Рет қаралды 268
Golconda Fort Tour
ইতিহাস তো বহু অজানা গল্পের সাক্ষী৷ বহু অজানা ঘটনা, বহু হিংসা এবং আত্মত্যাগের গল্প লেখা রয়েছে ইতিহাসের পাতায়৷ শুধুই কি বইয়ের পাতায় সীমিত রয়েছে ইতিহাসের অজানা তথ্য? না, ঐতিহাসিক স্থানগুলির প্রতিটি দেওয়াল, প্রতি ইট এখনও ইতিহাস বয়ে নিয়ে চলে৷ প্রাচীন ফোর্ট, প্রাসাদ এবং রাজবাড়িগুলি যেন এক একটি মূর্তমান ইতিহাসের সাক্ষী৷
এমনই একটি ঐতিহাসিক দুর্গ হল গোলকুন্ডা ফোর্ট৷ বিখ্যাত কাকাতিয়াস সাম্রাজ্যে তৈরি হয়েছিল এই দুর্গ৷ অন্ধ্রপ্রদেশের এই অঞ্চলে রয়েছে একাধিক কয়লাখনি৷ বহু হীরের সন্ধান দিয়েছে এই অঞ্চল৷ শুধু তাই নয়, বিখ্যাত কোহিনুর হীরের সন্ধানও মিলেছিল এই অঞ্চলে৷
কিন্তু হীরের ঝলমল যেখানে রয়েছে, সেখানে লোভের ছায়া পড়বে না, এমন কি হতে পারে?
শোনা যায়, এই গোলকুন্ডা ফোর্টও নাকি এমন লালসার শিকার৷ এমন কিছু ঘটেছিল এই ফোর্টে, যার জন্য এখনও ভৌতিক আবেশ রয়ে গিয়েছে এই ফোর্টে৷
শোনা যায়, বহুমূল্য মণি মানিক্যের পাশাপাশি এই দুর্গ নাকি এক নিবিড় প্রেম কাহিনীর সাক্ষী৷ নর্তকী তারামণি এবং আবদুল্লা কুতুব শাহ’র ভালবাসা আজও নাকি দুর্গের প্রতিটি স্তম্ভের জানা৷ শুধু তাই নয়, শোনা যায় এই প্রেম নাকি পরিণতি পায়নি৷ আর তারজন্য নাকি আজও নর্তকী তারামণির অতৃপ্ত আত্মা আজও দুর্গে ঘুরে বেড়ায়৷
Golconda Fort is a historic fortress and ruined city located in Hyderabad, Telangana, India. It was initially called Mankal. The fort was originally built by Kakatiya ruler Pratāparudra in the 11th century out of mud walls. It was ceded to the Bahmani Kings by Deo Rai, Rajah of Warangal during the reign of Sultan Muhammad Shah (1358-1375 A.D.) of the Bahmani Sultanate. Following the death of Sultan Mahmood Shah, the Sultanate disintegrated, and Sultan Quli, who had been appointed as the Governor of Telangana by the Bahmani Kings, was a fortified city, making it the capital of the Golconda Sultanate. Because of the vicinity of diamond mines, especially Kollur Mine, Golconda flourished as a trade center of large diamonds known as Golconda Diamonds. Golconda Fort is currently abandoned and in ruins.
Music:
Desert City by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
Source: incompetech.com...
Artist: incompetech.com/
#golcondafort #golkondafort #hyderabad