভাই আপনাকে।
@ummenusaiba50569 ай бұрын
আপনার কথাগুলো বিদেশের গরীব।আমরা ঢাকা শহরে বাস করি শিক্ষা ও চাকুরী সহ।জীবনেই জিমে যাইনি।পিতা,সামী,পুএ।সবাই সুস্থ শেষ সময়ের আগে পিতা।বাকীরা আলহামদুলিল্লাহ জোয়ান ও মধ্যে বয়স্ক।। মোবাইল ই যথেষ্ট। ঘড়ি কি দরকার?
@BabulHossain-q1b9 ай бұрын
আল্লাহ্ অনেক সম্পদ দেয় পরীক্ষা করার জন্য যা পরকালে কাজে লাগবে জান্নাত বা জাহান্নামে বসবাসের।
@mdazizulislam-s6j9 ай бұрын
আপনার কিছু কথা যুক্তিসম্পন্ন কিন্তু এসব পরামর্শ গরিবদের জন্য প্রযোজ্য নয়
@মৈনারটেকেরবিড়াল5 ай бұрын
#উত্তরখান ❤️ #Toofan 2 must be loading...
@sabnamjahan7848 ай бұрын
একটা পয়েন্ট ও গরিবদের জন্য নয়।
@macrocomputers8259 ай бұрын
Khub valo hoyese. Excellent
@kamrulislam28428 ай бұрын
ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য
@24_Fox_Uncle_xyz7 ай бұрын
অনেক ভালো পরামর্শ
@mmasudrana56629 ай бұрын
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান পরামর্শ ছিল
@mspapiyaapartment28938 ай бұрын
Ekdam thik
@HRN2019 ай бұрын
স্যার, সাউন্ড বাড়ানোর ব্যাপারে কাজ করা উচিত বলে মনে করছি। আপনার ভিডিওতে সাউন্ড তুলনামুলকভাবে কম।
@hossainshaiful20629 ай бұрын
Will be careful. Thanks
@HRN2019 ай бұрын
@@hossainshaiful2062স্যার, গতকাল আপনার লেখা বইটা হাতে পেলাম। সম্ভবত বাংলাদেশী কোন লেখক এই বিষয়ে কাছাকাছি মানের বই ইতোপূর্বে লিখে নাই। সত্যি বলতে এটা একটা ইতিহাস হয়ে থাকবে।