কোচবিহারের প্রতি আমার একটা বিশেষ টান রয়েছে কেননা আমার পূর্ব পুরুষদের আদি নিবাস পশ্চিমবংঙ্গের কোচবিহার জেলায়। আমার একটা ইচ্ছে তা হল আমি তাদের সাথে দেখা করতে চাই তবে তাদের কোন পরিচয় জানি না। তবে শুধু এটাই জানি যে আমার দাদার দাদার নাম ছিল খেরুয়া তুখার মামুদ। তিনি রাগ করে চলে এসেছিলেন আর ফিরে যান নি। পরে রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল নামক স্হানে বসবাস শুরু করে। এখন আমাদের তিনপুরুষ চলছে। সবাই দোয়া আর আর্শীবাদ করবেন যেন আমি তাদের খুঁজে পাই। ধন্যবাদ।