Рет қаралды 6,188
#goechala
#goechalatrek
#goechala2023
#goechalamarch
#explorewithdebjyoti
গোচালা ট্রেকের রোমাঞ্চকর গল্প (প্রথম পর্ব)
""""""""""""""""""""""""""""""""""""
মার্চ 2023
এই ট্রেক, ওই ট্রেক করতে করতে Spinning wheel এর কাঁটা এসে ঠেকলো Goechala ই । একডাকে প্রায় সবাই চেনে , ভারতের আর পাঁচটা কঠিন ট্রেকের মধ্যে অন্যতম।সব থেকে বড় ব্যাপার হলো, এটা আমাদের খুব কাছেও বটে।মানে প্রতিবেশী রাজ্যে আর কি !
স্বভাবতই সেই ট্রেক সম্মন্ধে যে টুকু জ্ঞান আমার ভান্ডারে ছিল সেটাকে বাড়ানোর চেষ্টা করতে লাগলাম। পরিচিত যারা ওই ট্রেক করেছে, তাদের কাছে জানতে পারলাম। ওখানে দুটি জিনিস খুব মারাত্মক। এক, সেখানকার ঠান্ডা । আর দুই, মাউন্টেন সিকনেস। তাই দলকে সেভাবেই তৈরি করতে হবে।
ঠান্ডার সাথে মোকাবিলা করার জন্য প্রয়োজন ভালো টেন্ট ,স্লিপিং ব্যাগ আর গরম জামা কাপড়ের লেয়ার। আর , মাউন্টেন সিকনেস থেকে বাঁচার জন্য সব থেকে প্রথম যেটা লাগবে , সেটা হচ্ছে নিজের শারীরিক আর মানসিক ফিটনেস। আর , দ্বিতীয়ত মেডিকেল সাপোর্ট।
দলে আমরা ছয় জন আছি , বয়স 30 থেকে 50 বছর।তারমধ্যে একজন মেয়ে আছে। ট্রেকে কোনো রকম অহেতুক রিস্ক আমি চট করে নি না। তাই ঠিক করলাম এই ট্রেকটা একটা এজেন্সি মারফত করবো। এতে আমার দুটো সমস্যারই সমাধান হবে। এছাড়াও আমার বহুদিনের ইচ্ছা ছিল , এজেন্সি বা ক্লাবের সাথে একটা ট্রেক করার। আমার পরিচিত এক ভাই গুণধর একটা নতুন এজেন্সি খুলেছে। তাই তারসাথেই যোগাযোগ করলাম। সে জানালো টেন্ট আর স্লিপিং ব্যাগ দেওয়া হবে সিয়াচেন এ ব্যাবহার করা হয় সেই রকম। খাওয়া দাওয়ার মধ্যে থাকবে চাউমিন, পাস্তা, আলু পরোটা , মাশরুম, পানির , ডিম , চিকেন। আমি তো শুনে অবাক এটা ট্রেক না ট্রিপ। আর মেডিকেল সাপোর্টের ব্যাপারে সে জানালো , তার অলটিটিউড ডাক্তারের কোর্স করা আছে। সুতরাং, দলের কোনো সদস্যের শরীর খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনো সমস্যা হওয়ার আগেই ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে বা শরীর খারাপ হওয়ার মতো অবস্থাই আসবে না। ব্যাস, আর কি চাই !
অনলাইন অফলাইন জুড়ে শুরু করে দিলাম ট্রেকের শপিং। গোছগাছ প্রায় সব কমপ্লিট আমাদের। এমন সময় গুণধর জানালো, একটা ট্রেনিং এর কারণে সে আমাদের সাথে যেতে পারছে না। তার এক ভাই (সুব্রত)যাবে আমাদের সাথে।
যাওয়ার কদিন আগে মোবাইলে মেসেজ এলো, আমাদের যাওয়া আসার দুটো ট্রেনই ডাইভার্ট করা হয়েছে। এমন কি আমরা যে সময় যাচ্ছি ,তখন ওখানে টানা বৃষ্টি আর স্নোফলের সম্ভাবনা জানাচ্ছে গুগল।
যাঃ সালা ! একি
চারিদিক থেকে বাঁধা আসছে কেন ! তাহলে কি আর যাওয়া হবে না ? হবে না যাওয়া ? যাই হোক মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেন ডাইভার্ট থাকার কারণে, আমাদের শিয়ালদহ থেকে ট্রেন ধরতে হলো। সেখানেই দলের সবাই মিট করলাম। দলে 22 বছরের এক তরুন এথলিট সদস্য অভ্রজিৎ যোগ হল ।ম্যারাথনে দৌড়াবে বলে এখন তার ডায়েট চলছে। খাওয়া দাওয়া রাত্রে ট্রেনেই করলাম। আমাদের খাওয়া দাওয়ার পরিপাটি দেখে বাধ্য হয়ে ডায়েট ছেড়ে অভ্রজিৎ কে দুহাত লাগাতেই হলো আমাদের সাথে।
সক্কাল সক্কাল পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। সুব্রত ট্রেন মিস করে পরের ট্রেনে টেন্ট স্লিপিং ব্যাগ নিয়ে এলো। প্রভাস ভাইয়া গাড়ি নিয়ে অপেক্ষা করছিল স্টেশনের বাইরেই। গাড়িতে ব্যাগ রেখে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম yuksam এর উদ্দেশ্যে। বেঙ্গল সাফারী পার করে শুকনার জঙ্গলকে পাশে রেখে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। এই জায়গাটা যখনই পার হই, মনের পাখি যেন খাঁচা ছেড়ে উড়ে যেতে চাই ওই জঙ্গলের মধ্যে দিয়ে। আর সেবকের পর যখন পাহাড়ের প্রথম ঝলক পাই ,সে সুখ লিখে বোঝানো বড্ড মুশকিল ভায়া।
তিস্তা বাজার পার করে মেল্লির '10জিং হোটেলে ' চিকেন থালি অর্ডার দেওয়া হলো।পাহাড়ি দেশি মুরগির ঝোল সহযোগে যা খেলাম, তার বহিঃপ্রকাশ বিজয়দার মুখে সব থেকে ভালো দেখা গেল। এরপর জোর্থাং পেরিয়ে আমরা যখন yuksam পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে বিকেল। হোটেলে ঢুকতেই দেখি গেটের দুপাশে লাল ফুলে ভর্তি রোডোরেন্ড্রোন গাছ। আসার সময়ই রাস্তার ধারেও অনেকগুলো রোডোরেন্ড্রোন আর ম্যাগনোলিয়া দেখেছি। কিন্তু , হোটেলের গেটে তারা আমাদের স্বাগত জানাবে, সেটা আশা করি নি।
ট্রেক লিডার (সুব্রত)বলে দিয়েছে অগ্নিপরীক্ষার জন্য সবাই প্রস্তুত হও। কাল থেকে আমাদের ট্রেক শুরু। আমাদের সাথে যাচ্ছে গাইড, কুকম্যান, পোর্টার আর পাঁচটা ইয়াক নিয়ে দুজন ইয়াকম্যান।
চলবে........
• Goechala Trek | March ...
**ছবিতে বা লিখে অনেক কিছুই বোঝানো সম্ভব নয়, তাই সম্পূর্ণ ট্রেক নিয়ে একটা ছোট্ট ভিডিও বানালাম। আশাকরি সবার ভালো লাগবে।
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
For upcoming videos please Subscribe my channel : www.youtube.co...
My facebook Page: / debojyoti.ch...
You can also follow me on instagram: / debojyotich...
More Videos:
Sandakphu Trek : www.youtube.co...
Valley Of Flowers & Hemkund Sahib : www.youtube.co...
Tales of Garh Jungle : • garh jungle durgapur |...
৫১ সতী পীঠ : • ৫১ সতী পীঠ
Explore Nainital : • Explore Nainital