ঘরে যে গাছ রাখলে মশা মাছি আসেনা : ঘরের বাতাসকে বিশুদ্ধ করার উপায়

  Рет қаралды 73,654

Tips and Koushal

Tips and Koushal

Күн бұрын

নমস্কার বন্ধুরা টিপস ও কৌশল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি press করতে ভুলবেন না। তো চলুন এবার শুরু করা যাক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন একটি টপিক। আজকের বিষয়টি হলো যে পাঁচটি গাছ ঘরের বাতাস বিশুদ্ধ করবে সেই সম্পর্কিত আলোচনা।
বিষাক্ত কেমিকেল যে শুধু রাস্তাঘাটেই রয়েছে তা কিন্তু নয়, আমাদের বাড়িতেও রয়েছে এমন অনেক অনাকাঙ্ক্ষিত রাসায়নিক পদার্থ যা সম্পর্কে হয়ত আমাদের ধারনাও নেই। তবে ভয়ের কিছু নেই। এই জিনিসটি বোধ হয় আমাদের অনেকেরই অজানা যে কিছু কিছু গাছ রয়েছে যেগুলো বাসায় রাখলে তা বাসায় থাকা বিভিন্ন ক্ষতিকর পদার্থ দূর করে ঘরের বাতাস বিশুদ্ধ করতে সাহায্য করে। আজ আমরা সে রকমই অনেক গাছের মধ্যে পাঁচটি গাছের গুণাগুন এবং যত্ন নেয়া সম্পর্কে জানবো।
অ্যালোভেরা : রূপচর্চা থেকে শুরু করে প্রায় সব কিছুতেই এর জয়জয়কার। এই অ্যালোভেরার যে আরও একটি গুন আছে সেটা কি আমরা জানি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঘরের বাতাস বিশুদ্ধ করতেও অ্যালোভেরার অবদান রয়েছে। এটি বাতাসে থাকা বেনজিন, ফরমালডিহাইড দূর করতে খুব কার্যকরী। তবে অ্যালোভেরা সম্পর্কে একটি মজার তথ্য হচ্ছে যখন বাতাসে থাকা ক্ষতিকর কেমিকেলের পরিমাণ খুব বেশি বেড়ে যায় তখন এর পাতায় ছোট ছোট বাদামি দাগ পড়ে যায় যার মাধ্যমে আপনি সহজেই আপনার ঘরে থাকা বিষাক্ত পদার্থের মাত্রা বুঝে নিতে পারবেন। অ্যালোভেরার যত্ন বিষয়ে একটি কাজ অবশ্যই করতে হবে, আর সেটি হচ্ছে একে সূর্যের আলোতে রাখতে হবে। কারণ পর্যাপ্ত সূর্যের আলোতেই অ্যালোভেরা সবচেয়ে ভালো মতো বেড়ে উঠে।
ফার্ন : ফার্ন ঘরের বাতাস পরিষ্কার করতে খুব কার্যকরী হিসেবে বিবেচিত। তবে এটি ফরমালডিহাইড দূর করতে বেশি কার্যকর বলে গণ্য করা হয়। এটি কাঠের তৈরি আসবাবপত্র, কেবিনেট, ফার্নিচার ইত্যাদিতে থাকা ফরমালডিহাইড দূর করতে খুব উপকারী। এছাড়াও বাতাসের জাইলিন, টলুইন ইত্যাদি দূর করে এই ফার্ন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে, এটি মাটিতে থাকা বিভিন্ন বিষাক্ত পদার্থ যেমন মারকারি, আর্সেনিক দূর করতেও উপকারী। ফার্ন গাছ খুব তাড়াতাড়ি বড় হয় এবং এতে কোন ফুল হয় না। তবে এটি সবচেয়ে ভালো ভাবে বৃদ্ধি পায় যখন এটি বারান্দায় বা দেয়ালে ঝুলিয়ে রাখা যায়। এভাবে রাখলে খুবই দ্রুত এর শাখা প্রশাখা বেড়ে উঠে।
ছোট জাতের বাঁশ গাছ বা ব্যাম্বো পাম : এই ধরনের বাঁশ গাছ গুলো সর্বোচ্চ ৩-৬ ফুট লম্বা হয়ে থাকে। এই গাছ ঘরের এক কোনায় বা অফিসে রাখার মাধ্যমে যেমন সৌন্দর্য বাড়িয়ে তোলা যায়, তেমনি পরিবেশ রক্ষায়ও এর কাজ তুলনাহীন। বেনজিন, ট্রাই ক্লোরোইথিলিন এবং আরও অনেক ধরনের বিষাক্ত কেমিকেল বাতাস থেকে দূর করে এই গাছ। এবার আসা যাক এই গাছের যত্ন সম্পর্কে। এই গাছটি সরাসরি সূর্যের আলোতে রাখা যাবে না। এমন জায়গায় রাখুন যেখানে আলো আছে তবে তা যেন সরাসরি গাছের উপর না পড়ে। গাছের টবের মাটি যেন সব সময় ভেজা থাকে সেজন্য নিয়মিত পানি দিতে হবে। আর ভালো মতো বৃদ্ধির জন্য মাসে একবার এতে লিকুইড ফার্টিলাইজার দিতে হবে।
রাবার গাছ : রাবার গাছ ঘর থেকে বিষাক্ত ফরমালডিহাইড দূর করতে সবচেয়ে বেশি কার্যকরী। এছাড়াও অন্যান্য কেমিকেল যেমন কার্বন মনোঅক্সাইড, ট্রাই ক্লোরো ইথিলিন ইত্যাদিও করতেও এই গাছ খুব উপকারী। রাবার গাছ উজ্জ্বল আলোতে খুব ভালো বাড়ে। রাবার গাছ ৮ ফুট লম্বাহয়ে থাকে। এই গাছ যখন বাড়ন্ত পর্যায়ে থাকে তখন নিয়ম মতো পানি এবং মাসে একবার নাইট্রোজেন ফার্টিলাইজার দিতে হবে। গাছের সাইজ ঠিক রাখার জন্য কয়েক
মাস পর পর এর ডালপালা ছেঁটে দিতে পারেন এবং গাছের পাতা যাতে ঝকঝকে থাকে সেজন্য কয়েকদিন পর পর একটি ভেজা কাপড় দিয়ে পাতা গুলো মুছে ফেলতে পারেন।
চন্দ্রমল্লিকা : চন্দ্রমল্লিকা গাছ দেখতে যেমন সুন্দর তেমনি আপনার বাসার পরিবেশও করে তুলবে সুন্দর ও নিরাপদ। এটি বাতাসে থাকা ফরমালডিহাইড, জাইলিন, বেনজিন এবং এমোনিয়া সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ দূর করতে খুব উপকারী। তবে এই গাছের পরিচর্যা নেয়ার ক্ষেত্রে খানিকটা সতর্ক থাকতে হবে। কারণ সঠিক ভাবে যত্ন না করলে এই গাছ বেশি দিন বাঁচেনা। চন্দ্রমল্লিকা গাছ সব সময় আলোতে রাখবেন, তবে সেই আলোটা যেন সরাসরি গাছের উপর এসে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। এই গাছের মাটি সব সময় ভেজা রাখতে হবে।
এই ভিডিও তে আলোচিত কিছু Topic হলো :
ঘরে যে গাছ রাখলে মশা মাছি আসেনা
বাস্তুশাস্ত্রের মতে বাড়িতে এই গাছ গুলি রাখা শুভ
5 টি গাছ যা আপনার বসতবাড়িকে জীবাণুমুক্ত রাখবে
আপনার ঘরকে দূষণমুক্ত রাখবে যে 10 টি গাছ
মানি প্ল্যান্ট গাছের যত্ন কীভাবে নেবেন
তো বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোন দিন অন্য কোন বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন - সবাইকে ভাল রাখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।

Пікірлер: 10
@sahidaruma9704
@sahidaruma9704 4 жыл бұрын
আপনার কথা শুনবো না কি মিউজিক শুনব ?
@mdfaruk5181
@mdfaruk5181 2 жыл бұрын
ঘরে কোন গাছ রাখলে মশা আসে না, তাতো বললেন না?
@sheikhaminulislamtutul2560
@sheikhaminulislamtutul2560 4 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা চিত্তে আমার পক্ষ থেকে আপনাকে জানাই হাজার সালাম। মাফ করবেন একটি প্রশ্ন ছিল । পিওর ইনডোর প্লান্ট মোট কথায় ঘরের মধ্যে যেখানে সূর্যের আলো পায়না সেখানে কি প্লান্ট রাখতে পারি। ধন্যবাদ
@santanudatta860
@santanudatta860 3 жыл бұрын
Lll
@mitrasubhasis
@mitrasubhasis 3 жыл бұрын
মিউজিক দিচ্ছেন কেন ?
@Shaarfi6609
@Shaarfi6609 Жыл бұрын
এত মিউজিক দেন কেনো?
@hkkoli9728
@hkkoli9728 3 жыл бұрын
অশিক্ষিত আপু মিউজিকটা বাজে কনো?
@Shaarfi6609
@Shaarfi6609 Жыл бұрын
বাপরে বাপ মিউজিক কথা শুনবো নাহ মিউজিক?
@swarup16
@swarup16 3 жыл бұрын
আগে ভালোকরে editing শিখুন তার পর ভিডিও post করুন ।
@ayubansaree4565
@ayubansaree4565 3 жыл бұрын
তোৱেথাপপৱমাৱমু
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 16 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 11 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 16 МЛН