ভাই পতিদিন কি খাওয়াতে হবে নাকি সপ্তাহে তিন দিন একটু জানাবেন
@AgricultureDairyLivestockАй бұрын
প্রতিদিন দিবেন।গরু যতটুকু খেতে চায় ঠিক ততটুকু।
@mosarafhussain21582 жыл бұрын
এই মাত্র চেনেল সাবেকাইপ করলাম । বলবেন কি আমি পর্যাপ্ত পরিমাণ গাস দিব ও মোলা সেস দিব ও ইস ফারমেসন দিব। কোনু দানা দার দিব না। ঘরু কি মোটা তাজা করা সম্ভব ।
@AgricultureDairyLivestock2 жыл бұрын
হবে।একটু সময় বেশি নিলেও অনেক ভালো রেজাল্ট পাবেন ইন্ শাহ্ আল্লাহ।
@ShahjahanShahid-iz4uoАй бұрын
আসসালামু আলাইকুম ইউরিয়া মলা শেষের পানি টা খাওয়ানো যাবে কিনা
@AgricultureDairyLivestockАй бұрын
ওয়ালাইকুম আসসালাম। না ভাই সরাসরি সার দেয়া পানি গরু এবং মানুষ দুইজনের জন্যই ক্ষতিকর।
@rayhanhossain69799 ай бұрын
ums এবং ইষ্ট পার্মান্টেশন ২ টাই যদি খাওয়াই তাহলে কেমন হবে??
@AgricultureDairyLivestock9 ай бұрын
প্রথমদিকে যদি ওভারডোজ হয়ে যায় তাহলে বিপদ।গরু যদি তার শারীরিক গঠন অনুযায়ী লোড নিতে না পারে তখন... একটাই খাওয়ান আপাদত,রিস্ক ছাড়া ।পরে অল্প অল্প দুটোই দিলেন। ইউরিয়া মোলাসেসে রেজাল্ট বেশি পাবেন যেমন ঠিক তেমনি ওটার রিস্কও বেশি যদি পরিমাপ ভুল হয়। আর ইস্ট ফারমেন্টেশন কর্নে মাংসের টেস্ট ভালো হয়।
@mohammadhabibullah6649 Жыл бұрын
ভাইয়া কোন কোন গরুকে ইউএমএস দেওয়া যায়না সেইটা তো বললেন না।যেমন গরুকে এন্টিবায়োটিক দিলে,গরুর পাতলা পায়খানা হলে,শরীলে এলার্জি আছে , ক্যাটাফস, এডি৩ই,অ্যামাইনোভেট এগুলো ব্যবহার করলে এটা খাওয়ানো যাবে কিনা।
@AgricultureDairyLivestock Жыл бұрын
১০ মাসের নিচে বাছুরকে আমি খেতে দেই না। অন্যরা দিলে দিতেও পারে। গাভী গরুকে প্রয়োজনের অতিরিক্ত না দেয়াটাই ভালো। যেহেতু মোটাতাজাকরণের তাগিদে আমরা ইউএমএস ব্যবহার করে থাকি।। পাতলা পায়খানা হলে প্রয়োজনের চেয়ে কম খেতে দিবেন। অন্যান্য ক্ষেত্রে দিলে তেমন কোন সমস্যা নেই। তবে মনে রাখবেন ইউরিয়া যেন কোন মতেই পরিমাপের চেয়ে বেশি না হয়। কর্মচারী ইউএমএস বানানোর সময় সামনে দাঁড়িয়ে থাকবেন যেন সবকিছুর পরিমাপ সঠিক থাকে। আর ইউএমএস নিয়ে যদি ভয় বা আতঙ্ক কাজ করে তাহলে এর পরিবর্তে ইস্ট ফার্মেন্টেশন কর্ন দিতে পারেন।
@MdRaihan-sq6do Жыл бұрын
ums বানানোর কতখন পর খাবার দিব
@AgricultureDairyLivestock Жыл бұрын
আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পরে দিন। আপনি যদি সাথে সাথেও দেন তাহলেও সমস্যা নেই। আমি দিতাম। ইউএমএস খাবার আগে কিংবা পরে এক ঘন্টা পর্যন্ত পানি খেতে না দেয়ার কথা বলে অনেকেই। আমি আসলে এর সঠিক তথ্যটা জানি না। তবে সাবধানতা অবলম্বন করা ভালো। খেয়াল রাখবেন ইউরিয়া যেন কোন মতেই পরিমাপের অতিরিক্ত না হয়।
@sobujkumar6612 жыл бұрын
ভাই এটা গরুর খাওয়া লালী না কি মানুষের খাবারের লালী বলবেন
@AgricultureDairyLivestock2 жыл бұрын
যেহেতু আমরা লালীটা গরুতে প্রয়োগ করবো সেহেতু এটা গরুর খাওয়ার উপযোগী লালী অর্থাৎ গরুকে খাওয়ানোর লালী।
@samuacharjee5658 Жыл бұрын
গুড় ব্যবহার করা যায় কিনা
@rafiqulislam-zs7zz2 жыл бұрын
হাড্ডি ষাড় পোষার জন্য শুধু ইউরিয়া মোলাসেস খাওয়ালে হবে? অন্য কিছু না খাওয়ালে হবে?
@AgricultureDairyLivestock2 жыл бұрын
গরুর জন্য কাঁচা ঘাসের সমতুল্য কিছুই নেই ভাই।তবে আপনি অবশ্যই কম সময়ের জন্য ইউরিয়া মোলাসেস খাইয়ে মোটাতাজা করতে পারবেন।দানাদার কম করে হলেও কিছুটা দিয়েন ভাই। আমাদের দেশি গরু গুলো অল্প পেলেই খুশি।পানি খাওয়ার জন্য হলেও অল্প পরিমাণ দানাদার দেয়ার চেষ্টা করবেন।।
@rafiqulislam-zs7zz2 жыл бұрын
খুব ভালো লাগল। অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️
@AgricultureDairyLivestock2 жыл бұрын
@@rafiqulislam-zs7zz ভাই আপনাকেও ধন্যবাদ পাশে থাকার জন্য
@আশরাফুলইসলাম-খ৫ঝ2 жыл бұрын
আট মাসের গাভিন গরুকে ইউরিয়া মোলাসেস স্ট্র খাওয়ানো যাবে
@AgricultureDairyLivestock2 жыл бұрын
দীর্ঘ মেয়াদে গাভী গরুকে ইউরিয়া মোলাসেস স্ট্র না খাওয়ানোই ভালো আমার জানা মতে। তবু আপনি সময় সুযোগ বুঝে একজন উপজেলা প্রাণী সম্পদ অফিসারের সাথে কথা বলে নিবেন।
@আশরাফুলইসলাম-খ৫ঝ2 жыл бұрын
ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দেয়ার জন্য
@MdMonirMdMonir-uw7pj8 ай бұрын
একটা 150কেজিগরুকেকত কেজি খাওনো যাবে
@AgricultureDairyLivestock8 ай бұрын
প্রতিদিন যে পরিমাণ খড় খেতে দেন সেই পরিমাণ এর চেয়ে একটু কম দিয়ে দেখবেন কিছুদিন । এরপর আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে একটু একটু বাড়িয়ে দিবেন।
@SunriseAgro27623 ай бұрын
ইউরিয়া মোলাসেস খাওয়ালে কি দানাদার পরিমানে কম দেয়া যায় নাকি?....