আজমিরা আপু তুমি আমার হৃদয়ে জায়গা নিয়ে বসে আছো। তোমার কণ্ঠে গজল না শুনলে আমার রাতে ঘুম যে আসে না। আমার হৃদয়ের প্রতিটি জায়গায় তোমাকে বসিয়ে রেখেছি আজমিরা।আই লাভ ইউ আপু আই লাভ ইউ জান।
জ্ঞান বিবেক ধ্যান সাধণা ইয়ার আলী বলে বর্তমান যুগের লোক আল্লার দাসত্ব করে না। শ্রষ্টার, সৃষ্টির দাসত্ব করে, তা নয়! প্রর্তেকেই শ্রষ্টার সৃষ্টিকে ভালোবাস। আর শ্রষ্টার দাসত্ব কর। (চৈতন্য দরবার শরীফ) (গান্ধী গাও, ঝিনাই গাতী, শেরপুর)