এত পুরনো গল্প। অনামী এক লেখিকার অসাধারণ একটা গল্প শুনলাম। বড় ভাল পড়েছ ভাল থেকো আর এভাবেই সুন্দর সুন্দর গল্প শুনিয়ে মুগ্ধ কোর ❤❤❤।
@golpoekanteАй бұрын
@@SumitaChoudhury-c1t অসংখ্য ধন্যবাদ 🙏🙏 আপনার এতো সুন্দর মতামত পেয়ে আমরা আপ্লুত। আমাদের চ্যানেলে পুরোনো দিনের আরো অনেক গল্প আছে, শুনে জানাবেন কেমন লাগলো, অপেক্ষায় রইলাম 😊 ভালো থাকবেন 🌼🌼
তোমাকে প্রথমেই ধন্যবাদ জানাই এত আগের দিনের লেখিকার এত পুরাতন গল্প চয়ন করার জন্য। সত্যি বলতে দ্বিধা নেই আলোচ্য গল্পের লেখিকার নাম ও ওনার সৃষ্ট সাহিত্য সম্মন্ধে আমি সম্পূর্ণ অনবহিত ছিলাম। লেখিকা 'গৌরী' গল্পের স্বল্প পরিসরে প্রাচীন গ্রামীন বাংলার সমাজের 'একটি বিশেষ' চিত্র সুস্পষ্ট ও সার্থক ভাবে অঙ্কিত করেছেন। গল্পটিও সুন্দর। তোমার গল্পপাঠও হয়েছে বরাবরের মতোই মনোগ্রাহী। তোমার পাঠের ভঙ্গিমা আমার খুব ভালো লাগে। আমি বয়সে প্রাচীন তোমার গল্প একান্তের নিয়মিত শ্রোতা। আচ্ছা তোমার নামটা কি আমি জানতে পারি? ভালো থেকো আর এই রকম প্রাচীন লেখক -লেখিকার গল্প শুনিয়ে আনন্দ দিতে থাকো।
@golpoekanteАй бұрын
@@tarakinkarkarmakar2758 অসংখ্য ধন্যবাদ 🙏🙏 গল্পপাঠে আমি রিয়া। আপনার মতো প্রবীণ শ্রোতার কাছে আমাদের গল্প পৌঁছে দিতে পেরে আমরা আবেগাপ্লুত । আমরা বিশ্বাস করি পুরোনো দিনের গল্পে বাংলা সমাজজীবন ও সহজ সরল মানবিক সম্পর্ক গুলি তুলে ধরা হতো নিপুণ দক্ষতার সাথে যা আজকের শ্রোতাদের কাছেও সমান আবেদন রাখে। সেই কালের গর্ভে হারিয়ে যাওয়া সাহিত্য গুলি তুলে ধরার চেষ্টা করে চলেছি। আপনাদের সহযোগিতা পেয়ে আমরা পরিপুর্ণ। ভালো থাকবেন 🌼🌼
@khushiroy1565Ай бұрын
খুব ভালো ❤❤
@golpoekanteАй бұрын
@@khushiroy1565 অসংখ্য ধন্যবাদ 🙏🙏 ভাল থাকবেন 🌼
@sunandaghosh7397Ай бұрын
Khub sundar laglo golpo ti
@golpoekanteАй бұрын
অসংখ্য ধন্যবাদ 🙏🙏 আজ আসছে নতুন গল্প, সঙ্গে থাকবেন 🌼
@ranjanapaul5580Ай бұрын
ভালো লাগলো গল্পটি ❤
@golpoekanteАй бұрын
@@ranjanapaul5580 অসংখ্য ধন্যবাদ 🙏🙏 প্রতিটি গল্পে আপনার মতামত পেয়ে খুব ভালো লাগছে, আমাদের চ্যানেলে পুরোনো অনেক গল্প রয়েছে, শুনে জানবেন কেমন লাগলো, অপেক্ষায় রইলাম 😊 ভালো থাকবেন 🌼🌼
@BOMSANKARCARPENTERDoortoDoorseАй бұрын
খুব ভালো লাগলো অনবদ্য গল্প
@golpoekanteАй бұрын
অসংখ্য ধন্যবাদ 🙏 আরও নতুন গোল আসছে, সঙ্গে থাকবেন 🌼
@DebashriChowdhury-ek3uyАй бұрын
খুব সুন্দর লাগলো
@golpoekanteАй бұрын
@@DebashriChowdhury-ek3uy অসংখ্য ধন্যবাদ 🙏🙏 Golpo Ekante পরিবারে আপনাকে স্বাগত। ইতিমধ্যে বেশ কিছু গল্প এসে গেছে, শুনে জানাবেন কেমন লাগলো, অপেক্ষায় রইলাম 😊 ভালো থাকবেন 🌼
Khub sundar laglo. Bishesata sesh ta chamatkar.Happy Diwali. Valo theko. Anek suvechha nio.
@golpoekanteАй бұрын
@@manjaribhattacharya7563 অসংখ্য ধন্যবাদ 🙏🙏 আপনাকে ও আপনার সকল প্রিয়জনদের জানাই শুভ দীপাবলীর শুভেচ্ছা 🪔 ভালো থাকবেন 🌼🌼
@SweetyberamАй бұрын
Darun
@golpoekante29 күн бұрын
@@Sweetyberam অসংখ্য ধন্যবাদ 🙏🙏
@RohiBiswas-m3dАй бұрын
খুব ভালো লাগে। আপনার গল্প বলা।
@golpoekanteАй бұрын
অনেক ধন্যবাদ 🙏🙏 আজ আসছে নতুন গল্প, সঙ্গে থাকবেন 🌼
@rakeshmallik2696Ай бұрын
কত পুরোনো এই গল্প অথচ গল্পে বর্ণিত সামাজিক ছবিটা এখন একই ভাবে জ্বল জ্বল করছে। অসাধারণ গল্পের পাঠ, সুক্ষ্ম সুক্ষ্ম বর্ণনা গুলি কি অসাধারণ দক্ষতার সাথে বর্ণনা করেছেন। ভালো থাকবেন।
@golpoekanteАй бұрын
অসংখ্য ধন্যবাদ 🙏🙏 আপনার মতামত পেয়ে আমরা আপ্লুত। ভালো থাকবেন 🌼🌼
@abhijitghosal537Ай бұрын
গল্পটি বেশ ভালই। ছয়টি চরিত্র পেলাম -- সুন্দরিবাবু, সুমেরুবাবু, বিধুবাবু, রাম দয়াল, দেবীবাবু ও সুন্দরী কন্যা গৌরী। প্রতিটি চরিত্র রূপায়ণে রিয়া দেবী অসাধারণ পাঠ করিয়াছেন। সারমর্ম -- "পরের ভালো করিলেই নির্মল সুখ, মন্দ করিলে বিপদ অনিবার্য।" আরও দীর্ঘ সময়ের গল্পের অপেক্ষায় রইলাম। রিয়া দেবী ভালো থাকবেন।
@golpoekanteАй бұрын
অসংখ্য ধন্যবাদ 🙏🙏 আপনাদের এমন মতামতই আমাদের গল্পের চরিত্র গুলিকে জীবন্ত করে তোলার প্রয়াসে সার্থকতা এনে দেয়। ভালো থাকবেন 🌼
@abhijitghosal537Ай бұрын
এসে গেছি। ভয় একটাই, ঘুমিয়ে না পড়ি এই কণ্ঠের মায়াবীজালে।
@tridwiproy930219 күн бұрын
আপনার কণ্ঠস্বর এত সুন্দর এত মধুর খুব ভালো লাগে গল্প শুনতে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করা যায় বলুন তো আমি আমার স্বরচিত গল্প পাঠাবো।
@golpoekante17 күн бұрын
@@tridwiproy9302 অসংখ্য ধন্যবাদ 🙏🙏
@KRISHNACHAKRABORTY-ct2xdАй бұрын
গল্প ভাল; পাঠও ভাল ৷ আপনি বিগত দিনের লেখকদের রচনা তুলে ধরে তাঁদের সম্মান জানাচ্ছেন এবং সেই সঙ্গে সে সময়ের সমাজ চিত্রকে বুঝতে সাহায্য করছেন ৷ প্রচেষ্টা ভাল, কিন্তু রচনাকালের উল্লেখ না থাকায় ঠিক কোন সমযের কথা বলা হচ্ছে সে সম্বন্ধে কোন ধারণা পাওয়া যাচ্ছে না ৷
@golpoekanteАй бұрын
@@KRISHNACHAKRABORTY-ct2xd অসংখ্য ধন্যবাদ 🙏🙏 বিগত দিনের হারিয়ে যাওয়া বাংলা সাহিত্যকর্ম গুলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টায় আপনাদের সহযোগিতা পেয়ে আমরা আপ্লুত। গল্পের রচনাকাল সম্বন্ধীয় আপনার মতামত আমরা আগামী দিনে অবশ্যই মাথায় রাখবো। ভালো থাকবেন 🌼🌼