২৭:৭৫ আর আসমান ও যমীনে এমন কোন গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। ২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। ২:৭৮ আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া কিতাবের কোন জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে। ১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী। ১২:১০৩ আর তুমি আকাঙ্খা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়। ১৪:১ আলিফ-লাম-রা; এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে। ১৪:৫২ এটা মানুষের জন্য পয়গাম। আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। ১৭:৯ নিশ্চয় এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। ৩৯:৪১ নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি মানুষের জন্য; তাই যে সৎপথ অবলম্বন করে, সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। ৬৮:৫২ আর এ কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী। ৩:১০১ আর কিভাবে তোমরা কুফরী কর, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেয়া হবে। ৩:১০২ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। ৩:১০৩ আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও। ৩:১০৪ আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম। ৩:১০৫ আর তোমরা তাদের মত হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব। ৩:১০৬ সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। আর যাদের চেহারা কালো হবে (তাদেরকে বলা হবে) ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে? সুতরাং তোমরা আযাব আস্বাদন কর। কারণ তোমরা কুফরী করতে’। ৩:১০৭ আর যাদের চেহারা সাদা হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে স্থায়ী হবে। ৩:১০৮ এগুলো আল্লাহর নির্দশন, যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিকুলের প্রতি যুলম করতে চান না। ৩:১০৯ আর আসমানসমূহ ও যমীনে যা রয়েছে, তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই যাবতীয় কর্মকান্ড প্রত্যাবর্তিত হবে।/////////
@haidarbiswas71002 жыл бұрын
Dakte hobe na amader khokshar manush
@bdminati48182 жыл бұрын
Right
@md.fazlulhaque71132 жыл бұрын
ধন্যবাদ
@biplopsarker41722 жыл бұрын
@MD MAMUN ISLAM ঁঁঁঁকাকাকায়ায়ায়ায়ায়াকায়ায়ায়াঁঁায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়াকায়াকায়ায়ায়ায়ায়ায়াকায়ায়ায়ায়া@আয়ায়ায়ায়ায়ায়াকাকায়াকা@আঁঁক@আ@আয়া@কাকাঁঁকাকায়াকায়াঁঁঁঁঁঁঁঁকায়ায়ায়ায়ায়ায়াঁঁকাকায়ায়াকাকাকায়াকাক!! কাঁাকায়ায়ায়ায়ায়ায়ায়ায়া@@আয়ায়া@আকায়ায়ায়ায়াকায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়াকায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়াকায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়াকায়ায়ায়ায়ায়ায়াকায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়াকায়ায়া!! আয়াঁায়ায়ায়া@@আ@আঁাকাকাকাঁঁঁঁঁঁঁঁঁঁাঁঁঁঁঁঁঁকাঁাঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁাঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ@@আয়ায়া@আআয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়াকায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়াঁায়ায়ায়ায়ায়ায়ায়াক@আকাকায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া@আ@আয়ায়ায়া!!!!!!!! ঁকাকায়ায়ায়ায়ায়ায়ায়ায়াকায়াকায়ায়ায়াঁকায়াঁঁঁঁঁাঁঁকাঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁক১ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
যারা শত শত হাজার কোটি টাকার ঋণ পরিশোধ করেনা ঐ সমস্ত তথাকথিত অসৎ বেবসায়ীদের সমস্ত সম্পদ নিলাম করে সরকারের কোশাগারে জমা দেওয়ার নির্দেশ দেন মহামান্য বিচারক , ধন্যবাদ জানাই আল্লাহ পাক আপাকে ভাল রাখুক
@لقمانلل2 жыл бұрын
Amin
@avakinimon2 жыл бұрын
গরু কোথাকার
@zomiderazad20182 жыл бұрын
আমিন! জীবনেও দিবে না! দিলে তো চাকুরী থাকবে না বরং তাদের কে রোহিঙ্গা বানিয়ে দেশ থেকে বিতারিত করে দেবে বর্তমান সরকার! যেখানে অতীতে প্রধান বিচারপতি মহোদয় কেই রোহিঙ্গা বানিয়ে দেশ থেকে বিতারিত করে দিছে এর নজিরও রয়েছে বর্তমান সরকারের!
@sunnykhorshed32182 жыл бұрын
এই রায় দেশের সাধারণ মানুষের জন্য প্রকৃত মঙ্গল বয়ে আনবে। ধন্যবাদ বিচারক কে।
@mdanowarhossain26182 жыл бұрын
আলহামদুলিল্লাহ এই রায় যুগান্তরিত রায় আপিল বিভাগেও যেন এই রায় বহাল থাকে
@chhaysutidbbldbbl44822 жыл бұрын
মহামান্য হাইকোর্টের অনেক ধন্যবাদ। গরীব মানুষের অনেক উপকার হলো।
@md.hasanimamshehab92692 жыл бұрын
কিভাবে? ঋণ খেলাপিদের সুবিধা দেয়ার মাধ্যমে?
@junayedahmed99372 жыл бұрын
এমন সুন্দর প্রশংসনীয় ও সময়োপযোগী রায় আদেশ প্রদানের জন্য মহামান্য হাইকোর্টকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ও অভিনন্দন
@nanavai54812 жыл бұрын
হাজারো অমানুষ বিচারকের মধ্যে আপনি একজন গরিবের বিচারক ধন্যবাদ মাননীয় বিচার মহোদয় কে
@tip84782 жыл бұрын
পাগল। টাকা নিয়া মাইরা খাবে অথচ করার কিছু থাকবেনা। বাহ
@JahangirAlom-uq1ux2 жыл бұрын
Kemon kare manus halo? Apnar kach theke taka nilam ar apnake takata ferot dilamna apnake kemon lagbe.
@bangladeshBeautiful53002 жыл бұрын
সাধুবাদ জানাই, আরও কঠোর ভাবে নজরদারি করা হোক
@fazlerabbi92002 жыл бұрын
অসাধারণ একটি সিদ্ধান্ত! আসলেই এসব আর্থিক প্রতিষ্ঠান গুলোর কার্যক্রম দাদন ব্যবসারই নামান্তর।
@rabbymd87952 жыл бұрын
ধন্যবাদ মহামান্য হাইকোর্ট! উক্ত বিচারক কে মহান আল্লাহ্ রাব্বুল আল আমিন দীর্ঘায়ু দান করুন ।
@ariful-islam-shimul2 жыл бұрын
আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালো একটা রায় দিয়েছে।। এই রায় গরিবের রায়। আলহামদুলিল্লাহ।
@solaymasumi99322 жыл бұрын
এই রায় যে বিচারক দিয়েছে, তাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।
@ShahAlamHelal2 жыл бұрын
দারুন একটি আদেশ দিল উচ্চ আদলত
@ঘুসসকলঅপকর্মেরমূলধর্মমানুষকেক2 жыл бұрын
মানোনীয় বিচারক মহদয় একটি সঠিক কথা বলেছেন যে দাদন আচরণ করেন।। সব এনজিও তবে ব্যাকব্যাংক এক কদম এগিয়ে।। বিচারপতিকে অসংখ্য ধন্যবাদ।।
@modinacopper44992 жыл бұрын
হাই কোট কে সেলুট জানাই আরো কঠিন হতে হবে
@nurvaiya43372 жыл бұрын
সত্যি খুব খুশি হলাম,এই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন- অসংখ্য ধন্যবাদ আপনাকে
@ArifulIslam-wy6yd2 жыл бұрын
খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত অনেক অনেক ধন্যবাদ জানাই মহামান্য হাইকোর্ট।
স্বাগত জানাই এই ঐতিহাসিক রায়কে। অনেক অনেক গরিব ও নিরীহ মানুষ বেঁচে যাবে এই রায়ের মাধ্যমে।
@shohrabhossain36922 жыл бұрын
যদিও আমি খেলাপী না তার পরেও এই রায় মনে করি সাধারণ জনগণের খুবই ভাল।
@ikramulhaque50392 жыл бұрын
মহামান্য বিচারপতিকে অনেক ধন্যবাদ , হাইকোর্টকে অসংখ্য ধন্যবাদ।
@mdromanail69642 жыл бұрын
ধন্যবাদ বিচারপতি সাহেব কে,
@varietiesshowfast36092 жыл бұрын
দুনিয়ার যত জ্বালা যন্ত্রণা আছে সব গরিবের জন্য
@rssultana19782 жыл бұрын
এই রায়টা গরীবের জন্য আশীর্বাদ।
@roniahmed98762 жыл бұрын
ধন্যবাদ বিচার বিভাগ কে❤️
@mdabdurrashid3909 Жыл бұрын
অনেক সুন্দর একটা রায় দেওয়ার জন্য মহা মান্য বিচারপতি গন কে ধন্যবাদ
@pakhiakter42162 жыл бұрын
উচ্চ আদালত কি পারবে, ব্যাংকিং দূর্নীতি বন্ধ করতে ?
@rkhan76222 жыл бұрын
দূর্নীতিবাজদের বিরুদ্ধে এ রায় সত্যি দেশ জাতির জন্য খুবই কল্যাণকর হবে। ধন্যবাদ মহামান্য হাইকোর্টের বিচারপতি মহোদয় কে।
@mdkamruzzamanmolla98642 жыл бұрын
ধন্যবাদ এই রায় কার্যকর করার জন্য আদালত কে
@monirprimaryadvice2 жыл бұрын
হাইকোর্ট কে অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর রায় দেওয়ার জন্য
@respectkhan69322 жыл бұрын
ধন্যবাদ মাননীয় বিচার বিভাগকে
@asliakter76202 жыл бұрын
বাংলাদেশ হাইকোর্টকে সালাম জানাই সঠিক একটা বিচারের রায় দিয়েছেন এর রায়ের হাজার হাজার মানুষ প্রতারিত থেকে বেঁচে যাবে ধন্যবাদ হাইকোর্ট
@HobbeNJRF1432 жыл бұрын
এই রায়ের কার্যকরি বাস্তবায়ন করা হোক,এই রায়ের মহামান্য বিচারপতি কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
@rafiqalam481342 жыл бұрын
ক্ষুদ্র ঋনের ব্যাবসায়ীদের হয়রানি, তবে বড় ঋন খেলাপীদের আরও সহায়তা দেয়া হয়।
@tahaalhussain46712 жыл бұрын
অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি রায়ের জন্য।
@Babycute082222 жыл бұрын
ধন্যবাদ বিচার প্রক্রিয়াকে জানাই
@ibrahimkhalil45132 жыл бұрын
thanks sir
@arstudio54332 жыл бұрын
আলহামদুলিল্লাহ। এই রায়ের ফলে অগণিত অসহায় মানুষের উপকার হবে। বিশেষ করে ব্র্যাক ব্যাংক বা মানুষের অসহায়ত্তের সুযোগ নিয়ে কেকের মামলাগুলো করে থাকেন।। যাই হোক তো মাননীয় সুপ্রিম কোর্ট এই ধরনের মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটা খুবই ভালো উদ্যোগ।
@ArifHossain-fz3dr2 жыл бұрын
ধন্যবাদ বিচারক কে।💞
@শেখরবজেলহোসেনেরকবিতা2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ হাইকোর্টকে।
@mhforhad10902 жыл бұрын
মাননীয় বিচারপতিকে ধন্যবাদ।
@mostrohimakajal16492 жыл бұрын
এই রায় বিশাল গরীব জনগুস্টির স্বার্থে হাজারো সালাম মহামান্য হাইকোর্ট কে এই রায়ে কোটি কোটি মানুষ উপকৃত হবে
@aimanoverseas75832 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ এই বিচারপতি সাহেব কে গরীবের পক্ষে বিচক্ষণ রায় দেয়ায় ❤️ আশা করবো এপিলেড ডিভিশন এই রায় বহাল রাখবে ✌️
@ariyanRidoy95012 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ জানাই মহামান্য হাইকোর্ট কে এমন রায় দেয়া জন্য।
@mahfujkhan90152 жыл бұрын
ধন্যবাদ জানাই, বিজ্ঞ আদালত কে।
@হেকিমীআয়ূর্বেদীকচেম্বার2 жыл бұрын
এই রায়ের জন্য বাংলাদেশের জনগন খুশি ধন্যবাদ
@Shahanurrahman442 жыл бұрын
ধন্যবাদ। মাননীয় বিচারপতি কে।
@akilmalik98852 жыл бұрын
জনগনের পক্ষে এই প্রথম মহামান্য হাইকোর্টের একটা রায় দেখলাম।সেজন্য ধন্যবাদ।
@funzonebangla1192 жыл бұрын
দেরিতে হলেও হাইকোর্টের এমন সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয় ।
@mdnurulafcer87012 жыл бұрын
আলহামদুলিল্লাহ,, অসংখ্য ধন্যবাদ মাননীয় বিচারপ্রতি মহোদয় কে,,,চিরকৃতজ্ঞা প্রকাশ করছি।
@FarjanaAkter-kb5ri2 жыл бұрын
মাননীয় বিচারপতিকে অসংখ্য ধন্যবাদ
@mdmanikr72 жыл бұрын
গরিবের পক্ষে রায় হলো।
@jesminmizan2 жыл бұрын
আলহামদুলিল্লাহ। ন্যায্য বিচার। বিচারপতি কে অনেক অনেক অভিনন্দন।
@bhtradingandco63292 жыл бұрын
জারা ব্যাংক হতে হাজার হাজার কোটি টাকা ঋন নিয়ে বসে আকাশে বাতাসে ঘুরছে তাদের ব্যাপারে বিজ্ঞ আদালতের নির্দেশ চাই।
@biplobmujumder93072 жыл бұрын
আপনি কখনো বিশ হাজার লোন পেয়েছেন। চক্র বৃদ্ধির হিসাব বুঝেন।।বড় বড় ঋণদাতা গ্রহিতা তারা তালত ভাই আর খালাতো ভাই।আপনি আর আমারে এগুলো দেয় না।
@faysalmahmud26112 жыл бұрын
আদালত সঠিক কথা বলেছেন,, এবং সঠিক রায় দিয়েছেন।ধন্যবাদ মাননীয় বিচারক মহোদয়।
@fulbaburay5702 жыл бұрын
কেমনে সঠিক হইল বলেন? টাকা নিয়ে পরিশোধ না করলে মামলা করা যাবে না? তাহলে টাকা তোলার উপায় কি? মানুষ তাহলে এনজিও থেকে টাকা নিয়ে পরিশোধ করবে না,,,
@faysalmahmud26112 жыл бұрын
@@fulbaburay570 পুরা রায় টা শুনুন তাহলে বুঝবেন,, আর এনজিও রা কুভাবে চেকের মামলা করে সেটা ভালো ভাবে জেনে নিন তাহলে বুঝবেন।
@mdmosharofmosharof13772 жыл бұрын
ধন্যবাদ আমাদের আইন ও আদালতকে এটি একটি সাধারণ মানুষের জন্য ভালো আইন। আইন মানুষের জন্য, আইনের জন্য মানুষ নয়। এটা একটা জনহীতকর রায়। ধন্যবাদ.... ধন্যবাদ ..... ধন্যবাদ আমাদের মাননীয় আইন আদালত কে।
@mdeasinheik81022 жыл бұрын
অনেক ধন্যবাদ হাইকোর্ট কে এতো সুন্দর রায় ঘোষণা করার জন্য
@Rana_Haque2 жыл бұрын
মহামান্য হাইকোর্টকে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের পদক্ষেপ আরো দুই চার বছর আগেই নেওয়া দরকার ছিল।
@mohammadazizulsheikh79592 жыл бұрын
অভিনন্দন হাইকোর্টের বিচারপতি স্যারকে
@Golamshakib2 жыл бұрын
বিচার বিভাগের স্বচ্ছতার জন্য ধন্যবাদ
@shopnohinmanush64212 жыл бұрын
আলহামদুলিল্লাহ। শুনে খুশি হলাম
@riyazmahmudtahrir84912 жыл бұрын
বিচারক এমন সিদ্ধান্ত বিশ্বাস হচ্ছে না, এমন সুন্দর আইন পাস হবে 🙄🙄🙄
@ridoysorkar81352 жыл бұрын
মাননীয় বিচারক আপনাকে অসংখ্য ধন্যবাদ
@beetingtech60562 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ মাননীয় বিচারকবৃন্দ কে
@anowarrohan88142 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ এমন একটা সময়ুপযুগী উদ্যক নেবার জন্য
@rofiqulismail94072 жыл бұрын
আলহামদুলিল্লাহ,অনেক অনেক খুশি হলাম। বিচারক কে হাজার সালাম। ও শুভকামনা। অংসখ্য ধন্যবাদ।
@Tayyibaboutique112 жыл бұрын
অনেক ধন্যবাদ যে সত্যি ঘটনাটা তুলে ধরার জন্য।
@rashedulislam73772 жыл бұрын
বিচারক মহদয়কে ধন্যবাদ সুন্দর একটা রায় দেওয়ার জন্য
@shuvorahman30082 жыл бұрын
ধন্যবাদ মহামান্য হাইকোর্টকে অসংখ্য ধন্যবাধ এ রকম রায় দেওয়ার জন্য এতে অনেক মানুষ উপকার হবে
@biplopchy29262 жыл бұрын
সেলুট জানাই মহামান্য হাইকোর্ট
@sagormamun44602 жыл бұрын
এই বিচারপতির রায়ে আল্লাহ খুশি ও সন্তুষ্ট হয়েছেন ইনশাল্লাহ
@rezaulislam78602 жыл бұрын
আশা করি মাননীয় সুপ্রিম কোর্ট হাই কোর্টের মতো সাধারণ মানুষের কথা বিবেচনা করবেন
@akader76822 жыл бұрын
বিচারক আমাদের বাংলাদেশের অহংকার উনাকে গরীব মানুষের সাথে সমানভাবে সমমানের আচরণ করায় ধন্যবাদ
@mdshahinhawoladarmdshahinh23142 жыл бұрын
ধন্যবাদ বিচার পতিকে যারা এমন একটা সাধারণ মানুষের জন্য এমন একটা আইন বাংলাদেশের আইন হবে এটা আমরা সাধারণ মানুষ খুবই উপকার হবে
@biddut2 жыл бұрын
এই উকিলকে ধন্যবাদ। মন্জিল মোর্শেদের মতো আরো একজন।
@azizulrahman4892 жыл бұрын
এই রায়টি একটি যুগান্তকারী রায়। রায়টি অবশ্যই দ্রুত বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেওয়া হোক।
@banglatv64982 жыл бұрын
হাইকোর্টের প্রধান বিচারপতি কে ধন্যবাদ
@বর্ণমালা-ত৭ট2 жыл бұрын
ধন্যবাদ মাননীয় বিচারক মহোদয়কে
@jahid99bd2 жыл бұрын
আলহামদুলিল্লাহ
@Thebirdhouse072 жыл бұрын
এই প্রথম কোন বিচারপতি কে অন্তর থেকে সালাম জানায় আসালামুয়ালাইকু ওরাহমাতুল্লাহ
@sumondas58182 жыл бұрын
মাননীয় বিচার বিভাগকে অসংখ্য ধন্যবাদ
@golammostafa67852 жыл бұрын
মহামান্য হাইকোর্ট এর মাননীয় বিচারক একদম যথাযথ রায় দিয়েছে।
@muhammadansarulhasan56722 жыл бұрын
আদালত এবং বিচারক কে অভিনন্দন ও দোয়া রইল ।
@abulkalamazad81622 жыл бұрын
ধন্যবাদ, মাননীয় বিচারকবৃন্দ কে।
@mdbijoy82232 жыл бұрын
হাইকোর্ট, হাজার হাজার ধ্যনবাদ,
@aminulisiam6908 Жыл бұрын
❤❤❤❤❤সাণারোন মানুস মুক্তি পেলো ❤❤
@asliakter76202 жыл бұрын
হাইকোর্টকে সালাম জানাই হাই কোর্ট বুঝে গেছে গরিব মানুষের ব্যথা