Рет қаралды 8,205
প্রথম গিটার কেনার পর যেন অনুশোচনা না হয়, সেজন্য আপনি আসলে কী চান আগে থেকেই সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা রাখাই হবে বুদ্ধিমানের কাজ। প্রথম গিটার কেনার সময় কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা থাকছে এখানে-
বাজেট নির্ধারণ করুন
গিটার কেনার আগেই একটি বাজেট নির্ধারণ রাখাই ভালো। আশপাশের গিটারের দোকানের গিয়ে বিক্রেতাকে নির্দিষ্ট মূল্যসীমার মধ্যে পণ্য দেখাতে বলুন। এতে সাধ্যের চেয়েও বহু বেশি দামের চমকপ্রদ পণ্য কিনে ফেলার আশঙ্কা কমে যায়।
সাধারণত ৫ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যেই ভালো অ্যাকোয়েস্টিক গিটার পাওয়া যাবে। বৈদ্যুতিক গিটারগুলো আরেকটু ব্যয়বহুল এবং অ্যামপ্লিফায়ার বা অডিও ইন্টারফেসের বাড়তি খরচসহ ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা হতে পারে৷ সম্ভব হলে গিগ ব্যাগ, গিটার ক্যাপো এবং অতিরিক্ত স্ট্রিংসহ প্রয়োজনীয় কিছু অনুষঙ্গের জন্য অতিরিক্ত ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা বাজেটে রাখুন।
স্বাচ্ছন্দ্য পাচ্ছেন কি না দেখুন
কেউ কেউ মনে করেন, শব্দের গুণমানই বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকের মতামত হলো, ব্যবহারের স্বাচ্ছন্দ্য অন্য সবকিছুকেই ছাপিয়ে যায়। গিটারটি কেমন স্বাচ্ছন্দ্য দিচ্ছে তা পছন্দ হলে দীর্ঘমেয়াদে এটি বাজানো সম্ভব।
এক্ষেত্রে গিটারের ওজন স্বস্তিদায়ক হতে হবে এবং সম্পূর্ণ ফ্রেটবোর্ড যাতে মসৃণভাবে ধরা যায় তা খেয়াল করতে হবে। এতে করে দীর্ঘ সময় ধরে বাজানো হলে অস্বস্তি হবে না।
কেনার আগে এটি বোঝার সবচেয়ে সহজ উপায় হলো কোলে গিটারটি নিয়ে ফ্রেটবোর্ড জুড়ে স্বাচ্ছন্দ্যে হাত চালাতে পারছেন কি না দেখা। না হলে বিকল্প খুঁজুন।
সরঞ্জাম পরীক্ষা করে নিন
গিটারের শব্দ পছন্দ হচ্ছে কি না, ইলেকট্রনিক্স ভালো অবস্থায় আছে কি না - কেনার সময় এসব খেয়াল রাখতে হবে। গিটারের নেক সোজা কি না যাচাই করুন। যদি স্ট্রিংগুলো ফ্রেটবোর্ড থেকে বেশ উঁচুতে থাকে, তার মানে গিটারে ঝামেলা আছে। সঠিক কর্ড বাজালেও অনাকাঙ্ক্ষিত শব্দ তৈরি হতে পারে। এই জিনিসগুলো পরীক্ষা করার সর্বোত্তম উপায় হলো কেনার সময় সঙ্গে এমন কাউকে রাখা, যিনি গিটার বাজাতে জানেন।
দেখতে কেমন সেটিও গুরুত্বপূর্ণ
গিটারটি দেখতে কেমন হবে এবং সেটি আপনার সঙ্গে মানাসই কি না -এটি আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। গিটার হাতে এবং অনুশীলনের সময় দেখতে কেমন লাগছে এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এমন কিছুই বাছাই করুন যাতে নান্দনিকতা বজায় থাকে।
পরিশেষে, প্রথম গিটার কেনা একটি রোমাঞ্চকর বিষয়। কেনার মধ্য দিয়ে যাত্রা কেবল শুরু। পরিপূর্ণ অনুশীলনের অভ্যাসই আপনাকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে।
আরো কিছু বিষয় লক্ষ্য রাখতে পারেন:
অ্যাকুস্টিক নাকি হাওয়াইন নাকি সেমি অ্যাকুস্টিক কিনবেন তা ঠিক করুন ।
পারলে অভিজ্ঞ কাওকে নিয়ে যাবেন । কারণ অনেকেই খারাপ গিটার ধরিয়ে দিতে পারেন ।
-অবশ্যই কর্ড বাজিয়ে দেখুন । সাউন্ড ঠিকঠাক মতো হয় কিনা খেয়াল করুন ।
টিউন খেয়াল করুন । অনেক সময় ফ্রেট বোর্ড ঠিকঠাক মতো না থাকলে টিউন ঠিক থাকে না ।
-সাউন্ড হোলের অবস্থান খেয়াল করুন ।
-ছয় হাজার টাকা থেকে অ্যাকুস্টিক গিটারের দাম শুরু । এর কম দিয়ে কেউ বিক্রি করতে চাইলে সাবধান হউন ।
-ফ্রেট বোর্ডের ধাতব অংশটা (নাম যেন কি ?) যেন ধারালো না হয় । সেক্ষেত্রে সোলো বাজাতে সমস্যা হবে ।
-গীটারের ফ্রেট বোর্ডটি সোজা আছে কিনা। অনেক সময় দীর্ঘদিন রেখে দিলে বাকা হয়ে যায়।
-স্ট্রীং অর্থাত তারগুলো ফ্রেটের কাছে আছে কিনা। দুরত্ব বেশী হলে বুঝবেন সমস্যা আছে। এবং এটা কিনলে আঙ্গুলে প্রেশার পড়বে।
Watch More Video ⬇⬇
►
►
guitar price in bangladesh, guitar price koto, guitar market in dhaka, low price guitar in bangladesh, guitar lessons for beginners,
গিটারের দাম কত, গিটার কিভাবে বাজায়, কম দামে গিটার, সস্তা মার্কেট, গিটার বাজানো শেখা, গিটারের দাম বাংলাদেশ, সিগনেচার গিটার
Please Subscribe Our Channel ⬇⬇
/ @mtimesworld
© M Times 2024.